ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

39

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে মহাসড়কের দু’প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দিনভর অব্যাহতভাবে লেগে থাকা এ যানজটের কবলে পড়ে শতশত পরিবহন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক পরিবহন যাত্রী তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পায়ে হেঁটে রওনা হন। শুক্রবার সকাল থেকে সৃষ্ট এ যানজট শুরু হয়ে বিকেল চলে। এ সময় যানবাহনগুলোকে থেমে থেমে চলতে দেখা গেছে।

এলাকাবাসী ও পরিবহন মালিক শ্রমিকদের অভিযোগ, শবে বরাতসহ সরকারি তিন দিন ছুটি হওয়ায় যানবাহনের চাপ অন্যদিনের তুলনায় ৪ গুন বেশি বেড়ে গেছে। এছাড়াও মেঘনা সেতুর টোল আদায়ে ধীরগতি, অতিরিক্ত যানবাহন চলাচল, কাঁচপুর সেতুতে গাড়ি বিকল, নতুনভাবে দুটি সেতুর কাজ পরিচালনা করা, সেতুর উপর যাত্রীবাহী বাস বিকল হওয়া ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের দায়িত্ব অবহেলারর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরশনে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকারি প্রদক্ষেপ নেয়া হচ্ছে না।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, শুক্রবার ছুটির দিন। এছাড়া শবে বরাতসহ তিন দিনের ছুটি থাকায় মহাসড়কে বাড়তি গাড়ির চাপ ছিল বেশি। মেঘনা টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতির কারণে এ যানজট দীর্ঘ হতে থাকে। শুক্রবার ভোরে কাঁচপুর সেতুতে তিনটি গাড়ি বিকল হওয়ার কারণে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে কাঁচপুর থেকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অন্যদিকে সাইনর্বোড ও শনিরআখড়া পর্যন্ত গিয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে সরেজমিন মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, তীব্র যানজটের কবলে আটকে আছে শতশত যানবাহন। আধাঘণ্টা পরপর ধীরগতিতে একটু একটু করে যানবাহন চলাচল করতে দেখা গেলেও তা আবার মুহূর্তের মধ্যে থেমে যাচ্ছে।

নিউ আলিফ কার্গো সার্ভিসের চালক মনোয়ার জানান, অতিরিক্ত পণ্যবাহী গাড়ির চাপ, মেঘনা টোল প্লাজায় ধীরগতিতে টোল আদায় ও মহাসড়কে কাঁচপুর সেতুতে ৩টি গাড়ি বিকল হওয়ায় কাঁচপুর থেকে যানজট দীর্ঘ হতে থাকে। ফলে মহাসড়কে সৃষ্টি হয়ে যানজটে পরিণত হয়।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি তদন্ত আলী রেজা জানান, সরকারি ছুটিসহ টানা ৩ দিন ছুটি হওয়ায় ঘরমুখো হয়ে পড়ে মানুষ। অনেকে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অতিরিক্ত যানবাহন চলাচল করার কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হয়।