১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 80

বক্তাবলীর উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল

পরিদর্শনে আসা ইউনিসেফ প্রতিনিধি দলের সামনেই জেলা সিভিল সার্জনের কাছে বক্তাবলীতে ২০ শয্যার একটি আধুনিক হাসপাতাল করে দেবার জন্য অনুরোধ জানান ইউপি চেয়ার‌্যামন এম শওকত আলী। তিনি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এ দাবিটিকে যথাযথ প্রক্রিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠানোর জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানান। সিভিল সার্জনও বিষয়টি গুরুত্ব দিয়ে অতি শিগগিরই একটি প্রস্তাবনা স্বাস্থ্যসচিব বরাবর পাঠাবেন বলে শওকত আলীকে আশ্বস্ত করেন।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতিসংঘ’র শিশু তহবিলের (ইউনিসেফ) একটি প্রতিনিধি দল বক্তাবলীর তৃণমূলের কমিউনিটি স্বাস্থ্যসেবার চিত্র দেখতে এলে উপস্থিত সকলের সামনেই সিভিল সার্জনের কাছে এ আবেদন জানান তিনি।

উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে ইউনিসেফের প্রতিনিধি দলটিকে শওকত আলী তাঁর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চায়ের আমন্ত্রণ জানান। চা-চক্রের ফাঁকে শওকত আলী প্রতিনিধি দলের সদস্যদের উপস্থিতিতেই সিভিল সার্জনের কাছে এ আবেদন তুলে ধরেন। প্রতিনিধি দলের সদস্যরাও বিষয়টিতে সম্মতি প্রকাশ করেন।

শওকত আলী জানান, সরিফুননেসা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নামেই ৩২ শতাংশ জমি রয়েছে। এর উপরে অনায়াসে একটি ২০ শয্যার হাসপাতাল হতে পারে। হাসপাতালটি হলে এ ইউনিয়ন ছাড়াও পার্শবর্তী আলীরটেক ও সিরাজদিখান ইউনিয়নের মানুষ স্বাস্থ্যসেবা পাবে। স্বাস্থ্যসেবার জন্য তাদের শহরের হাসপাতালে ছুটতে হবে না।

জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বিষয়টি সুপারিশ আকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন বলে চেয়ারম্যানকে আশ্বস্ত করেন। এজন্য তিনি সরিফুননেসা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. সায়েমকে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের আদেশ দেন।

মঙ্গলবার কমিউনিটি স্বাস্থ্যসেবার চিত্র দেখতে দূর্গম চরাঞ্চল বক্তাবলীতে ছুটে আসে জাতিসংঘর শিশু তহবিলের (ইউনিসেফ) একটি প্রতিনিধি দল। এসময় দলটি ইউনিয়নের কয়েকটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

পরিদর্শনকালে দলটি কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থার তৃণমূলে বাংলাদেশে চিত্র তুলে ধরতে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। মূলত: প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু ও মাতৃস্বাস্থ্য সেবার মান ও সহজলভ্যতা নিয়ে কাজ করছে।

প্রতিনিধি দলে ছিলেন-ইউনিসেফ’র মনিটরিং স্পেশালিস্ট রেমি ম্যাওয়ামবা, কমিউনিটি ইনফরমেশন সিস্টেম’র কনসালটেন্ট ডা. গুইলহেম ল্যাবাডি, ইউনিসেফ বাংলাদেশ’ র হেলথ অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস ও ইউনিসেফ প্রধান কার্যালয়ের হেলথ স্পেশালিস্ট ডা. এএসএম শাহাবউদ্দিন।

শ্বাসরুদ্ধকর ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:এর চেয়ে রোমাঞ্চকর ফাইনাল আর হতে পারে না। বলতে গেলে ফাইনাল বিশ্বকাপের মতোই হয়েছে। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটির ভাগ্য নির্ধারিত হলোসুপার ওভারে। স্নায়ু চাপের এই ম্যাচে অবশেষে কিউইদের মাত্র ১ রানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।

অসাম্যান্য লড়াই করে অবশেষে জয় ছিনিয়ে নিল ইংলিশরা।

এর আগেশেষ বলে ২ রান নিতে গিয়ে আউট হয়ে যান তিনি। তাতে স্কোর দাঁড়ায় ২৪১। রান টাই হওয়ার খেলা গড়ায় সুপার ওভারে।

তীরে গিয়ে তরী ডোবার অবস্থা হয়ইংল্যান্ডের। জয়ের জন্য শেষ ১০ বলে প্রয়োজন ছিল ২২ রান। এমন অবস্থায় জেমি নিশাসের ৪৯তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ট্রেন্ট বোল্টের ক্যাচে পরিণত হন। কিন্তু ক্যাচ তালুবন্দি করে ব্যালেন্স রাখতে পারেননি বোল্ট।

তার পা বাউন্ডারি রশি স্পর্শ করলে আম্পায়ার ছক্কার নির্দেশ দেন। তখন বেন স্টোকস আউট হলে ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারত।

তারপরও খেলায় ছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম দুই বল ডট দেন ট্রেন্ট বোল্ট। ঠিক পরের বলে ছক্কা হাঁকান বেন স্টোক। তার পরের বলে ডাবল রান নেয়ার চেষ্টা করেন বেন স্টোকস ও আদিল রশিদ।

কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডার সঠিক জায়গায় বল থ্রো না করায় অতিরিক্ত আরও চার রান পেয়ে যায় ইংল্যান্ড।

শেষ দুই বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩ রান। পঞ্চম বলে রান আউট হন আদিল রশিদ। শেষ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। বেন স্টোকস ও মার্ক উড দৌড়ে সেই রান নিতে গিয়ে রান আউট হন বেন স্টোকস।

রোববার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন হেনরি নিকোলস। এছাড়া ৪৭ রান করেন টম লাথাম।

টার্গেট তাড়া করতে নেমে ৮৬ রানে জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো ও অধিনায়ক ইয়ন মরগানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড।

এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে খেলায় ফেরান বেন স্টোকস ও জস বাটলার। পঞ্চম উইকেটে তারা ১১০ রানের জুটি গড়েন। এরপর ৭ রানের ব্যবধানে বাটলার ও নতুন ব্যাটসম্যান ক্রিস ওকসের উইকেট হারিয়ে ফের চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড। তবে অনবদ্য ব্যাটিং করে যান বেন স্টোকস।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। গত বিশ্বকাপে সর্বোচ্চ রান করে যাওয়া কিউই এ ওপেনার এবারের আসরে চরম ব্যর্থ। ১০ ম্যাচ খেলে মাত্র ১৮৬ রান করেন।

এরপর ওয়ান ডাউনে নামা কেন উইলিয়ামসনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন হেনরি নিকোলস। বিশ্বকাপে ধারাবাহিক রান করে যাওয়া নিউজিল্যান্ড অধিনায়ক ৫৩ বলে ৩০ রান করে ফেরেন।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া হেনরি নিকোলস লিয়াম প্ল্যাঙ্কেটের গতির বলে বোল্ড হয়ে ফেরেন। তার আগে ৭৭ বলে চারটি চারের সাহায্যে ৫৫ রান করেন তিনি।

এরপর ২৩ রানের ব্যবধানে ফেরেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেইলর। বিশ্বকাপে কেন উইলিয়ামসনের সঙ্গে পাল্লা দিয়ে রান করে যাওয়া টেইলর এদিন সুবিধা করতে পারেননি। ৩১ বলে ১৫ রানে ফেরেন তিনি।

ব্যাটিংয়ে নেমে ভালোই খেলছিলেন জেমস নিশাম। ২৫ বলে ১৯ রান করেন প্ল্যাঙ্কেটের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন টম লাথাম। তার ৫৬ বলের ৪৭ রানের সুবাদে ২৪১ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

নাসিকের ৮৭০ কোটি টাকার বাজেট ঘোষনা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০১৯-২০ অর্থবছরে ৮৭০ কোটি ৩৯  লাখ ৭৭ হাজার ৭৬ টাকার অষ্টম  বাজেট ঘোষণা করা হয়েছে।

যা গত অর্থবছরে ঘোষণা করা  বাজেটের চেয়ে ১৫৪ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৬৯৯ টাকা বেশি। ২০১৮-১৯ অর্থবছরের ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিলো।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায়  নগর ভবন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০১৯-২০ অর্থবছরের বাজেট ১৭ মিনিট ধরে ঘোষণা করেন মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। এসময় বাজেট ঘোষণা অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ও নাসিকের সিও এএফএম এহতেশামূল হক।

নাসিকের অষ্টম বাজেটে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৮৭০ কোটি ৩৯  লাখ ৭৭ হাজার ৭৬ টাকা আয় (যার মধ্যে রাজস্ব খাতে ১৩৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৩১৭ টাকা ও উন্নয়ন খাতে ৭৩৫ কোটি ৪০ লাখ ৬১ হাজার ৭৫৮ টাকা) আয় ধরা হয়েছে  এবং ৮৬৫ কোটি ১৭ লাখ ১২ হাজার ২৪৭ টাকা (যার মধ্যে রাজস্ব খাতে ১১৩ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ২৫১ টাকা ও উন্নয়ন খাতে ৭৫১ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা) ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত রাখা হয়েছে ৫ কোটি ২২ লাখ ৬৪ হাজার ৮২৯ টাকা।

