১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 253

ইতিকাফকারী জানাজার নামাজে অংশ নিতে পারবে কি?

২০ রমজান (রোববার) আসর নামাজের পর থেকে শুরু হয়েছে সুন্নত ইতিকাফ। সুন্নত ইতিকাফকারী জানাজার নামাজের জন্য মসজিদের বাইরে গেলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে। হাদিস শরিফে এসেছে, হজরত আয়েশা রা. বলেন, ইতিকাফকারীর জন্য নিয়ম হলো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না এবং (মসজিদের বাইরে) জানাজার নামাজে শরিক হবে না। [সুনানে আবু দাউদ, হাদিস ২৪৬৫]

প্রকাশ থাকে যে, ইতিকাফকারীর জন্য কোনো কারণে বাইরে অনুষ্ঠিত জানাজায় শরিক হওয়া আবশ্যক হলে সে যেতে পারবে তবে এ কারণে তার ওই দিনের ইতিকাফ নষ্ট হয়ে যাবে এবং সুন্নত ইতিকাফও থাকবে না। এক্ষেত্রে তাকে একদিন রোজা অবস্থায় ইতিকাফের কাযা করতে হবে।

সুত্র : আলমুহিতুল বুরহানী ৩/৩৮০; ফাতাওয়া খানিয়া ১/২২২; রদ্দুল মুহতার ২/৪৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২১২

সাংবাদিকতার শিক্ষা ও পুলিশের বে-আক্কেলেপনা

আবুল কালাম আজাদ:‘সাংবাদিকতায় শেখার কোনো শেষ নেই। পুলিশ সুপার বাবুল আক্তারকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের ঘটনায় গণমাধ্যম আর সামাজিক মাধ্যমে যা হলো, তা আমাদের  বড় একটা ঝাঁকুনি দিলো, শিক্ষা দিলো। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষাটা কি আমরা নেবো? নাকি আবারও কোনো ইভেন্ট এলে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বো মানুষের চরিত্র হননে?’

গত শনিবার রাতে ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে দেখি নোটিফিকেশনে সয়লাব। শতাধিক মন্তব্যে আমাদের মানে সাংবাদিকদের তুলোধুনো করা হয়েছে। সাংঘাতিক, ধান্দাবাজ, হলুদ, সুশীল, টাউট, মূর্খ, অশিক্ষিত- হেন কোনো বিশেষণ বাকি নেই ডিকশেনারিতে। আমি কারও মন্তব্যেরই প্রতিবাদ করিনি। লজ্জায় মাথানত করে রেখেছি। তবে ভাববেন না আমি সবগুলো গালি মেনে নিয়েছি। কোনো কোনো সাংবাদিকের জন্য এই বিশেষণগুলো হয়তো ঠিক, তবে সবার জন্য নয়। কিন্তু বাবুল আক্তারের ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে ঢালাওভাবে সাংবাদিক সমাজকে ধোলাই করা হচ্ছে। তবে আমি যদি একটু উল্টো করে দেখি। বাংলাদেশে এখন ২৬টি টেলিভিশন, গোটা পঞ্চাশেক রেডিও, শ’খানেক পত্রিকা, হাজারখানেক অনলাইন আছে। বাবুল আক্তারকে নিয়ে গল্পটা সবাই শুনেছেন। কিন্তু ‘বিশ্বস্ত সূত্র’এর বরাত দিয়ে রিপোর্ট করেছে হাতেগোনা কয়েকটি গণমাধ্যম। বেশির ভাগ সাংবাদিক ও গণমাধ্যম যে নজিরবিহীন সংযম দেখিয়েছে, তাতে আমি অভিভূত ও আশ্বস্ত। না, সবাই যতই গালিগালাজ করুক, আমাদের পেশার বস্তুনিষ্ঠতা ও এথিক্স এখনও ফুরিয়ে যায়নি। বেশিরভাগই এমন একটি রসালো গল্প পেয়েও ধৈর্য্য ধরে সত্যের জন্য অপেক্ষা করেছে, যেটা দারুণ প্রশংসার। যারা সংযম দেখাতে পারেননি, তাদেরও খেসারত দিতে হবে। একদিনের হিট নয়। টেকসই হিট পেতে হলে বস্তুনিষ্ঠ হতেই হবে।

আমার স্ট্যাটাসে একটা প্রশ্ন ছিল, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেবো কিনা? আমার ধারণা নেবো না। ইতিহাসের শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। অতীতে এমন শিক্ষামূলক ঘটনা অনেক ঘটেছে, আমরা শিক্ষা নিইনি। এমনকি প্রিয় সহকর্মী সাগর-রুনীও আমাদের নোংরা কলম থেকে রক্ষা পায়নি, তাদেরও মরণোত্তর চরিত্র হনন করেছি, এই আমরাই। তাই আমি নিশ্চিত, আবার এ ধরনের ঘটনা ঘটলে আবারও কেউ না কেউ এ ধরনের নিউজ করবে। আশার কথা হলো সংখ্যাটা কমছে, ভবিষ্যতে হয়তো আরও কমবে।

সংখ্যায় অল্প হলেও, এবার সাংবাদিকদের পদস্খলনে উস্কানি দিয়েছে পুলিশের বে-আক্কেলেপনা। কেউ ভাববেন না, আমি আমাদের ভুলটাকে জাস্টিফাই করছি বা আমাদের ভুলের দায়, পুলিশের উপর চাপাতে চাইছি। নিজেদের ভুল স্বীকার করেও বলছি, আসলেই বাবুল আক্তারের ১৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদের নাটকে প্রমাণিত হয়েছে পুলিশের বুদ্ধি মাথায় থাকে না। শুক্রবার সন্ধ্যায় পুলিশ অফিসার্স মেসে ২৪তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন মিতুর স্মরণে এক শোকসভা ও ইফতার পার্টির আয়েজন করে। সে আয়োজনে বাবুল আক্তার মা হারা দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে গিয়েছিলেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, কমিশনারের সঙ্গে তার দেখাও হয়েছে। কিন্তু বাসায় ফেরার পর মধ্যরাতে মতিঝিলের ডিসি আর খিলগাঁওয়ের ওসি গিয়ে আইজির কথা বলে বাবুল আক্তারকে নিয়ে আসেন। তখন বলা হয়েছিল, তিনি ১৫ মিনিটের মধ্যে ফিরে আসবেন, কিন্তু ফিরেছেন ১৫ ঘণ্টা পর। নেয়ার কিছুক্ষণের মধ্যে তার ফোন বন্ধ হয়ে যায়। তিনি আর পরিবারের সাথে যোগাযোগ করতে পারেননি। শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলার আগে সরকার বা পুলিশের কেউ বাবুল আক্তারের অবস্থান নিয়ে কোনো কথা বলেননি। তথ্য প্রবাহে বাধা দেয়ার কারণেই গুজব ডালপালা মেলেছে দ্রুত। কোনটা সত্য আমরা এখনও জানি না। বাবুল আক্তার একজন দক্ষ পুলিশ কর্তা। স্ত্রী মিতু খুন হওয়ার পর সারাদেশের সবাই তাকে চেনেন, তার প্রতি সহানুভূতিশীল। তিনি এখনও পুলিশ সুপার পদমর্যাদায় চাকরি করছেন। ফোন করে ডাকলেই নিশ্চয়ই তিনি ছুটে যাবেন। সেখানে কেন তাকে মধ্যরাতে ডেকে নিতে হবে? কেন তাকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে দেয়া হবে না। বাবুল আক্তারের সাথেই যদি পুলিশ এই আচরণ করে, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে কী হয়, একটু ভাবলেই ভয় লাগে। এ কারণেই পুলিশকে মানুষ বন্ধু মনে করে না। যদি রাতে বা সকালে পুলিশের দায়িত্বশীল কেউ বাবুল আক্তারের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করতো, তাহলে আর এই ভুল বোঝাবুঝি তৈরি হতো না। আমরা চাই পুলিশ সবার সাথেই আইনানুগ আচরণ করবে। দ্রুত মিতু হত্যার রহস্য উন্মোচন করবে, দায়ীদের আইনের আওতায় নিয়ে আসবে এবং সাংবাদিকদের দায়িত্ব পালনে সহায়তা করবে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির

তিন দিন আগেই লিওনেল মেসি পা দিয়েছেন ২৯ বছরে। পেশাদার ফুটবলাররা এই বয়সে কোনোভাবেই চিন্তা করেন না অবসরের কথা। কিন্তু একের পর এক ফাইনালে হারের হতাশা মেনে নিতে না পেরে বিস্ময়কর এক সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। জানিয়েছেন, আর কোনো দিনই আন্তর্জাতিক ফুটবল খেলবেন না জাতীয় দলের জার্সি গায়ে।

২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ সালের কোপা আমেরিকার পর আরো একবার ফাইনালে উঠে হতাশ হতে হয়েছে মেসিকে। গত বছরের মতো এবারও কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা।

টাইব্রেকারের প্রথম শটটি নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেসি। এই আক্ষেপটা যে তাঁকে অনেক দিন তাড়া করে বেড়াবে, তা সহজেই অনুমান করা যায়। কিন্তু তাই বলে বিদায়ই বলে দেবেন আন্তর্জাতিক ফুটবলকে? বিস্ময়-জাগানিয়া এই সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। চিলির বিপক্ষে টাইব্রেকারে হারের পর মেসি বলেছেন, ‘জাতীয় দল শেষ হয়ে গেছে আমার জন্য। যা করতে পারতাম, সবই আমি করেছি। চ্যাম্পিয়ন হতে না পারাটা সত্যিই খুব পীড়াদায়ক।’

নিউজ প্রতিদিন ডট নেট এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ওনলাইন নিউজ পোর্টাল নিউজ প্রতিদিন ডট নেট এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের পলি ক্লিনিকের কনফারেন্স রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  নিউজ প্রতি দিনের সম্পাদক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জিয়াউল হাসান জুয়েল,দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক আব্দুর রহিম,নিউজ প্রতিদিন ডট নেট এর সহ-সম্পাদক রশীদ আহমেদ, এবি টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, বাংলাদেশ সময় এর জেলা প্রতিনিধি নুরুজ্জামান কাউছার,দৈনিক ডান্ডিবার্তার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন, মাওলানা মাহফুজুর রহমান, রাজু, শাহীনসহ আরো অনেকেই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কে হচ্ছে মেয়র প্রার্থী ?

