২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 34

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো সতন্ত্র নূরানী বিভাগ

নিউজ প্রতিদিন ডটনেট : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সতন্ত্র নূরানী বিভাগের আলোচনা সভা, কবিতা পাঠ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার(২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার হল রুমে মাতৃভাষার উপর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল বারেক মোল্লা বলেন, জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ইনকাম ট্যাক্সের এডভোকেট ও সমাজসেবক মোঃ মাইন উদ্দিন, আরও উপস্থিত ছিলেন বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, বিশিষ্ট ব্যাবসায়ী ও ৫ নং ওয়ার্ডের (লক্ষী নগর) মেম্বার পদপ্রার্থী আব্দুল আজিজ মীর, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই কানু, সাবেক মেম্বার আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান, লক্ষী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ফারুক ফকির, প্রকৌশলী আবু সাইদ রিংকু, দলিল লিখক মোঃ আক্তার হোসেন ও মোঃ সাইজুদ্দীন সাজু প্রমুখ।

সবশেষে ছাত্র ছাত্রীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং ভাষা শহীদের জন্য দোয়া মাগফেরাত কামনা করেন।

 

বক্তাবলী ৯নং ওয়ার্ড আ’লীগের ভাষা শহীদ প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন ডটনেট : যথাযোগ্য মর্যাদায় বক্তাবলীর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালন করেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী)  সকালে প্রভাত ফেরীর মাধ্যমে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

বক্তাবলীর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন বাদনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন , আওয়ামীলীগ নেতা মোবারক শেখ, সঞ্জয়ময় হালদার, মনির হোসেন মাষ্টার, সাফাতুল্লাহ, ইন্তাজ মিয়া, রনি মোল্লা, সুজন চৌধুরী, ইমান আলী, শামীম খন্দকার, মোহন চৌধুরী, মাহাবুব, সাকিব, জিসান, রাসেল, সিফাত, অন্তর ও আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ফতুল্লা থানা মৎস্যজীবী দলের ভাষা শহীদ দিবস পালন

নিউজ প্রতিদিন ডটনেট : থাযোগ্য মর্যাদায় ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালন করেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী)  সকালে প্রভাত ফেরীর মাধ্যমে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মেহেদী, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. রাসেল প্রধাণ, সিনিয়র সহ-সভাপতি মো. ছলিম উল্লাহ হৃদয়, প্রচার সম্পাদক আব্দুস সালাম ও আনিস মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ভাষা শহীদ দিবস পালন

নিউজ প্রতিদিন ডটনেট :  যথাযোগ্য মর্যাদায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী)  সকালে প্রভাত ফেরীর মাধ্যমে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,  নাসিরউদ্দিন মাদবর, ইফতেখারুজ্জামান শাহীন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, খোরশেদ আলম মাষ্টার, আবু সাঈদ রিংকু, ফারুক ফকির, বাছির সরদার, মোঃ আল আমিন, সলিমউদ্দিন সলু, মোঃ সালাউদ্দিন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, মহিউদ্দিন ভূইয়া, আতাউর রহমান, রাশেদুল ইসলাম সুমন, কামরুল হাসান রিয়াদ ও কামরুজ্জামান প্রমুখ।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভাষা শহীদ দিবস পালন

নিউজ প্রতিদিন ডটনেট : যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে বক্তাবলী ইউনিয়ন পরিষদ।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলীর নির্দেশে ও ব্যবস্থাপনায় রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন পরিষদের মেম্বার ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন মাষ্টার, আতাউর রহমান প্রধান, মনির হোসেন মেম্বার, ওমর ফারুক, আমজাদ হোসেন বাঁধন, আকিলউদ্দিন, রাসেল চৌধুরী, আবদুল মতিন, জলিল গাজী, সংরক্ষিত মহিলা মেম্বার হাজেরা বেগম, কুলসুম আক্তার, মরিয়ম বেগম ও সহকারী নুর মোহাম্মদ টিটু প্রমুখ।

আলোকিত বক্তাবলীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন ডটনেট : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলীর পরগণার সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী। আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন ও সাধারণ সম্পাদক মো.আবুল কালামের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আলোকিত বক্তাবলী।এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ শহীদ পরিবারের সন্তান মো. ইফতেখারুজ্জামান শাহীন, আলোকিত বক্তাবলীর সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, মো. সানাউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মো.মিলন শেখ, দপ্তর সম্পাদক মো.দুলাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রানা, সহ ক্রীড়া সম্পাদক মো. ইয়াসিন, বিশেষ সম্পাদক মো.মনির হোসেন প্রমূখ।

ফতুল্লার বক্তাবলীতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষ্যে বক্তাবলী এলাকাবাসীর উদ্যােগে ২০ তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারী (শুক্রবার) বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিল প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড.সাঈয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ বক্তাবলী শাখার উদ্যোগে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ক্বারী, সাইয়্যেদ ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

শৈলকুপা উপজেলা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হবে আনিচুর রহমান

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন উপজেলা নিবার্চনে সতন্ত্র প্রার্থী হয়ে নিবার্চনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে আওয়ামী লীগ নেতা মো : আনিচুর রহমান। তিনি বিগত দিনে আওয়ামী লীগের হয়ে নানা ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নিয়ে সাধারন মানুষের সেবা করে আসছেন। তবে এবারের উপজেলা নিবার্চনে তিনি সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

আনিচুর রহমান জানান, আমি দীর্ঘ ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত আছি। আমি চাই জনপ্রতিনিধি হয়ে জনগনের পাশে থেকে সেবামূলক কর্মকান্ড করতে। মানুষকে খুশি করতে পারলেই আল্লাহ্ খুশি হন, তাই আমি মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই।

আনিচুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দেবীনগর মধ্যে পাড়া গ্রামের মো: আজিজুর রহমান ও রুশিয়া খাতুনের পুত্র। পারিবারিক ভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে সম্পৃক্ত তিনি। তার দাদা এবং বাবা আজিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

সুদের টাকা না পেয়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতন

নিউজ প্রতিদিন ডটনেট : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় সুদের টাকা না মা-মেয়েকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মা মমতাজ বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকার আব্দুল গফুর মিয়ার স্ত্রী কুলসুম এর কাছ থেকে গত দুই মাস আগে ১৭ হাজার টাকা সুদে আনেন ওই নির্যাতিতা মমতাজ বেগম। বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে সুদের টাকা চাইতে গেলে টাকা না দেওয়ায় তার বাড়ির সামনে কাঁঠাল গাছের সাথে মা মমতাজ ও মেয়েকে বেঁধে এলোপাথাড়ি ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজনসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় মমতাজ বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ে করেন।

কালিয়াকৈর থানার পুলিশের ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হৃদয়-সম্পাদক আহম্মদ উল্লাহ

নিউজ প্রতিদিন ডটনেট :  নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন মৎস্য জীবি দলের ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে ছলিমুল্লাহ হৃদয় কে সভাপতি ও দেওয়ান আহম্মদ উল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় বক্তাবলী ফেরী ঘাট সংলগ্ন রাজবাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সভাপতি রাসেল প্রধানের সভাপতিত্বে কমিটির অনুমোদন দেয়া উপলক্ষে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা মৎস্য জীবি দলের আহবায়ক এড এইচ এম আনোয়ার প্রধান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলামৎস্য জীবি দলের সদস্য সচিব আমিনুল ইসলাম।

ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সভাপতি মো.রাসেল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দিলিপ, এইচ এম হোসেন হারুন, মো. আমীর হোসেন, মামুন হাসান, আল আমিন।

নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি ফয়সাল বেপারী, সহ সভাপতি মোক্তার হোসেন, রুহুল আমিন, দিদার হোসেন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন, দেলোয়ার হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস মাহমুদ, শাহ আলম, সহ যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, নাইম প্রধান, ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ শেখ,সহ সাংগঠনিক সম্পাদক মোহসেন আলী, আলী হোসেন, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোঃ সজীব আহম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ মুকুল হোসেন, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক মোঃ শাকিল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক সেলিম আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক রহিম বাদশা, ধর্ম সম্পাদক মোঃ সজল আহমেদ, মৎস্য সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।