বাজেট ঘোষণার সময় মেয়র আইভী বলেন, এবারের বাজেট ঘোষণায় একটু নিয়মের ব্যত্যয় ঘটনা হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় প্রথমবারের মতো মন্ত্রী পেয়েছে। তাই তাকে এবার আমন্ত্রণ জানিয়েছি। এরপর মেয়র বাজেট ঘোষণা শুরু করেন।

এবারের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, সবাইকে একটি সুখবর দিতে চাচ্ছি। কদমরসুল সেতু গতবছরের ৯ অক্টোবর একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছিলেন। ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৩৮৫ মিটার দৈর্ঘ্য এবং সাড়ে ১২ মিটার বিশিষ্ট সেতুটি ৫নং ঘাট দিয়ে নির্মিত হবে।

সেতুটির নকশা অনুযায়ী নির্মাণ কাজের পরামর্শক নিয়োগ প্রায় সম্পন্ন হয়ে যাবে। আগামী ডিসেম্বর মাসেই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সেতুটির কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে পারবো ইনশাআল্লাহ।

আমাদের কাঙ্খিত চাওয়া ছিলো সদর ও বন্দরের দুইপাড়ের বাসিন্দাদের সেতুবন্ধন করার। স্বাধীনতার ৪৭ বছরেও আমরা সেতুবন্ধনে আবদ্ধ হতে পারি নাই। এই সেতুর অনুমোদনের জন্য আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মেয়র হিসেবে তৃতীয়বারের মতো বাজেট ঘোষণার সময় আইভী বলেন, গতঅর্থবছরের ঘোষিত বাজেটে প্রস্তাবিত অধিকাংশ উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছি। এযাবৎ সিটি করপোরেশন ৫৪টি মাসিক সভায় ২ হাজার ৩৬৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। যার মধ্যে ৭৯২টি গৃহিত প্রকল্পের বিপরীতে ১ হাজার ৯০৩ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ১৬২ টাকার দরপত্র আহবান করা হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৩১৩ কোটি ৭৭ লাখ ৩ হাজার ৩১২ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে।

মেয়র বাজেট ঘোষণার সময় বলেন, সিটি করপোরেশন কঠিন বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার জন্য সরকার ইতিমধ্যেই প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জালকুড়িতে ২৩ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন নাসিককে জায়গার দখলও বুঝিয়ে দিয়েছে। জায়গার সীমানা প্রাচীর তৈরির দরপত্র আহবান করা হয়েছে।

নারায়ণগঞ্জে বর্জ্য ফেলার যে সমস্যা তা এই প্রজক্টের মাধ্যমে সমাধান হবে বলে আশা করেন মেয়র। তিনি বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসনের জন্য ৬টি বহুতল ভবন তৈরির অনুমোদন সরকার দিয়েছেন। এটির দরপত্রও আহবান করা হয়েছে।

টানবাজারের সুইপার কলোনীতে ২টি, ১৭ নংওয়ার্ডে দুইটি, ইসদাইরে ২টি মোট ৬টি দশতলা ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে।  রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণ ও বৃক্ষরোপনে এই অর্থবছরে প্রায় ৩০ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পঞ্চবটিতে নতুন করে জৈব সার উৎপন্ন করার জন্য একটি প্রজেক্ট নেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, ওই প্রজেক্টে পলিথিন বা পাস্টিক হতে কালো কার্বনের রূপান্তরের মাধ্যমে অপরিশোধিত তেল উৎপন্ন করা হবে। এতে বর্জ্যরে কাজে নিয়োজিত গাড়িতেই এই তেল ব্যবহৃত হবে।

বর্তমানে নাসিকের চলমান কয়েকটি কাজের কথা তুলে ধরে মেয়র বলেন, মিউনিসিপ্যাল গভার্নেন্স সার্ভিসেস প্রকল্পের (এমজিএসপি) আওতায় বিশ্বব্যাংক বাবুরাইল খাল খননের জন্য ২৫০ কোটি টাকা বাজেট দিয়েছেন।

ইতিমধ্যে শীতলক্ষ্যা নদী থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার আমরা এই খাল খনন করছি। এই কাজের অগ্রগ্রতি প্রায় ৩০ ভাগ। যথাসময়ে এই কাজটি আমরা শেষ করতে পারবো। এমজিএসপির মাধ্যমে ৫০/৬০ কোটি টাকার কাজ সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ও কদমরসুল অঞ্চলে করা হচ্ছে।

মেয়র আইভী বলেন, জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থা  (জাইকার) অর্থায়নে সিটি গভার্নেন্স প্রকল্পের (সিজিপি) আওতায় প্রায় ৪০০ কোটি টাকার কাজ চলমান আছে। এসবের মধ্যে রাস্তা-ঘাট, ড্রেন, খেলার মাঠসহ ভৌত অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজ রয়েছে। এর বাইরে বাংলাদেশ সরকারের অর্থায়নেও বিভিন্ন কাজ চলমান আছে।

এর মধ্যে উল্লেখযোগ্য দেওভোগের শেখ রাসেল পার্ক। গত ১৬/১৭ বছরের চেষ্টায় নগরীতে একটি পার্ক করতে সক্ষম হয়েছি। খুব শীঘ্রই পার্কটি উন্মুক্ত করে দেয়া হবে। জলাশয়টি সংরক্ষণ করতে পেরেছি। জল্লারপাড় খালের জন্যও আমরা টেন্ডার দিয়ে দিয়েছি।

নগরীতে আলাউদ্দিন খাঁ স্টেডিয়াম, আলী আহাম্মদ চুনকা স্টেডিয়াম, নাগ মহাশয়ের মাঠসহ বন্দরের সোনাকান্দা হাট-মাঠ, কদমরসুল মাঠ, দরগাহের কাজ, সিদ্ধিরগঞ্জের বিশাল লেক (১২৫ কোটি টাকার দরপত্র দেয়া হয়েছে) যাতে ৬টি সেতুর কাজ রয়েছে, লেকটিকে নান্দনিক করার জন্য লেকের পাড় ঘেঁেষ রাস্তা এবং একটি এমপি থিয়েটার করার কাজ চলমান রয়েছে।

মেয়র আইভী বলেন, নগরীর চারুকলা ইনস্টিটিউট ভেঙে দিয়েছিলাম। চারুকলাকে সংরক্ষণ করার জন্য ৭ কোটি টাকা ব্যয়ে চারুকলা কলেজ ও হোস্টেল নির্মাণের দরপত্র আহবান করা হয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে নাসিক কাজ করছে। এবারও এখাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ইউএনডিপি, ইউএসএইড, জাইকা, বিশ্বব্যাঙ্ক সহযোগিতা করছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ বেগম হোসনে আরা বাবলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূইয়া, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভাসহ অন্যান্য কাউন্সিলরগণ, ডাক্তার, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার পাশাপাশি জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১১ সালের ৩০ অক্টোবর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারে মতো বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। ওই বছরের ২৫ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করেন তিনি। ওই বাজেট ছিল ৩০৭  কোটি টাকার। এরপর ২০১৩-২০১৪ অর্থ বছরে নাসিকের বাজেট ছিল ৪০৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা।

২০১৪-২০১৫ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৪২৪ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা। ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজেট ছিল ৪৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকার। ২০১৬-২০১৭ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৬০১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকার। ২০১৬ সালের ২২ ডিসেম্বর  সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার পর নাসিকের ৬ষ্ঠ বাজেট ঘোষণা করেন মেয়র আইভী।

২০১৭ সালের ২৩ জুলাই ২০১৭-২০১৮ অর্থ বছরে ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকা ঘোষণা করেন তিনি। ২০১৮ সালের ১৮ জুলাই নাসিকের সপ্তম বাজেট ২০১৮-১৯ অর্থবছরে ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকা ঘোষণা করা হয়।

অশিক্ষিত মানুষের চেয়ে অল্প শিক্ষিত মানুষই বেশি ক্ষতিকর

নজরুল ইসলাম তোফা : সব জিনিস এবং বিষয়ের মর্যাদা সব মানুষের বোঝার ক্ষমতা বা দক্ষতা থাকে না। যথাযথ স্থানে যথাযোগ্য ব্যক্তি অধিষ্ঠিত না হলে সত্য, সুন্দর, মঙ্গল একেবারে ধুলিষ্মাৎ হয়। সেখানে স্হান করে নেয় যেন অত্যাচার, জুলুম আর দুর্নীতি।সুুতরাং জীবনকে সুুুন্দর ও শোভন রূপে গড়ে তোলা না হলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া যায় না। এজন্য মানব জীবনে যেন সবচেয়ে বেশি প্রয়োজন জ্ঞানের। জ্ঞানই শক্তি আর জ্ঞানেই মুক্তি। কারণ, জীবন যাপনে সকল মানুষকে হাজারো সমস্যা মোকাবিলা করেই ‘সম্মুখে অগ্রসর’ হতে হয়। আপন জন্মের ব্যাপারেই মানুষের নিজের কোনো ভূমিকা থাকে না। উঁচু বা নিচু, ধনী বা দরিদ্র পরিবারে তার জন্ম হওয়াই যেন তার ইচ্ছা ও কর্মের ওপর নির্ভর করে না। কিন্তু কর্ম জীবনে তার ভূমিকা এবং অবদানের দায় তার নিজের উপর বর্তায়। এই পৃথিবীতে মানুষের প্রকৃত বিচারে তার জন্ম-পরিচয় তেমন গুরুত্ব বহন করে না বলেই মনে করি।

