খালেদা জিয়ার ডিভিশন আবেদন গ্রহণ করেনি কারাকর্তৃপক্ষ

73
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিভিশন ও সুচিকিত্সা প্রাপ্তির আবেদন গ্রহণ করেনি কারা-কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্বাক্ষরিত এ আবেদন নিয়ে যান চার আইনজীবী।
পুরান কেন্দ্রীয় কারাগার গেটে আইনজীবীরা এ আবেদন নিয়ে আসলে সেটি জমা নেয়া হয়নি। এসব আইনজীবীরা হলেন— ব্যারিস্টার এহসানুর রহমান, মাহমুদ হাসান, এস এম জুলফিকার আলী ও তাহেরুল ইসলাম তুহিন।
জেলগেটে মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের সিনিয়র সিটিজেন। তার ডিভিশন প্রাপ্তির আবেদন আমরা কারাকর্তৃপক্ষের কাছে এনেছিলাম। এর আগে গতকাল ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আইজি প্রিজনস এর সাথে কথা বলেছিলেন। তিনি আবেদনটি কারাকর্তৃপক্ষের কাছে পৌঁছাতে বলেছিলেন। কিন্তু এখানে কোনো কারাকর্তৃপক্ষকে আমরা পাইনি। কারাগারে যেতে দেয়া হয়নি।
জেলগেটে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী কমিশনার বজলুর রহমান জানান, তারা কারাকর্তৃপক্ষ নয়। এ কারণে এই আবেদন কারা অধিদফতরে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।