৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 54

শিশু কিশোরদের মোবাইল দেয়া যাবেনা–ডিসি নারায়ণগঞ্জ

নিউজ প্রতিদিন:জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দীন বলেছেন,অল্প বয়সে শিশু কিশোরদের হাতে মোবাইল দেয়া যাবেনা। প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি এতইটা সহজ করেছেন যে ৩৩৩ লিখে সেন্ড করলেই আপনি আপনার তথ্য ঘরে বসে পেয়ে যাবেন। আগুন লেগেছে,মারামারি লেগেছে ফায়ার সার্ভিসের ও পুলিশ চলে আসবে। পুষ্টিকর খাবার খেতে হবে এমনটাই নয়। আমাদেরকে সচেতন হতে হবে ও পরিস্কার পরিচ্ছন থাকতে হবে।

তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা মাঠে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা,সদর উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল গফফার,ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান স্বপন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস,শাহনাজ মন্জুর রেখা,মহিলা লীগ নেত্রী পিয়ারী বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে নাহিদা বারিক বলেন,বয়স্ক ভাতা- প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতার টাকা কোন মেম্বার – চেয়ারম্যানের হাতে থাকবে সেই হাত রাখার প্রয়োজন নেই। প্রয়োজনে আমি মন্ত্রনালয়ে লিখিত জানাবো। তবে স্পষ্ট অভিযোগ থাকতে হবে। শোনা কথায় কান না দিতে সকলের প্রতি আহবান জানান।

সন্তানের দিকে নজর রাখুন: ডিসি নারায়ণগঞ্জ

নিউজ প্রতিদিন: অভিভাবকদের নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।

তিনি বলেছেন, পরিবারের সকল সদস্যদের প্রতি খোঁজ খবর রাখতে হবে। অভিভাবকরা তাদের সন্তান কোথায় যায়। কার সঙ্গে মিশে সেদিকে নজর রাখলে, সন্তানরা খারাপ পথে যেতে পারবে না। এক পরিবারের সন্তান কুপথে গেলে পুরো পরিবার ধ্বংষ হয়ে যায়।

বুধবার (২৬ ফেব্রুয়ালী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’– শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনার পরিচালনা করেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজা লিজা (বিপিএম)। তিনি জনপ্রতিনিধিদেরকে উগ্রবাদ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, গোগনগন ইউপি চেয়ারম্যান নওশাদ আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

পি এস সিতে মারজানের ট্যালেন্টপুলে বৃত্তিলাভ

নিউজ প্রতিদিন: ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পি এস সি) পরীক্ষায় – পঞ্চম শ্রেণি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মেধাবী ছাত্র সামিউল ইসলাম মারজান। বর্তমানে সে কুমিল্লার অন্যতম স্বনামধন্য কুমিল্লা জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

সামিউল ইসলাম মারজান কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন উপজেলা পরিষদ স্কুল থেকে (পি এস সি)-২০১৯ পরীক্ষায় অংশগ্রহণ করে সব বিষয়ে জিপিএ-৫ সহ মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৭৯ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে এ বৃত্তি অর্জন করেছে।

শিক্ষার্থীর গর্বিত বাবা খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। তার মাতা মোছা: তাহমিনা আক্তার সেলিনা একজন গৃহিনী। সন্তানের আরও সফলতার জন্য তাঁরা সবার কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি এই কৃতিত্বের জন্য তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী),২০১৯ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট এর তথ্য অনুযায়ী উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা সমাপনী (পি এস সি) পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলা বা থানা কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বণ্টন করা হয়।

মারজান তার এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক ও পিতা মাতার অবদানের কথা স্মরন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও সকল পরীক্ষায় এ ধারা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে একজন দেশ প্রেমিক আদর্শ মানুষ হওয়ার প্রত্যাশায় সকলের নিকট দোয়া কামনা করেন।

শামীম ওসমান অত্যন্ত উদার হৃদয়ের মানুষ-ডিসি নারায়ণগঞ্জ

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ ইতিহাস,ঐতিহ্যের নগরী মন্তব্য করে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, এ জেলায় সামসুজ্জোহার মতো নেতার জন্ম না হলে বঙ্গবন্ধু নারায়ণগঞ্জে আসতেন না। শনিবার বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করা হবে।

তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হব। তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান অত্যন্ত উদার হৃদয়ের মানুষ। তিনি শিক্ষার ক্ষেত্রে সব সময়ই অগ্রনী ভূমিকা রেখে থাকেন।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, ভালো মানুষ হতে হলে নিজ মাকে ভালোবাসতে হবে, দেশ মাকে ভালোবাসতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশ প্রেমিক হতে আহবান জানান। এর আগে বিদ্যালয়ের দক্ষিণ ভবনে মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল,ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, বিদ্যালয়ের দাতা সদস্য ফরিদ আহমেদ লিটন ও ম্যানেজিং কমিটির সদস্য এস এম হুমায়ূন কবীর প্রমুখ।

ভাষা দিবসে কানাই নগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজ’র শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে কানাই নগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান  বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, মুহাঃ হারুনুর রশীদ সরকার, মোঃ ফিরুজুর রহমান খান, আব্দুল মান্নান খান, রবীন্দ্রনাথ হাওলাদার, মুহাঃ জহির উদ্দিন বারী, মোঃ ইউনুছ আলী, মোঃ নুরুল হক, মোঃ, মোঃ হায়দার আলী, মোঃ আফজাল, গোলাম মোস্তফা, ইমরান হোসেন প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান, কবিতা, একুশের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

বক্তাবলীর পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয়ের মাতৃভাষা দিবস পালন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের গান কবিতা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চরগড়কুল উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ নাজির হোসেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে ভাষা দিবসের তাৎপর্য ও এর ইতিহাস তুলে ধরেন এবং প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ।

নাজির হোসেন বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা । তাদের অবদান বাঙ্গালী জাতি চিরকাল মনে রাখবে।

অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক গান, কবিতা ও একুশের বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অবিভাকবৃন্দ ছাড়াও  স্কুলের শিক্ষার্থীরা ।

বক্তাবলী ৯নং ওয়ার্ড  আওয়ামী লীগের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি মো.আমজাদ হোসেন বাদনের নেতৃত্বে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী)  সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন,যুবলীগ নেতা ফিরোজ আহমেদ মনির,সাফায়েতউল্লাহ,মো.মোহন,মো.হানিফ,মো.হাবিবুর,মো. সাকিব ও মো.মাহাবুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলী ইউনিয়ন পরিষদ। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলীর সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী)  সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ইউপি মেম্বারগণ।

এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন মাষ্টার, আতাউর রহমান প্রধান,মনির হোসেন,আমজাদ হোসেন বাধঁন, আকিল উদ্দিন,ওমর ফারুক,মরিয়ম বেগম, কুলসুম বেগম,সহকারী নুর মোহাম্মদ টিটু,মিরাজ হাওলাদার প্রমুখ।

আলোকিত বক্তাবলীর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলীর সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী। আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন ও সাধারণ সম্পাদক মো.আবুল কালামের নেতৃত্বে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আলোকিত বক্তাবলী।এসময় উপস্থিত ছিলেন,আলোকিত বক্তাবলীর সহ-সভাপতি মো.দেলোয়ার হোসেন,মো.রহমত উল্লাহ,মো. সানাউল্লাহ,
যুগ্ম-সাধারণ সম্পাদক মো.রাশেদুল ইসলাম সুমন,মো.অহিদুল ইসলাম টিটু,সাংগঠনিক সম্পাদক মো.বাদল হোসেন ববি,সহ সাংগঠনিক সম্পাদক মো.মিলন শেখ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রানা,বিশেষ সম্পাদক মো.মনির হোসেন।

আরো উপস্থিত ছিলেন,মো. ইমন মুন্সী মোহাম্মদ ফয়সাল,মো.রাসেল,মো.জাহিদ মুন্সি, মো.আমজাদ হোসেন, মো.দাদন গাজী, মো.নাঈম,মো.সাকিল হাসান, মো.হাফিজুর রহমান,মো.জুনায়েত গাজী, মো,রিদুয়ান গাজী,মো.সিয়াম,মো.শাকিল গাজী ও মো,আল আমিন প্রমূখ।

শওকত চেয়ারম্যান অসুস্থ,পরিবারের দোয়া কামনা

নিউজ প্রতিদিন: ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী অসুস্থ। কয়েকদিন ধরেই তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছেন।

শওকত আলীর পরিবার সূত্র জানায়, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে কয়েকদিন ধরে তিনি অসুস্থবোধ করছেন।

পরিবারের সদস্যরা তার রোগমুক্তির জন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সকলের নিকট দোয়া কামনা করেন।

চেয়ারম্যান শওকত আলী বলেন, ১৭ ফেব্রুয়ারী  (সোমবার) চিকিৎসার জন্য রাজধানী এ্যাপোলো হাসপাতালে গিয়েছিলাম। আজ আবাবও যাবো। স্বাস্থ্যর অবস্থা আগের চেয়ে ভালো। সবাই দোয়া করবেন।