বিশেষ প্রতিনিধি: নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন যত ঘনিয়ে আসছে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল ততই বাড়ছে। সকলেরই প্রশ্ন কে হচ্ছে আগামী নির্বাচনে বড় দুই দলের প্রার্থী। ইতিমধ্যে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন মেয়র নির্বাচনে তার প্রার্থীতা ঘোষণা করে প্রচারণায় নেমে পড়েছেন। অপরদিকে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী ইতিমধ্যেই আগামী নির্বাচনে আবারো প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আওয়ামীলীগ থেকে আনোয়ার হোসেন মনোনয়ন পাবেন এমনটা নিশ্চিত হলেও গতকাল মঙ্গলবার সরকারী প্রজ্ঞাপন জারী করে মেয়র আইভীকে উপ-মন্ত্রীর পদ মর্যাদা দেয়ার পর আনোয়ার সমর্থকরা অনেকটা হতাশ হয়ে পড়েছেন। অপরদিকে আইভীর সমর্থকরা শুধু আনন্দ উল্লাসই নয় মিষ্টি বিতরণ পর্যন্ত করেছেন। খোদ আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে আইভীর আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়া নিয়ে যে সন্দেহ ছিল তা অনেকটা কেটে গেছে। গত সোমবারও যাদেরকে আইভীর বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গেছে, গতকাল মঙ্গলবার তারাই বোস কেবিনের সামনে আতেলদের আড্ডায় আইভীর মনোনয়ন নিয়ে পক্ষেই মন্তব্য করেছেন। অপরদিকে শহরের বাম পন্থিদের মধ্যে যেন নতুন করে উৎসাহ বেড়ে গেছে। সাংবাদিকদের একটি অংশকে সরকারী প্রজ্ঞাপন জারির পর অতি উৎসাহী মন্তব্য করতে দেখা গেছে। গণমাধ্যমের অনেকেই গোপনে গতকাল রাতে মেয়র আইভীর সাথে সাক্ষাৎ করেছেন বলেও সাক্ষাৎকারী একজন গণমাধ্যমকর্মী নিশ্চিত করেছেন। এমনকি ওসমান পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন গণমাধ্যমকর্মীও মেয়র আইভীকে মোবাইল ফোনে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গেছে। অপরদিকে ফেইসবুকে আইভী সম্পর্কে তার বিরোধী পক্ষ আপত্তিকর কিছু মন্তব্য করলেও যুবলীগের ও ছাত্রলীগের পক্ষ থেকে মেয়র আইভীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আওয়ামীলীগ থেকে আইভীই মনোনয়ন পাচ্ছেন এটা অনেকেই নিশ্চিত বলে মনে করছেন। তবে আনোয়ার হোসেনের সমর্থকরা এখনো হাল ছাড়ে নি। অপরদিকে বিএনপির পক্ষ থেকে সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও এখনো পর্যন্ত সাবেক এমপি আবুল কালাম অনেকটা নিশ্চিত বলে জানা গেছে। আবুল কালাম নির্বাচন না করলে সেক্ষেত্রে বিএনপি হাইকমান্ড বিকল্প হিসাবে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড: সাখাওয়াত হোসেনকে তাদের প্রার্থী হিসাবে পছন্দের তালিকায় রেখেছেন। এড: আবুল কালাম নিজেও আগামী নির্বাচনে অংশগ্রহনের প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি এড: সাখাওয়াত হোসেনও প্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া এটিএম কামাল ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী না দিলে সে নিজেই স্বতন্ত্র প্রাথী হিসাবে নির্বাচনে অংশ নিবে। তাছাড়া জাতীয় পার্টি থেকে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও বর্তমান সাংসদ সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমানের নাম শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত আইভী ছাড়া সকলের নামই গুঞ্জন হিসাবে শোনা যাচ্ছে। এ পর্যন্ত আইভী ও আনোয়ার হোসেনই আনুষ্ঠানিকভাবে নাসিকের মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যরা এখনো আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেন নি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে চলতি বছরের প্রথমদিক থেকেই মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম বেশ জোরে সোরে শোনা গেলেও এবার দৃশ্যপট পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে গতকাল মঙ্গলবার মেয়র আইভীকে উপ-মন্ত্রীর পদ মর্যাদা দেয়ার পর এ দৃশ্যপট পাল্টে গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মী চুনকা পরিবারের বিপক্ষে থাকলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ‘নৌকা’র মাঝি হতে যাচ্ছেন বর্তমান মেয়র ডা: সেলিনা হায়াত আইভী।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা জানান, আওয়ামীলীগের অন্যতম রাজনৈতিক পরিবার ওসমান পরিবারের সাথে আইভীর দ্বন্দ থাকলেও গোয়েন্দা সংস্থার মতামতের ভিত্তিতে জানা গেছে দলীয় প্রতীক নয় নারায়ণগঞ্জ বাসীর কাছে ব্যাক্তি আইভীর বেশ জনপ্রিয়তা আছে। আর নির্বাচন দলীয় প্রতীকে হলেও আইভীকেই মেয়র হিসেবে পেতে আগ্রহী সাধারন জনতা। তাই অনেক চিন্তা ভাবনা করেই আইভীকে দলীয় মনোনয়ন দেয়ার ব্যাপারে কেন্দ্রের ইচ্ছে আছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে আনোয়ার হোসেনের জনপ্রিয়তা আইভীর তুলনায় অনেক নীচে বলে জানিয়েছে। অপরদিকে ইতিমধ্যেই সিটি নির্বাচনে জেলা বিএনপির হেভীওয়েট নেতা গত সিটি নির্বাচনে বসে পড়া মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদ মেয়র পদে নির্বাচন না করার অভিমত ব্যাক্ত করলেও ইচ্ছে পোষণ করা নগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামালের ভাগ্যেই নাকি জুটছে ‘ধানের শীষ’। তবে দলীয় হাইকমান্ড সুত্রে জানা গেছে, মেয়র পদে তাদের তালিকায় এড: আবুল কালাম ও এড: সাখাওয়াত হোসেন খান ছাড়া অন্য কেউ নেই। আইভীর সাথে প্রতিদ্বন্দী হিসাবে কামালকে প্রার্থী দেয়া সাধারণ মানুষের কাছে বিএনপি হাস্যকর হয়ে পড়বে বলে জানা গেছে। অপরদিকে সিটি নির্বাচনে এবার জাতীয় পার্টির সম্ভাব্য তালিকায় রয়েছেন ওসমান পরিবারের পুত্রবধূদ্বয় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ সেলিম ওসমানের স্ত্রী নাসরীন ওসমান বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে। যদিও এব্যাপারে এখন মুখ খুলছেনা জাতীয় পার্টি। তবে সাধারণ মানুষের মধ্যে এই দুই পুত্রবধুকে নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। জানাগেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের মৃত্যুর পর তার শূণ্য আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার কথা ছিল তার সহধর্মিনী পারভীন ওসমানের। কিন্তু এপদে নির্বাচন করেন নাসিম ওসমানের মেঝ ভাই সেলিম ওসমান। তাই আওয়ামীলীগ ও জাতীয় পার্টি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করে, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জনপ্রিয়তাকে পুজি করে পারভীন ওসমান নির্বাচনে প্রার্থী হলে আইভীর সাথে পারভীন ওসমানেরই মূলত প্রতিদ্বন্দীতা হবে।

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে অপরাধীরা সক্রিয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঈদকে সামনে রেখে জেলায় অপরাধ বাড়ছে। মৌসুমী অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। তৎপরতা বৃদ্ধি পেয়েছে ছিনতাইকারী, জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টির সদস্যদের। ঈদকে ঘিরে জেলা জুড়ে এসব অপরাধীরা ছদ্ববেশ ধারন করে নানা অপরাধের সাথে জড়িয়ে পরেছে। এসব অপরাধের সাথে অনেক ভদ্রবেশী অপরাধীরাও রয়েছে। বেড়েছে পকেটমার ও ছিনতাইকারীদের তৎপরতাও। ঈদকে ঘিরে অপরাধীদের তৎপরাতায় শঙ্কিত হয়ে পরেছে সাধারন মানুষ। অন্যদিকে, ঈদকে ঘিওে মাদক ব্যবসায়ীরাও সক্রিয় রয়েছে। গুঞ্জন চলছে, ঈদের আগে মাদক মজুদ করার চেষ্টা করছে মাদক ব্যবসায়ীরা। তবে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় রয়েছে। পোশাকি ছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার পাগলা এলাকায় মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস থেকে ফতুল্লার আলীগঞ্জ রেললাইন এলাকার বাসেত কাকন এর ছেলে মাসুম ও উত্তর ডেমরার কাজলা পুরানা রোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আক্তার হোসেন নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পথচারীরা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহি বাস ফতুল্লার আলীগঞ্জ তালতলা এলাকায় যাত্রী উঠানোর জন্যে থামানো হলে রমজান নামে একজন টাইল্স ব্যবসায়ী ওই বাসে উঠেন। এসময় প্রায় ৭-৮ জনের একটি ছিনতাইকারীদের দল ওই বাসে উঠে রমজানের কাছে থাকা ৫০ হাজার টাকার একটি বান্ডিল ছিনিয়ে নেয়। তবে রমজান উল্লেখিত ছিনতাইকারী মাসুমকে ধরতে সক্ষম হয়। পরে বাকি ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে গেলেও আক্তার নামে উল্লেখিত ছিনতাইকারী মাসুমকে ছাড়াতে চেষ্টা করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা দুজনকে আটক করে। এর আগে এক স্বর্নের দোকানে ক্রেতা সেজে স্বর্ণ চুরির সময় দুই মহিলা গ্রেফতার হয়েছে। এর একদিন পর কালিবাজার স্বর্নপট্টি এলাকায় এক পুলিশ সোর্সকে নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক এ এস আই গণরোষের শিকার হলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা তাকে উদ্ধার করে আইড়াইজাহারে বদলি করে দেয়।

অপরদিকে, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীদেও সিন্ডিকেটগুলো পৃথক পৃথক ভাবে সক্রিয় হয়ে উঠে। ঈদের আগে অভিনব কৌশলে মাদকের বড় বড় চালান নিয়ে আসা হয় নারায়ণগঞ্জে। বিত দিনের ন্যায় এবারও মাদক ব্যবসায়ীদেও মধ্যে প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। তবে অপরাধীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিন্ন ভিন্ন কৌশলে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে পুলিশের একাধিক সূত্রে জানাগেছে।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মোখলেছুর রহমান জানান, রমজান মাসকে সামনে রেখে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ রয়েছে। তবে এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ আসেনি। জেলা পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে: প্রধানমন্ত্রী

নিহস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশকে প্রাচ্য ও প্রাশ্চাত্যের সেতু বন্ধন হিসাবে গড়ে তোলা হবে।সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে।বাংলাদেশের আকাশ, নৌ ও সড়ক পথে ব্যাপক উন্নয়নের কাজ হাতে নেয়া হয়েছে।বাংলাদেশে প্রথমবারের মতো মেট্টোরেলের নির্মাণ কাজের উদ্বোধন শেষে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। ঢাকার চারপাশে বৃত্তাকার রেল-নৌ-সড়ক পথ নির্মাণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।তিনি  বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, ঢাকায় অনেক মানুষের বসবাস। ‍আমাদের লক্ষ্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তাদের যাতায়াত আরও সহজ করা।

দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের আওতায়। আর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে গাজীপুর বাস ডিপো।

বাস্তবায়নাধীন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এ মেট্রোরেলের দৈর্ঘ্য হবে ২০ দশমিক ১ কিলোমিটার। এটি উত্তরা থেকে শুরু হয়ে পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ী-ফার্মগেট-হোটেল  সোনারগাঁও-শাহবাগ- টিএসসি-দোয়েল চত্বর-তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে। মেট্রোরেল চালু হলে ঘণ্টায় উভয়দিক থেকে ৬০ হাজার যাত্রী পরিবহন করা যাবে।

মিতু হত্যার ঘটনায় ওয়াসিম ও আনোয়ার গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এ ঘটনায় গ্রেপ্তার আনোয়ার ও ওয়াসিম। এই দুই জনকে গতকাল শনিবার রাতে আটক করা হয়েছে।আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।

পরে দুপুর তিনটার দিকে সিএমপি কমিশনার ইকবাল বাহার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনোয়ার ও ওয়ামিস সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, ‘কিলিং মিশনের এদের সম্পৃক্তা পাওয়া গেছে।মিতু হত্যায় এরা দুই জনই সরাসরি অংশগ্রহণ করেন। এদের দুজনই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। এরমধ্যে ওয়াসিম নিজে মিতুকে গুলি করেন। আর আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যাকআপের জন্য।’ আদালতে তারা দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

তবে কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করে সিএমপি কমিশনার বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

তদন্ত শেষ হওয়ার পরই এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবো। তিনি বলেন, ‘এটা যে টার্গেট কিলিং সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।তবে এর নেপথ্যে কারা সেটা বলার সময় এখনো আসেনি।হতে পারে জঙ্গিদের কাজ।তবে এখনই উপসংহারে যেতে চাই না।আমরা সব দিক বিবেচনা করেই তদন্ত করছি।’

মিতু হত্যার ঘটনায় এসপি বাবুল আক্তারকে দীর্ঘ ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই আনোয়ার ও ওয়াসিম আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিলো।

মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘জঙ্গিদের দমনের নামে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ওপর নামিয়ে আনা হয়েছে দুঃসহ নিপীড়নের খড়গ। দেশে মানুষের ন্যায় বিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে। এ দেশে এখন বিচারের বাণী নীরবে কাঁদে।’ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে শনিবার বিকেলে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়।

খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশে সরকারের অগণতান্ত্রিক ও অসহিষ্ণু আচরণের প্রতিবাদ করতে গেলেই লেলিয়ে দেওয়া হয় তাদের নিজস্ব পেটোয়া বাহিনী। এই সরকারের পোষ্য সন্ত্রাসীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে। সরকারের নিষ্ঠুর দমননীতির ছোবলে গণতন্ত্রকে করা হয়েছে দেশছাড়া। উত্থান হয়েছে এক দানবীয় উগ্র জঙ্গি শক্তির। যারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, ব্লগার, শিয়া সম্প্রদায়, পীর, বাউল-সাধক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর মরণঘাতী হামলা করছে।’

প্রতিদিন কোন না কোন জনপদ রক্তে সিক্ত হচ্ছে। এই উগ্র গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে সরকারের ভূমিকা এখন রহস্যঘেরা বলেও মন্তব্য করেন বিএনপি প্রধান।

তিনি বলেন, ‘২৬ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসটি অত্যন্ত তাৎপর্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ঔপনিবেশিক শৃঙ্খল থেকে জাতিসমূহ স্বাধীনতা অর্জন করলেও আজও বিশ্বব্যাপী চলছে জাতিগত, বর্ণগত, ভাষাগত এবং ধর্ম ও সম্প্রদায়গত সংঘাত। আর এই সংঘাত ও বিরোধের কারণেই সাধারণ মানুষেরা দেশে দেশে নিষ্ঠুর স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে নিহত ও পঙ্গুত্ব বরণ করছে, মিথ্যা মামলায় বছরের পর বছর কারাযন্ত্রণা ভোগ করছে। সারা বিশ্ব আজ যান্ত্রিক সভ্যতায় এগিয়ে গেলেও মানবিক সভ্যতা বেশি দূর এগুতে পারেনি। বাংলাদেশে গণতন্ত্র এখন বন্দি, এখানে ভয়াবহ দুঃশাসন চলছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যাকে গা-সওয়া করানো হচ্ছে। সাংবাদিক হত্যা এবং অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুরভাবে নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়ার জন্য একের পর এক সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিরোধীদের কণ্ঠ শোনা না যায়।’

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল নির্যাতিত মানুষকে সহমর্মিতা জ্ঞাপন করে খালেদা জিয়া বলেন, ‘মানবিকবোধে উদ্বুদ্ধ বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই নিষ্ঠুর নির্যাতনকারী মহল ও স্বৈরশাসককে পরাস্ত করা সম্ভব।’

 

 

 

সরকার বুলেটএবং পাতাল ট্রেন চালুর উদ্যোগ নিবে

নিউজ প্রতিদিনি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশের রেল সার্ভিসকে প্রায় বন্ধই করে দিতে বিভিন্ন রুট থেকে রেললাইন পর্যন্ত তারা সরিয়ে ফেলে। ‘সে অবস্থা থেকে ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই তার সরকার রেল পুনর্গঠনে উদ্যোগী হয়।’ তার সরকার বুলেট ট্রেন এবং পাতাল ট্রেন চালুর উদ্যোগও গ্রহণ করবে বলে এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুর স্টেশনে প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে এই নতুন আন্তঃনগর ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম রেলপথে দ্বিতীয় বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’র উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদের কথা ব্যক্ত করেন।খবর : বাসস

