শিক্ষা শান্তি প্রগতি শুধু মুখেই নয়, হৃদয়েও ধারণ করতে হবে-শিশির

98

জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মাশফীকুর রহমান শিশির বলেছেন, ছাত্রলীগ একটি আর্দশের প্রতীক। শিক্ষা শান্তি প্রগতি শুধু মুখেই উচ্চারণ নয়, হৃদয়েও ধারণ করতে হবে। কারণ ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।

সোমবার (১১ জুন) সদর উপজেলার বক্তাবলীতে ইউনিয়ন ছাত্রলীগের দোয়া ও ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়নের লক্ষ্মীনগর তারু মার্কেটে ফয়সাল মাহমুদের এ ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

আব্দুল আজিজ বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ছিল অগ্রণী ভূমিকা। ছাত্রলীগ হচ্ছে রাজনীতি শেখার পাঠশালা। তাই ছাত্রলীগ কর্মীদের চরিত্র গঠন ও ভবিষ্যত সোপান এখান থেকেই তৈরি করতে হবে।

12--1নাজমুল আল হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মামুন, সজিব, রনি, মোঃ মিঠু, তামিম, সীমান্ত, মিলন, নাঈম, আরিফ, মিলন, মারুফ, তুহিন, মেহেদী, নাহিদ, সিহাব, শাকিল, রবিউল, আহাদ প্রমুখ।