মীনা উজ্জ্বলের কবিতা

34

“””এলোমেলো ভাবনা”””

কলম আর খাতারা
জীবনানন্দের পাতারা
ছুটি নিয়েছে রাঙানো নখের কাছে থেকে,
চশমার ফ্রেমের দায় থেকে,
থাক না ওরা, কটা দিন
আয়েশের খায়েশে।

খুশবু, সুবাসিত আয়নাঘর
লাল চুড়ি, সাতরঙা টিপ, টেনে নেয় অকারণ,
ময়ূরপঙ্খী নায়ে, ঢেউয়ের তোড়ে, নীল পালকে
পূব আকাশের রাজকুমার ভেসে আসে পশ্চিমে
পেতে রাখা বুকে, লাল গালিচায়
উষ্ণ অভ্যর্থনা আর গাঢ় চুম্বনে
মাধবী-চাঁপা আজ অন্তঃসত্বা হবে
এক বসন্ত প্রেমের সুরায়,
এলোমেলো ভালবাসারা উড়তে থাকবে
ঘরে, পর্দা-জানালা সব খুলে, বাইরে।

দেখো, ঐ দেখো
ভাবনাগুলো, উতলা আবেগে
কেমন করে উড়ছে সারি সারি!
উড়ছে দেখো, ছুটে যাচ্ছে ঐ দূর আকাশে,
পঙ্খীরাজে চড়ে, সাঁই সাঁই,
শোন রাজকুমার,
ভৈরবীর নেশায়, আকুলতায়
কুমারী আজ কবিতা হবে নিঃসংকোচে,
পিতৃত্বের দায়, নাও কিবা নাই নাও
শব্দ, বর্ণের আলোয় হাজার বছরের
ইতিহাস হারিয়ে, কুমারী আজ
উপাখ্যান হবে, নেপথ্য হবে
না লেখা, কোন এক জনপ্রিয় কাব্যগ্রন্থের।