পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-হাবিবুর রহমান বাদল

68

ডেস্ক নিউজঃ পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহবান জানালেন দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বাদল। মঙ্গলবার ডান্ডিবার্তা মঙ্গলবার দৈনিক ডান্ডিবার্তা ইফতার মাহফিলে এই আহবান জানান।

ইফতারের আগে হাবিবুর রহমান বাদল বলেন, বর্তমানে পেশাদার সাংবাদিকরা ইমেজ সংকটে পড়েছে। এর জন্য আমরাই দায়ী। সামন্য কিছু টাকার জন্য মাদক ব্যসায়ী, অপেশাদার, রাজনীতিবিদের আইডি কার্ড দিয়ে সাংবাদিক বনিয়ে দিয়ে এ পেশার মধ্যে ইমেজ সংকট সৃষ্টি করেছে। যারা সাংবাদিকতার নামে সাধারণ মানুষকে হয়রানিসহ নানা অপকর্ম করার ফলে আজ সাংবাদিকরা নানা প্রশ্নের সম্মুক্ষিন। পেশাদার সাংবাদিকরা বিভিন্ন মিথ্যা মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানীর শিকার হচ্ছে। আর কারণ হলো আমাদের নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই।

এ সময় আরও বক্তব্য রাখেন-দৈনিক শীতলক্ষা সম্পাদক আরিফ আলম দিপু, দৈনিক সচেতন সম্পাদক কাজী ইসলাম মিয়া, দৈনিক সোজাসাপটা পত্রিকার কামরুল হাসান সোহেল, দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহাম্মেদ, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন-ডান্ডিবার্তার বার্তা সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও ডান্ডিবার্তা রিভাগীয় সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, প্রবীন সাংবাদিক আবুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মাহফুজুল আলম জাহিদ, দৈনিক মানবজমিনের প্রতিনিধি নুরুজ্জামান, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর ডালিম প্রমুখ।