২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 30

মহিউদ্দিন ভূঁইয়ার জনপ্রিয়তা তুঙ্গে

নিউজ প্রতিদিন ডটনেট : নির্বাচনী মাঠে নেমেই ভোটারদের অভাবনীয় সাড়া পাচ্ছেন বক্তাবলীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী প্রয়াত আওয়ামী লীগ নেতা আফাজউদ্দিনের পুত্র মহিউদ্দিন ভুইয়া। নির্বাচনের ঘোষণা দেবার পর থেকে মাঠে নেমে জনগনের সাড়া পেয়ে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছেন তরুণ এই ব্যবসায়ী।

এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সদস্য প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নেমেছেন। বর্তমান সদস্যদের পাশাপাশি নতুন প্রার্থীরা মাঠ গরম করছেন।

বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এবার শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন মহিউদ্দিন ভুইয়া। বেশ কয়েকমাস আগে পিতার মৃত্যুর পরে কিছুটা শোকগ্রস্থ মহিউদ্দিনের প্রতি মানুষের সহানুভুতিও বেড়েছে। দীর্ঘদিন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা প্রয়াত আলহাজ্ব আফাজ উদ্দিন ভুইয়া একজন সরল অন্তঃপ্রাণ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। পিতার ক্লিন ইমেজ তাকে ভোটারদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছে।

মহিউদ্দিন ভুইয়া কিছুদিন ধরে প্রচারণায় মাঠে রয়েছেন। এলাকার চায়ের দোকান থেকে সর্বত্র তাকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, এবারের নির্বাচনে পরিবর্তন আসতে পারে। সে হিসেবে মহিউদ্দিন ভুইয়া এগিয়ে রয়েছেন।

নির্বাচন ও প্রচারণা প্রসঙ্গে মহিউদ্দিন ভুইয়া বলেন, আমি পিতাকে হারানোর পরে কিছুটা ভেঙে পড়েছি। আমার বাবা বলেছেন, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে। মানুষ চিরদিন বেচে থাকে না, কিন্তু তার কর্ম তাকে বাঁচিয়ে রাখে। বাবার দেখানো পথেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

 

সোনারগাঁয়ে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের উদ্যোগে প্রায় তিন শতাধিক বেদে সম্প্রদায়ের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম লিটন খানের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। সূ্ত্র: বিপি

ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে

নিউজ প্রতিদিন ডটনেট : জাকির হোসেন রবিন কে আহবায়ক ও রাসেল মাহমুদ কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা শাখার সভাপতি আবু সাদাত সায়েম ও সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান এই কমিটির অনুমোদন দেন।

বৃহস্পতিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষর করে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটিতে জাকির হোসন রবিন কে আহবায়ক ও রাসেল মাহমুদ কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে জি, এম আনোয়ার হোসেন গাজী, আবুল হোসেন পায়েল, আমিনুল ইসলাম লিটন, নজরুল ইসলাম, মোঃ মামুন হোসাইন, শাহিন আহম্মেদ সুজন, মেঃ আলী, মতিউর রহমান ফকির, ইমরান হোসেন হিমু, মীর মকবুল হোসেন বাবু সহ দশজনকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে।

ফতুল্লায় তিন মাদক ব্যবাসায়ী গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট : ফতুল্ল মডেল থানা পুলিশ চাঁনমারী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের হেরোইনসহ তিন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার চানমারীর মৃত রুস্তম আলীর পুত্র মোঃ শরীফ(৩৯), চানমারীস্থ রিপনের বাড়ীর ভাড়াটিয়া মজিবর ওরফে ভাঙ্গারী মজিবরের পুত্র মোঃ সাগর(২৫) ও চানমারীর মৃত খোকা পারমানিকের পুত্র বাবু(৩৫)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)  বিকেলে তাদেরকে ফতুল্লা থানার চানমারী থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ১৬৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

