অবশেষে বৈধ হলেন গিয়াসউদ্দিন

100

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের দ্বিতীয় দিনে প্রার্থীতা ফিরে পেয়ে বৈধ হলেন মুহাম্মদ গিয়াস উদ্দিন। শুক্রবার ৭ ডিসেম্বর সকাল ১০টায় নির্বাচন কমিশনে শুরু হওয়া আপিলের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা এই রায় দেন।
এর আগে ২ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা রিটার্র্নিং কর্মকর্তা মোঃ রাব্বি মিয়া ঋণ খেলাপির অভিযোগ এনে অবৈধ ঘোষনা করেন মুহাম্মদ গিয়াস উদ্দিনকে।
প্রর্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন গিয়াস উদ্দিন। দ্বিতীয় দিনে আপিল শুনানি শেষে ফিরে পেলো তার প্রার্থীতা।
ইসির তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রর্থীতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রর্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।