১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 145

মাদকাসক্ত নিরাময় কেন্দ্র “প্রয়াসে”র ১৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ মাদক নিরাময় কেন্দ্র “প্রয়াস” নারায়ণগঞ্জে ১৫ বছর ধরে গণসচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও সহায়তায় নিরলস ভাবে কাজ করে চলেছে। প্রয়াসের ১৫তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনি সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রয়াসের জেনারেল ম্যানেজার কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা সোহেল হোসেন। বক্তব্য রাখেন চিকিৎসা পরামর্শক সাইফুল ইসলাম, মেনাপ্রশিক্ষক কিবরিয়া, বাবু, রুবেল,জনি,লিটন, মাসুম, রোমান, হৃদয় প্রমুখ।
আলোচনা সভা শেষে খেলায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বিভিন্ন মেয়াদে যারা সুস্থতা অর্জণ করেছেন তাদের ক্রেস্ট প্রদান করা হয় হয়। ক্রেস্ট গ্রহন করেন, সাজ্জাদ হোসেন, রিপন, আসলাম, হারুন,জুয়েল,আমীর, রুবেল,জনি,অন্তর,মনির, পাভল,নজরুল, জাকির, হৃদয়, নাদিম, সুরজ, বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াসের চিকিৎসা কর্মসূচি নিয়ন্ত্রন কর্মকর্তা দিলওয়ার হোসাইন।
উল্লেখ্য, প্রয়াস সমাজ থেকে মাদক প্রতিরোধ এবং মাদক নিরাময়ে দীর্ঘদিন ধরে জন সেচতনতা মূলক কর্মকান্ড করে আসছে। আর এসব কাজে অংশ নেয়া ইতোমধ্যে মাদার তেরেসা স্বর্ন পদকসহ একাধিক পুরস্কার অর্জণ করেছে। প্রয়াস এ পর্যন্ত ১৮শ মাদকাসক্তকে চিকিৎসা প্রদান করেছে, এর মধ্যে ১১শ জন স্বাভাবিক জীবন যাপন করছে।

