সিদ্ধিরগঞ্জে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত

31

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় র‌্যাবের তিন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব ১টি বিদেশী পিস্তল, ২রাউন্ড গুলি, ১০ হাজার পিছ ইয়াবা এবং ২ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ হেড কোয়ার্টারের সিনিঃ এএসপি মো: আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চট্টগ্রামের কক্সবাজার থেকে মাদকের একটি চালান ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের শিমরাইল হয়ে ঢাকায় যাবে। এরই প্রেক্ষিতে আমরা মঙ্গলবার রাত থেকে শিমরাইল মোড়ে চেকপোষ্ট বসাই। পরে ভোরের দিকে মাদক বহনকারী ওই ট্রাকটি যখন শিমরাইল মোড়ে আসে তখন আমরা থামার জন্য সংকেত দেই। এসময় ট্রাকটি আমাদের সংকেত অমান্য করে চলে যেতে থাকে। পরে সামনেই আমাদের আরেকটি টহল টিমকে বিষয়টি জানালে তারা আবার ট্রাকটিকে থামাতে সংকেত দেয়। এসময় ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে রেখে ট্রাকটিতে থাকা তিন জন মাদক ব্যবসায়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি এলাকায় দিকে পালিয়ে যেতে থাকে। এসময় র‌্যাব তাদের আটকের জন্য পিছু নিলে তারা র‌্যাব কে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও এসময় পাল্টা গুলি ছুড়ে। এতে করে একজন মাদক ব্যবসায়ি গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই মাদক ব্যাবসায়ির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহত ওই মাদক ব্যবসায়ির নাম এমডি রাজমহল রিপন ওরফে মো: রিকন। সে মেহেরপুর জেলার সদর মেহেরপুর থানার কাশারিপাড়া গ্রামের মো: নিজাম উদ্দিন ওরফে তুফানের ছেলে। র‌্যাব জানায় এসময় তার সাথে থাকা অন্য দুজন পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্যও আহত হয়। আহতরা হলো পরিদর্শক রবিউল, ডিএডি আজিজ, এসআই নির্মল। এসময় র‌্যাব ঘটনস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১০ হাজার ৭০০ পিছ ইয়াবা এবং ২লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করে।