নর যৌন রোষী লোলুপ কান্নায় নারী কেন পতিতা-ইকবাল হোসেন

162

নর যৌন রোষী লোলুপ কান্নায় নারী কেন পতিতা ?

***ইকবাল হোসেন***

বেশ্যালয় যেখানে বেশ্যাদের বাস
সেখানে পুরুষদের কি বিভৎস অভ্যাস।

আমি নিভৃত, আমি কুলাঙ্গার,
নারীর নার কেটে জীবন যার
তাকেই বকছি তোমারতো পতিতায় বাস, কি নির্লজ্জ আমার উপহাস।

বোন হয়েছে পতিতা, সমাজ সংস্কৃতিতে তার উদাসিতা।

আমার যৌন লোলুপতা বোন হয়েছে পতিতা, আমার যৌন লালসায় প্রিয়া হলো বেশ্যা।
পথ-পান্থরে যাই টিপ্পনী এঁকে
কলঙ্কিত করে পুরুষ।

ললনাকে আজীবন বইতে হয় দোষ
এ লজ্জা কার, মায়ের, বোনের
নাকি প্রিয়ার?

জঘন্য তম ভাষায় আমি হই নির্বাক, নির্বোধ স্নায়ু কোষ রূপান্তরিত হয় মৃত কোষে।

বিংশ শতাব্দীর শেষান্তে এসে
প্রোজ্জ্বলীত হৌক কলঙ্কিত ভাষা।
যৌন যন্ত্রণায় যখন বিভোর—

ললনার অকৃপণ ভালবাসায়
উল্কা পিণ্ড ছড়িয়ে যাওয়া রূপ
তবে কেন উদাসীন করি ডোর?

মাগো তোমার কতেক
কর্কশ উপাধি, ভগ্নী আর প্রেয়সীর
পতিতা বৃত্তি ছুড়ে দেয়া প্রলাপ
আমার হৃৎপিন্ডে বাসা বাঁধে।

নিকৃষ্ট শব্দ মালা পুরুষ তান্ত্রিক
সমাজ খেলা।

যে পুরুষরা নারীর ভাসাইল ভেলা
তাদের নাই কেন নিকৃষ্ট, বিভৎস
আর লজ্জাকর শব্দের মেলা?