বরং মানুষ কর্ম-অবদানের মাধ্যমেই পেয়ে থাকে বহু মর্যাদার স্হান বা আসন এবং হয়ে যান একে বারেই বরণীয়-স্মরণীয়। পক্ষান্তরে আবার বলা যায়, এমন সমাজে এক দল লোক রয়েছে, যারা কি না তাদেরই বংশ আভিজাত্যে নিজেদের জ্ঞানী এবং সম্ভ্রান্ত মনে করে। তারা বংশ মর্যাদার অজু হাতে সমাজে বিশেষ মর্যাদা দাবিও করে। সুতরাং- এমন আলোচনার মুল উদ্দেশ্যটা হলো অল্পবিদ্যা ভয়ঙ্কর বা ভয়ঙ্করী। অতি জ্ঞানী ভাবধরা গোবরে পোকার পাণ্ডিত্যেরই কিঞ্চিৎ বিশ্লেষণ মাত্র। অল্পবিদ্যা অর্থ সামান্য লেখা পড়া বা জ্ঞান। আর “অল্প বিদ্যা ভয়ঙ্করী” হচ্ছে সামান্য বিদ্যা ক্ষতিকর, কারণ এতে অহঙ্কার জন্মে, কিন্তু জ্ঞান হয় না। ছোট বেলায় সবাই পড়াশোনায় ব্যবহার করতো অল্পবিদ্যা ভয়ঙ্করী (অল্প বিদ্যার গর্ব)। আবার তাকে বাক্য তৈরিতেও নিয়ে যেতো। -“অল্প বিদ্যা ভয়ংকরী বলেই অর্বাচীন- জব্বার মিয়া এ বাংলাদেশের সেরা বৈজ্ঞানিক “ড. কুদরাত-এ-খুদা’র” বৈজ্ঞানিক তত্ত্বের সমালোচনায় অগ্রসর হয়েছিল।

সুতরাং সে সব মানুষের প্রয়াস বাস্তবতা বিবর্জিত ও হাস্যকর। আসলে এখনো সমাজের নিচুতলায় জন্ম নিয়েও তারা কর্ম বা অবদানে বড় কিংবা জ্ঞানী হতে পারছে। মানব সমাজের ইতিহাসে এ রকম উদাহরণ অজস্র। কিন্তু “অল্প বিদ্যা ভয়ঙ্করী” এই প্রবাদটা কম বেশি সকলের জানা থাকলেও প্রয়োগটা কম। ”অল্প বিদ্যা ভয়ঙ্কর বা ভয়ঙ্করী” কথাটি অতি মাত্রায় সত্য।বলতে চাই যে অশিক্ষিত মানুষের চেয়ে অল্পশিক্ষিত মানুষরা সমাজের জন্যে বেশি ক্ষতি কর। অশিক্ষিত মানুষরা কেউ কোন বিষয়ে না জেনে মন্তব্য করে না বা তর্ক করে না। নিজেকে নিয়েও তারা জাহির করে না। পক্ষান্তরেই অল্প অশিক্ষিত মানুষরা যা জানে না তা নিয়ে তর্ক করতে দ্বিধা করেনা। তারা তাদের স্বল্প বিদ্যাকে পুঁজি করে পৃথিবীর সব কিছুকেই পরিমাপ করতে চায় আবার যেন ঠকবাজী করে তা পরিমাপ করেও ফেলে।

সকল অল্প শিক্ষিত মানুষকে কটাক্ষ করে এমন এই আলোচনার মুল বিষয় নয়। ‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’ এই প্রবাদ বাক্যটিকে এতদিন কথার কথাতেই যেন দাঁড় করানো হতো৷ কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এর উক্তি দ্বারা বুঝা যায় যে, তাঁরও ইতিহাস ও ভিক্তি রয়েছে।তিনি বলেন, আমরা সবাই কম বেশি জানি তা হলো অল্পবিদ্যা ভয়ঙ্করী। কিন্তু কেন ভয়ঙ্করী তা জানি না। মানুষদের জ্ঞান-বিজ্ঞানকেই বাড়িয়ে চলার সাধনার ক্ষেত্রে যেন চির দিনই আমিত্বের অহংকার বড় বাধা হয়ে থেকেছে। মানুষ যেটুকু জানেন, তারচেয়ে সেটা বলা এবং জানানোর জন্য ‘চেষ্টা কিংবা গর্ব’ করেন।মনে করে থাকেন যথেষ্ট জ্ঞান অর্জন হয়েছে,- এটাই মানুষের অহংকার কিংবা তার- “নিজস্ব অল্প বিদ্যার অহংকার”।

