নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে সোনারগাঁও শেখ ফজলুল হক উইমেনস কলেজের সামনে থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক ( অপারেশন) আব্দুল জব্বার জানান, মামুন মাহমুদকে সোনারগাঁও শেখ ফজলুল হক ইউমেনস কলেজের সামনে থেকে নাশকতার প্রস্তুতির সময় আটক করা হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদকেও আটক করেছে পুলিশ। ভোরে রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের একটি বিল থেকে তাকে আটক করা হয়।
ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সেলিম মিয়া জানান, শাহেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি নাশকতার মামলা রয়েছে।
তিনি আরও জানান, কালীগঞ্জ থেকে লোক এনে রূপগঞ্জের জিন্দাপার্ক এলাকায় মিছিল করেছে শাহেদ, যে মিছিলের ছবি ফেসবুকে দেয়ার পর তাকে শনাক্ত করে আটক করা হয়।