ভূয়া এমএলএম কোম্পানীর ২৩ জন আটক

র‌্যাব ১১ অভিযান চালিয়ে ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামক ভূয়া এমএলএম কোম্পানীর সংঘবদ্ধ প্রতারক চক্রের ২৩ জনকে আটক করেছে। সেই সাথে তাদের প্রতারনার শিকার ৩১ জনকে উদ্ধার ও বিপুল পরিমান অবৈধ মালামাল উদ্ধার করেছে।
রবিবার (৩০ এপ্রিল) র‌্যাব ১১ এর সহকারি পরিচালক মোঃ নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটককৃতরা হলো- ভূয়া এমএলএম কোম্পানীর পরিচালক মোঃ জিয়াউর রহমান (৪৫), ডিস্ট্রিবিউটর মোঃ গোলাম কিবরিয়া (৩৯) ইনচার্জ মোঃ রাশেদুর রহমান@সুমন (৪০), মোঃ সুমন (১৯), মোঃ রবিন (১৭), আমিনুল ইসলাম@সোহেল (২৪), মোঃ মাহবুবুর রহমান (২৪), মোঃ রুহুল আমিন (২৫), মোহাইমিনুল ইসলাম (২৮), সজীব হোসেন (২৪), মোঃ ইমন মিয়া (১৮), মোঃ সাইফুল ইসলাম (২৬), মোঃ শরীফুল ইসলাম (২৪), মোঃ আরিফুল ইসলাম (২৫), মোঃ নাঈম (২২), আবুল কালাম (৩২), মোঃ সাকিব (২৫), আমজাদ হোসেন (২০), মোঃ হরমুজ আলী (১৯), মোঃ শাহিন ইসলাম (২৪), দেলোয়ার হোসেন (২৫), নয়ন চন্দ্র রায় (২৫), মোঃ বিটু মিয়া (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব জানায়, অভিযানকালে ভূয়া এমএলএম কোম্পানীর সু-সজ্জিত অফিস থেকে প্রতারণার শিকার ৩১ জন ভূক্তভোগীদের উদ্ধার করা হয়। এছাড়া উক্ত কোম্পানীর অফিস থেকে প্রতারণার কাজে ব্যভবহৃত ৩৭টি মোবাইল, ০৫টি কম্পিউটারের মনিটর, ০২টি সিপিইউ, ০২টি টেলিভিশন, ০১টি প্রিন্টার, ০১টি ল্যাপটপ, ০১টি ওয়াটার ফিল্টার, ০২টি স্পুন সেট, ০১টি ফিরনি সেট, ১০টি স্যূপ পিচ, ০২টি ডিনার সেট, ০৬টি ফুড পট পিচ, ০২টি হটপট সেট, ০৪টি ব্লাংক সাইন ষ্ট্যাম্প পেপার, ০১টি ভূয়া ট্রেড লাইসেন্স, নগদ-৩,৪৫,৭২৫/- টাকা ও বিপুল পরিমাণ ভূয়া ডকুমেন্ট উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, অতীতে বিভিন্ন এমএলএল কোম্পানী প্রতারণার মাধ্যমে দেশের সাধারণ জনগণের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। এরই প্রেক্ষিতে সরকার পরবর্তীতে বিভিন্ন এমএলএম কোম্পানীর কাযক্রম নিষিদ্ধ করেছে। তদুপরি বিভিন্ন এমএলএম কোম্পানী নানা পন্থায় এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে এবং বেকার যুব সমাজকে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতারিত ও ভূক্তভোগী কয়েক জনের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে এবং অনুসন্ধানে প্রাপ্ত অভিযোগের সত্যতার ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের আবাসিক এলাকায় ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামক ভূয়া এমএলএম কোম্পানীতে অভিযান পরিচালনা করে প্রতারকচক্রের ২৩ জন সদস্যকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও জব্দকৃত নথিপত্র পর্যালোচনা করে জানা যায় যে, উক্ত ভূয়া এমএলএম কোম্পানী মাসিক ১৬ হাজার ও তদুর্ধ টাকা বেতনের প্রতিশ্রুতি প্রদান করে ০৩টি ভিন্ন প্যাকেজে চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে যথাক্রমে ২৭ হাজার ১শত, ৩৭ হাজার ১শত ও ৪৭ হাজার ১শত টাকা গ্রহণ করে। পরবর্তীতে প্রশিক্ষনের নামে সপ্তাহ খানেক কালক্ষেপন করে প্রত্যেককে নতুন ০২ জন সদস্য সংগ্রহের শর্ত প্রদান করে। নতুন সদস্য সংগ্রহ করে দিলে সংগৃহীত টাকার সামান্য কমিশন প্রদান করে। নতুন সদস্য দিতে না পারলে কুট-কৌশলের আশ্রয় নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে খালি ষ্ট্যাম্প ও আপোষনামায় জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেয়। প্রতিবাদ করলে ভাড়াটিয়া লোকজন দ্বারা আটকে রেখে শারীরিক নির্যাতনও করে থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরের সিটি নির্বাচনে পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি বিএনপির

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

২০ দলীয় জোটের প্রধান নির্বাচনী অফিস টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে রবিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক ড. খন্দকার মোশারফ হোসেন।

পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদীর সাবেক এমপি খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, গাজীপুর সিটি করপোরেশনে বিলুপ্ত কাশিমপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকার প্রমুখ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

খন্দকার মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, মহানগর জামায়াত আমির অধ্যক্ষ এস.এম সানাউল্লাহ নিজের প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেওয়ায় সানাউল্লাহসহ জামায়াতের ৪৫ নেতাকর্মীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে তাদের মুক্তি দিয়ে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরো বলেন, শারীরিক অসুস্থতা ও নির্বাচনী আচরণবিধির কারণে মেয়র অধ্যাপক এম.এ মান্নান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও তার নির্দেশে আত্মীয়-স্বজন ও কর্মীরা ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন। অথচ ‘জাহাঙ্গীরের পক্ষে আজমত, হাসানের পক্ষে মাঠে নেই মান্নান’ সংবাদ মাধ্যমে এধরনের উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর নির্ভর করবে গাজীপুর সিটি নির্বাচন নিরপেক্ষ হবে কিনা।

দুর্ঘটনার শিকার তাসকিন

ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও। আর এ সবের মধ্যেই নতুন বিপদ। সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন তিনি।

তাসকিন ফেসবুকে লিখেছেন, আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিলো। আমি ও জনি দু’জনেই রিকশাওয়ালার উপরে পড়ে যাই। তাই বেশি ব্যথা পাইনি। কয়দিন ধরেই হালকা-পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি। সবগুলোই ফাঁড়া হিসেবে ধরলাম। ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছ, এটা আমার বিশ্বাস।

দুর্ঘটনায় গুরুতর আহত হননি তাসকিন। হাত-পায়ে অল্প ব্যথা, চামড়া ছড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।

বিসিবির চুক্তিতে নেই তাসকিন
ক্রিকেটারদের বেতন বাড়ছে। কয়েকদিন আগে এমন একটি খবর বের হয়েছিল। তারপর থেকেই গুঞ্জন ছিল চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে দু’জন। এরপর শোনা গেলো, চারজনকে বাদ দেয়া হচ্ছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। ১৬ থেকে নামিয়ে সংখ্যাটা করা হচ্ছে ১২ জনে; কিন্তু গুঞ্জনের এটাও ঠিক হলো না। মোট ছয়জনকে বাদ দেয়া হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান।

শুধু ছয়জন কমানোই নয়, ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি। বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

সারা দেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

বজ্রপাতে সারা দেশে বাবা-ছেলেসহ ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে তারা নিহত হন।

সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ, কাজীপুর ও শাহজাদপুর উপজেলায় পৃথক বজ্রপাতে এ প্রাণহানি ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দের পেস্তককুড়া গ্রামের কাদের হোসেন (৩৭), কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানী গ্রামের মৃত পরেশ মণ্ডলের ছেলে শামছুল মণ্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪), শাহজাদপুর উপজেলার ছয়আনিপাড়ার ফারুক হাসানের ছেলে নাবিল (১৭) ও একই মহল্লার রাশেদুল হাসানের ছেলে পলিং (১৭)। নাবিল ও পলিং শাহজাদপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ধানকাটার সময় বজ্রপাতে আবদুর রহিম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর মাইজদীতে বজ্রপাতে পিয়াল (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বশিরার দোকানের পাশে একটি খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে। পিয়াল নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সোহেল রানার ছেলে।

নওগাঁর সাপাহারে বজ্রপাতে সোনাভান (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন। দুপুরে উপজেলার রামাশ্রম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় বজ্রপাতে জাফরুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে শামীম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার খামারবাড়ি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

ভুয়া ডাক্তার গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া ভুয়া ডাক্তার মাহফুজ মজুমদার (৪০) ঢাকার সাভারের মুকমাপাড়া মোল্লাবাড়ির আবদুল মালেকের ছেলে এবং বর্তমানে ঢাকার দক্ষিণ খানের নর্দাপাড়ার মসজিদ রোডের ১১২নং রোডের বাসার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে।

শনিবার বিকালে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মাহফুজ মজুমদার নিজের নামের সঙ্গে ডা. এবং এমবিবিএস, পিজিটি, সিসিডি (বারডেম), মা ও শিশু বিশেষজ্ঞ ইত্যাদি টাইটেল জুড়ে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে এবং প্যাড তৈরি করে ২ মাস ধরে উপজেলার পুলেরঘাট বাজারের ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারে বসে রমরমা রোগী দেখার বাণিজ্য চালিয়ে আসছিলেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, কিছুদিন ধরে প্রেসক্রিপশন, চিকিৎসা ও তার দেয়া ওষুধ দেখে চিকিৎসা নিতে আসা এলাকার সচেতন নাগরিকদের মধ্যে সন্দেহ দানা বেধে ওঠতে থাকে। শুক্রবার রাতে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে মাহফুজ মজুমদারকে পাকড়াও করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল রউফের কাছে নিয়ে যায়।

সেখানে শুক্রবার সকাল পর্যন্ত ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডা. সেজে প্রতারণার কথা স্বীকার করার পর তাকে দুপুরে থানায় হস্তান্তর করা হয়। এছাড়া এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য খুবই খারাপ, আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আগের চেয়ে খারাপ হয়েছে এবং তা উদ্বেগজনক’ অবস্থায় পৌঁছেছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলন।

মির্জা আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে এ দায় সরকাকে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার বাম হাত শক্ত হয়ে ওজন বেড়ে যাচ্ছে। বাম পাশ দিয়ে পা পর্যন্ত যন্ত্রণা বাড়ছে। সরকারি মেডিকেল বোর্ডের লেখা ঔষুধগুলো কাজ করছে না। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার প্রয়োজন।

মির্জা আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া এখন যে পরিবেশে আছেন তাতে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। কোনো অসুস্থ মানুষের সুস্থ হওয়া সম্ভব নয়। এ অবস্থায় তার থাকার পরিবেশ পরিবর্তন করার দরকার।

বিএনপি মহাসচিব আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত তার শরীর সুস্থ হয়। এবং নেতাকর্মীদের সাহসের সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।

এর আগে বিকাল ৩টা ৫০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান কারাগারে প্রবেশ করেন।

