নিজস্ব প্রতিবেদকঃ হকার ইস্যুতে সিটি মেয়র আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের দ্বন্ধের অবসান ঘটিয়ে সুষ্ঠু সমাধান করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে দায়িত্ব দিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার ২৮ জানুয়ারি দুপুরে গোগনগর ইউনিয়ন এলাকায় অবস্থিত পাথরঘাটে সৈয়দপুর-মদনগঞ্জ রুটে শীতলক্ষ্যা সেতু-৩ এর পিলার নির্মান কাজের উদ্বোধন শেষে ফেরার পথে তিনি এমপি সেলিম ওসমানকে সমস্যাটি সমাধানের দায়িত্ব দেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রীকে বিদায় জানিয়ে গাড়িতে তুলে দেওয়ার সময় এমপি সেলিম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, আপনি শামীম ওসমান এবং আইভী দুইজনেরই মুরুব্বি। কোন নেতা হিসেবে নয় একজন মুরুব্বি হিসেবে আপনাকে আমি দায়িত্ব দিলাম। আপনি দুইজনের সাথে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধান করতে পারবেন সে বিশ্বাস আমার আছে। তাই নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে বিষয়টি সমাধানের জন্য আপনাকে দায়িত্ব দিলাম এবং আমি জানি একজন মুরুব্বি হিসেবে আপনিই সেটা পারবেন।