বক্তাবলীর মধ্যনগরের মাদক ব্যবসায়ী জুয়েলসহ গ্রেফতার-৩

257

র‌্যাব-১১ এর অভিযানে ফতুল্লার চর বক্তাবলী এলাকা থেকে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।

এ সময় তঁদের কাছ থেকে ১ বোতল দেশীয় এ্যালকোহল, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হল, নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলীর মধ্যনগর গ্রামের মানিক কসাইর ছেলে জুয়েল (৩২), একই এলাকার মুসলিম শেখের ছেলে হেমায়েত শেখ (২৫), এবং কিশোরগঞ্জ জেলার ইঁনা থানার দাড়া গ্রামের শৈলেন তালুকদারের ছেলে সঞ্জয় তালুকদার (২৫)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) বিকেলে র‌্যাব-১১ কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ফতুল্লার মধ্যনগর চর বক্তাবলী এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায়।

অভিযানে মধ্যনগর চর বক্তাবলী এলাকা থেকে ওই মাদকসহ জুয়েল, হেমায়েত শেখ, সঞ্জয় তালুকদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক বিক্রয় করিয়া আসিতেছিল। এছাড়া মোঃ জুয়েল এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানায় ইতিপূর্বেও ১টি মাদক মামলাসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে।