বিএনপির ১০ জনসহ ১৩ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

101

ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল ও সংঘর্ষের ঘটনায় সারা দেশে অন্তত বিএনপির ১০ জনসহ ১৩ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দফায় ৬৩৯ ইউপিতে ভোট গ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে ভোট বর্জন করেছেন প্রার্থীরা।  Bangladesh_Nationalist_Party
এর মধ্যে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন তোতা, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ, জামালপুর জেলার কুলকুচা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উদ্দিন ভোট বর্জন করেছেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক বিএনপি সমর্থিত প্রার্থী, সীতাকুণ্ড জেলার সোনাইছড়ি, বারবকুণ্ড ও কুমিড়া ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী, শেরপুর জেলার উরপা ইউনিয়নেরর বিএনপি সমর্থিত প্রার্থী, ও কুষ্টিয়া জেলার খলিশা ইউনিয়নের জাসদ সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন।
এ ছাড়া জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের জাহাঙ্গীর আলম (বিএনপি), মাহমুদপুর ইউপির নুরে আলম তালুকদার রুনু (বিএনপি), নামলা ইউপির নুরুল হক জংগি(বিএনপি) ভোট বর্জন করেছেন।