বার্সেলোনায় যেন এক টুকরো বাংলাদেশ

44

নিজস্ব প্রতিবেদকঃ বার্সেলোনায় যেন এক টুকরো বাংলাদেশ। স্পেনের বার্সেলোনা প্রবাসী জাহাঙ্গীর আলম ও রাজিব হোসেন দুই বন্ধু তাদের ভাই-বোনদের সহযোগিতায় সম্প্রতি শুভ উদ্বোধন হয়েছে ভিক্টোরি মানি ট্রান্সফার ও ট্রাভেল্স-এর। ভ্রমণ সল্যুশন ও বিদেশে উপার্জনের কষ্টার্জিত বা টাকা দেশে ও পৃথিবীর যে কোন প্রান্তে পাঠানোর নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ভিক্টোরি মানি ট্রান্সফার ও ট্রাভেল্স অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম চৌধুরী (উর্দ্ধতন কর্মকর্তা লা কাইছা ব্যাংক), কয়সর মিয়া (সদস্য পরিচালনা পরিষদ, শাহজালাল জামে মসজিদ), আবব্দুল জব্বার (সদস্য পরিচালনা পরিষদ শাহজালাল জামে মসজিদ), মহিউদ্দীন হারুন (বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ), সোহেল গাজী (বিশিষ্ট ব্যবসায়ী) ,সাংবাদিক মিরন নাজমুল, জাফর আহমেদ (বিশিষ্ট ব্যবসায়ী), ফটিক মিয়া প্রমুখ