২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 222

বক্তাবলীতে ১০২ পিচ ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

বক্তাবলীর নৌ-পুলিশ ফাঁড়ী সংলগ্ন আফাজউদ্দিন ভুইয়া সুপার মার্কেটের মেইন রোডের অটো-রিক্সা থেকে ১০২ পিচ ইয়াবাসহ ছনিয়া (২২) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বক্তাবলী নৌ-ফাঁড়ী পুলিশ। ছনিয়া মুন্সীগঞ্জ জেলার সিরাজদি-খাঁ থানাধীন পূর্ব চান্দেরচর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয় বলে বক্তাবলীর নৌ-পুলিশ ফাঁড়ীর এ এস আই জাকির জানান। ঘটনার সত্যতা স্বীকার করে বক্তাবলীর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক নিউজ প্রতিদিন ডট নেটকে বলেন,ছনিয়া নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।

 

 

 

পাঠানটুলীতে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিদ্দিরগঞ্জ থানাধীন পাঠানটুলীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহজাহানের বাসভবনে বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর ড.সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান, আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের পীরজাদা নেয়ামতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী,ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিইদ্দকী, নাসিক নির্বাচনের ৮নং ওর্য়াড কাউন্সিল প্রার্থী মহসিন ভূইয়া, ১০নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ইফতেখার আহম্মেদ খোকন ও ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা শহীদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাসিক নির্বাচনের ওপর জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ : মির্জা আলমগীর

সাখাওয়াতের প্রচারণায় বিএনপির নেতারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ওপর আগামী দিনে দেশের জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু ভোটের জন্য নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষেপ্রচারণার সময় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আলমগীর বলেন, এ নির্বাচনে বিশ দলীয় জোটের প্রার্থী তথা খালেদা জিয়ার প্রার্থী হলেন সাখাওয়াত। এ সরকারের আমলে কেউ নিরাপদ না। এ সরকার গণতন্ত্র, মৌলিক অধিকার, ভোটের অধিকার হরণ করেছে। মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজ শনিবার বিশ্ব মানবাধিকার দিবস। কিন্তু দেশে মানবাধিকার নেই। হত্যা, খুন, গুম সবই চলছে দেশে। শুধু বিএনপির নেতাকর্মী না সাধারণ মানুষও মামলায় জর্জরিত। সে কারণে এ (সিটি করপোরেশন) নির্বাচনের উপর নির্ভর করছে আগামী দিনে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।  গুম-খুনের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নেবে জনগন এটাই আমার প্রত্যাশা। ধানের শীষে ভোট দিলে গণতন্ত্রের অধিকার আদায় হবে।

শনিবার বেলা ১১টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য শেষে ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী সাখাওয়াত হোসেন খান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সঙ্গে ছিলেন কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি সেলিমুজ্জামান সেলিম, সহ কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, সাবেক এমপি গিয়াসউদ্দিন ও আবুল কালাম, জেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেন, জেলা ছাত্রদল আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।

সেনা মোতায়েনের বিরোধিতা কখনোই করিনি : আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা সব প্রার্থী একটি সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে তাহলে যেকোনো বাহিনী নিয়োগ করতে পারে।

শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সাথে নির্বাচনী প্রচারনার সময় আইভী এসব কথা বলেন।

সেনা মোতায়েনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, সেনা মোতায়েনের ব্যাপারে আমি কখনোই বিরোধিতা করিনি।

সাকিবের ২০ শতাংশ জরিমানা

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার জন্য জরিমানা গুণতে হলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানকে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয়নি সাকিবের। তিনি আম্পায়ারের দিকে যেভাবে তেড়ে গিয়েছিলেন তা দৃষ্টিকটু লেগেছে। এজন্য তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

খুলনা টাইটান্সের ইনিংসে প্রথম আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে আবু জায়েদের একটি এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন ঢাকার খেলোয়াড়রা। সবচেয়ে তেতে উঠতে দেখা যায় সাকিবকেই। আঙুল উঁচিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। যা ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে অগ্রহণযোগ্য।

ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার মাহমুদ ও নাদির শাহ সাকিবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ উঠে তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমানের পক্ষ থেকেও। তবে সাকিব নিজের দোষ স্বীকার করে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হয়নি। জরিমানার পাশাপাশি তার নামের পাশে দুটি ডিমোরিট পয়েন্ট যুক্ত হয়েছে।মঙ্গলবারের ম্যাচে খুলনাকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ঢাকা।

গুলশানের হোটেল কক্ষে প্রধানমন্ত্রীর সহকারী শাকিলের মরদেহ

গুলশানের হোটেল কক্ষে মিলল প্রধানমন্ত্রীর সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশান-২ এর হোটেল সামদাদো থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই হোটেলে তিনি নিয়মিতই যাতায়াত করতেন।