থানা পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার  উপ-পরিদর্শক  মোঃ ইমানুর হোসেন, উপ-পরিদর্শক  মোঃ আরিফ পাঠান, উপপরিদর্শক  মোঃ রওশন ফেরদৌস, সহকারী উপ-পরিদর্শক  মিজানুর রহমান(২) সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ চানমারী  মডেল কলেজ রোডস্থ নারায়নগঞ্জ জেলা মাইক্রোস্ট্যান্ড এর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে শরীফ, সাগর ও বাবু নামক তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যমানের ১৬৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়য়েছে পুলিশ।

বক্তাবলীতে ইজিবাইক চালক হত্যাকারী আসামী গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলীতে  ঘুরতে বের হয়ে তিন বন্ধু মিলে বুকে ছুরি মেরে ও জবাই করে অপর বন্ধু নয়ন ঋসি দাস(১৬) কে হত্যা করে ছিনিয়ে নিয়ে যায় তার ইজিবাইক।

এ হত্যাকান্ডের সাথে জড়িত মামুন (১৬) নামক এক ঘাতক কে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মামুন মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার পাইকপাড়ার মুসলিম শেখের পুত্র একই জেলার সদর থানার সুদার চরের ইলিয়াস আমিনের ভাড়াটিয়া।

বৃহস্পতিবার দুপুর ১টায় তাকে মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)  দুপুর ১২টায় ফতুল্লার বক্তাবলী ইউনিয়ণের চর প্রসন্ন নগর এলাকার বাসুর ঘাটের কাছে ধইঞ্চা খেত থেকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থেকে নিখোঁজ ইজিবাইক চালক নিহত নয়ন ঋসি দাসের লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। লাশ উদ্ধারের একদিন পর ৮ সেপ্টেম্বর বুধবার  নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত নয়ন ঋসিদাস  মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আব্দুল্লাহপুর গ্রামের শ্রী জয়ো দাসের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নজরুল জানান,গ্রেফতারকৃত মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেফতারকৃত মামুনের বরাত দিয়ে তিনি জানান, নিহত নয়ন ঋসি দাস, গ্রেফতারকৃত মামুন ও অপর দুই ঘাতক শিমুল ও মিরাজ তারা চার বন্ধু। ঘটনার দিন রাত ৮ টার দিকে নিহত নয়ন  সহ অপর দুই ঘাতক শিমুল ও মিরাজ গ্রেফতারকৃত মামুনের বাসায় এসে তাকে বাসা থেকে ডেকে বের করে বলে যে তারা ঘুরতে বের হবে। তখন তারা চার বন্ধু  মিলে নিহত নয়নের ইজিবাইকে করে ঘুরতে বের হয়ে। নদীর তীরে  গানটান গেয়ে রাত দশটা- সাড়ে দশটার  দিকে তারা ফতুল্লা থানার বক্তাবলীর চর প্রসন্ন নগরের বাসুর ঘাটের কাছে এসে নির্জন স্থানে ইজিবাইক থামিয়ে শিমুল প্রথমে নিহত নয়নের বুকে ছুরিকাঘাত করে। নয়ন নিজেকে বাঁচাতে ছুরিকাঘাতের পর দৌড়ে পালানোর চেস্টা করলে সে এক পর্যায়ে কিছু দুর গিয়ে মাটিতে পড়ে যায়। তখন দৌড়ে গিয়ে শিমুল মাটিতে পরে যাওয়া নিহত নয়নের বুকে দ্বিতীয় বারের মতো ছুরিকাঘাত করে। পরে শিমুলের কথা মতো গ্রেফতারকৃত মামুন নিহতের মাথা ও অপর ঘাতক মিরাজ নিহতের চোয়াল চেপে ধরলে শিমুল তার হাতে থাকা ছুরি দিয়ে জবাই করে হত্যা করে নয়ন কে। হত্যা নিশ্চিত করার পর  নিহতের লাশ পাশের ডোবায় ফেলে দিয়ে তারা নিহতের ইজিবাইক নিয়ে চলে যায়। পরে গ্রেফতারকৃত মামুন কে তার বাসার সামনে নামিয়ে দিয়ে ইজিবাইক নিয়ে চলে যায় শিমুল ও মিরাজ।

