সিরাজদিখান বালুরচর থেকে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

113

সিরাজদিখান বালুরচর থেকে মাদকদ্রব্যসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। র‌্যাব-১১ সূত্রে জানা যায়, শনিবার (২৩ জুন) ২১.০৫ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মোল্লাকান্দি বালুরচর বাজার হাজী স্কোয়ার শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় HFC চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আহসান হাবীব @ সানী (৩৮), পিতা-হাজী আঃ হেলাল উদ্দিন মুন্সী, ২। মোঃ দরবেশ আলী (৪৬), পিতা-মোঃ হযরত আলী, উভয় গ্রাম-মোল্লাকান্দি (বালুচর), থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে ২৯ (ঊনত্রিশ) ক্যান বিদেশী বিয়ার, ০২ (দুই) বোতল হুইস্কি এবং মাদক বিক্রির নগদ ৯,৯০০/- (নয় হাজার নয়শত) টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৩,৪০০/- (তেইশ হাজার চারশত) টাকা। উল্লেখ্য যে, ১নং আসামী মোঃ আহসান হাবীব @ সানী (৩৮) উক্ত চাইনিজ রেস্টুরেন্টের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিয়ার ও হুইস্কির ব্যবসা পরিচালনা করে আসছিল। এ সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।