নিজস্ব সংবাদদাতাঃ ফতুল্লায় কথিত আওয়ামীলীগ নেতা শাহিন (ওরফে কাটুন শাহিন) এর ভাতিজা শিহাব নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। শিহাব দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার সেলিম মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত শিহাব ওই এলাকায় ফেরী করে চাচা কাটুন শাহিনের শেল্টারে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান এলাকাবাসী।
ফতুল্লা মডেল থানার এএস আই রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার রাতে মাদক বিক্রেতা শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত শিহাবকে সদর উপজেলায় নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জেবিন বিনতে শেখ শিহাবকে ভ্রাম্যমান আদালত বসিয়ে দেড় মাসের সাজা প্রদান করেন।