জৌনপুরীর পীর ড.এনায়েতউল্লাহ আব্বাসীর বড় ভাইয়ের জামিন লাভ

429

নাশকতা মামলায় জৌনপুরীর পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বড় ভাই সৈয়দ মো এমদাদুল্লাহ আব্বাসী জামিন লাভ করেছেন।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার হতে মুক্তি পেয়ে বাসার উদ্যোশ্যে রওয়ানা দেন।এলাকায় ফিরলে এলাকাবাসী তাকে সাদরে বরন করে নেন।সৈয়দ মোঃ এমদাদুল্লাহ আব্বাসী বলেন,আমি জামায়াতের রাজনীতির সাথে জড়িত নই।এর আগে সিনিয়র আইনজীবী এড,মফিজুল ইসলামের দক্ষ জুনিয়র এড হেলালউদ্দিন পাঠান সৈয়দ মোঃ এমদাদুল্লাহ আব্বাসীর ওকালত নামায় স্বাক্ষর করেন।

উল্লেখ্য মাস খানেক আগে বরফকল এলাকা হতে ডিবি পুলিশ নাশকতার পরিকল্পনা করাকালীন অভিযান চালিয়ে জামায়াতের ১০ জন নেতাকর্মী আটক করে। পরে ডিবি পুলিশ বাদী হয়ে সৈয়দ মোঃ এমদাদুল্লাহ আব্বাসী কে প্রধান আসামী করে সদর মডেল থানায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করে।

এক মাস কারাভোগের পর জেলা কারাগার হতে হাই কোর্টের নির্দেশে জামিন পান।বড় ভাইকে আনতে জৌনপুরী পীর ড. সৈয়দ মোঃ এনায়েতউল্লাহ আব্বাসী সহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন।