২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 195

কার ক্ষমতা বেশি : জাতীয় সংসদ নাকি সুপ্রিম কোর্টের ?

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ছাড়াও নানা বিষয়ে দ্বন্দ্বে জড়াচ্ছে বিচার ও আইন বিভাগ। কিন্তু ‘বিচারপতি অপসারণের ক্ষমতা কার হাতে থাকবে’ – এ প্রশ্ন ছাড়িয়ে ‘কিছু ক্ষেত্রে প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করা উচিত’– এই দাবিও উঠেছে।

জাতীয় সংসদ, নাকি সুপ্রিম কোর্ট? কার ক্ষমতা বেশি? এ নিয়েই মূলত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান বিচারপতি আদালতের ক্ষমতা আরো বৃদ্ধির দাবি জানিয়েছেন।

অধঃস্তন আদালত বিষয়ে ১১৬ ও ১১৬ক অনুচ্ছেদ দুটি সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তিনি।

অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি নিয়ে একাধিকবার অ্যাটর্নি জেনারেলের সাথেও দ্বন্দ্বে জড়িয়েছেন প্রধান বিচারপতি।

অন্যদিকে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পর সংসদ অধিবেশনসহ বিভিন্ন আয়োজনে রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সংসদ সদস্যরা। তারা মনে করছেন, এর ফলে বিচারবিভাগের আর জবাবদিহিতা থাকল না।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন খসরু বলছেন, ‘আমাদের সাবমিশান ছিল বিফোর দ্য সুপ্রিম কোর্ট যে, এটা (বিচারপতি অপসারণে সংসদের ক্ষমতা) মূল সংবিধানের অংশ, সুতরাং এটা বাতিল করা যাবে না, এটা কোনো অবস্থাতেই বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসনের পরিপন্থী নয়।’

রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে কিনা, তা নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলেও জানান আব্দুল মতিন খসরু।

তবে ‘মূল সংবিধানে ছিল’, আব্দুল মতিন খসরুর এমন বক্তব্যের সাথে একমত নন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, ‘‘৭২-এর সংবিধান কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে আমূল পরিবর্তন করে ফেলা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতেই কিন্তু এই সংশোধনী হয়েছিল। বারবার যে বলছেন ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা, তাহলে এই চতুর্থ সংশোধনীর কী হবে?’

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পাশ হওয়া চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু, বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন এবং বাকশাল গঠন করা হয়।

‘বিশ্বের বিভিন্ন দেশে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতেই আছে’ এমন ব্যাখ্যার সাথেও একমত নন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলছেন, ‘‘সাংসদরা তদন্ত করবেন সংসদীয় কমিটির মাধ্যমে, তারপর তারা অভিশংসন করবেন, এই ধরনের প্রক্রিয়া পৃথিবীর কোনো দেশেই নাই।’

ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিচারপতিদের আর জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না বলে মনে করেন সংসদ সদস্য আব্দুল মতিন খসরু। তিনি বলছেন, ‘প্রমাণিত অসদাচরণের কারণে’ সংসদের দুই-তৃতীয়াংশ ভোটে অভিযুক্ত বিচারপতিকে অপসারণের অধিকার সংসদের আছে। তবে তিনি মানছেন যে, ‘‘এখন সংবিধানের ১১১ ধারা অনুযায়ী আমরা রায় মানতে বাধ্য।’

সংসদের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা থাকার বিরোধিতা করলেও, বিচারপতিদের জবাবদিহিতা বিষয়ে একমত ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলছেন, ‘‘নিম্ন আদালতের বিভিন্ন বিষয় থেকে শুরু করে সুপ্রিম কোর্টেরও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের সর্বময় ক্ষমতার মালিক করে দেয়া হয়েছে প্রধান বিচারপতিকে। প্রধান বিচারপতিকে বিচার বিভাগের সব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া আছে সংবিধানে।’’ এটিও বিচার বিভাগে একনায়কতন্ত্র তৈরির সুযোগ করে দেয় বলে মনে করছেন জ্যোতির্ময় বড়ুয়া।

আদালত পরিচালনার ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি তুলছেন সুশাসনের জন্য নাগরিকের সভাপতি বদিউল আলম মজুমদারও। তিনি মনে করেন, ‘‘নিম্ন আদালতের সুপারভিশন এবং একই সাথে বিচারক নিয়োগের ব্যাপারে শুধু প্রধান বিচারপতির সম্মতি না নিয়ে কয়েকজনকে নিয়ে এই কমিটি করা যায়।’’ সেক্ষেত্রে কোনো জ্যেষ্ঠ বিচারক, আইনজীবী সমিতির সদস্য বা অন্য কাউকে কমিটিতে রাখা যায় বলেও মনে করেন তিনি।

সংবিধানের ৯৫ এবং ৯৬ ধারা অনুযায়ী, বিচারপতি নিয়োগ এবং অপসারণ নিয়ে আইন প্রণয়নের কথা থাকলেও এখনো আলোর মুখ দেখেনি সেই আইন। ৪৫ বছরেও এ আইন না করতে পারা সরকারের ব্যর্থতা হিসেবে মেনে নিচ্ছেন আব্দুল মতিন খসরু। তিনি বলছেন, ‘‘অবিলম্বে এই দুই বিষয়ে দু’টি আইন করা প্রয়োজন। সরকার এ বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন।’’

আদালত পরিচালনায় প্রধান বিচারপতির একক ক্ষমতা হ্রাস করে একটি কমিটির মাধ্যমে তা পরিচালনার কথা ভাবছে সরকার। তিনি বলেন, ‘‘ভারত এবং অন্যান্য দেশে একটা কলোসিয়াম আছে। চিফ জাস্টিস এবং নেক্সট টু সিনিয়র জাজেস, তারা মিলে সিদ্ধান্ত নেন। এককভাবে সিদ্ধান্ত নিলে, মানুষ মাত্রই ভুল হতে পারে।’’

তবে ঠিক কবে এই উদ্যোগ কার্যকরে ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে মন্তব্য করতে চাননি আব্দুল মতিন খসরু। সূত্র: ডয়চে ভেলে

অপহরণের ৩ বছর পার হলেও আজও খোঁজ মেলেনি মামুনের

গত ১০/০৫/২০১৪ তারিখ সকাল ০৯.০০ টায় ফতুল্লার লামাপাড়া হতে অপহরণ হয় চাঁদপুর জেলার মতলব উত্তর থানার অর্ন্তগত শাখারীপাড়া গ্রামের স্কুল ছাত্র মামুন (২২)। জানা যায়, ৯ম শ্রেণীতে লেখাপড়া করার পর সে লেখাপড়া বন্ধ করে দেয়। স্থানীয় গ্রামের রকমত আলীর কন্যা তাসলিমা (২০) এর সাথে তার প্রেমের সর্ম্পক ছিল। তাসলিমার ভাই রফিক বিষয়টি জানতে পেরে তাসলিমাকে ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়াস্থ জনৈক আলহাজ¦ সালাউদ্দিন মিয়ার বাড়ীর নিচতলায় তাসলিমার খালা আমেনা বেগমের ভাড়া বাসায় রেখে আসে। পরে তাসলিমা একটি গার্মেন্টেসে চাকুরী নেয় এবং মামুনের সাথে প্রেমের সর্ম্পক বজায় রাখে। ১০/০৫/১৪ তারিখ সকালে মামুন ফোন পেয়ে তাসলিমার খালা আমেনার বাসায় তাসলিমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য চলে আসে। তারপর মামুন নিখোঁজ হয়। এ ঘটনায় মামুনের পিতা মোঃ আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার মামলা নং-২৩ তাং-০৯/০৫/১৬ ধারা-৩৬৪ দন্ডবিধি দায়ের করেন। মামলাটি থানা পুলিশ তদন্ত করার পর বর্তমানে নারায়ণগঞ্জ সিআইডি মামলা তদন্ত করছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখনও অপহৃত মামুনের কোন খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও মামুনের কোন সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন হতাশাগ্রস্থ। মামুনের পিতা আবুল কালাম (০১৮৩৯-৫৪৬৮১৭) তার ছেলেকে কেউ খুজে পেলে সন্ধান দেয়ার আকুল আবেদন জানিয়েছেন।

 

উদ্বোধনের আগেই ধসে গেছে সেতু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ধোপাছড়ির ছাপাছড়িতে নির্মিত সেতুটি উদ্বোধনের আগেই ধসে গেছে। ফলে ধোপাছড়ি ইউনিয়নের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। প্রায় ২ শত ফুট খালের উপর ৬০ ফুট সেতু অপরিকল্পিতভাবে নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়ে বলে এলাকাবাসীর অভিযোগ।
গত জুন মাসে টানা ৩/৪দিনের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা খরস্রোতে ছাপছড়ির কুমারীছড়ায় নব নির্মিত সেতুর বেইজের নিচ থেকে পলি মাটি সরে যাওয়ায় সেতুটির মাঝপথে ধসে গেছে। এতে সেতু দিয়ে সাধারণ মানুষের চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার কারণে ও অবহেলিত ধোপাছড়ি ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর চেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে ওই ইউনিয়নের ধোপাছড়ি ছাপাছড়ির কুমারি ছড়ার উপর সেতুটি নির্মাণ করা হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান বলেন, এ ব্যাপারে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। কাজে দুর্নীতির ব্যাপারে প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। (ইত্তেফাক)

আল্লাহকে রাজী খুশি করার অন্যতম মাধ্যম মানুষের সেবা করা-শাহ্ আলম

ফতুল্লা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ্ আলম ফতুল্লা লালপুর পৌষারপুকুর পাড় এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসণের উদ্যোগ গ্রহণ করেছেন। গতকাল বিকেলে ফতুল্লা লালপুর পৌষার পুকুরপাড় এলাকায় বসবাসকারী মানুষের চরম দূর্ভোগ দেখতে সেখানে ছুটে যান এবং জলাবদ্ধতা আটকে পড়া মানুষের সাথে কথা বলেন। এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে শাহ্ আলম বলেন, আল্লাহ্ কে রাজী খুশি করার অন্যতম মাধ্যম মানুষের সেবা করা। আমি আজ আপনাদের কাছে এসেছি রাজনীতি করার উদ্দেশ্যে নয়। এলাকার সন্তান হিসাবে আপনাদের সেবা করতে চাই। এই এলাকার জলাবদ্ধতা নিরসনে যা যা প্রয়োজন আমি করবো। আগামী দুই দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ শুরু হয়ে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সেবা করতে পারি। এ সময় উপস্থিত ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন বলেছেন উন্নয়নের জন্য শাহ্ আলম সাহেব আন্তরিক। এলাকার প্রতিটি উন্নয়ন শাহ্ আলম ভাইকে সাথে নিয়ে করবো। আমি আশা নয় বিশ্বাস করি তার এই এলাকার উন্নয়নের আন্তরিকতা অব্যহত থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড: আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন,জাসাস নেতা ফজলুল হক পলাশ, পৌষার পুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মুসা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

সাংবাদিক হেলালের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীকে নিয়ে প্রকাশিত সংবাদ ফেইসবুকে শেয়ার দিয়ে মন্তব্য করায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, আজমল হক হেলাল নামে এক সাংবাদিকসহ দুইজনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন মামলাটি দায়ের করেন।
আজমল হক হেলাল দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি। তিনি মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আব্দুল লতিফ ফরাজীর ছেলে।
অন্য আসামি হলেন – পূর্ব সাপলেজা গ্রামের আফজাল হোসেনের ছেলে নুরুল আমীন রাসেল। ওসি তারিকুল বলেন, ফেইসবুকে সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করে মানহানির অভিযোগ আনা হয়েছে এই মামলায়। মামলা সম্পর্কে সাংবাদিক আজমল বলছেন, “পূর্ব প্রকাশিত একটি সংবাদ ফেইসবুকে শেয়ার দিয়েছি। সংসদ সদস্যর বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়ার বিষয়ে ফেইসবুকে কমেন্টস করেছি। এটা অন্যায় হলে তো আমার কথা বলার অধিকারও ক্ষুণ্ন হয়ে গেল ৫৭ ধারার এ মামলায়।”
তিনি দেশে-বিদেশে সমালোচিত ৫৭ ধারা বাতিলসহ তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই বিকাশচন্দ্র দে বলেন, মিথ্যা ও উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩)-এর ৫৭ ধারায় মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়-মোঃ মনির হুসাইন

মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়।

দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক-এম শওকত আলী

একমাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥

পশ্চিম হাজীগঞ্জ ওয়াপদারপুলে ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পশ্চিম হাজীগঞ্জ ওয়াপদারপুল যুব সমাজের ‍উদ্যোগে শনিবার বিকাল সাড়ে ৫টায় ওয়াপদারপুল বাজারস্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফতুল্লা থানা ‍যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় ৫ শতাধিক করার হয়। এসময় উপস্থিত ছিলেন- জীবন,সবুজ,জনী,সবুজ-২,রনজু,সজল,রশীদ,শামীম,আল-আমীন,হারুন,সাগর,বিল্লাল,পিন্টুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আমি আপনাদের মাঝে সাধারণ মানুষ হয়ে থাকতে চাই এমপি হয়ে নয়-শামীম ওসমান

আমি আপনাদের কাছে ভোট চাই না, আমি আপনাদের কাছে দোয়া চাই। যেন আল্লাহতায়ালা আমাকে মানুষের সেবা করার সুযোগ দেন। আমার নেত্রী  (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যেন সুস্থ থাকে সেজন্য দোয়া করবেন। আমার প্রয়াত মা, বাবা ও ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই এমপি হয়ে না।
বুধবার সিদ্ধিরগঞ্জ পুল ঈদগাহ, রেবতীমোহন স্কুল, আইলপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসা মাঠ ও গোদনাইল তাঁতখানা প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দোয়া প্রার্থনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আরফিুল হক হাসান, হাজী ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, ইব্রাহীম প্রধান, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার ও ব্যবসায়ী হুমায়ুন কবির প্রমূখ।
শামীম ওসমান বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদের উপর আল্লাহ তায়ালা খুশি হবেন। পরীক্ষায় উত্তীর্ণ না হলে আল্লাহ তায়ালা আমাদের উপর খুশি হবেন না।

নিউজ প্রতিদিনের ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ প্রতিদিন ডট নেট ও চ্যানেল এস’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের মহানগর ব্লাড ব্যাংক কার্যালয়ে এই ইফতার মাহফির অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নিউজ প্রতিদিন ডট নেট’র সম্পাদক আবুল কালাম আজাদ, নিউজ প্রতিদিন ডট নেট’র নির্বাহী সম্পাদক মো. আব্দুর রহিম চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি জিয়াউল হোসেন জুয়েল, জাকির হোসন, এম এম হাসান, নুরুজ্জামান কাউছার,এম এ মান্নান ভূইঁয়া, রেজানুর রহমান রাজু, আবেদ হোসেন লোহান, আজহার মিয়া, নুরুল হুদা মেহেদী, রাসেল আহমেদ, মো. রিয়াদ শিকদার, জাহিদ হাসান প্রমুখ। এসময় ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা কাে বিশেষ মোনাজাত করা হয়।