নারায়ণগঞ্জ চাষাড়ায় ‘ভুয়া ট্রাফিক সার্জেন্ট’ গ্রেফতার

103

নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থেকে টাকা উত্তোলন করার সময় মো. রনি (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ জুলাই) দুপুরের দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কাছ থেকে তাঁকে আটক করা হয়। সে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকার ফজলুর রহমানের ছেলে। তাঁর কাছ থেকে বেশ কিছু ভুয়া কেইস স্লিপসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

রনিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থান পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. কামরুল ইসলাম।

তিনি জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্থানে নিজেকে পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছিলো। এদিন তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কাছে কয়েকটি যানবাহনের নাম্বার নোট করে মামলা দেয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টাকালে তাঁকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, “আটক রনির বিরুদ্ধে ভুক্তভোগি আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। রনির কাছ থেকে ভুয়া কেইস স্লিপসহ ৩ হাজার ৮‘শ ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। সে এ কাজ দীর্ঘদিন ধরেই করছিল।