২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
Home তাজা খবর পলাশের সহযোগি সেন্টুর উপর ক্ষ্যাপলেন সেলিম ওসমান

পলাশের সহযোগি সেন্টুর উপর ক্ষ্যাপলেন সেলিম ওসমান

307
ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার কুতুব আইলের সাকুরা গার্মেন্টসে শ্রমিকদের উপর হামলা ও নির্যাতন করার অভিযোগ উঠেছে মালিক পক্ষের লোকজনদের বিরুদ্ধে। মালিক পক্ষের হামলায় ১৫/২০ জন শ্রমকি আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কারখানার শ্রমিকরাসহ আহত শ্রমিকদের অনেকেই সোমবার দুপুরে থানায় অবস্থান করছিলেন।খবর পেয়ে বিকেএমই’র সভাপতি সাংসদ সেলিম ওসমান ও বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি মো.হাতেম ঘটনাস্থলে ছুটে যান। কথা বলেন আহত শ্রমিকদের সাথে। আর্থিক সহায়তা করেন আহত শ্রমিকদের। পরে ফতুল্লা মডেল থানায় যান।

দুপুর প্রায় ২টার দিকে দিকে সাংসদ সেলিম ওসমান থানা থেকে বের হয়ে আসেন । এসময় থানা গেটের সামনে শ্রমিকদের সাথে দাড়িয়ে ছিলেন  পলাশের সহযোগি শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন সেন্টু।

সেন্টুকে দেখে সাংসদ সেলিম ওসমান কিছুটা উত্তেজিত হয়ে উঠেন। তিনি সেন্টুকে উদ্দেশ্যে করে বলেন, ওই ব্যাটা তুই এখান থেকে যাস না ক্যান?’ তোর এখানে কি ?

সাংসদের এমন কথার উত্তরে সেন্টু বলেন, ‘আরে ভাই, আপনি আমার উপর রাগ হইতাছেন ক্যান?

সেন্টুর এ কথার পর আরও বেশি উত্তেজিত হয়ে ওঠেন সাংসদ সেলিম ওসমান। একপর্যায়ে তিনি সেন্টুর দিকে তেড়ে যান। সেন্টুকে শ্রমিকদের সামনে থেকে চলে যেতে বলেন।

পরে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের উভয়ের মাঝে অবস্থান নিয়ে সাংসদকে গাড়িতে তুলে দেন।