শ্রমিক অসন্তোষের শান্তিপূর্ন সমাধান চায় পলাশ

45

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা চলমান শ্রমিক অসন্তোষ নিরসেন বিকেএমইকে আবারো এগিয়ে আসার আহবান জানালেন শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশ। পাশাপাশি পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং সৃষ্ট সমস্যা সমাধানের জন্য শ্রমিক নেতা আবুল খায়ের ও আব্দুল কাদেরকে প্রধান ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুন) বিকেলে ৭৪ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। আগামী সোমবারের মধ্যে এই কমিটি ডিসি, এসপি, শিল্প পুলিশ ও কারখানা পরিদর্শকের সাথে আলোচনা করে তাঁদের রিপোর্ট পেশ করবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শাহাদাৎ হোসেন সেন্ট, সুলতান, মো. রফিক, গোলাপ, আবু সুফিয়ান ও নূরে আলম।

এসময় কাউছার আহমেদ পলাশ বলেন, “আমরা কোনো রকম জ্বালাও পোড়াও ভাঙচুরে বিশ্বাসী না। আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান চাই। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আমরা আছি। আলোচনার মাধ্য এসব সমস্যার সমাধান করতে হবে। অন্যাথায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।