নারায়ণগঞ্জে কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ১৫০ মিটার কারেন্টজাল সহ ১ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। মো: রেজাউল করিম (৪৮) নামে একজনকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এর নেতৃত্বে রোববার (৭ জুলাই) নারায়ণগঞ্জ গোগনগরের চর সৈয়দপুর (কাঠপট্টি গুদারাঘাট সংলগ্ন) এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সাথে জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ঊনষাট হাজার (৫৯,০০০) টাকা বলে জানা গেছে।

অপসাংবাদিকদের কোন ছাড় নয়-ওসি আসলাম হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ কোন অপরাধীর সাথে আপোষ নয় মন্তব্য করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেছেন, আমি কোন অপরাধীকে অপরাধ করতে দিবোনা। কেউ অপরাধ করেও পার পাবে না। আমি মানুষের সেবা করতে আসছি, কোন অপরাধীর সাথে সখ্যতা গড়তে আসিনি। আমি মানুষের সেবা করতে চাই। মানুষের মঙ্গলের জন্য যা যা করতে হয় আমি তা করবো। এ জন্য সাংবাদিকদের সহযোগীতা চাই।

শনিবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে অনলাইন নিউজ পোর্টাল প্রেসবিডি ডটনেট এর বর্সপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম হোসেন বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে হলে পুলিশ সাংবাদিক মিলেমিশে কাজ করলে এই সমাজ থেকে অল্প সময়ের মধ্যে অপরাধ প্রবণতা দূর হবে। আমি ৯৫ ভাগ ভাল মানুষের জন্য কাজ করতে চাই, ৫ ভাগ মন্দ মানুষের জন্য নয়। সন্ত্রাস,মাদক,ভূমিদ্যুতা কিংবা চাঁদাবাজকে আমরা ছাড় দিবোনা। তিনি বলেন, সমাজে অপরাধগুলো সংবাদের মাধ্যমে উঠে আসলে এসব অপরাধ নির্মূল করা সহজ হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে।

অপ সাংবাদিকদের কোন ছাড় নয় মন্তব্য করে আসলাম হোসেন বলেন, যারা অপ সাংবাদিকতার সাথে জড়িত রয়েছে, কিংবা সাংবাদিকতার নাম ব্যবহার করে অপরাধ করে আমরা তাদের কঠোর ভাবে দমনে কাজ করে যাচ্ছি। কেউ অপরাধ করে পার পাবে না। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমরা তৎপর।

প্রেস বিডি ডটনেটের সম্পাদক বদিউজ্জামানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক মাসুদুর রহমান দিপু,দৈনিক ভোরের কথার সহ সম্পাদক সবুজ, প্রেস বিডির বার্তা সম্পাদক আবুল কাশেম, ফতুল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক জি এ রাজু, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সদস্য মাসুদ আলী, মোঃ সেলিম হোসেন, রকিব চৌধুরী শিশির প্রমখ।

ফতুল্লায় ১২ শিক্ষার্থীকে ধর্ষণ:শিক্ষক গ্রেফতার

১২জন শিক্ষার্থীকে যৌন নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে ফতুল্লা থেকে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদরাসার শিক্ষককে আটক করেছে র‌্যাব।

ওই শিক্ষককের নাম মাওলানা মো. আল আমিন। তিনি মামুদপুর এলাকায় বাইতুল হুদা ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। একইসঙ্গে সে ফতুল্লা এলাকায় বায়তুল ফালাহ মসজিদের ইমাম হিসেবেও দায়িত্বে আছেন। এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, কিছুদিন পূর্বে সিরিয়াল রেপিস্ট আশরাফুল আরিফকে গ্রেফতারের ঘটনায় টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের ভিডিও ক্লিপ তার ফেসবুক ওয়ালে আপলোড করেছিল।

