৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 165

প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা অসম্ভব: শিক্ষা সচিব

বর্তমান প্রক্রিয়ায় কোনো ভাবেই প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

তিনি বলেন, আমাদের এমন কোনো প্রক্রিয়ায় যেতে হবে যেখানে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ থাকবে না। আর এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত আমরা এমন কোনো প্রক্রিয়া উদ্ভাবন করতে পারবো।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রালয়ে প্রশ্নফাঁস নিয়ে আদালতের দেওয়া নির্দেশের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা সচিব এসব কথা বলেন।

আজ এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্ত করার জন্য বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রশ্নফাঁস রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করা হয়েছে।

এ বিষয়ে সোহরাব হোসাইন বলেন, আদালত যে আদেশ দেবে আমরা অবশ্যই তা পরিপূর্ণভাবে পালন করবো। মন্ত্রী মহোদয় আসার পর আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।

শিক্ষা সচিব বলেন, পাবলিক পরীক্ষা যথাযথ পরিচালনা করা এককভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। আগেও কখনো সম্ভব হয়নি। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও বিভিন্ন উইং যুক্ত।

সোহরাব হোসাইন বলেন, ইন্টারনেট সুবিধা থাকায় যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তারা দ্রুত ও সহজে কাজটা করতে পারছে। মুর্হুতের মধ্যে একটি জায়গায় প্রশ্ন ফাঁস হলেই তা ছড়িয়ে যাচ্ছে। নেটের কারণে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তা নয়। বরং যেখানেই প্রশ্ন ফাঁস হচ্ছে তা দ্রুত ছড়িয়ে যাচ্ছে। আর এই নেট যদি না থাকতো তাহলে এতো দ্রুত ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে যেত না।

শিক্ষা সচিব বলেন, এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবাই মিলে একটা উপায় বের করতে হবে, যে প্রক্রিয়া প্রশ্ন আউটের কোনো ব্যাপার থাকবে না। সেই প্রক্রিয়া উদ্ভাবন করার জন্য সকলে মিলে এগিয়ে আসতে হবে। সেজন্য মন্ত্রণালয় ও ব্যক্তিগতভাবে আমি কাজ করছি। আমি অবিলম্বে এটি মন্ত্রী মহোদয়ের কাছে দেব।

সোহরাব হোসাইন বলেন, আমি চাই আগামী বছর থেকে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা যাতে কোনো ধরনের অভিযোগ ছাড়া হতে পারে সে রকম একটা প্রক্রিয়া আমরা সবাইকে নিয়ে আমরা বের করতে চাই, সে পথে আমরা অনেক দূর এগিয়েছি।

ওসি ফতুল্লাসহ তিন অফিসার আবারো শ্রেষ্ঠ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের আয়োজিত অপরাধ সভায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামাল উদ্দিন বিশেষ ও এস.আই কাজী এনামুল হক ও এ.এস.আই তারেক আজিজ শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা পুরস্কার পেয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক মূল্যায়ন সভা এই পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন যোগদানের পর থেকে ফতুল­া থানার সার্বিক দিকদিয়ে তিনি চমৎকারভাবে সাজিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় থানার শৈলপিক দিকদিয়ে জেলার অন্যান্য থানার চেয়ে সে সবার শীর্ষে। ফতুল­া মডেল থানার সিভিল টীম প্রধান এস.আই কাজী এনামুল হক ও তার সহকর্মী এ.এস.আই তারেক আজিজ ওয়ারেন্ট তামিল মাদক উদ্ধার ও সন্ত্রাসী দমনে বেশ কয়েক বার পুরস্কার পেয়েছে। জানুয়ারী মাসেও তারা সেরা পুরস্কার পেয়েছে। ১৫ ফেব্র“য়ারী জেলা পুলিশ সুপারের আয়োজিত অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে কাজী এনামুলহক এবং এ.এস.আই হিসেবে পুরস্কার পেলেন তারেক আজিজ।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর মত আমাদেরও কনডেম সেলে রাখা হয়েছে-এড. শাখওয়াত

নাশকতা এবং বিস্ফোরক মামলায় ১১ দিনের কারাবাস শেষে কারামুক্তি লাভ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখওয়াত হোসেন খান সহ ৩ আইনজীবী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় কারাগারের প্রধান ফটক এবং জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এর আগে জেলা ও দায়রা জজ মো: আনিসুর রহমান মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড.শাখওয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলার যুগ্ম সম্পাদক এড. আনোয়ার হোসেন প্রধান, ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এড. মঈনুদ্দিনের জামিন মঞ্জুর করেন।

