কবি মিনারা সুলতানার কবিতা

39

অপেক্ষা প্রভাতের
—————
এক পশলা বৃষ্টি হবে
মুছে যাবে কৃষ্ণচূড়ার গায়ে লেগে থাকা ক্ষত।
ঝরে যাওয়া ফুলগুলো
দলিত হয় পথিকের পদতলে
বিষণ্ণ সময়,
অধিক কিছু নেই পাওয়ার।

আমৃত্যু ক্লান্ত দেহগুলো হয় নিপিড়নের স্বিকার
বিভীষিকাময় জীবন।

বুকের উপর ভর করে বেড়ে উঠা পরগাছারা
টুটি চেপে ধরে রুদ্ধ করে আওয়াজ,
গো গো শব্দের গোঙানিতে ভাংগে ঘুম
নিকোষ কালো আধার
অপেক্ষা প্রভাতের।