গত দুইদিন পূর্বে বাইতুল হুদা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী এবং তার মা ফেসবুক দেখছিল। এ সময় হঠাৎ আলেপ উদ্দিনের ওয়ালে থাকা ভিডিওটি দেখে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী তার মাকে বলেছিল যে, মা আমাদের হুজুর কে কেন গ্রেফতার করে না র‌্যাব, আমাদের হুজুর আমাদের সাথে এরকম এরকম করে। আমার ওই মাদ্রাসায় যেতে ভালো লাগে না। আমি মাদ্রাসায় আর যাবো না। পরে বিষয়টি ওই মেয়ের মা র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের সাথে শেয়ার করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ঘটনাস্থলে এসে ওই মেয়ের জবানবন্দি নেন এবং ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নেমে জানতে পারেন ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১০ থেকে ১২ জন ছাত্রীকে ধর্ষণ করেছে। পরে ওই মেয়েকে কৌশলে মাদ্রাসায় পাঠিয়ে তারা শিক্ষককে আটক করেন। পরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ঘটনাস্থলে এসে ওই মেয়ের জবানবন্দি নেন। এর ভিত্তিতে আজ বৃহস্পতিবার মাদরাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, মাদ্রাসার ভেতরে পরিবার নিয়ে থাকতেন অধ্যক্ষ আল আমিন। বাসায় তাঁর স্ত্রী না থাকলে বা মাদ্রাসা ছুটি হলে নানা কৌশলে অধ্যক্ষ আল আমিন ছাত্রীদের মাদ্রাসায় ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই অধ্যক্ষ ১২জন শিশুদের ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। এ ঘটনা জানতে পেরে অধ্যক্ষের শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।

মাদক ব্যবসায়ীর সাথে খোকন প্রধানের অডিও ফাস

স্টাফ রিপোর্টার: ফতুল্লায় নামধারী ৯ সাংবাদিক গ্রেফতার হলেও তবুও দৌরাত্ম্য কমেনি কথিত সাংবাদিকদের। ফতুল্লার বেশ কিছু নামধারী সাংবাদিক রয়েছে। এরা কোন না কোন রাজনৈতিক দলের নেতা এবং নিজেকে সংবাদ কর্মী পরিচয় দিয়ে সর্বত্র প্রভাব বিস্তার করে চলেছে। এদের মধ্যে অন্যতম খোকন প্রধান। যিনি একাধারে একটি রাজনৈতিক দলের পদ-পদবী ব্যবহার করে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েও ঘুরে বেড়ান। সম্প্রতি এই কথিত সাংবাদিকের সাথে এক মাদক ব্যবসায়ীর মোবাইলে কথোপকথন ফাস হয়েছে। মোবাইলে কথোপকথনে খোকনের দাবি, তার দরবারের মুরিদ না হয়ে কেউ ফতুল্লা স্টেশন এলাকায় মাদক ব্যবসা করতে পারে না। কথিত এই নামধারী সাংবাদিকের অডিও ফাঁস হওয়ার খবরে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক মহলে তোলপাড় শুরু হয়েছে। খোকন প্রধান ঢাকা টুডে টাইমস নামে একটি নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। ১৩ মিনিট ৪৩ সেকেন্ডের অডিওতে বেশ কয়েকবার তিনি মাদক ব্যবসায়ী চিকনা শাহিনের কাছে মোটা অংকের টাকা দাবি করেছে। এছাড়া ফতুল্লা মডেল থানার ওসির সাথে তার কথা হয় এবং ওসি তার কথা গুরুত্ব দিয়ে থাকেন বলেও উল্লেখ করেন। এক পর্যায়ে তিনি বলেন আমার দরবারের মুরিদ না হলে কেউ ফতুল্লা স্টেশনসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করতে পারেন না। ডাকাত শাহিনসহ(ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত বোমা লিপুর ভাই) সবাই আমার মাজারের মুরিদ হয়ে ব্যবসা করছে। অডিও ফাসের পাশাপাশি নারী দিয়ে ফাসিয়ে বø্যাকমেইলিংয়ের একটি ভিডিও প্রকাশ হয়েছে সাংবাদিক নামধারী খোকনের। ভিডিওতে তিনি একজনকে বø্যাক মেইলিং করতেও দেখা গেছে। এখানে তিনি এক ভদ্রলোকের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেছে। স্থানীয় কিছু বখাটে যুকদের মাধ্যমে কৌশলে নারী দিয়ে আটক করে বিচারকের ভূমিকায় অবর্তীণ হয় খোকন প্রধান। তিনিই বø্যাক মেইলিংয়ের শিকার ভদ্রলোককে সন্ধ্যার মধ্যে ২০ হাজার টাকা দিয়ে যেতে বলেন। এর আগে মুন্সিগঞ্জের এক ব্যবসায়ীকে বø্যাক মেইলিংয়ের মাধ্যমে তার মটর সাইকেল ও নগদ টাকা রেখে দিয়েছিল খোকন প্রধান ও তার সহযোগীরা। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার তৎকালিন ওসি(অপারেশন) মজিবুর রহমান স্টেশন রোডের পাকিস্তানি বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খোকন প্রধানের ২ সহযোগীকে গ্রেফতার ও মটর সাইকেল উদ্ধার করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের হয়। তবে রহস্যজনক কারণে এ মামলা থেকে খোকন প্রধানের নাম বাদ দেয়া হয়। স্থানীয়রা জানায়, খোকন প্রধান প্রাইমারী স্কুলের গন্ডি না পেরোলেও নিজেকে বড় সাংবাদিক হিসেবে জাহির করে আসছে। স্থানীয় মহলে খোকন প্রধান ফেন্সী খোকন নামেও পরিচিত।

