নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেপ্তার-২

29

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও প্রচার করার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার সকালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র নারায়ণগঞ্জ কলেজের সামনে থেকে সঞ্জয় চন্দ্র মল্লিক (২৮) এবং মর্গান গালর্স স্কুলের সামনে থেকে হৃদয় দাস (২৪) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সঞ্জয় চন্দ্র মল্লিক রূপগঞ্জের মাটিহারি এলাকার সঞ্জীবন চন্দ্র মল্লিকের ছেলে এবং হৃদয় দাস মুন্সীগঞ্জের লৌহজং থানার কলমা এলাকার দুলাল চন্দ্র দাসের ছেলে। এ সময় তাদের কাছ থেকে ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

ৠাব ১১ এর সিনিয়র এ এস পি শেখ বিল্লাল হোসেন জানায়, উদ্ধারকৃত মোবাইলে এইচএসসি পরীক্ষা ২০১৮ এর বাংলা ২য় পত্রের প্রশ্নের একটি নমুনা পাওয়া যায়। পরীক্ষা শুরু হওয়ার পর তাদের কাছে প্রাপ্ত কথিত ফাঁস হওয়া প্রশ্নের নমুনার সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল খুঁজে পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইমো ব্যবহার করে অসাধু প্রতারক চক্র হতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিকট গোপনে বিতরণ করছিল। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।