জানা যায়, সোমবার রাতে মাহবুবুল হক শাকিল ওই হোটেলের একটি কক্ষে ছিলেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্মকর্তারা কক্ষটিতে গিয়ে শাকিলের মুখ বিকৃত মরদেহ দেখতে পান।

মাহবুবুল হক শাকিল এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মাহবুবুল হক শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তাঁর বাবা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।মাহবুবুল হক শাকিল ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রয়াত শাকিল এবং আইনজীবী স্ত্রীর সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।

শাকিলের মৃত্যু: ৭ রেস্টুরেন্ট কর্মী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গুলশানের যে রেস্টুরেন্টে মারা গেছেন সেই রেস্টুরেন্টের ৭ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টটির নাম সামদোদো।

রেস্টুরেন্টটির কর্মীদের আটকের খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি জানান, গুলশান থানা পুলিশের একটি দল ওই রেস্টুরেন্টের গিয়ে জিঞ্জাসাবাদের জন্য ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

নাসিক নিবার্চনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে ১৪ প্লাটুন বিজিবিসহ অতিরিক্ত আইশৃঙ্খলাবাহিনী। সোমবার (৫ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের আইন শৃঙ্খলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ইসির প্রস্তাবিত পরিপত্রে বলা হয়েছে, কেন্দ্র ভিত্তিক ২২ থেকে ২৪ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে। পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ২৭ ওয়ার্ডে একটি করে মোবাইল টিম ও ৯টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ২৭টি, বিজিবি’র ১৪ প্লাটুন ও কোস্টগাডের্র ৩ প্লাটুন সদস্য টহলে থাকবে। ২২ ডিসেম্বর ভোট হবে।

স্ট্যাটিক ফোর্স হিসেবে ভোটকেন্দ্রের বাইরে র‌্যাব-পুলিশের টিম ও বিজিবি’র ৮ প্লাটুন রিজার্ভ ফোর্স সংরক্ষিত রাখার প্রস্তাবও রেখেছে ইসি।

এদিকে, ইতোমধ্যে বিএনপি’র পক্ষ থেকে ভোটের অন্তত এক সপ্তাহ আগে থেকে নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভী বলেছেন, কমিশন সুষ্ঠু ভোটের জন্য যা করা দরকার সে পদক্ষেপ নেবে।

আগামী ১৪ ডিসেম্বর শেরে বাংলা নগরস্থ এনইসি মিলনায়তনে শৃঙ্খলা বৈঠক হবে। ঐ বৈঠকে প্রধান নির্বাচন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার বিভাগ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রান্সের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকসহ প্রশাসন ও ইসির কর্মকর্তা, নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তাও উপস্থিত থাকবেন।

সেনা মোতায়েনের দাবি’র বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো: নুরুজ্জামান তালুকদার জানান, ভোটার ও প্রার্থীদের আস্থায় রাখতে হবে তাদের। ইসির আইন শৃঙ্খলা বৈঠকের আগে মেয়র প্রার্থী, সুধীজন, স্থানীয় পুলিশ-প্রশাসন ও একজন নির্বাচন কমিশনারের (জাবেদ আলী) উপস্থিতিতে মতবিনিময় সভা করবেন তারা।

তিনি জানান, প্রার্থীদের আস্থায় রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে। এজন্যে পর্যাপ্ত সদস্য নিয়োজিত রাখা হবে। সব ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা সদস্য রাখা হবে। টহলে রাখা হবে অনেক সদস্যকে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও ১ হাজার ৩০৪টি ভোট কক্ষ রয়েছে।

রিটার্নিং অফিসার আরো জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের পাহারায় অস্ত্রসহ ৭জন পুলিশ, অস্ত্রসহ ৩ জন ব্যাটালিয়ন আনসার, অস্ত্রসহ দুইজন অঙ্গীভূত আনসার, লাঠিসহ ১২জন আনসার/ভিডিপি সবমিলিয়ে ২৪জন নিরাপত্তা কর্মী থাকবে। সাধারণ কেন্দ্রে ওই সংখ্যা হবে ২২জন। এতে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী দুইজন কম থাকবে।

তবে সব ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় ২৪ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত রাখা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

সোমবার মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ সদস্য পদে ১৫৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

 

নাসিক নির্বাচনে চলছে ভোটের সমিকরণ

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শুরু হয়েছে ভোটের সমিকরণ। প্রথমবারের মতো নাসিক নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে একারণে ভোটের হিসেবও নতুন করে কষতে শুরু করেছে ভোটারা। যদিও এখনো নির্বাচনে জমে ওঠেনি। মূলত আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী মার্কা না পাওয়ায় নির্বাচনী মাঠে নামেনি আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। তবে উভয় দলের নেতাকর্মীরা এবারের নির্বাচন গুরুত্বের সাথে নিয়েছে। বিএনপি এবারের নাসিক নির্বাচনকে রাজনৈতিক ইস্যু তৈরী করতে ছক আকঁতে শুরু করেছে। নির্বাচনে যদি কোন ধরনের কারচুরি কিংবা বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয় তা হলেই বিএনপি নতুন ইস্যু নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে আন্দোলণ শুরু করবে। তবে আওয়ামী লীগও দলীয় প্রার্থী বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। স্থানীয় নেতাদের বিরোধ মিটাতে কাজ শুরু করে দিয়েছে। স্থানীয় নেতাদেও সাথে খোদ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। এছাড়া দলের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি টিম নারায়ণগঞ্জে এসে শামীম ও আইভী পন্থি নেতাদের সাথে বৈঠক করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নিদের্শ দিয়েছে। তবে এবারের নির্বাচনে ভোটের হিসেব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নতুন করে ভোটের হিসেব কষতে শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। সূত্রমতে, আওয়ামী লীগের প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করতে স্থানীয় নেতাদেও নিদের্শ দিয়েছে কেন্দ্রীয় নেতারা। কোন বিরোধ যেন আওয়ামী লীগের প্রার্থীও নির্বাচনী প্রচাওে ব্যঘাত সৃষ্টি করতে না পাওে সে ব্যাপারে কঠোর ভাবে সতর্ক কওে দিয়েছে কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আইভী দলীয় সমর্থন পায়ার পর শামীম পন্থি নেতারা কিছু হলেও ক্ষুদ্ধ হন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শামীম পন্থি নেতারা আইভীর পক্ষে কাজ করবে। তবে নেতাদেও দাবি, আমরা আইভীর পক্ষে নয়, আমরা নৌকা প্রতীকের জন্য নির্বাচনী মাঠে নামবো। নেতাকর্মীরা জানিয়েছেন, মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে আনোয়ার হোসেন আইভীর পক্ষে নামলে সকল বিরোধের জল্পনা কল্পনার অবসান হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। সকলে মান অভিমান ভুলে এক কাতারে এসে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নামতে যাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে শুক্রবার আনোয়ার হোসেন ও মহানগর আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা আইভীর পক্ষে জোরালোভাবে মাঠে নামতে যাচ্ছেন। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও বন্ধর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদও আইভীর পক্ষে অচিরেই মাঠে নামবে। এ দু’জন নেতার ঘনিষ্ঠ সূত্রে জানাগেছে, দলীয় প্রার্থীও পক্ষে নামতে তারা প্রস্তুত রয়েছে। দলীয় প্রতীক বরাদ্ধ হলে এসব নেতারা নির্বাচনী মাঠে নামবে বলে জানাগেছে। ইতোমধ্যে আইভী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে বৈঠক করেছেন। অন্যান্য নেতাদের কাছেও আইভী যাবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানাগেছে। অপরদিকে, বিএনপির প্রার্থীর পক্ষে দলের সব নেতাকর্মীকে মাঠে নামার নিদের্শ দিয়েছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে মাওলানা ভাসানী মিলনায়তনে জেলা ও শহর বিএনপি নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়সহ একাধিক কেন্দ্রীয় নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক থেকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নামার নিদের্শ দেয়া হয়েছে। যারা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান করবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির হাই কমান্ড। বিএনপি মনে করছেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে বিরোধ থাকায় এর সুবিধা বিএনপি নিবেন। এর এ জন্য দলের সব নেতাকর্মীদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নিদের্শ দিয়েছে কেন্দ্রীয় নেতারা।

নাসিক নির্বাচনে ধানের শীষের জোয়ার বইছে : এড.সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে তার জয় ঠেকানো যাবে না বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এলাকায় এখন ধানের শীষের পক্ষে জোয়ার বইছে।

সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদেরকে এ কথা বলেন সাখাওয়াত। দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই নির্বাচনে সাখাওয়াত পেয়েছেন ধানের শীষ।

সাখাওয়াত বলেন, আমাকে বিজয়ী করতে তার দল এবং ভোটাররা একজোট। তিনি বলেন, নারায়ণগঞ্জে এখন বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে।

এই নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই সরকারি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ করে আসছিলেন সাখাওয়াত। প্রতীক বরাদ্দ পাওয়ার পরও একই অভিযোগ তুলেন তিনি। তবে অভিযোগ করলেও কেন নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেননি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কি এখন বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরবো, নাকি নির্বাচনের জন্য মানুষের কাছে ভোট চাইবো?।

২২ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জে মোট সাত জন মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দে পেলেও মূল লড়াই হবে বিএনপির সাখাওয়াত হোসেন খানের ধানের শীষ এব্ং আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীর নৌকার মধ্যে।