কারামুক্তি হয়ে এড. শাখওয়াত হোসেন খান বলেন, কারাজীবন সুখের নয়। এর আগেও কারাজীবন পার করতে হয়েছে, কিন্তু এবারের মতো লজ্জা এবং ন্যাক্কারজনকভাবে আমাদের এর আগে আর রাখা হয়নি। অপরাধ না করা সত্বেও আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন মৃত্যুর আসামীকে কনডেম সেলে রাখা হয় আমরা জানতাম। কিন্তু আমাদেরকেও কনডেম সেলে রাখা হয়েছে। অজস্য নেতাকর্মীর নামে মামলা দিয়েছে, যারা রাজনীতি থেকে প্রায় নিস্কিয় হয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়েছি। ভবিষ্যৎও লড়াই চালিয়ে যাবো, যতদিন পর্যন্ত আমাদের নেত্রীর মুক্তি না হয়।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে বীমা করে শতাধিক গ্রাহকরা দিশেহারা

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে জীবন বীমা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শতাধিক গ্রাহকরা দিশেহারা। বীমা পলিসির মেয়াদ পূর্তির চেক প্রদান করার ১ বছর অতিবাহিত হলেও ওই চেকের টাকা উত্তোলন করতে পারছেন না গ্রাহকেরা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একাউন্টে টাকা না থাকায় দীর্ঘদিন ধরে গ্রাহকেরা ব্যাংক ও বীমা অফিসের দ্বারে দ্বারে ঘুরছে।

উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের সুলপিনা এলাকার গ্রাহক পারভীন আক্তার জানান, ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি তার বীমা পলিসির মেয়াদ পূর্ণ হয়। তখন কোম্পানি থেকে তাকে ৫০০৪৫৭৯-৮ নং পলিসির নামে একটি চেক প্রদান করেন। একাউন্টে কোনো টাকা না থাকায় ১ বছর অতিবাহিত হলেও ওই চেকের টাকা উত্তোলন করতে পারছে না। তাছাড়া ১৫ বছর মেয়াদী এসব জীবন বীমা গ্রাহকদের এক টাকাও লাভ দেয়া হয়নি কোম্পানী থেকে। বরং জমাকৃত টাকার চেয়েও কম টাকার চেক প্রদান করা হয়েছে গ্রাহকদের মাঝে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক ও উপজেলার সুলপিনা এলাকার মোগল মিয়া (৫০০৩৯১৮-৯), হালিমা বেগম (৫০০৩৮১৩-২), গোলজার হোসেন একই অভিযোগ করে বলেন, এক বছর পার হয়ে গেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোনো চেক জমা দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাচ্ছে না। আগামী ১৫ দিনের মধ্যে চেকের টাকা না পেলে আদালতের সরণাপন্ন হবেন বলেও তারা জানান।

এ ব্যাপারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির ইভিপি (প্রশাসন) জাকির হোসেন জানান, সাময়িক অসুবিধার জন্য গত এক বছর ধরেই কোম্পানির কোনো চেক পাস হচ্ছে না। শত শত পলিসি হোল্ডার হয়রানি হচ্ছে শিকার করে আরো বলেন, একাউন্টে টাকার বিষয়টি কোম্পানির চেয়ারম্যানই বলতে পারবেন। তবে গ্রাহকদের টাকা পরিশোধের ব্যাপারে একাধিকবার বোর্ড মিটিং হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বদলে খালেদা জিয়ার নামে দোয়া করায় মসজিদের ইমাম আটক

শেখ হাসিনার নামে দোয়া করতে গিয়ে ভুলে খালেদার জিয়ারনাম বলায় আটক হলেন মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার ভেটুয়াকান্দি গ্রামে।

বুধবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ জানান, উল্লাপাড়ার ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে শেখ হাসিনার নামে দোয়া করতে গিয়ে ভুলে খালেদা জিয়ার নাম বলায় এমপির নির্দেশে ইমামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয় বলে জানান ওসি।আটক আবু বকর সিদ্দিক একই উপজেলার পশ্চিম বামন গ্রাম এবং বাখুয়া দারুর রাশাদ মাদ্রাসার ছাত্র।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার উল্লাপাড়ার এমপি তানভীর ইমাম ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। অনুষ্ঠানে দোয়া করার জন্য আনা হয় অত্র গ্রামের মসজিদের ইমাম আবু বকর সিদ্দিককে। তিনি মোনাজাতে শেখ হাসিনার নামের জায়গায় ভুলে খালেদা জিয়ার নাম বলে ফেলেন।

এ সময় এমপি তানভীর মোনাজাত ছেড়ে দিয়ে ওই ইমামকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন এবং পুলিশকে আটকের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শিক্ষিকা লাঞ্চনাকারী জাপা নেতা মজিদ খন্দকার’র জামিন

হাজীগঞ্জের স্কুল শিক্ষিকা শাহীনুর পারভীনকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার কৃত নারায়নগঞ্জ জাতীয় পার্টির সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল মজিদ খন্দকার জামিন দিয়েছে আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে আদালতে হাজির করে জামিন চাইলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দও এই জামিন মঞ্জুর করেন।

গত, ১৩ ফেব্রুয়ারী দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযুক্ত আসামী মজিদ খন্দকারকে নারায়নগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতের নির্দেশ দেন। একই সাথে বুধবার তার জামিন শুনানীর দিন ধার্য্য করেন।

প্রসঙ্গ, গত ১১ ফেব্রুয়ারী রাতে স্কুল শিক্ষিকা শাহীনুর পারভীনের বাসায় গিয়ে আবুল মজিদ খন্দকার ও তার স্ত্রী তাদের নাতিকে প্রাইভেট পড়ানোর প্রস্তাব দিলে স্ইে প্রস্তাবে স্কুল শিক্ষিকা শাহীনুর পারভীন অপারগতা প্রকাশ করলে মজিদ খন্দকার ও তার স্ত্রী কতৃক জুতাপিটা ও মারধরের শিকার হয়।

এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ৩০০ শষ্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শেষে পরদিন ১২ ফেব্রুয়ারী তাকে বাসায় আনা হয়। ঐদিন সকালে শাহীনুর পারভীনের পিতা বাদী হয়ে মজিদ খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গতকাল সন্ধায় মজিদ খন্দকারকে নিজ বাসা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার স্ত্রী পলাতক ছিল।

হিজড়া বিউটি পার্লার উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠীর একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের সহযোগিতায় শহরের পুরাতন জেলরোডস্থ পুলিশ ভবন মার্কেটে ‘উত্তরণ-৩’ নামে ওই বিউটি পার্লারের উদ্বোধন করেন তিনি। হিজড়ারা এ পার্লার পরিচালনা করবেন।

বিউটি পার্লার উদ্বোধন শেষে ডেপুটি স্পিকার বলেন, সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইব সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। ফজলে রাব্বি মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী সাংসদ ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার এসপি মিজানুর রহমান, এএসপি ইকবাল হোসেন ও রেজাউল কবির প্রমুখ। (সূত্র-যুগান্তর)

 

বিকালে খালেদা জিয়ার রায়ের কপি পাবেন আইনজীবীরা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি বুধবার বিকালে পাওয়া যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।বিষয়টি নিশ্চিত করে বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, সকালে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন কপি তৈরির কাজ শেষ পর্যায়ে। বিকাল ৪টা নাগাদ তা আইনজীবীদের দেয়া যাবে। ওই অনুলিপি পাওয়ার পরই বেগম খালেদা জিয়ার জামিন আবেদন করবেন আইনজীবীরা।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশনে নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত অনশন কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টার আগ থেকেই এ প্রতীকী অনশনে যোগ দিতে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত।

অনশনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসক্লাব ও আশপাশের এলাকায় রয়েছে অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশ। এ ছাড়া আছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবদীন ফারুক, আব্দুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাবির অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২০ দলের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা প্রমুখ।

ফতুল্লায় নাশকতার মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবদাথের দ্বৈত বেঞ্চে জামিনের আবেদন করলে আদালত আসামীদের ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।

জামিন প্রাপ্তরা হলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, বিএনপি নেতা সেলিম চৌধুরী, আজিজুল হক চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী, মনোয়ার হোসেন, মাসুদুর রহমান, আব্দুর খালেক টিপু, শরিফুল ইসলাম, সালাহউদ্দিন, নুরুল ইসলাম, মোস্তাফিজ, ইয়াসিন রহমান সুমন, এম ডি ইসমাইল খান, শহিদুল ইসলাম টিটু। আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, একটি সাজানো মামলায় আসামীদের পক্ষে আদালতে জামিনের আবেদন করলে আদালত ১৪ জনের ৬ সপ্তাহের জামিন প্রদান করেছেন।