নিউজ প্রতিদিন:নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টাল সম্পাদকদের সাথে সন্ত্রাস,মাদক নির্মুল ও সমসাময়িক ঘটনার প্রেক্ষিতে মতবিনিময় সভা করেছেনে জৈনপুরী পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে এ মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জৈনপুরী পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী সমসাময়িক ও বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে পরিচিতি বৃদ্ধি করেতাদের সাথে দূরত্ব ঘোচাতেই এ সভার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পত্রিকার হেডলাইন হয়েছেন জৈনপুরী পীর ও তার ভাইয়েরা। এসব বিষয়েও উক্ত সভায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
যেকোন অভিযোগ কিংবা অন্য কোন বিষয়ে তাকে বা তার পরিবারের কাউকে নিয়ে পত্রিকায় লেখালেখি করার পূর্বে তাদের সাথে যোগাযোগ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
উক্ত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালের সম্পাদক ও জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



জানা যায়, আব্বাস মাদকাসক্ত। নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন-অর রশীদসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন । হত্যাকান্ডের আলামত সংগ্রহ করতে পিবিআই এবং ঢাকা থেকে সিআইডির ফরেনসিকের বিশেষজ্ঞ টিমও আসেন। পারিবারিক কলহের কারনে এই হত্যাকান্ড কি না তার তদন্ত করছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফিলিপাইন সরকার ও ইউএনডিপি’র ওই দল বক্তাবলী ইউনিয়ন পরিষদে আসেন।
প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের অধীন ইউনিয়ন পরিষদগুলোতে ডিজিটালাইজেশন প্রকল্পের প্রশংসা করেন। তাদের মতে, আধুনিককালে এ প্রযুক্তির ব্যবহারের বাংলাদেশ সরকার প্রশংসীয় সাফল্য অর্জন করেছে।




