গণতা‌ন্ত্রিক প্র‌ক্রিয়ায় নির্বা‌চিত হোক আ‌লো‌কিত বক্তাবলীর নতুন নেতৃত্ব: এড. আল আমীন সি‌দ্দিকী

151

“আ‌লো‌কিত বক্তাবলী” ফতুল্লার বক্তাবলী এলাকায় এক‌টি সামা‌জিক সংগঠন। সামা‌জিক কল্যাণমূলক কা‌জে সম্পৃক্ত থে‌কে সংগঠন‌টি আজ স্বম‌হিমায় উদ্ভা‌সিত; গোটা নারায়ণগ‌ঞ্জে সুপ‌রি‌চিত। আ‌লো‌কিত নেতৃ‌ত্বের কার‌ণেই আ‌লো‌কিত বক্তাবলী এই পর্যা‌য়ে পৌছ‌তে পে‌রে‌ছে। প্র‌তিষ্ঠালগ্ন থে‌কে সংগঠন‌টির সভাপ‌তির দা‌য়ি‌ত্বে ছি‌লেন এলাকার কৃ‌তি সন্তান, আ‌লো‌কিত মুখ, বাংলা‌দেশ সু‌প্রিম কো‌র্টের আইনজীবী এড‌ভো‌কেট আল আমীন সি‌দ্দিকী। সম্প্র‌তি আ‌লো‌কিত বক্তাবলীর ১০১ সদ‌স্যের এক‌টি ক‌মি‌টি গঠ‌নের সংবাদ গণমাধ্য‌মে প্রকা‌শিত হ‌লে সংগঠ‌নের আহবায়ক মাশফীকুর রহমান শি‌শির উক্ত ক‌মি‌টি‌কে অস্বীকার ক‌রে সেটা‌কে নিয়ম ব‌হির্ভূত ও অ‌বৈধ হি‌সে‌বে আখ্যা‌য়িত ক‌রে‌ছেন। আহবায়ক হি‌সে‌বে তি‌নি কোন ক‌মি‌টি অনু‌মোদন দেন‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন। সংবাদ মাধ্য‌মে ক‌মি‌টি গঠন সংক্রান্ত কোন প্রকার প্রেস বিজ্ঞ‌প্তি তি‌নি পাঠান‌নি ব‌লেও দা‌বি ক‌রে‌ছেন। সংগঠ‌নের সা‌বেক সভাপ‌তি হি‌সে‌বে এ বিষ‌য়ে এড‌ভো‌কেট আল আমীন সি‌দ্দিকীর নিকট জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, “প্র‌তিষ্ঠালগ্ন থে‌কে আ‌মি আ‌লো‌কিত বক্তাবলী সংগঠ‌নে সভাপ‌তির দা‌য়ি‌ত্বে ছিলাম। নতুন নেতৃত্ব সৃ‌ষ্টির ল‌ক্ষে এক‌টি আহবায়ক ক‌মি‌টি অনু‌মোদন দি‌য়ে আহবায়ক ক‌মি‌টির নিকট সংগঠ‌নের দা‌য়িত্বভার হস্তান্তর ক‌রে‌ছি। অনু‌মো‌দিত আহবায়ক ক‌মি‌টি সংগঠ‌নের কার্যক্রম প‌রিচালনার পাশাপা‌শি গণতা‌ন্ত্রিকভা‌বে এক‌টি পুর্ণাঙ্গ কার্য‌নির্বাহী ক‌মি‌টি গঠ‌নের ক্ষেত্র প্রস্তুত কর‌বে। গণতা‌ন্ত্রিকভা‌বে নতুন পুর্ণাঙ্গ কার্য‌নির্বাহী কমি‌টি গঠন ক‌রে সেই ক‌মি‌টি‌কে সংগঠ‌নের প্যা‌ডে সংগঠ‌নের আহবায়ক ও পদা‌ধিকার ব‌লে সংগঠ‌নের উপ‌দেষ্টা বক্তাবলী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান অনু‌মোদন কর‌বে। এখ‌তিয়ার ও নিয়ম ব‌হির্ভূতভা‌বে কেউ কোন ক‌মি‌টি ঘোষণা কর‌লে তা বৈধ হ‌বে না বরং তা‌তে বিশৃংখলা সৃ‌ষ্টি হ‌বে। সংগঠ‌নের সা‌বেক সভাপ‌তি হি‌সে‌বে আ‌মি তা প্রত্যাশা ক‌রি না।” উদ্ভূত সংকট নিরস‌নে আপনি কী ধর‌নের ভূ‌মিকা রাখ‌তে পা‌রেন এমন প্র‌শ্নের জবাবে তি‌নি আ‌রো ব‌লেন, “অ‌ধিকার ছা‌ড়িয়া দিয়া অ‌ধিকার রা‌খি‌তে চাওয়া এক প্রকার বিড়ম্বনা। আ‌মি বিড়ম্বনা পছন্দ ক‌রি না। যারা বর্তমা‌নে দা‌য়ি‌ত্বে আ‌ছেন তারাই তা‌দের নেতৃ‌ত্বের দক্ষতা ও বিচক্ষণতা দি‌য়ে সকল সংক‌টের সমাধান কর‌বেন। আ‌মি বিশ্বাস ক‌রি তারা তা পার‌বেন। আ‌মি যতটুকু জা‌নি অনু‌মো‌দিত আহবায়ক ক‌মি‌টি গণতা‌ন্ত্রিকভা‌বে নেতৃত্ব নির্বাচ‌নের জন্য প্র‌য়োজনীয় প্রস্তু‌তি গ্রহণ কর‌ছে। আশা কর‌ছি- অ‌চি‌রেই আ‌লো‌কিত বক্তাবলীর নতুন নেতৃত্ব নির্বাচ‌নের জন্য সংগঠ‌নের একজন সাধারণ সদস্য হি‌সে‌বে নি‌জের ভোটা‌ধিকার প্র‌য়োগ করব।” “গণতা‌ন্ত্রিক প্র‌ক্রিয়ায় নির্বা‌চিত হোক আ‌লো‌কিত বক্তাবলীর নতুন নেতৃত্ব” যোগ ক‌রেন তি‌নি।