এদিকে, নামধারী সাংবাদিক খোকন প্রধানের সাথে মাদক ব্যবসায়ীর মোবাইলে কথোপকথনের অডিও ও বø্যাক মেইলিংয়ের ভিডিও ফাঁস হওয়ার খবরে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

এব্যাপারে ডিআই-২ সাজ্জাদ রোমন জানান, এসপি মহোদয়ের নির্দেশ সাংবাদিক হোক কিংবা অপসাংবাদিক হোক অথবা কোন রাজনৈতিক ব্যাক্তি যেই হোক কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।
এব্যাপারে খোকন প্রধানের ০১৭২১৬৩৯১২ মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব অভিযোগ মিথ্যা, একটি মহল আমাকে ফাসানোর চেষ্টা করছে।

আলোচিত রিফাত হত্যার প্রধান আসামী:নয়ন বন্ড বন্ধুকযুদ্ধে নিহত

দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে বরগুনার পুরাকাটা এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নয়ন বন্ডের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

southeast

নিহত নয়ন বন্ড বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত মো. আবুবক্কর সিদ্দিকের ছেলে এবং রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর আসামি।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ডকে গ্রেফতার করতে বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের পুরাকাটা নামক এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায় নয়ন বন্ড ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

southeast

গোলাগুলির এক পর্যায়ে নয়ন বন্ড বাহিনী পিছু হাঁটলে ঘটনাস্থলে তল্লাশি করে নয়ন বন্ডের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি শর্টগানের গুলির খোসা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

নয়ন বন্ডের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় নয়ন বন্ডকে অভিযুক্ত করে বিভিন্ন সময় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এসব মামলার মধ্যে দুটি মাদক মামলা, একটি অস্ত্র মামলা এবং হত্যাচেষ্টাসহ পাঁচটি মারামারির মামলা রয়েছে।

southeast

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন রিফাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।

সাংবাদিক খোকনকে মাদক ব্যবসায়ীদের প্রাণ নাশের হুমকি

নিউজ প্রতিদিন ডেস্ক :ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি’র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ খোকন প্রধানকে প্রান নাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা, এঘটনায় ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী দায়ের হয়েছে যার নং ১৫০৪( ৩০/৬/২০১৯ ইং)

সাধারন ডায়েরী ও সাংবাদিক মোঃ খোকন প্রধানের বরাত দিয়ে জানা গেছে, সে দীর্ঘ দিন ধরে স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা, অন লাইন নিউজ পোর্টালসহ নিজের ফেসবুক আইডিতে মাদক ব্যবসায়ী শেল্টার দাতা এবং গডফাদার দের বিরুদ্ধে লেখালেখি করে যাওয়ায় ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী, শেল্টার দাতা গডফাদারেরা তার উপর ক্ষুদ্ব হয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে । তিনি আরো জানায় এ সবের অংশ হিসাবে মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা গডফাদারের নির্দেশে কতিপয় মাদক ব্যবসায়ীরা গত কয়েক দিন যাবৎ তার নিজ বাড়ীতে রাতের অন্ধকারে ঢুকে বয়স্ক মা’কে উদ্দেশ্য করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লেখালেখি করার কথা উলেখ্য করিয়া গালাগালি ও দূর্ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে আসছে বলে তিনি জানায়। সুত্রের দাবী গত শনিবার দিবাগত (৩০/৬/২০১৯ ইং) আনুমানিক রাত ১ টা ২০ মিঃ কতিপয় ৪/৫ জন মাদক ব্যবসায়ী বাসার গেটে গিয়ে খোকনের নাম উচ্চারন করে গালাগালি সহ নানা ভয়-ভীতি দেখায় এবং সময় সুযোগ বুঝে খোকন প্রধানকে জীবনে শেষ করিয়া দেওয়ার হুমকি প্রধান করে । এঘটনায় সাংবাদিক মোঃ খোকন প্রধান ও তার পরিবার চরম নিরাপওাহীনতায় ভূগছে, নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে যার নং ১৫০৪ তদন্তের দায়িত্বে রয়েছে এসআই আরিফুর রহমান । উলেখ্য যে মোঃ খোকন প্রধান বর্তমানে অন লাইন নিউজ পোর্টাল ‘টুডে টাইমস ‘এ ষ্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছে।