১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 159

ফতুল্লায় নাশকতা মামলায় গ্রেফতার ৬ জনসহ আসামী হলেন যারা!

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের গোপন বৈঠকে হানা দিয়ে দলটির ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বৈঠক থেকে পালিয়েগেছে মহানগর যুবদলের আহ্বায়ক ও নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ শতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার মধ্যরাতে ফতুল্লার কাশিপুর এলাকায় বিএনপি নেতা হারুন অর রশিদের রিকশার গ্যারেজে বসা গোপন বৈঠকে এ অভিযান চালায় পুলিশ। বুধবার সকালে ফতুল্লা মডেল থানার এসআই শাফিউল বাদী হয়ে খোরশেদকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা করেছে।

ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতরা হলেন- হারুন অর রশিদ, পল্টু, মিলন, শাহিন,লুৎফর রহমান ও নবী হোসেন। পুলিশ ঘটনাস্থল হতে কয়েকটি ককটেল, লাঠিসোটা ও ইটপাটকেল উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে বিএনপি নেতা হারুন অর রশিদের রিকশার গ্যারেজে বসে খোরশেদের নেতৃত্বে ঢাকা- মুন্সিগঞ্জ সড়ক অবরোধসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গেলে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ককটেল ফাটিয়ে পালিয়ে যেতে থাকে। পুলিশ ধাওয়া করে ছয়জনকে আটক করে।

তিনি জানান, মামলার পলাতক আসামিরা হলেন- মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ছাড়াও মাইনুল হোসেন রতন, রশিদুর রহমান রশু, মোখলেছুর রহমান মিয়া,শাহীন আলম, জাহিদ হাসান, এ্যাডঃ আলমগীর হোসেন, খন্দকার মনিরুজ্জামান মনির, জনি, রাশেদুল বসু, নিজাম উদ্দিন, আমানুজ্জামান, মিজান, আমজাদ সিকদার, সৈকত হোসেন ওরফে খোপা ইকবাল, আমিনুল ইসলাম, শাহীন মুন্সি, ডালিম মেম্বার, মমিন, বড় জনি, আসলাম মিয়া, ছাদেক, মজিবুর রহমান, আমজাদ হোসেন সিকদার, রকিব উদ্দিন সুমন, হামিম মিয়া, হাবিবুর রহমান, মাসুদ হাসান সুমন, সেলিম মিয়া, সম নুরুল ইসলাম, রমিজ উদ্দিন রঞ্জু, আসলাম মুন্সি, লিটন, আবু সাইদ মুন্না, মাসুদ রানা, জনিসহ অজ্ঞাত ৫০ জন।

জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত ইন্নার দম্ভক্তি

“ফতুল্লায় কোন সাংবাদিক নেই, সব পুলিশের ইনফরমা”এই মন্তব্য করেছে ফতুল্লা পোষ্ট অফিস মোড়ের টিভি ম্যাকার আলামিন অরুফে ইন্না। যার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে। ইতিপূর্বে এই আলামিন ওরফে ইন্না আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে বেশ কিছুদিন পলাতক ছিলো। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে অভিযান চালায়। বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজ প্রতিদিন ডট নেট এ………….।

মুন্সীগঞ্জে অস্ত্রসহ ছিনতাই চক্রের সদস্য ৪ আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল গভীর রাত থেকে ভোর ৪টা পর্যন্ত পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গজারিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গজারিয়া উপজেলার নতুন চরচাষি গ্রামের ছলিমুল্লাহর ছেলে সানি সরকার (২৪), পারভেজ মিয়ার ছেলে শান্ত (২৫), রমজান মিয়ার ছেলে শাহ পরান (২৫) ও মো. সাগর (২৬)।

গজারিয়া থানার ওসি হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে ছিনতাই কাজে জড়িত এই চক্রের কাছ থেকে ৭টি পাসপোর্ট, ৭টি মোবাইল ফোন, ৮টি চার্জার, একটি চাইনিজ চাপাতি, ক্যামেরা, ল্যাগেজ, স্বর্ণের আংটি, হাতের চুরি, বিদেশি কসমেটিক সামগ্রী এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জব্দ করা মালামালসহ মামলা দিয়ে হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

রূপগঞ্জে নাশকতার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে:এমপি গাজী

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রায়কে কেন্দ্র করে সারা দেশে বিএনপি জামায়াত যেভাবে নাশকতা চালাচ্ছে ৮ই ফেব্রুয়ারী মামলার রায়ের দিন রূপগঞ্জে কোন প্রকার নাশকতা চালানোর চেষ্ঠা করলে তা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শান্তি প্রিয় রূপগঞ্জ বাসিকে সাথে নিয়ে তার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

তিনি আজ রূপসী গাজী ভবণে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত “বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও রূখে দাও ”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বলেন,দুর্নীনিবাজ খালেদা জিয়ার মামলার রায়ের দিন বিএনপি জামায়াত রূপগঞ্জের মাটিতে আবার নাশকতা চালালে আমরা রাজ পথে থেকে এবার তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না তাদের শক্ত হাতে দমন করা হবে।

দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিএনপি জামায়াত ২০১৪ সালের ৫ই জানুয়ারী নির্বাচনের পূর্বে এবং পরবর্তী সময়ে সারাদেশে বাসে অগ্নিসংযোগ করে যে ভাবে নিরীহ মানুষগুলোকে পুড়িয়ে হত্যা করেছে তাতে বিএনপি জামায়াত বাংলার জনগণের আস্থা হারিয়েছে।তাদের আর কোন দিন বাংলার জনগণ ভোট দেবে না।

এ সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী কাল খালেদা জিয়ার রায়ের আগে ও পরে সবাইকে রাজপথে প্রস্তুত থাকতে হবে। বিএনপি জামায়াতের অস্থিরতা দেশবাসির কাছে তুলে ধরতে হবে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে ও সহসভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,

উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল,আজমত আলী,হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,সাংগঠনিক সম্পাদক রফিক মেম্বার,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া,সাংগঠনিক সম্পাদক নাদীম ভূইয়া,মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ,ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ,গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রহমান ভূইয়া, যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী,সাধারণ সম্পাদক রিতা,

তারাব পৌর যুবলীগের সভাপতি,হাজী মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক হাজী সারোয়ার হোসেন রাসেল,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক বাবেল,যুবমহিলালীগের সভাপতি পারুল,সাধারণ সম্পাদক শিল্পী সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রমুখ।

বই মেলায় জাহাঙ্গীর ডালিমের “বৃষ্টি ভেজা কবিতা”

নিজস্ব প্রতিবেদকঃ চর্চাগ্রন্থ প্রকাশনা থকে অমর একুশে গ্রন্থমলো ২০১৮ প্রকাশতি হয়েছে কবি জাহাঙ্গীর ডালিমের একক কাব্যগ্রন্থ “বৃষ্টি ভেজা কবিতা” ।  ৩য় কাব্যগ্রন্থ কবিতার বই। প্রচ্ছদ করেছেন আহমদে শিপন। বইমলো স্টল নং ৪১১। কবি, সাহিত্য, সাংবাদকি একাধকি কাব্য গ্রন্থন্থের সম্পাদক ও প্রকাশক প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জরে তরুন কবি জাহাঙ্গীর ডালিমের ৪২টি কবিতা নিয়ে এবছর অমর একুশে গ্রন্থমেলায় “বৃষ্টি ভজো কবিতা” বইটি বের হয়ছে।

ধলেশ্বরী নদী থেকে ২০০ কেজি জাটকা জব্দ

ফতুল্লা প্রতিনিধি : ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড পাগলা স্টেশন।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এমভি কোকো ১ ও আবে জমজম নামে দু’টি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকা গুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে জাটকা গুলো হস্তান্তর করা হলে জেলার ১১টি মাদ্রাসা ও এতিম খানায়  বিতরণ করা হয়।

কোষ্ট গার্ডের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

নাশকতার মামলায় আগাম জামিন পেলেন তৈমূর

উচ্চ আদালত থেকে নাশকতার মামলায় আগাম জামিন নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড: তৈমূর আলম খন্দকার। মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত মঙ্গলবার আদালত তার আগাম জামিন মঞ্জুর করেছেন।

নারায়নগঞ্জ শহর ও আশপাশে বিশৃংখলা সৃষ্টি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, রেল পথ ও নৌ পথের ক্ষতি সাধন করার ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়েরকৃত মামলায় তিনি ওই জামিন লাভ করেন।

মহামান্য হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মিসেস কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাই কের্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

অ্যাড. তৈমূর আলম খন্দকারের পক্ষে শুনানী করেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাড: জয়নুল আবেদীন। এ সময় তাকে সহায়তা করেন ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাড: আবেদ রাজা ও ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার।

জামিন পাওয়ার পর অ্যাড. তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের বলেন,বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা স্বৈরাচার আওয়ামী সরকারের একমাত্র হাতিয়ার। মিথ্যা মামলা করার জন্য বাংলাদেশের পুলিশের নাম গ্রিনিজ বুকে উঠবে। আইয়ুব-ইয়াহিয়া যে কায়দায় এ দেশের জনগণকে দমনের চেষ্টা করছে সে একই পদ্ধতিতে শেখ হাসিনা গণতন্ত্রের টুটি চেপে ধরছে। যা কোন দিনই সফল হবে না, ইনশাল্লাহ্।

৩২ ধারা বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিল করার দাবিতে শহরে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সামজতান্ত্রিক দল (বাসদ)। এতে বাম দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ‘কোনো সরকারই চিরস্থায়ী নয় যা অতীতের ইতিহাস থেকে জানা যায়। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বাকস্বাধীনতা হরণ করার নীল নকশা তৈরি হচ্ছে। সাংবাদিকদের অনুসন্ধানী সংবাদ প্রকাশ বন্ধ করা যাবে না। তাই অবিলম্বে ৫৭ ধারার আদলে প্রণীত ৩২ ধারা বাতিল করা হোক।’

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সিপিবি নেতা দুলাল সাহা, সামাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি এমএ শাহীন, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।

আড়াইহাজার “উপজেলা প্রেসক্লাব” থেকে ১২ সদস্যের পদত্যাগ

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে নবগঠিত “উপজেলা প্রেসক্লাব” থেকে ১২ সদস্য পদত্যাগ করেছেন। জানা গেছে, সভাপতি এফরান আলী অগ্রবানী প্রতিদিন ও সাধারণ সম্পাদক বিজয় টিভির স্বেচ্ছাচারিতা, বার্ষিক আর্থিক হিসাব নিয়ে তালবাহানা, ক্লাবের হিসাব চাওয়ায় একের পর এক সদস্যদের সাথে র্দুব্যবহার করা, চরম অযোগ্যতাসহ নিয়ম বর্হিভূত আরো বেশ কয়েক গুরুতর অনিয়মের অভিযোগ এনে সদস্যরা তাদের প্রতি অনাস্থা দিয়ে গণহারে পদত্যাগ করেন।

এরা হলেন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক এ আর কামাল শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছাঈদ, সহ-সভাপতি মাহাতাবউদ্দিন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেব ফজলুল। কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন- মাহবুব মোল্লা, আতিকুর রহমান আতিশ, কার্যকরী সদস্য আল-আমিন ও সাজ্জাদুল হোসেন জাহাঙ্গীর। সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন- ওলিউল্যাহ ভূঁইয়া তুহিন, শাহমোয়াজ্জেম হোসেন (মামুন) ও আবু ছিদ্দিক বাদল।

জানা গেছে, ক্লাবের বার্ষিক হিসাব বিবরণী চাওয়ায় ক্লাবের অন্যান্য সদস্যকে অবহিত না করেই জ্যৈষ্ঠ এক সদস্যকে অবহতি দেওয়ায় সাধারণ সম্পাদক ও সভাপতি এর প্রতি ক্ষিপ্ত হয়ে কার্যনির্বাহী এ সদস্যরা পদত্যাগ করেছেন। কার্যকরী এক সদস্য জানান, তাদের দুই জনের স্বেচ্ছাচারিতায় দীর্ঘদিন ধরে সদস্যরা তাদের প্রতি বিরক্তি হয়েছিলেন।

সভাপতি এফরান আলীর বরাত দিয়ে পদত্যাগকারী এক সদস্য জানান, সভাপতির একক সিদ্ধান্তে এক সদস্যকে বহিস্কার করা হয়েছে। কোনো সদস্যকে অবগত করা হয়নি। এতে করে সদস্যরা ক্ষিপ্ত হয়ে পদত্যাগ করেছেন। তিনি আরো বলেন, আমার জানা মতে দীর্ঘদিন ধরেই সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই হাইপ্রেসার জনিত সমস্যায় ভোগছেন। সামান্য কিছুতেই তারা সদস্যদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন। এতে করে তাদের সাথে এক সাথে সংগঠন করাটা অসম্ভব ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বক্তাবলীর প্রতাবনগরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় রানাকে মারধরের অভিযোগ

ফতুল্লার বক্তাবলী এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে জয়নাল আবেদীন কে মারধর করেছে নুর মোহম্মদ (৩৪), নুর আমিন (৩০) ও তার সহযোগীরা ।

এ ঘটনায় (০৬ ফেব্রুয়ারি ২০১৮) দুপুরে ফতুল্লা মডেল থানায় নুর আমিন ও তার সহযোগিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার বক্তাবলীর প্রতাবনগর এলাকার মৃত অাশোক আলীর ছেলে জয়নাল আবেদীন রানার সাথে গোপাল নগর এলাকার মৃত জাফর আলীর ছেলে নুর আমিন ও নুর মোহাম্মদ এর সাথে বিরোধ সৃষ্টি হয়।

রানার দাবী নুর আমিন মাদক ব্যবসা করে । তার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানালে রানাকে গত ৫ ফেব্রুয়ারী (সোমবার) বিকেলে নুর আমিন , নুরমোহাম্মদ , রাজ্জাক, কবির হোসেন ও তার সহযোগিরা এলোপাথারী মারধর করেছে।