১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 200

কক্সবাজারের ইনানী বিচে সমুদ্রজলে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমুদ্রতীরে যাবেন আর বালুকাবেলায় হাঁটবেন না, তাতো হয় না। আজ কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী বিচে সমুদ্রজলে হাঁটলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালি পায়ে হেঁটে বেড়ালেন বালুকাবেলায়।

কক্সবাজারের বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমিতে মঞ্চ করে হয় এই অনুষ্ঠানটি। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শেষ হলে শেখ হাসিনা সোজা সৈকতে নেমে যান। সেখানে কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি, নামেন পানিতেও। বে ওয়াচ রিসোর্টেই মধ্যাহ্ন ভোজ সারবেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতার কথা জানান।

ইনানীর সঙ্গে জড়িয়ে আছেন বঙ্গবন্ধুর স্মৃতিও। ১৯৫৮ সালে সামরিক শাসনামলে অরণ্যঘেরা ইনানীর চেনছড়ি গ্রামে বেশ কিছু দিন ছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার কথাও বলেন শেখ হাসিনা। সকালে বিমানের বোয়িং উড়োজাহাজ মেঘদূত-এ কক্সবাজার নামার পর ইনানী সৈকতে যান প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে সেখানে সুপরিসর বিমান চলাচল শুরু হল।

‘নিউজ প্রতিদিন ডট নেট’ সত্য প্রচারে আপোষহীন থাকবে-এএসপি শরফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক‍ : অতিরিক্তি পুলিশ সুপার ‘ক’ অঞ্চল শরফুদ্দিন বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে অনলাইন নিউজ পোর্টাল “নিউজ প্রতিদিন ডট নেট” শুরু থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই অনলাইন পত্রিকাটি সব সময় সত্য প্রচার ও প্রকাশের ক্ষেত্রে আপোষহীন থাকবে। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী ও মাদকের ব্যপারে তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করতে এবং পুলিশের ভাল কাজগুলো তুলে ধরার আহবান জানান।
সোমবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে “নিউজ প্রতিদিন ডট নেট”র ১ম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী বলেন, “নিউজ প্রতিদিন ডট নেট” সব সময় সমাজের ভাল কাজগুলো ধরার মাধ্যমে গণমাধ্যমে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি এই অনলাইন পত্রিকাটির সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, এএসপি ফারহানা, রাসেল,তোফাজ্জল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, সদস্য আমিনুল ইসলাম মিশু, অনলাাইন নিউজ পোর্টাল সময়ের নারায়ণগঞ্জ ডট কম’র সম্পাদক মাহবুবুবর রহমান খোকা, জিএ রাজু, সাংবাদিক ফরিদ আহমেদ বাধন, সেলিম মাদবর, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, “নিউজ প্রতিদিন ডট নেট’র সম্পাদক আবুল কালাম আজাদ ও নির্বাহী সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

‘নিউজ প্রতিদিন ডট নেট’ সত্য প্রচারে আপোষহীন থাকবে-এএসপি শরফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
অতিরিক্তি পুলিশ সুপার ‘ক’ অঞ্চল শরফুদ্দিন বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে অনলাইন নিউজ পোর্টাল “নিউজ প্রতিদিন ডট নেট” শুরু থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই অনলাইন পত্রিকাটি সব সময় সত্য প্রচার ও প্রকাশের ক্ষেত্রে আপোষহীন থাকবে। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী ও মাদকের ব্যপারে তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করতে এবং পুলিশের ভাল কাজগুলো তুলে ধরার আহবান জানান।
সোমবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে “নিউজ প্রতিদিন ডট নেট”র ১ম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী বলেন, “নিউজ প্রতিদিন ডট নেট” সব সময় সমাজের ভাল কাজগুলো ধরার মাধ্যমে গণমাধ্যমে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি এই অনলাইন পত্রিকাটির সাফল্য কামনা করেন।np-finalঅনুষ্ঠানে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, এএসপি ফারহানা, রাসেল,তোফাজ্জল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, সদস্য আমিনুল ইসলাম মিশু, অনলাাইন নিউজ পোর্টাল সময়ের নারায়ণগঞ্জ ডট কম’র সম্পাদক মাহবুবুবর রহমান খোকা, জিএ রাজু, সাংবাদিক ফরিদ আহমেদ বাধন, সেলিম মাদবর, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, “নিউজ প্রতিদিন ডট নেট’র সম্পাদক আবুল কালাম আজাদ ও নির্বাহী সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

