নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, নদীপথে ট্রলার ও স্থলপথে ট্রাক থেকে চাঁদাবাজি শুরু হয়েছে। ট্রলার ও ট্রাকে চাঁদাবাজি মেনে নেয়া হবে না। ফতুল্লার আলীগঞ্জ থেকে চাঁদাবাজি শুরু হয়। তাই চাঁদাবাজদের বিষয়ে পুলিশকে বলে দিয়েছি। যেভাবে হোক চাঁদাবাজি বন্ধ করতে হবে। নইলে হাঁটুতে গুলি।
তিনি বলেন, আমি রাজনীতি ব্যবসা হিসেবে নেইনি। রাজনীতি ইবাদত হিসেবে নিয়েছি। আমার দলের কেউ যদি রাজনীতিকে ব্যবসা হিসেবে নেন তাহলে আমার সঙ্গে থাকার দরকার নাই। রাজনীতি যদি ইবাদত হিসেবে নেন তাহলে আমার সঙ্গে থাকতে পারেন। আমি কোনো খারাপ লোক নিয়ে রাজনীতি করতে চাই না।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী সিনিয়র মডেল মাদরাসার মাঠে বক্তাবলী ইউনিয়ন ১ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, এবার এমপি হয়ে বক্তাবলীতে ফেরি চালু করে দিয়েছি। আগামীতে এমপি হলে বক্তাবলীর বুড়িগঙ্গা নদীতে ব্রিজ করে দেব। বক্তাবলীকে এমনভাবে সাজাতে চাই, যাতে ঢাকা থেকে লোকজন বক্তাবলী দেখতে আসেন। আমি আপনাদের কাছে এমপি সাহেব হতে চাই না, শামীম হিসেবে থাকতে চাই।