২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 84

নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তিঃ আবদুর রহিমকে আহবায়জ (নারায়ণগঞ্জের খবর২৪ ডটকম) ও দেলোয়ার হোসেনকে সদস্য সচিব (দৈনিক সময়ের নারায়ণগঞ্জ) করে নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এই আহবায়ক কমিটি গঠন করা করা।

কমিটির অন্য সদস্যরা হলো মোঃ জসিম উদ্দিন(দৈনিক আওয়ার বাংলাদেশ),এনামুল হক প্রিন্স(সাপ্তাহিক মুক্ত আওয়াজ),নুরুল ইসলাম নুরু(দৈনিক যুগের চিন্তা),জাহাঙ্গীর ডালিম(দৈনিক ডান্ডিবার্তা) ও মোঃ সেলিম হোসেন(নিউজ প্রতিদিন)। এই আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

বক্তাবলীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি: র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ জুয়েল (৩১), পিতা-মৃত আমির হোসেন, মাতা-ফিরোজা বেগম, সাং-খিদিরপুর (শেখ বাড়ী), থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জকে গ্রেফতার করেন। তাহার দখল হইতে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান ০৯ গ্রাম, ইয়াবা বিক্রির নগদ ১২,১০০/-(বার হাজার একশত) টাকা, ০২টি মোবাইল সেট এবং ০১টি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়।

উল্লেখিত আসামী বক্তাবলী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। তাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ থেকে সাড়ে ১২পর্যন্ত ঘন্টা শহরের প্রধান বাজার সড়ক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসবের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শত শত মানুষ অংশ গ্রহণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মোঃ ফারহাদ হোসেন আবিরের নেতৃত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উদিচি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক নারী নেত্রী হামিদা খাতুন সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

মানববন্ধন কারীরা দাবি জানিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে জেলার সকল প্রি-পেইড মিটার খুলে নিয়ে বিগত দিনে ব্যবহৃত মিটার প্রতিস্থাপন করতে হবে। গ্রাহকদের পুলিশি হয়রানী বন্ধ করতে হবে।

যথা সময়ে মধ্যে দাবী আদায় না হলে বৃহত্তর কর্মসূচীতে যাবেন বলে তারা জানান উপস্থিত সাধারণ মানুষজন।

 

সোনারগাঁ যাদুঘরের সাবেক পরিচালক নারীসহ আটক

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘর) এর সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে যাদুঘরের ডাক বাংলোর ভেতরের একটি কক্ষ থেকে রবীন্দ্র গোপ ও এক নারীকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নারী ও রবীন্দ্র গোপ ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন, তবে তাকে ও ওই নারীসহ আটক করে সোনারাগাঁ থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় জনতা রবীন্দ্র গোপ ও এক নারীকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, রবীন্দ্র গোপের বিরুদ্ধে এর আগেও এসব কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি দায়িত্ব পালনকালে তার অফিসের পেছনেই একটা  বেডরুম তৈরি করেন। সেখানে তিনি নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করতেন বলেও অভিযোগ রয়েছে।

নিউজ প্রতিদিনের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউজ প্রতিদিন ডট নেটের সম্পাদক মো.আবুল কালাম।

সম্পাদক মো. আবুল কালাম বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

নারায়ণগঞ্জে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডট নেট: লাখো মুসুল্লির উপস্থিতিতে নারায়ণগঞ্জের ইতিহাসের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ও এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম সকাল সাড়ে ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতকে কেন্দ্র করে গত কয়েক দিন সাধারন মানুষের মনে আনন্দ ছিল অন্য রকম। নারায়নগঞ্জের ইতিহাসের সব চেয়ে বড় ঈদ জামাতে অংশ গ্রহন করতে সকালে থেকে ঈদগাহ মাঠে আসতে মুসুল্লিরা। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। ঈদ জামাতকে কেন্দ্র করে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে পুরো মাঠ এলাকা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য প্রধান ফটকে আকর্ষণীয় তোরণ নির্মান, প্যান্ডেলের অভ্যন্তরে কার্পেটিং, জামাতের ইমামের জন্য মিম্বর, পর্যাপ্ত আলোকসজ্জা ও ফ্যানের ব্যবস্থাসহ নানা ধরণের অত্যাধুনিক সুযোগ সুবিধা ছিল ঈদগাহে।

ঈদ জামাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন,আগামীতে আরও বড় ও সুন্দর ঈদ জামাতের আয়োজন করা হবে। সে ঈদ জামাত সারা বাংলাদেশের মধ্যে সব চেয়ে বড় হবে ইনশাল্লাহ্। এবার লাখো লোকের সমাগমে আমরা ঈদ জামাত আয়োজন করেছি। ইনশাআল্লাহ আগামী বছর মহিলাদের নামাজের ব্যবস্থাও করবো আমরা।

তিনি আরও বলেন, গতবার তড়িঘড়ি করে আয়োজন করা হয়েছিল। এইবারের এই যে স্টিলের স্ট্রাকচারের মাধ্যমে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের কোথাও আজ পর্যন্ত হয় নাই। এই প্রথম নারায়ণগঞ্জে অনুষ্ঠি হয়েছে। আমরা চেষ্টা করেছি একটি সুন্দর আয়োজন করার। এজন্য অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছে আমি তাদের ধণ্যবাদ জানাই। আমাদের এ আয়োজনে কোন ভূল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

জেলা প্রশাসক রাব্বি মিয়া সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ এত বড় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ জামাত আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের ধণ্যবাদ জানাই। ঈদে আমরা সকলেই দেশ জাতি ও মুসলিম উম্মাহের জন্য দোয়া করবো। সকল বাবা মায়েরা তাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। নিজের সন্তানদের খেয়াল রাখতে পারলেই তারা আর বিপদগামী হবেনা।
এর আগে সকাল ৬ টা থেকেই দলে দলে মুসুল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন।

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আলোকিত বক্তাবলীর সম্পাদক আবুল কালাম

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলোকিত বক্তাবলীর সাধারণ সম্পাদক মো.আবুল কালাম।

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এতে আবুল কালাম বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন।

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এতে নাজির হোসেন বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন দেলোয়ার

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেলোয়ার।

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এতে দেলোয়ার বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

ঈদের নামাজ আদায় করলেন টাইগাররা

শুরুতে খানিক শঙ্কাই ছিলো বিষয়টি ঘিরে। নিরাপত্তা ইস্যুতে দোলাচালে ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের ঈদের নামাজ পড়ার বিষয়টি। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল এত মানুষের ভিড়ে জাতীয় দলকে বাড়তি নিরাপত্তা দেয়া তাদের পক্ষে সম্ভব হবে না।

সেটির প্রয়োজনও পড়েনি। আইসিসির পরামর্শ মোতাবেক জাতীয় দলের মোড়ক সম্বিলিত বাস ব্যবহার করতে পারেননি মাশরাফি-সাকিবরা। তবে প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে ঠিকই মঙ্গলবার (৪ জুন) লন্ডন সময় বেলা ১১টায় নামাজ আদায় করেছেন তারা।

তবে তারা কোথায় নামাজ পড়েছেন, প্রাথমিকভাবে তা জানা যায়নি। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, নিরাপত্তা ঝুঁকি এড়াতে শহরের কোলাহলের বাইরে খানিক দূরে, যেখানে অল্প মানুষ নামাজ পড়েন, সেসব মসজিদে গিয়ে নামাজ পড়বে টিম বাংলাদেশ।

গতকাল লন্ডন সময় রাত ১০টা নাগাদ বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে জানান, ‘আমাদের পক্ষে টিম বাসে করে আনুষ্ঠানিক বহর নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া সম্ভব হবে না। কারণ সেখানে আইসিসি বা লন্ডন পুলিশের নিরাপত্তা বেষ্টনী দেয়া সম্ভব নয়। লন্ডনে প্রচুর মুসলিম বাঙালি, পাকিস্তানি, ভারতীয়সহ অনেক মানুষের সমাবেশ হবে। মূলত এতো ভিড়ের মধ্যে ১৫ জন ক্রিকেটার, দলের ম্যানেজারসহ ১৭-১৮ জন মানুষের নিরাপত্তা দেয়া কঠিন।’

তিনি তখন আরও জানান, আমরা নামাজ পড়বো। তবে কোথায় পড়ব, কীভাবে পড়ব- সেটা কী দলবদ্ধ হয়ে যাবো না বিচ্ছিন্নভাবে তিন-চারজন করে যাবো সেটা এখনই বলতে পারছি না।’আ

জ নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈদের আনন্দ ভাগ করেছেন খেলোয়াড়রা। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম নিজের হাস্যোজ্জ্বল ছবি আপলোড করেছেন। এছাড়া সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশির আহমেদও স্বপরিবারে ছবি আপলোড করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।