এর আগে সর্বশেষ গত ১৯ এপ্রিল বিএনপির এই তিন নেতা সরকারের অনুমতি নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যান। জেলার ভেতর থেকে টেলিফোনের মাধ্যমে মির্জা আব্বাসকে জানান যে, আজ সম্ভব হচ্ছে না। অথচ এর জন্য সুস্পষ্টভাবে কোনো কারণ দেখানো হয়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির মহাসচিব।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল, পরের দিন অর্থাৎ ২০ এপ্রিল বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা দেখা করতে পারেননি। জানানো হয়, তিনি অসুস্থ।

তাবলিগের দুই পক্ষের মারামারি কাকরাইল মসজিদে

কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ দুই পক্ষের নেতাদের মসজিদ থেকে সরিয়ে দিয়েছে।

শনিবার সকালে মাওলানা সাদ কান্দলভির অনুসারী ওয়াসিফুল ইসলাম এর পক্ষের সঙ্গে মাওলানা যুবায়ের হাসানের অনুসারি পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিশ্ব ইজতেমার সর্বশেষ পর্বে তাবলিগ জামাতের আমির নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে আজ দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাবলিগ জামাতের কর্মীরা জানান, সকালে শুরা বৈঠক চলাকালে মাওলানা সাদ কান্দলভীর বক্তব্য প্রসঙ্গ তুলে দুই পক্ষ বিতন্ডায় জড়ান। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দিয়ে দুই পক্ষের নেতাদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার রাত থেকেই বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি মীমাংসা করতে ঢাকা মহানগর পুলিশ চেষ্টা করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গত বছরের ১৪ই নভেম্বর কাকরাইল মসজিদে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে।

গোপনাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে গৃহপরিচালিকাকে নির্যাতন

ভোলার বোরহানউদ্দিন পৌর শহরের ব্যবসায়ী মো: রফিক হাজীর তৃতীয় স্ত্রী পাখি বেগম কতৃক গৃহপরিচালিকা সাথির গোপনাঙ্গে মরিচ ছিটিয়ে নির্যাতন ও পিটিয়ে মারাক্তক জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সাথি উপজেলার বড়মানিকা ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের লাল মিয়ার মেয়ে।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্না জড়িত কন্ঠে আহত গৃহপরিচারিকা সাফিয়া সাথী (১৫) জানান, শুক্রবার রফিকের তৃতীয় স্ত্রী পাখি বেগম ভাতে পোড়া লেগেছে অভিযোগ তুলে খুন্তি দিয়ে আমাকে সারা শরীর পিটায়। মাথায় খুন্তির আঘাতে ফেটে যায়। এক পর্যায়ে গোপনাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দেয়। আমি মৃত্যু যন্ত্রনায় চিৎকার করতে থাকি কিন্তু রফিকের ভয়ে কেউ আমাকে উদ্ধারে এগিয়ে আসাতে সাহস করেনি। আমাকে ঘরে আটকিয়ে রাখলে আমি বাঁচার তাগিদে গাছ বেয়ে পালিয়ে এসে ডাইভারশন রোডে সেনা সদস্য হেলালের বাসায় আশ্রয় নেই।

আমার বাবাকে খবর দিলে উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসেন। সাফিয়া আরও জানান, গত এগারো মাস ধরে অকারনে পাখি বেগম তাকে মারধর করতো। পাখি বেগম তাকে বিবস্ত্র করে ছবি তুলেছে। সে হুমকি দিয়ে বলেছে, যদি আমি মারধরের কথা কাউকে বলি তাহলে উলঙ্গ ছবি ইন্টানেটে ছড়িয়ে দিবে। আমি ভয়ে কাউকে বলতে সাহস করিনি।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. তায়েবুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের দাগ এবং গোপনাঙ্গে অনেক গুলি আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি পরবর্তীতে যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করব।

এ ব্যাপারে পাখি বেগম ও তার স্বামী রফিকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অসীম কুমার সিকদার জানান,আইনি ব্যবস্থার পাশাপাশি আসামি গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ফতুল্লা থানা প্রেস ক্লাবের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা থানা প্রেস ক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ফতুল্লা বাজারে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

থানা প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব শেখ মোঃ সেলিম, সদস্য রবিন হোসেন, মোঃ বদিউজ্জামান, শ্রীকান্ত মন্ডল জনি,নাজিমুল ইসলাম পরান,মোঃ রাসেল।

সভায় আগামী দিনে সংগঠনকে আরো গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এবং পেশাদার সাংবাদিকদের এই সংগঠনের সাথে যুক্ত করার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়।