পবিত্র শবে বরাত ১১ মে

পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১১ মে রাতে শবে বরাত পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে গণনা শুরু হবে শাবান। এ হিসেবে ১৪ শাবান দিবাগত রাত অর্থাৎ ১১ মে পালিত হবে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী।

বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। উপস্থিত ছিলেন ধর্ম সচিব আবদুল জলিল, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

মুসলমানরা বিশ্বাস করেন, শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটান মুসলমানরা। শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকে।

শবে বরাত উপলক্ষে আগামী ১২ মে শুক্রবার সরকারি ছুটি।

দেশে সরকার বলে কিছু নেই: মির্জা আলমগীর

দেশে সরকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের একটি বৃহত্তর অঞ্চল যখন বন্যাকবলিত তখন হাওরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের বাইরে থাকা প্রমাণ করে যে দেশে সরকার বলে কিছু নেই।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর আরো আগেই যাওয়া উচিত ছিল।

তিনি বলেন, সরকার কীভাবে দেশ চালাচ্ছে, তা-ই প্রমাণ করে। এখানে যে কোনো সুশাসন নেই, তা বোঝা যায়। কারণ, দেশে এত বড় একটা দুর্যোগ এসে উপস্থিত হয়েছে, সে সময়ে এই দপ্তরের কর্মকর্তারা যদি বিদেশে যান, তাহলে বুঝতে হবে যে সরকার নেই, দায়বদ্ধতাও নেই।

এদিকে বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, হাওর এলাকায় সাহায্য করতে এগিয়ে আসা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে ত্রাণ তৎপরতা চালাতে দিতে বাধা দিচ্ছে সরকার। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।

রিজভী অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আগামীকাল শুক্রবার সুনামগঞ্জে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর সফরের অজুহাত তুলে স্থানীয় প্রশাসন বিএনপির ত্রাণ প্রতিনিধিদলের সফর ‘বানচাল’ করে দেয়।

বিএনপির এই নেতা আরো অভিযোগ করেন, অধিকাংশ উপদ্রুত এলাকায় বিপন্ন মানুষগুলোর কাছে সরকারের সহায়তা পৌঁছায়নি। নেত্রকোনায় হাওর এলাকায় সরকারের এক মন্ত্রী গুটিকয়েক দুর্গত মানুষকে ত্রাণ দিয়ে ঢাকায় চলে এসেছেন। দুর্গত মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে।

রিজভী দাবি করেন, যাদের সমর্থনে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, তারা যাতে বিরূপ না হয়, সে জন্য পানিতে ইউরেনিয়াম বর্জ্যের কারণে বিষক্রিয়ার বিষয় নিয়েও ক্ষমতাসীনরা জনগণের সামনে স্পষ্ট কিছুই তুলে ধরছে না। ক্ষমতাসীনদের মহা বিজ্ঞানীরা কেন হাওর অঞ্চলের ব্যাপক মড়কের কারণ ব্যাখ্যা করছেন না তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।

ময়লা খাবার খেয়ে যেভাবে ২৫ দিন কেটেছে অপহৃত সুমাইয়ার

এলাকার সবার কাছে আদুরে মেয়ে সুমাইয়া। ‘অপহরণের শিকার’ হয়ে ২৫ দিন মা-বাবা ছেড়ে কেটেছে তার জীবন। ময়লা খাবারে দিন কাটানোর পাশাপাশি ছিল মারধর আর অত্যাচার। মেয়েকে ফিরে পেয়ে এসব কথাগুলো বললেন ‘অপহৃত’ শিশু সুমাইয়া আক্তারের বাবা।

