১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
Home তাজা খবর ফতুল্লায় নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ফতুল্লায় নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

159
ফতুল্লা আদর্শ নগর এলাকায় নেশার টাকা না পেয়ে সাকিব (১৫) নামের এক মাদকাসক্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার ২৫ শে জুন মজিবুর রহমান বাবুর বাড়ী থেকে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাকিব মজিবুর রহমান বাবুর বাড়াটিয়া বাবর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার গভীর রাতে বাড়ি ফিরে নেশা করার জন্য তার পরিবারের সদস্যদের কাছে টাকা চান এবং এজন্য বাড়ির আসবাবপত্রও ভাংচুর করে।

পরিবারের সদস্যরা তাকে টাকা না দিলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঘুমাতে যায়। সোমবার সকালে তার সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি টের পান।

ফতুল্লা মডেল থানার এস আই মাজেদ জানান, সাকিব মাদকাসক্ত ছিলো নিশার টাকা না পেয়ে হয়তো আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করা হয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টুরীয়া জেনারেল হাসপাতাল মর্গে পেরন করা হয়েছে।