৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 34

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ভাষা শহীদ দিবস পালন

নিউজ প্রতিদিন ডটনেট :  যথাযোগ্য মর্যাদায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী)  সকালে প্রভাত ফেরীর মাধ্যমে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,  নাসিরউদ্দিন মাদবর, ইফতেখারুজ্জামান শাহীন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, খোরশেদ আলম মাষ্টার, আবু সাঈদ রিংকু, ফারুক ফকির, বাছির সরদার, মোঃ আল আমিন, সলিমউদ্দিন সলু, মোঃ সালাউদ্দিন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, মহিউদ্দিন ভূইয়া, আতাউর রহমান, রাশেদুল ইসলাম সুমন, কামরুল হাসান রিয়াদ ও কামরুজ্জামান প্রমুখ।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভাষা শহীদ দিবস পালন

নিউজ প্রতিদিন ডটনেট : যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে বক্তাবলী ইউনিয়ন পরিষদ।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলীর নির্দেশে ও ব্যবস্থাপনায় রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন পরিষদের মেম্বার ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন মাষ্টার, আতাউর রহমান প্রধান, মনির হোসেন মেম্বার, ওমর ফারুক, আমজাদ হোসেন বাঁধন, আকিলউদ্দিন, রাসেল চৌধুরী, আবদুল মতিন, জলিল গাজী, সংরক্ষিত মহিলা মেম্বার হাজেরা বেগম, কুলসুম আক্তার, মরিয়ম বেগম ও সহকারী নুর মোহাম্মদ টিটু প্রমুখ।

আলোকিত বক্তাবলীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন ডটনেট : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলীর পরগণার সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী। আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন ও সাধারণ সম্পাদক মো.আবুল কালামের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আলোকিত বক্তাবলী।এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ শহীদ পরিবারের সন্তান মো. ইফতেখারুজ্জামান শাহীন, আলোকিত বক্তাবলীর সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, মো. সানাউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মো.মিলন শেখ, দপ্তর সম্পাদক মো.দুলাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রানা, সহ ক্রীড়া সম্পাদক মো. ইয়াসিন, বিশেষ সম্পাদক মো.মনির হোসেন প্রমূখ।

ফতুল্লার বক্তাবলীতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষ্যে বক্তাবলী এলাকাবাসীর উদ্যােগে ২০ তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারী (শুক্রবার) বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিল প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড.সাঈয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ বক্তাবলী শাখার উদ্যোগে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ক্বারী, সাইয়্যেদ ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

শৈলকুপা উপজেলা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হবে আনিচুর রহমান

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন উপজেলা নিবার্চনে সতন্ত্র প্রার্থী হয়ে নিবার্চনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে আওয়ামী লীগ নেতা মো : আনিচুর রহমান। তিনি বিগত দিনে আওয়ামী লীগের হয়ে নানা ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নিয়ে সাধারন মানুষের সেবা করে আসছেন। তবে এবারের উপজেলা নিবার্চনে তিনি সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

আনিচুর রহমান জানান, আমি দীর্ঘ ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত আছি। আমি চাই জনপ্রতিনিধি হয়ে জনগনের পাশে থেকে সেবামূলক কর্মকান্ড করতে। মানুষকে খুশি করতে পারলেই আল্লাহ্ খুশি হন, তাই আমি মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই।

আনিচুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দেবীনগর মধ্যে পাড়া গ্রামের মো: আজিজুর রহমান ও রুশিয়া খাতুনের পুত্র। পারিবারিক ভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে সম্পৃক্ত তিনি। তার দাদা এবং বাবা আজিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

সুদের টাকা না পেয়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতন

নিউজ প্রতিদিন ডটনেট : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় সুদের টাকা না মা-মেয়েকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতন অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মা মমতাজ বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকার আব্দুল গফুর মিয়ার স্ত্রী কুলসুম এর কাছ থেকে গত দুই মাস আগে ১৭ হাজার টাকা সুদে আনেন ওই নির্যাতিতা মমতাজ বেগম। বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে সুদের টাকা চাইতে গেলে টাকা না দেওয়ায় তার বাড়ির সামনে কাঁঠাল গাছের সাথে মা মমতাজ ও মেয়েকে বেঁধে এলোপাথাড়ি ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজনসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় মমতাজ বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ে করেন।

কালিয়াকৈর থানার পুলিশের ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হৃদয়-সম্পাদক আহম্মদ উল্লাহ

নিউজ প্রতিদিন ডটনেট :  নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন মৎস্য জীবি দলের ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে ছলিমুল্লাহ হৃদয় কে সভাপতি ও দেওয়ান আহম্মদ উল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় বক্তাবলী ফেরী ঘাট সংলগ্ন রাজবাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সভাপতি রাসেল প্রধানের সভাপতিত্বে কমিটির অনুমোদন দেয়া উপলক্ষে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা মৎস্য জীবি দলের আহবায়ক এড এইচ এম আনোয়ার প্রধান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলামৎস্য জীবি দলের সদস্য সচিব আমিনুল ইসলাম।

ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সভাপতি মো.রাসেল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দিলিপ, এইচ এম হোসেন হারুন, মো. আমীর হোসেন, মামুন হাসান, আল আমিন।

নির্বাচিত অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি ফয়সাল বেপারী, সহ সভাপতি মোক্তার হোসেন, রুহুল আমিন, দিদার হোসেন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন, দেলোয়ার হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস মাহমুদ, শাহ আলম, সহ যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, নাইম প্রধান, ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ শেখ,সহ সাংগঠনিক সম্পাদক মোহসেন আলী, আলী হোসেন, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মোঃ সজীব আহম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ মুকুল হোসেন, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক মোঃ শাকিল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক সেলিম আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক রহিম বাদশা, ধর্ম সম্পাদক মোঃ সজল আহমেদ, মৎস্য সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

শাশুড়ীকে নিয়ে পালালেন মেয়ের জামাই

নিউজ প্রতিদিন ডটনেট : লমনিরহাটে হাতীবান্ধা উপজেলায়  শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা থানায় জামাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ে করেছেন শ্বশুর নাছির উদ্দিন (৫১)।

অভিযুক্ত জামাই এমদাদুল ইসলাম এনদা (৩৫) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে তরিফ উদ্দিনের ছেলে। তিনি বড়খাতা বাজারের হাজী জামে মসজিদ এলাকার অটোরিকশা পার্সের ব্যবসা করেন।

স্থানীয়রা জানায়, প্রায় দেড় বছর আগে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনা খুলি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাজনীন বেগম (২২) এর সাথে বিয়ে হয় অভিযুক্ত এনদার সাথে। বিয়ের পর জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক তৈরি হয় । প্রতিনিয়তই শাশুড়ী তার জামাইয়ের বাড়িতে বেড়াতে আসতেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে। বিষয়টি নজরে আসে স্ত্রী নাজনীনের।

এ নিয়ে স্বামীর সঙ্গে প্রায় ঝগড়া হতো তার। এ নিয়ে একদিন নাজনীনকে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখেন এনদা। এমতাবস্থায় নাজনীন ঘরের বেড়া ভেঙে পালিয়ে আশ্রয় নেন হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের এক বাড়িতে। সেখান থেকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নাজনীন। এর মধ্যে গত ২১ জানুয়ারি এনদা তার শাশুড়িকে নিয়ে পালিয়ে যায় বলে থানায় অভিযোগ করেন তার শ্বশুর।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়ে আমি একজন অফিসারকে ঘটনার তদন্তে পাঠিয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলে চীন ও যুক্তরাষ্ট্র যা ভাবছে

নিউজ প্রতিদিন ডটনেট :  মিয়ানমারে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে দেশটি রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করে সেনাবাহিনী।

ভোর থেকেই রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সেনা সদস্যরা। সেনা বাহিনীর ক্ষমতা দখলের বিষয়ে মিয়ানমারের বন্ধু দেশ চীন বলছে, তারা সব দিক পর্যবেক্ষণ করছে এবং তথ্য সংগ্রহ করছে এবং পরিস্থিতির দিকেও নজর রাখছে।

মিয়ানমারের অর্থনীতিতে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে চীনের। দেশটির খনি, অবকাঠানো এবং গ্যাস পাইপলাইনসহ বিভিন্ন ক্ষেত্রে বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে চীনের।

সেনা বাহিনীর ক্ষমতা দখলের পর সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মিয়ানমারে কী ঘটেছে, তা আমরা লক্ষ্য করেছি এবং এখন আমরা পরবর্তী পরিস্থিতি নিয়েও জানছি। চীন মিয়ানমারের প্রতিবেশী বন্ধু। আমরা আশা করি, সংবিধান এবং আইন মেনে সব পক্ষ সঠিকভাবে তাদের বিভেদ কাটিয়ে উঠতে পারবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

এদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে নেয়ার পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের দিক থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেছেন, ৮ নভেম্বরর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচত সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতাদের মুক্তি এবং বার্মার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে বার্মিজ সামরিক নেতাদের প্রতি আহ্বান জানাই।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মিয়ানমারের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধা দেয়ার যেকোনো প্রয়াসের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র এবং এই পদক্ষেপগুলো পরিবর্তন না করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

বক্তাবলীতে আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদিতে আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের উদ্যোগে এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

(৩১ জানুয়ারি) রবিবার বাদ আসর ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদি আনন্দ বাজারস্থ সংলগ্ন খেলার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের  আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সায়মন গ্রুপকে পরাজিত করে চাচা ভাতিজা গ্রুপ।

আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সভাপতি মো. সোহরাব ভূইয়ার সভাপতিত্বে এবং মো. হালিম মাদবর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জাহাঙ্গীর হোসেন।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি মো. আলমগীর হোসেন, পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মো. নাজির হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের তালুকদার, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. রাসেল চৌধুরী , ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ মরিয়ম বেগম, পশ্চিম চর গড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সুলতান আহমেদ ভূঁইয়া, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. মতিয়ার রহমান জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. মনির হোসেন, ধলেশ্বরী তীরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন , আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সহ সভাপতি আবু তাহের জাহাঙ্গীর, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. চাঁন মিয়া, ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. জাকির হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক গাজীউর রহমান মোল্লা, পশ্চিম চর গড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক মো. শহীদ উল্লাহ। কাশীপুর তাঁতীলীগের সভাপতি আতিকূর রহমান, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মো. ইয়াসিন, আলোকিত বক্তাবলীর সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম টিটু, এমদাদুল হক মিলন শেখ, আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের প্রচার সম্পাদক মো. লিটন।

প্রচণ্ড শীতকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। খেলায় বিজয়ী দলকে এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে এনড্রয়েড ফোন পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের  উদ্যোগে এলইডি টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। ফাইনালে খেলায় সায়মন গ্রুপ ও চাচা ভাতিজা এই দু’টি দল মুখোমুখি হয়।