নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সহধর্মিনী ও জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আমাদের মন-মানসিকতার পরিবর্তন না হলে স্কুল-কলেজ, রাস্তা-ঘাটের উন্নয়ন করেও সফলতা আসবেনা।তোমরা আমাদের সন্তান, তোমরাই আমাদের আশা ভরসা, তোমরা ধবংস হয়ে যাবে তা আমরা মেনে নিতে পারবোনা। কাজেই সববিষয়েই বিবেক খাটাতে হবে। তোমরা সঠিক ভাবে গড়ে উঠতে না পারলে সামাজিক ভাবে প্রভাব পড়বে।
বুধবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বেগম।
লিপি ওসমান আরো বলেন, বাংলাদেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে বঙ্গকন্যা শেখ হাসিনার বেচে থাকা জরুরী। সবারকাছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন। বর্তমানে বাংলাদেশ যে অবস্থানে আছে, উন্নয়নের যে ধারাবাহিকতা আছে তা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। অন্যথায় দেশ পিছিয়ে পড়বে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে দোয়া ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং বয়স্ক ও বিধবাদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, নারায়ণগঞ্জ কর্মাস কলেজের অধ্যক্ষ প্রফেসর শিরীন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি, সমাজসেবা অফিসার ফিরোজ হোসেন প্রমুখ।