২৫ দিন পর মেয়েকে ফিরে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে জাকির হোসেন বলেন, সুমাইয়া ঘুমাচ্ছে। মেয়েটা আমার কয়দিন ঘুমাতে পারিনি। ওরা খুব ভয় দেখিয়ে তাকে বলেছে, তার বাবা মা মারা গেছে, এখন থেকে ওদের সঙ্গেই থাকতে হবে। ফুটফুটে মেয়েটাকে এতোদিন ময়লা খাবার খেতে দিয়েছে, রোদে রোদে ঘুরিয়েছে।

তিনি বলেন, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে সবকিছু সে তার মায়ের কাছে সব বলেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন সেই মোতাবেক পদক্ষেপ নেবে।

জাকির হোসেন বলেন, আমরা যে বাসায় থাকি সে বাসায় আগে থাকতেন অপহরণকারী অথৈ আক্তার বৃষ্টি। আমার মেয়েকে যেদিন ধরে নিয়ে যায় সেদিন বোরকা পড়ে এসেছিলো। আমার মেয়েকে ধরে নিয়ে যাওয়ার পর একবারও ফোনও দেয়নি আর কোনো মুক্তিপণও চায়নি।

তাহলে কেন সুমাইয়াকে অপহরণ করেছে জানতে চাইলে তার বাবা বলেন, আমি বার বার অপহরণকারী বৃষ্টির কাছে জিজ্ঞেস করেছি। সে শুধু একটা কথাই বলে, সুমাইয়াকে ভালো লাগতো তাই আমাদের কাছে রেখেছি।

গত ২ এপ্রিল বিকালে কামরাঙ্গিরচরের বড়গ্রামে বাসার সামনে থেকে জাকির হোসেন ও মুনিয়া বেগমের একমাত্র সন্তান সুমাইয়া নিখোঁজ হয়।

মেয়ের খোঁজে সাধারণ ডায়েরি করার পর থানায় অপহরণ মামলা করেন সুমাইয়ার বাবা।

পুলিশ জানিয়েছে, রাস্তার সিসি ক্যামেরায় দেখা গেছে, একজন নারী সুমাইয়াকে হাত ধরে নিয়ে যাচ্ছিলো।

এরপর পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোরে কদমতলীর একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করে।

এসময় অভিযুক্ত অথৈ আক্তার বৃষ্টি ও তার বাবা সিরাজ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

অপারেশন ঈগল হান্টে ৪ জঙ্গি নিহত, এক নারী ও শিশু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে চার জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অপারেশন শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, এ যাতবকালে যত অপারেশন হয়েছে এটি ছিল সবচেয়ে চমৎকার এবং সুষ্ঠু অপারেশন। যেখান থেকে আমরা একটি নিষ্পাপ শিশু এবং মহিলাকে সুস্থ অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, আমাদের অপারেশন এখন পর্যন্ত শেষ হয়নি। শুধু মাত্র সোয়াটের অপারশেন শেষ হলো। এখন আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। এর পরবর্তী পর্যায়ে আমাদের সিআইডি’র ক্রাইম সিনও কাজ করবে।

খোরশেদ আলম বলেন, আপনারা সর্বশেষ খবর আরো জানতে পারবেন, এ যাবত আমরা যা পেয়েছি তাতে জঙ্গি আবু সহ তারা আরো তিনজন সহযোগীদের মৃত্যুদেহ ভেতরে পাওয়া যায়। এবং আমারা প্রাথমিক ভাবে ধারনা করছি যে, তারা নিজেরাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়।