নিহতের বাবা শ্রী জয়ো দাস জানান, নয়ন দাস মুন্সিগঞ্জের গ্রামের বাড়ি আব্দুল্লাহপুর থেকে ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ইজিবাইক নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকায় সোমবার বিকেলে টঙ্গীবাড়ী থানায় গিয়েছি একটি জিডি করার জন্য।

কিন্তু টঙ্গীবাড়ী থানা পুলিশ  জিডি না নিয়ে তাদের কে বিদায় করে দেয় এবং বলে রাত পর্যন্ত খুজে সকালে থানায় যেতে জিডি নিবে।পরে আজ (মঙ্গলবার)  সকালে লোক মুখে সংবাদ পেয়ে ফতুল্লায় এসে মৃত দেহ জলে ভাসতে দেখে সনাক্ত করি।

নিহতের স্বজনদের অভিযোগ অস্বিকার করে টঙ্গীবাড়ী থানার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, গত (রবিবার) তিনি লোকমুখে শুনতে পেরেছেন নিখোঁজের বিষয়টি। তবে জিডি করতে বা নিখোঁজের বিষয়টি নিয়ে ওই পরিবারের কোন সদস্য তার নিকট আসেন নি।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বন্ধুরা ছুরিকাঘাত করে  নয়ন ঋসি দাস কে হত্যা করে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বুধবার একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ থেকে মামুন নামক এক ঘাতক কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অপর ঘাতকদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বক্তাবলী পরগণার খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডটনেট : মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছেন ডা.সফিউদ্দিন আহমেদ মিন্টু ও তার প্রতিষ্ঠান খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টার। বক্তাবলী পরগনার মানুষের কাছে এই প্রতিষ্ঠান এক অন্যতম ভরসার জায়গা করে নিয়েছে। ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছে খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টার।

৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজস্ব কনফারেন্সে রুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তাবলী পরগণা ফরায়েজি আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা আতাউল হক সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টু।

ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সময় তিনি আরো বলেন, ডায়াবেটিস রোগের পাশাপাশি এখানে উন্নতমানের চোখের ও দাঁতের চিকিৎসা করা হয়। আস্তে আস্তে আমরা এই হাসপাতালে আরো সেবার কার্যক্রম চালু করার চেষ্টা করছি।

অনুষ্ঠান শেষে ডাক্তার মিন্টুর এই অবদানের জন্য সৈয়দ আজিরুননেছা স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজউদ্দিন ভূৃঁইয়া আর নেই

নিউজ প্রতিদিন ডটনেট : দীর্ঘ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আফাজউদ্দিন ভুঁইয়া।

সোমবার রাত তিনটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে… রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাজী আফাজউদ্দিন ভুঁইয়া গত দশদিন ধরে আজগর আলী হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে আফাজউদ্দিনের পুত্র মহিউদ্দিন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

মহিউদ্দিন জানান, আজ মঙ্গলবার বাদ জোহর বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

হাজী আফাজ উদ্দিন ভুঁইয়া দীর্ঘ ১৭ বছর ধরে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। জীবদ্দশায় অমায়িক সরল অন্তঃপ্রাণ এই রাজনীতিক বক্তাবলীর উন্নয়ণে নিবেদিত ছিলেন। এলাকায় তিনি আফাজ কন্ট্রাকটর হিসেবেই পরিচিত। দীর্ঘদিন তিনি বক্তাবলী কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়াও বক্তাবলী ইসলামিয়া সিনিয়র মডেল মাদ্রাসার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন।

 

ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নিউজ প্রতিদিন ডটনেট : ফতুল্লায় জোসনা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।পুলিশ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফতুল্লা থানার ধর্মগঞ্জ চতলামাঠস্থ তার স্বামীর বাড়ী থেকে পুলিশ মৃত দেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত জোসনার স্বামী ইলিয়াস(৫০) কে আটক করে থানায় নিয়ে এসেছে।

নিহত জোসনা ফতুল্লা মডেল থানার বক্তাবলীর মৃত হাবিবুর রহমান হাবিবের মেয়ে। নিহতের স্বজনদের দাবী পরক্রিয়া সম্পর্কের জের ধরে জোসনার স্বামী পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ঘরের ভিতরে ফেলে রেখেছিলো। গৃহবধূ জোসনার ভাই আব্দুল মতিন(৫০) জানান,২৪ থেকে ২৫ বছর পূর্বে পারিবারিক সম্মতিক্রমে ধর্মগঞ্জ চতলার মাঠস্থ দর্জি বাড়ীর তাইজুদ্দিন দর্জির পুৃত্র ইলিয়াস দর্জির সাথে তার বোনের বিয়ে হয়ে। তাদের সংসারে বন্যা(২৩)ও হাফসা(৭) বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

তার বোনের বাসায় রানি নামের একটি মহিলা ভাড়া থাকতো। রানিও বিবাহিত ছিলো।স্বামীকে নিয়েই সেই বাসায় ভাড়ায় থাকতো।সেই মহিলার সাথে তার বোন জামাই ইলিয়াস পরকীয়ায় জড়িয়ে পরে। বিষয়টি জানাজানি হলে রানি কে ঐ বাসা থেকে বের করে দেয়া হয়। রানি অন্যত্রে ভাড়ায় চলে গেলেও তার বোন জামাই ইলিয়াসের সাথে  সম্পর্কটা থেকেই যায়। এ নিয়ে প্রায় সময় তার বোনের সাথে জগড়া হতো স্বামী ইলিয়াসের।শুধু কথাকাটাকাটির সীমাবদ্ধ থাকতোনা তার বোনের স্বামী প্রায় সময় তার বোন জোসনা কে শারিরীক নির্যাতন করতো। এ নিয়ে পারিবারিক ও স্থানীয় ভাবে একাধিক বার শালিস বৈঠকও হয়েছিলো। তারপরেও পরক্রিয়া সম্পর্ক বজায় রেখেছিলো। প্রতিবাদ করলে তার বোনকে প্রতিনিয়ত মারধর করতো।আর তাই তাদের ধারনা পরিকল্পিত ভাবে তার বোন কে শুক্রবার রাতে হত্যা করেছে তার বোনের স্বামী ইলিয়াস।

তিনি আরো বলেন তার বোনের মৃত্যুর সংবাদটি বোনের স্বামীর পরিবার থেকে কেউ তাদেরকে জানায়নি। পাশের বাড়ীর লোকজন মোবাইল ফোন করে তাদেরকে তার বোনের মৃত্যুর সংবাদটি জানায়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত জানায়, গৃহবধূ জোসনার মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইলিয়াস কে থানায় নিয়ে আসা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বক্তাবলীর বাইশময়ালী নেতা হাজী জালাল মাদবর আর নেই

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলীতে বাইশময়ালী নেতা প্রসন্ননগর গ্রামের পঞ্চায়েতের প্রবীণ সদস্য হাজী জালাল উদ্দিন মাদবর আর নেই।

রোববার (৬ জুন) রাতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার (৭ জুন) সকাল দশটায় প্রসন্ননগরে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, বাইশময়ালীর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বক্তাবলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডটনেট : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বক্তাবলীতে ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরন করা হয়।

শনিবার (৫ মে) বিকাল ৪ টায় সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই আয়োজন করা হয়।

বক্তাবলী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোতালেব সরদারের সভাপতিত্বে প্রধাণ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী আহবায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী সুমন, সাধারণ সম্পাদক এড.আল আমীন সিদ্দিকী, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি মো. মশিউর রহমান রনি, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.ইব্রাহিম আজাদ, ফতুল্লা থানা বিএনপির নেতা মো. বোরহান উদ্দিন, মো. কামাল হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি মো.দোলন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তুহিন, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি মো.রাসেল প্রধাণ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নেতা মো. শাহজাহান আলী, এড. জাহিদ হাসান রুবেল, বিএনপি নেতা মো. পিন্টু, মো. ছলিম প্রধাণ, মো. নুর মোহাম্মদ, বক্তাবলী ইউনিয়ন যুবদল নেতা মো. হালিম প্রধাণ ও মো.দিদার প্রধাণসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।