তিনি এদিন ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি সার্ভিসের বিকল্প হিসেবে নতুন ব্রডগেজ ট্রেন সার্ভিসও চালু করেন। প্রধানমন্ত্রী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে বলেন, এই ট্রেন সার্ভিস উদ্বোধন বাংলাদেশের যোগাযোগ ক্ষেত্রে এক নবতর অধ্যায়ের সংযোজন। নতুন ট্রেনে করে বাড়ি গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের মজাটাই আলাদা হবে বলেও এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী এদিন যান চলাচলের সুবিধার জন্য খিলগাঁও ফ্লাইওভারে স্থানীয় সরকার বিভাগের তৈরি খিলগাঁও ফ্লাইওভারের লুপ খুলে দেওয়ার ঘোষণা দেন এবং কমলাপুর থেকে ফেরার পথে প্রগতি সরণী-বনশ্রী সংযোগ সড়কে নেমে প্রধানমন্ত্রী হাতিরঝিল প্রকল্পের সাউথ ইউ-লুপের ফলক উন্মোচন করেন এবং মোনাজাতে অংশ নেন।

রেলপথ এবং নদ-নদী বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক এবং দাতাগোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থে এই যোগাযোগের সহজ এবং সাশ্রয়ী মাধ্যম দুটিও বন্ধ করে দেওয়ার পরামর্শ দেয়।’

তারা বঙ্গবন্ধু সেতুতেও রেললাইন স্থাপনে রাজি ছিল না। কিন্তু তিনি তাদের প্রস্তাবে সাড়া দেননি বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দাতারা অর্থ সহায়তা দেবে, কিন্তু আমাদের ভাল-মন্দ আমাদেরই বুঝতে হবে। তারা কিন্তু বুঝবে না।’

এ প্রসঙ্গে নিজস্ব সিদ্ধান্তে অটল থাকায় এখন বিশ্বব্যাংক বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে একটি পৃথক রেলসেতু নির্মাণের প্রস্তাব নিয়ে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশটা উন্নয়নের পথে এগিয়ে যাক। রেলের কর্মকর্তা-কর্মচারীরা মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছেন। মুক্তিযুদ্ধে রেলওয়ের যারা শহীদ হয়েছেন তাদের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।’

শেখ হাসিনা বলেন, ‘প্রতিবন্ধী যারা তারা যেন রেলের সুবিধা পেতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’

আওয়ামী লীগ সরকার দেশের জন্য কাজ করে এবং কীসে কল্যাণ কীসে উন্নয়ন তা ভালো করে জানে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নয়নের মধ্য দিয়ে ২০৪১ সালে আমরা উচ্চ আয়ের দেশ হবো।’

উদ্বোধন হওয়া নতুন ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ঢাকা-চট্টগ্রাম রুটে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। শনিবার ছাড়া এটি নিয়মিত চলাচল করবে। ট্রেনটি সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম পৌঁছুবে। আবার চট্টগ্রাম থেকে বিকেল ৫টায় ছেড়ে রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছুবে।

রেলওয়ে সূত্র জানায়, ১৬ বগির বিশেষ ট্রেনটি ৭৪৬ সিটের। ৪ বগিতে আছে ২২০টি আসন, শোভন চেয়ার ৪২০টি এবং এসি বার্থ আসন ৬৬টি। এছাড়া, দু’টি খাবার গাড়ির সঙ্গে ৪০টি আসন রয়েছে।

এলজিআরডির এবং সমবায় মন্ত্রী খন্দোকার মোশাররফ হোসেন, গৃহয়াণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেলমন্ত্রী মুজিবুল হক, রেল সচিব ফিরোজ সালাউদ্দিন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা মিটি কর্পোরেশনের দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন, সেনাবাহিনী প্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারত ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তায় নির্মিত ১৬ বগির এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা চট্টগ্রাম রুটে সরাসরি চলাচল করার পথে কেবল বিমানবন্দর রেল স্টেশনে খানিক যাত্রাবিরতি করবে। এটি ৫ ঘন্টা ৪০ মিনিটে ঢাকা থেকে কন্দরনগরী চট্টগ্রামে পৌছবে।