এদিকে ওই আস্তানা থেকে বের করা নারী ও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এর আগে সকাল থেকে মাইকে কয়েক দফা বলার পরও আত্মসমর্পণ না করায় বেলা সোয়া ৪টার দিকে ভেতরে থাকা দুই শিশুকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়। তাছাড়া সকালে শেষবারের মতো তাদের আত্মসমর্পণ করতে বলার ঘণ্টাখানেকের মধ্যে একটি বোমা ‘নিষ্ক্রিয়’ করা হয় সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানায়।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ওই বাড়িটি পুলিশ ঘেরাও করার পর সন্ধ্যায় অভিযান চালায় সোয়াট। কিন্তু দুই ঘণ্টা পরই স্থগিত করে।

রাতের বিরতির পর সকাল ৯টার দিকে ফের অভিযান শুরুর পর সোয়া ১২টায় আত্মসমর্পণের শেষ আহ্বান জানানো হয়। এর আগে অভিযান শুরুর সময় থেকে এক-আধ ঘণ্টা পরপর শোনা যাচ্ছে মুহুর্মুহু গুলির শব্দ। ১০টা ৬ মিনিটে একবার বিকট বিস্ফোরণ ঘটে।

অপারেশন ঈগল হান্ট’ নামে পরিচালিত এই অভিযান শুরুর আগেই সকাল ৮টার দিক থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস। নিরাপত্তার কথা বলে পুলিশ ওই বাড়ির আশপাশের প্রায় পাঁচ শ গজের ভেতর কাউকে যেতে দিচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চককীর্তি এলাকার জঙ্গি আস্তানায় স্থগিত হওয়া ‘অপারেশন ঈগল হান্ট’ সকাল ৯টায় অভিযান শুরু হয়। অভিযানে সোয়াট, পুলিশের কাউন্টার টেরোরিজমের একটি দলসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

সিদ্ধিরগঞ্জে বৃষ্টির পানি’কে কেন্দ্র করে সংঘর্ষে আহত – ৩

সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় বৃষ্টির পানি সিমানার উপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে শাহাবুদ্দিন গংয়ের হামলার শিকার হলেন একই পরিবারের ৩ জন। একই সাথে আহতদের বাড়ি ঘরে ভাংচুর চালিয়েছে হামলাকারীরা। সোমবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মোঃ তাজুল ইসলাম (৫৫), তার স্ত্রী মোরসেদা বেগম (৫০), এবং ছেলে আরিফ হোসেন (১৫)।

এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হামলাকারী শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার তাজুল ইসলাম।

আহত আরিফ হোসেন জানান, যখন থেকে আমরা শাহাবুদ্দিনের কাছ থেকে দুই কাঠা জমি ক্রয় করে বাড়ি করে বসবাস করে আসছি , তখন থেকে তারা আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। আজ সামান্ন বিষয় নিয়ে স্থানীয় প্রভবে আমাদের উপর এই হামলা চালাল।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষিদের গ্রেফতার করা হবে।

জঙ্গিবাদ-মাদক নির্মূলে ঘর থেকে প্রতিরোধ গড়ে তুলুন-এসপি

 

নিজস্ব প্রতিবেদক
পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, মাদক,জঙ্গিবাদ নির্মূল করতে হলে প্রতিটি ঘর থেকে আন্দোলন শুরু করতে হবে। প্রতিটি অভিভাবক সচেতন হলে জঙ্গিবাদ, মাদক ব্যবসায়ী-সেবনকারী কিংবা সন্ত্রাসী তৈরী হবে না। রোববার বিকেলে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশ আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আমার-আপনার সন্তান কি করে কোথায় যায়, কিভাবে অর্থ উপার্জন করে, সে অর্থ বৈধভাবে উপার্জন করছে কিনা সেদিক নজর রাখতে হবে। মাদক ও জঙ্গিবাদ মানুষকে মৃত্যু যন্ত্রনা থেকেও বেশী যন্ত্রনা দিচ্ছে উল্লেখ করে মঈনুল হক বলেন, মাদক ও জঙ্গিবাদ যদি কোন ঘরে প্রবেশ করে তা হলে ওই ঘরে মৃত্যুর যন্ত্রনার চাইতেও বড় যন্ত্রনা শুরু হয়। এ জন্য সবাইকে নিজেদের ঘর রক্ষা করতে হবে।
মাদক ব্যবসায়ীদের সাবধান করে পুলিশ সুপার বলেন, আমরা চাইনা কারো মায়ের বুক খালি হোক, কোন স্ত্রী বিধাব হোক, কোন সন্তান এতিম হোক। সময় সময় থাকতে মাদক ব্যবসায়ীরা ভাল না হলে তা পরিনত ভয়াবহ হবে। তিনি মাদক ব্যবসায়ীদেও উদ্দেশ্য করে বলেন, আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন, প্রয়োজনে আপনার জন্য বিকেএমইএর কাছ থেকে প্রশিক্ষনের মাধ্যমে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে চাকুরীর ব্যবস্থা করে দিব। তিনি প্রতিটি এলাকায় জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীদেও বিরুদ্ধে এলাকাবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোস্তাফিজুর রহমান বলেন, জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করে না, দেশের মানুষও জঙ্গিবাদকে পছন্দ করে না। জঙ্গিরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদকে প্রতিহত করতে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে।
ফতুল্লার ইউনিয়ন পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিম সুপার শরফুদ্দিন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন,ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল প্রমুখ।

জাতীয় পর্যায়ে বাইতুল মোকাররমে জৈনপুরী ও চরমোনাই পীরের মধ্যে মিলাদ কিয়াম নিয়ে বাহাস

বর্তমান সময়ে এখন আলোচিত বিষয় হল আগামি ২৫শে মে ১৭ইং, মিলাদ কিয়াম নিয়ে বাইতুল মোকাররমের বাহাস হওয়ার বিষয়টি। এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানাভিদ তর্ক বিতর্ক কেউবা আবার তৃতীয় পক্ষ হয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চার মত লাফালাফি করছে এবং তথাকথিত বুদ্ধিজীবীদের মত কুয়ার ব্যঙ্গে বসে মতামত দিচ্ছে, যা একেবারেই অনধিকারচর্চা।বসে বলছে আব্বাসি সাহেবের ছাত্ররা আগে ফালাফালি করেছে তারা নাকি বাহাস করবে এখন তারা কোথায় ?
আবার বলছে এই এই আলেমকে রাখলে ভাল হত, বা বাহাসের শর্তে এইগুলো রাখা ঠিক হয়নি ইত্যাদি ইত্যাদি।
তাদেরকে উদ্দেশ্যে করে বলছি কোন কথার অর্ধেক বুঝে ফালাফালি করাটা চরম বোকামি কারন আমরা আব্বাসি সাইবার কর্মীরা প্রথম থেকেই প্রচার করেছি যদি দেশের শীর্ষ পর্যায়ের কোন আলেম বাহাসে বসে তবেই আল্লামা আব্বাসী হুজুর বাহাসে আসবেন ইনশাআল্লাহ।এছাড়া অন্যান্যদের সাথে আল্লামা আব্বাসী হুজুরের ছাত্ররাই যথেষ্ট, সেই লক্ষে বাহাসের স্টেম্প হয়েছে।

আলহামদুলিল্লাহ বিগতকালেও মিলাদ কিয়াম নিয়ে বহু বাহাস হয়েছে। ফলাফলে মিলাদ কিয়াম কারীদের পক্ষেই প্রায় সকল স্থানে বিজয় এসেছিল আলহামদুলিল্লাহ।
আমাদের শায়েখ আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আল কোরাইশী পীর সাহেব হুজুর ইসলাম ও মুসলমানের পক্ষে বহুবার মিলাদ কিয়াম নিয়ে বাহাস করে বীর মুজাহিদের বেশে বিজয়ী হয়েছিলেন।
যার প্রমানঃ সৈয়দপুরের বাহাস,বাউফল বাহাস,তিতাসের বাহাস,লাকসামের বাহাস,ফরিদপুরের বাহাস নামে এখনো ইন্টারনেটে রয়েছে।প্রতিটি বাহাসই তৎকালিন সময়ে টপ অফ দা কান্ট্রি ছিল।অনেকে আবার এই চিরন্তন সত্যটাকেও মিথ্যার ছাই দিয়ে ডাকার ব্যর্থ চেষ্টাও করেছিল।
যেই আলেমের পাহার সমপরিমাণ অভিজ্ঞতা রয়েছের তিনিই ভাল বুঝেন কাকে বাহাসে রাখা ঠিক হবে আবার কাকে না রাখাটা ভাল হবেনা।তাই এটা নিয়ে নাক গলানোইটাই ভাল কারণ মিলাদ কিয়ামের পক্ষে যে মোটা হুজুরের নাম বলা হয়েছে তিনি ইতিপূর্বে বহু বার বিশেষ করে নড়াইলের বাহাসে এবারতে ধরা গেয়েছেন,এটা বেমালুম ভুলেগেলে হবেনা।

অনেকে বলে বাহাস করে লাভ কি?

তাদের প্রতি বলতে চাই, আমরা চরম শান্তিগামী আমরা ফেৎনা উৎখাত করে শান্তি প্রতিষ্ঠা করায় বিশ্বাসী কিন্তু যারা প্রচার করে থাকে ” মিলাদ কিয়াম কারীরা হল জাহান্নামী “। তাদের এই জাহালতেকে দূরিভূত করার লক্ষেই বাহাস প্রয়োজন। তবে এইবার যে বাহাস হতে যাচ্ছে সেটা নিয়ে মিথ্যাচারের কোন সুযোগ নাই। সেটা জাতীয়ভাবে হবে আর তাতেই সমাধান আসবে ইনশাআল্লাহ।

আসুন বাহাস সম্পর্কে বিস্তারিত জেনে নেইঃ-
আগামী ২৫শে মে ২০১৭ইং, রোজ বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকায়, বাইতুল মুকাররম (ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে)” মিলাদ কিয়াম মুস্তাহাব” বিষয়ে ক্বওমী উলামাদের সাথে আহ‌লে সুন্নত ওয়াল জামায়া‌তের সুন্নি আলেমদের বাহাস অনুষ্ঠিত হবে-স্টেম্প অনুযায়ী যা লিখিত হয়েছে।

১ম পক্ষের মুনাজির হিসেবে থাকবেন ◢◢

১- আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।২-আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এরশাদ বুখারী সাহেব,ইসলামি রিচার্জ সেন্টার দিনাজপুর।৩- আল্লামা এবি এম হুজ্জাতুল্লাহ নকশেবন্দী সাহেব পীর সাহেব,চান্দ্রা দরবার শরীফ,চাঁদপুর।৪- আল্লামা মুফতী মাঞ্জুর হোসাইন সাহেব প্রধান মুফতী,মারকাজু তাহরিকে খাতমে নুবুওয়্যাত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসা।৫- মুফতি হাবিবুল্লাহ ইবনে ইউসুফ আদ-দিয়াড়ী। পরিচালক, ইফতা বিভাগ, মারকাযু তাররিকি খতমীন নবুওয়াত, কারামতিয়া মাতলাউল উলুম মাদ্রাসা, নারায়নগঞ্জ। ৬- একে এম ইলিয়াস সিদ্দিকী সাহেব,পরিচালনা বোর্ডের সদস্য, ডোবরা আল গফুরিয়া, দ্বীনিয়া ম্রাদাসা, ফরিদপুর।

২য় পক্ষের মুনাজির হিসেবে থাকবেন ◢◢

১-আল্লামা মুফতী দেলোয়ার হুসাইন (দা.বা.),পরিচালক, আকবর কমপ্লেক্স ঢাকা।২- আল্লামা মুফতী মীযানুর রহমান সাঈদ (দা.বা.),পরিচালক, শায়খ যাকারিয়া রিচার্স সেন্টার, ঢাকা। ৩-আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল করীম (দা.বা.), পীর সাহেব চরমোনাই। ৪-আল্লামা মুফতী শফী কাসেমী (দা.বা.),মুহাদ্দিস, বগুড়া জামিল মাদরাসা। ৫- আল্লামা মুফতী সামসুদ্দোহা আশরাফী (দা.বা.),পরিচালক, জামিয়া ইসলামিয়া রওজাতুল উলূম বাওনিয়াবাদ, মিরপুর ঢাকা।
৬- আল্লামা মুফতী লুৎফুর রহমান ফরায়েজী (দা.বা.),তালীমুল ইসলাম এন্ড রিচার্স ইনিস্টিটিউট, রামপুরা।

মিলাদ কিয়াম বিষয়ে বাহাসের চুক্তিনাম

✍ আল্লামা মুফতী ড. এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের পক্ষ থেকে বাহাসের চ্যালেঞ্জকারী ১ম পক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন আল মাহদি ছাত্র, অনার্স (২য় বর্ষ), ঢাকা কলেজ।

✍ মুফতী লুৎফুর রহমান ফরায়েজীর পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণকারী মিলাদ কিয়াম বিরোধী ২য় পক্ষ আব্দুস সবুর খান সুমন পরিচালক, তালীমুদ্দীন ফাউন্ডেশন বাংলাদেশ।

✔ ১ম পক্ষের দাবীঃ
তাওয়াল্লুদ তথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৃত্তান্ত বর্ণনা করে দাঁড়িয়ে তাঁর সম্মানে সালাম পেশ করা মুস্তাহাব, মুস্তাহসান। এ পদ্ধতির মিলাদ কিয়াম বিরোধীরা ফিত্তীন তথা ফিতনাবাজ।

✔ ২য় পক্ষের বক্তব্যঃ
উপরোক্ত প্রচলিত বিশেষ পদ্ধতিতে মিলাদ ও কিয়াম এর মুস্তাহাব ও মুস্তাহসান তথা বিশেষ সওয়াব হবার কোন প্রমাণ কুরআন ও হাদীসে বিদ্যমান নেই। তাই এটিকে বিশেষ সওয়াবের কাজ মনে করা বিদআত-পরিত্যাজ্য।

উভয়পক্ষের সম্মতিক্রমে বাহাসের নির্ধারিত শর্তাবলী ✎✎✎
১-১ম পক্ষের দাবীকৃত বিশেষ পদ্ধতির প্রচলিত মিলাদ কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান তথা বিশেষ সওয়াবের কাজ হবার প্রমাণ কুরআন থেকে কিংবা সনদের বিচারে বিশুদ্ধ হাদীস কিংবা ইজমা কিংবা এগুলোর আলোকে কিয়াস দ্বারা পেশ করবেন।
২-“মুস্তাহাব”-এর সংজ্ঞাটি কুরআন থেকে কিংবা সনদের বিচারে বিশুদ্ধ হাদীস কিংবা ইজমা কিংবা এগুলোর আলোকে কিয়াস থেকে উদ্ধৃত করবেন।
৩-“বিদাআত”-এর সংজ্ঞাটি কুরআন থেকে কিংবা সনদের বিচারে বিশুদ্ধ হাদীস কিংবা ইজমা কিংবা এগুলোর আলোকে কিয়াস থেকে উদ্ধৃত করবেন।
৪-প্রচলিত মিলাদ কিয়ামটি হুকুমসহ কুরআন থেকে কিংবা সনদের বিচারে বিশুদ্ধ হাদীস কিংবা ইজমা কিংবা এগুলোর আলোকে কিয়াস বক্তব্যের আলোকে উল্লেখ করতে হবে।
৫-দলীলের উৎস হবে কেবল কুরআন থেকে কিংবা সনদের বিচারে বিশুদ্ধ হাদীস কিংবা ইজমা কিংবা এগুলোর আলোকে কিয়াস বক্তব্য। হাদীস উল্লেখ করলে, তার বিশুদ্ধতা জরাহ তাদীলের গ্রহণযোগ্য কিতাবের আলোকে বিশুদ্ধ প্রমাণ করতে হবে।
৬-উপরোক্ত তিনটি দালিলীক উৎস ছাড়া খাইরুল কুরুন পরবর্তী কোন ব্যক্তির ব্যক্তিগত আমল, বা বক্তব্য [আরব, অনারব, দেওবন্দী, বেরেলভী, লা-মাযহাবী যেকোন দল হোক] দলীল হিসেবে উল্লেখ করা যাবে না। করলে তা অনর্থক কাজ হিসেবে সাব্যস্ত হবে। তবে আদিল্লায় আরবায়ার পক্ষে যার বক্তব্য মিল পাওয়া যাবে তার কথা গ্রহনযোগ্য হবে। এখানে উল্লেখ যে, আদিল্লায় আরবায়ার (যেহেতু আমরা উভয়ই হানাফী ফিকহের অনুসারী) হানাফী ফিকহের গ্রহনযোগ্য কিতাবের মুফতাবীহি বক্তব্যও উল্লেখ করতে হবে।
৭-নির্দিষ্ট বিষয় ছাড়া অন্য কোন বিষয়ের অবতারণা করলে বা নির্দিষ্টকৃত দলীলের ভিত্তি ছাড়া অন্য কোন দলীল পেশ করলে তা অগ্রহণীয় ও অহেতুক কাজ হিসেবে সাব্যস্ত হবে।
৮-উভয় পক্ষকে কথা বলার সমান সুযোগ প্রদান করতে হবে।
৯-পুরো বাহাস ভিডিও হবে। ইন্টারনেটে ও ইলেক্ট্রিক মিডিয়ায় সরাসরি সম্প্রচার হবে। এক্ষেত্রে কোন পক্ষ বাঁধা প্রদান করতে পারবে না।
১০-আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি হতে হবে। কোন প্রকার শোরগোল ও হৈ চৈ করা যাবে না।
১১-চুক্তিনামায় নির্ধারিত মুনাজির ও বিচারক ছাড়া অনুষ্ঠানে অন্য কারো জন্য বাহাস চলাকালীন সময়ে কথা বলার অধিকার নেই।
১২-প্রশাসনিকভাবে নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি থাকতে হবে। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপারটি অবহিতকরণ পূর্বক সেখানে নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করতে হবে।
১৩-বাহাস অনুষ্ঠানের যাবতীয় খরচ (ব্যায়ভার) উভয়পক্ষ সমানভাবে বহন করবে।
১৪-নির্ধারিত সময়ে কোন পক্ষ অনুপস্থিত থাকলে তারা পরাজিত বলে সাব্যস্ত হবেন।
১৫-বাহাসে পরাজিত দল বিজয়ী মত গ্রহণ করে তওবা করতে হবে।

বিচারক হিসেবে থাকবেন
১.ড. আব্দুল্লাহিল মারুফ সাহেব (দা.বা.)প্রফেসর, ইসলামী স্ট্যাডিজ বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয়,
২.ড. মুশতাক আহমদ, উপ পরিচালক, অনুবাদ ও সংকলনবিভাগ, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ।

স্থান : ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, বাইতুল মোকাররম, ঢাকা
তারিখঃ ২৫ই মে, ২০১৭ ইং বৃহস্পতিবার সকাল ১০টা। শেষ সময়- বিকাল ৪টা।প্রতিপক্ষের আলোচনার সময় হল-
উভয় পক্ষের ১ম বক্তা ৩০ মিনিট করে, পরবর্তী বক্তারা ১৫ মিনিট করে।
প্রত্যাশাঃ আলোচনা হোক। কমুক দূরত্ব,সত্য প্রকাশ পাক,সৃ‌ষ্টি হোক সৌহার্দ্রতা ভ্রাতৃত্ব,আল্লাহ তা’লা আমাদের সকলকে সু্ন্ন‌তের উপর আমল করার তৌফিক দান করুন ।আল্লাহুম্মা আমিন।

উভয় পক্ষের উপস্থিতিতে যা কিছু সিদ্ধান্ত হয়েছে তার ভিডিও লিংক আপনাদেরকে দেওয়া হল…https://youtu.be/TtZWeybHUXE।