স্বাধীনতা দিবস কাবাডিতে কাশিপুরকে পরাজিত করে বক্তাবলী চ্যাম্পিয়ন

244

কাবাডি খেলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলীর কাছে হেরে গেলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাইফউল্লাহ বাদল।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ফতুল্লা মডেল থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪ টায় কাশিপুর হাটখোলা মাঠে বক্তাবলী ইউনিয়ন পরিষদ ও কাশিপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২৫-১৮ পয়েন্টে বক্তাবলী ইউনিয়ন পরিষদ কাশিপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।
ব্যপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে চ্যাম্পিয়ন দলের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী বলেন, আমার রাজনৈতিক সহযোদ্ধা বাদল ভাইকে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছি এটা বড় কথা নয়। খেলার মাধ্যমে ২ টি ইউনিয়নবাসীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়েছে।দর্শকরা আনন্দ পেয়েছে।আগের খেলায় বাদল ভাইয়ের কাছে হেরে পিছিয়ে ছিলাম।আজ জিতে সমান হলাম।

সাইফ উল্লাহ বাদল বলেন,বঙ্গবন্ধুর নৌকা দিয়ে পার হয়ে শওকত ভাই আমার এখানে খেলতে এসেছে।আমি খুশি হয়েছি।উভয় দল ভাল খেলেছে হার জিত আছে।তারা চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ মন্জুর কাদের বলেন, কলম ধরো জীবন গড়,মাদক ছেড়ে খেলা ধরো তবেই সমাজ হতে অপরাধ প্রবনতা কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ তদন্ত হাসানুজ্জামান,কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার,গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর,জেলা ক্রাড়া সংস্থার আরিফ আরিফ,প্রদীপ কুমার দাস,বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান,জাহাঙ্গীর হোসেন,মেম্বার আকিলউদ্দিন,রাসেল চৌধুরী,মনির হোসেন,আমজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।