১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 92

নারায়ণগঞ্জে চরমোনাইয়ের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সুন্নী জনতার বিক্ষোভ

৫ ই মার্চ মঙ্গলবার ভন্ডপীর চরমোনাই ও তার অনুসারীদের সহিংসতা,দলীয় উগ্রতা ও যখন তখন পেশী শক্তির প্রভাব খাটিয়ে হক্কানী পীর মাশায়েখ ও আহলে সুন্নাত ওয়ান জামাতের ওয়াজ মাহফিল বন্ধের প্রতিবাদে ফতুল্লা ঈদগাহে সুন্নী আলেম উলামা ও জনতার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত ৪ মার্চ (সোমবার) ফতুল্লা চতলার মাঠে সুন্নী জনতার উদ্যোগে আয়োজিত এক বিশাল মাহফিল উগ্র ও বাতিল আকিদা পন্থী চরমোনাই গ্রুপের লোকজন বাধা দিয়ে বন্ধ করে দেয়।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বিশ্ব বরেণ্য মুফাসসির ও সুন্নী জনতার নয়ন মনি আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

আব্বাসী হুজুর প্রায় সময় নেক সুরতের ভেকধারী ভন্ড চরমোনাইদের ওহাবী মতাদর্শের বিরুধীতা করে থাকেন।তাই তারা মাহফিলটিতে বাধা দেয়।

তারই প্রতিবাদে ৫ মার্চ (মঙ্গলবার) বাদ যোহর ফতুল্লা ঈদগাহে সুন্নী আলেম ওলামার নেতৃত্বে ভন্ড চরমোনাইকে ফতুল্লায় নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তাগন বলেন,ভন্ড চরমোনাই রাজনীতির নামে পেট নীতি চর্চা করে। পিরালীর নামে তারা মূর্খ মুরীদদের ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। আর পিরালি ও রাজনীতি টিকাতে তারা উগ্র সন্ত্রাসী পেটোয়া বাহিনী দিয়ে যখন খুশি তখন হক্কানী পীর মাশায়েখ ও সুন্নী উলাময়ে কেরামের উপর চড়াও হওয়ার চেষ্টা করে থাকে এজন্য তাদের অনেক জায়গায় চরম খেসারত ও দিতে হয়েছে।

যেমন গত ২০১৬ সালে পঠুয়াখালীর মোকামিয়া ও ২০১৮ সালে ডেমরা দারুন নাজাতে সুন্নী জনতার হাতে তারা গণ ধোলাইয়ের স্বীকার হয়।

বক্তব্যে বক্তাগন তাদের সকল কার্যক্রম অবিলম্বে ফতুল্লাতে বন্ধ করার জন্যে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিকট আবেদন করেন। যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয় এবং চতলার ময়দানে মাহফিলের অনুমতি না দেওয়া হয় তাহলে ভন্ড চরমোনাই পন্থীদের শায়েস্তা করার জন্য সুন্নী জনতা মাঠে নামার হুশিয়ারী দেন।

বিক্ষোভ সমাবেশে উপস্তিত হয়ে বক্তব্য রাখেন,এই সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন হেলালী,হযরত মাওলানা মুফতি ফয়সাল আমিন আল হানাফি,হযরত মাওলানা মুফতিজোবায়ের আহমদ নাসেরী,হযরত মাওলানা মুফতি ইসমাঈল হুসেন জালালী,হযরত মাওলানা মোকাম্মেল হুসাইন,হযরত মাওলানা মুফতি আমির হামজা, হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ,হযরত মাওলানা মুফতি তানভীর হুসাইন ফারুকী,হযরত মাওলানা মুফতি মোজাম্মেল হুসাইন, হযরত মাওলানা মুফতিআবু সুফিয়ান আবেদী,হযরত মাওলানা মুফতি শাখাওয়াত হুসেন পাটুয়ারী, হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান,হযরত মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন,হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ চিশতী,হযরত মাওলানা মুফতি নূরুল আমিন,হযরত মাওলানা ফযলে রাব্বি,হযরত মাওলানা মুফতি সবির হুসাইন জিহাদী,হযরত মাওলানা মুফতি নোমান কাসমী,হযরত মাওলানা মুফতি ইমাম হুসাইন, হযরত মাওলানা মোবারক হুসাইন,হযরত মাওলানা নাঈমুর রহমান, হযরত মাওলানা আব্দুল আজিজ, হযরত মাওলানা ওসমানগনী,হযরত মাওলানা আলআমিন জিহাদী,হযরত মাওলানা মোকছেদুল,হযরত মাওলানা আব্দুর কাদের,হযরত মাওলানা হামিদুল ও হযরত মাওলানা হাফেজ বাইজিদ হুসাইন প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও মোনাজাতের মাধ্যমে সমাবেশটি সমাপ্ত হয়।

সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স বিএসএমএমইউ ত্যাগ করে।

এর আগে তার অবস্থা খানিকটা স্থিতিশীল থাকায় এখনই দেশের বাইরে নেওয়ার উপযুক্ত সময় বলে মতামত দেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

রোববার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোববার সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়।

এরপর থেকে তিনি বিএসএমএমইউ’র সিসিইউ’র নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র,আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

শামীম ওসমানের জনসভায় শওকত চেয়ারম্যানের বিশাল শোডাউন

বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগ দিয়েছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলী।

শনিবার দুপুরে ফতুল্লার বক্তাবলী থেকে সহস্রাধিন নেতাকর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুর সহকারে শহরের ২নং রেল গেইট সমাবেশে তিনি যোগদান করেন।

আমি শেখ হাসিনার রাজনীতি করি-শামীম ওসমান

নিউজ প্রতিদিন: মাদক,সন্ত্রাস ও ভূমিদস্যুতাসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।

তিনি বলেছেন,আমরা সুশাসনের পক্ষে। আমরা সুশাসনের পক্ষে লড়াই করে যাব আমরণ। আমি আওয়ামী লীগের একজন নগন্য কর্মী,আমি আওয়ামী পরিবার থেকে উঠে আসা একজন নেতা,আমি শেখ হাসিনার রাজনীতি করি।

শনিবার দুপুরে শহরের ২ নং রেল গেইট এলাকায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন,আমি আল্লাহর কসম করে বলছি,মাদক ব্যবসা,ভূমিদস্যুতা,ইভটিজিং খুব খারাপ কাজ। যারা মানুষের উপর জুলুম-নির্যাতন করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।

ফতুল্লায় খাদ্যে রাসায়নিক বিষ প্রয়োগের বিরুদ্ধে মানববন্ধন

খাদ্যে রাসায়নিক বিষ প্রয়োগের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ফতুল্লা মডেল থানার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে ফতুল্লা মডেল প্রেস ক্লাবসহ একাধিক সংগঠন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পাইকারি ও খুচরা বাজার সহ বিভিন্ন খাবারের হোটেল রেস্টুরেন্টে যেভাবে খাদ্যে বিষ প্রয়োগ করছে তাতে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়ছে। দেশের বিভিন্ন হাসপাতালে যে পরিমাণ মানুষ চিকিৎসা নিচ্ছে তাতে প্রমাণ হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তারা রোগাক্রান্ত হচ্ছে।

তারা বলেন, কিছু বিষ সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি থাকতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে খাদ্যে ভেজাল ও বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া যারা মনিটরিংয়ের দায়িত্বে আছেন তাদেরকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। লোক দেখানো ভেজাল প্রতিরোধ না করে দায়িত্বপ্রাপ্তদের স্থায়ীভাবে ভেজালের বিরুদ্ধে কাজ করা দরকার বলে তারা মনে করেন। খাদ্যে রাসায়নিক বিষ প্রয়োগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশ-এর আহ্বায়ক ফরিদ আহম্মেদ বাধনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামলীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার,ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিছুজ্জামান অনু, সহ-সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও সময় নারায়ণগঞ্জ ডট কমের নির্বাহী সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি রুহুল আমিন, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান আনিস, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুরু, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সময় নারায়ণগঞ্জ ডট কমের প্রধান সম্পাদক মোঃ মাহবুবুর রহমান খোকা, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক এ আর কুতুবে আলম, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন মৃধা, সমাজ কল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার।

আরো উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন, বিশ্বজিৎ বাড়ৈ দেবন, শাহ আলম, সময় নারায়ণগঞ্জ ডট কমের বার্তা সম্পাদক তানজিল আহমেদ তুষার, সাংবাদিক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, আশিকুর রহমান আশিক, শ্রমিক নেতা আজিজুল হক, প্রমূখ। মানববন্ধন সঞ্চালনায় ছিলেন মোখলেছুর রহমান তোতা।

আওয়ামীলীগ করি কারো উপর ভরসা করে নয়-শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন,আমরা আওয়ামীলীগ করি কারো উপর ভরসা করে নয়। এক আল্লাহ্, এক শেখ হাসিনা আর পায়ের তলায় মাটি আছে জনতা,যারা আমাদের কথায় মাঠে নামে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ফতুল্লা থানাধীন বাংলা ভবনে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২রা মার্চ ডিআইটি মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।

শামীম ওসমান বলেন, আমরা আবারও নারায়ণগঞ্জে মিটিং করতেছি,কেন? স্বাধীনতার শহীদদের সম্মান জানানোর জন্য। স্বাধীনতার দিবসের জন্য মিটিং করবো, এত ঢল ঢক্কর বাজানো দরকারটা কি? এত ঢল ঢক্কর এ কারনে যে,পিপলস্ কি চায়? এ ম্যাসেজটা সেই দিন আমরা জনগণকে দিতে চাই। কি ম্যাসেজ দিতে চাই? যে জনগণ,আওয়ামীলীগ তোমাদের সাথে আছে, তুমি ভোট দিলেও আছে না দিলেও আছে। কেন আছে? আমরা আওয়ামীলীগের প্রত্যেকটা কর্মী, আমরা মাঠে নামতাছি। উই ডোন্ট ডিপেন্ড অন দ্য পুলিশ। আমরা পুলিশের উপর নির্ভর করবো না। আমরা কারো উপরই নির্ভর করবো না, আমরা আমদের উপর নির্ভর করবো।

তিনি বলেন, কাদের নারায়ণগঞ্জ? এটা আমাদের নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জকে সুন্দর করার জন্যে আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে ডাকবো, পেপার্স ওয়ানার্স এসোসিয়শনকে ডাকবো,সকল সাংবাদিকদের ডাকবো, বারকে ডাকবো,সকল ব্যবসায়ী ইউনিটকে ডাকবো। বাঁচলে সবাইকে নিয়েই বাঁচবো। মরলে,হয় মাসদাইর নয়তো পাইকপাড়া নয়তো যার যার এলাকার কবরস্থানে দাফন হইবো। সো এই জায়গা আমাদের। এটা আামদের নারায়ণগঞ্জ। কেউ আইসা এখানে সেভেন মার্ডার কইরা যাইবো,তার দায়দায়িত্ব আমরা নেবো না। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই কিন্তু ইয়াবা পকেটে ঢুকাইয়া কইবেন তোরে লইয়া যামুগা, তা হইতে দেবো না। ও হবে না। আমরা বুঝি সব কিছুই। ও হবে না।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করবো, সংগঠন গড়ব। মাঠ লেভেল থেকে প্রকৃত নেতাকর্মীদের উঠাইয়া নিয়া আসব এইবার। সবাইকে একসাথে নেতা বানানো যাবে না কিন্তু কর্মী সবাই একসাথে হতে পারব। আমরা সবাই একটা পরিবার,সবাই এক বংশ। সবাই ডাল-ভাত খেয়ে মিলেমিশে থাকব। যদি আমাদের এই পরিবারের ছোট একটা কর্মীর উপর আচর পরে তাহলে বুঝতে হবে সবার উপরে আচর পরেছে। সবাইকে একসাথে সেই আচরের জবাব দিতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা পথ দেখাবো নারায়ণগঞ্জ চলবে। নারায়ণগঞ্জ পথ দেখাবো পুরো বাংলাদেশ চলবে।

তিনি আরও বলেন,জনগণকে আমাদের শান্তি দিতে হবে,জণগণের পাশে দাড়াতে হবে,জনগণকে ম্যাসেজ দিতে হবে যে,জনগণ আমরা আপনাদের একটি অংশ। জনগণ ভয় পাবেন না,আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী। জনগণ ভয় পাবেন না,আমরা নারায়ণগঞ্জ আওয়ামীলীগ,আমরা ২ তারিখ ঘুষখোর, চাদাবাজ, ভূমিদস্যু,মাদকসহ সকল অপকর্মের বিরুদ্ধে নামার ঘোষণা দেব।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ্ বাদলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ্ নিজাম,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী,মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু ভূইয়া প্রমূখ।

পুলিশ সুপারের নির্দেশ উপেক্ষিত:প্রকাশ্যে চলছে সাংবাদিকের জমি দখল

ফতুল্লার সাংবাদিক সেলিম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের দ্বারস্ত হয়েও শেষ পর্যন্ত তার পৈত্রিক জমি আর রক্ষা করতে পারলেন না । জেলা পুলিশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভাড়াটে ক্যাডারদের সহযোগীতায় প্রকাশ্যে জমি দখল করে নিয়েছে জালকুড়ি,তক্কার মাঠ এলাকার একদল ভূমিদস্যু। গত ক’দিন ধরে একদল ভূমিদস্যু জাল দলিলের মাধ্যমে সাংবাদিক সেলিমের পৈত্রিক জমি দখলের চেষ্টা করে।

এ ব্যাপারে পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে গত সোমবার রাতে কথিত জমির মালিকদের ডেকে কাজ বন্ধ রাখার নিদের্শ প্রদান করেন এবং জমি নিয়ে কাউকে বিরোধে না জড়াতে নিদের্শ প্রদান করেন। কিন্তু পুলিশের সিদ্ধান্তকে উপক্ষো করে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভাড়াটে ক্যাডারদের সহযোগীতায় পূর্বের স্থাপনা ভেঙ্গে নতুন স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখে জমির কথিত মালিকরা।

এর আগে ১৯ শতাংশ জমি রক্ষা করতে পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে জমির মালিক সাংবাদিক সেলিম হোসেন। সাংবাদিক সেলিমের অভিযোগ, ১৯৮৪ সালে পিয়ার আলী,লতিফুনের কাছ থেকে জমি কিনেন তার বাবা আব্দুল মালেক। এরপর থেকে জমি ভোগ দখল করে আসছে। এইক জমি ৮৮ সালে আলমগীর- দেলোয়ার গং জালকুড়ির চিহ্নিত ভূমিদস্যু আবদুল কাদিরের মাধ্যমে আহমদ আলীর কাছ থেকে কিনে নিয়েছে দেখিয়ে জমি দখলের চেষ্টা করে। উল্লেখ্য, আহম্মদ আলী ৮৭ সালে মারা যান।

এদিকে সেলিমের বাবা আবদুল মালেক ২০০৫ সালে মেরিনা বেগমের স্বামীর নিকট ৫শতাংশ জমি বিক্রি করে। মেরিনা বেগম তার জমি বুঝে নিয়ে উন্নয়ন কাজ করতে গেলে ভূমিদ্যুরা আদালতে একটি মামলা দায়ের করলে আদালত থানা পুলিশকে শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। এদিকে ৮৪ সালের দলিলকে তোয়াক্কা না করেই ৮৮ সালের দলিল নিয়ে পুরো ১৯ শতাংশ জমি জোর করে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে শনিবার দুপুরে পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক সেলিম হোসেন।

শামীম ওসমানের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন আ’লীগ ঐক্যবদ্ধ-এম শওকত আলী

আগামী ২ মার্চ নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে সমাবেশ করবেন নারায়ণগঞ্জের-৪ এর সাংসদ একেএম শামীম ওসমান। শামীম ওসমানের জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফতুল্লার থানাধীন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানিয়েছেন, এমপি শামীম ওসমানের জনসভা সফলের লক্ষ্যে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে তৃতীয় বারের মত বিপুল ভোটে জয়ী হওয়ার প্রথবার জনসভার ডাক দিয়েছেন।

২৫ ফেব্রুয়ারি সোমবার বিকালে ফতুল্লার থানার বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলী।

প্রস্তুতি সভায় মো. শওকত আলী চেয়ারম্যান বলেন,এর আগে জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের নেতা একে এম শামীম ওসমান নির্বাচিত হয়ে বক্তাবলীতে রাস্তা,ব্রীজ,কালভাট,স্কুল ও ফেরীঘাট সহ প্রায় ২৬শ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছিলেন। এলাকার উন্নয়নমূলক কাজের প্রতিদান হিসেবে আপনারা আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমানকে বিপুল ভোটে জয়ী করায় শামীম ওসমান আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সেই সাথে অঙ্গীকার করেছেন যে,বুড়িগঙ্গা নদীতে সেতু সহ আরও উন্নয়নমূলক কাজ করবেন। আমরা আগামী ২ মার্চের জনসভায় ব্যাপক লোকজনের সমাগম ঘটিয়ে প্রমান করতে চাই শামীম ওসমানের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ ঐক্যবদ্ধ।

ফতুল্লা প্রেস ক্লাবের মাদক বিরোধী মামববন্ধন ও সমাবেশ

অরিক্তি পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেছেন, মাদক ও খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রতিটি ঘর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্ব স্ব অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলা না হলে এই সমস্যা আরো তীব্র হবে।

ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদক ও খাদ্যে বেজাল বিরোধী মানববন্ধন ও র‌্যালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করে একটি মডেল জেলায় পরিনত করবো। আর এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। মাদক ও খাদ্যে ভেজাল প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের পিপিএম, ফতুল্লা ইউনিয়ন পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক সোহেল আহমেদ,ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সেলিম মুন্সি,সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক জি এ রাজু, মাদুস আলী, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক নজরুল ইসলাম সুজন, বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, মাইটিভির ফতুল্লা প্রতিনিধি সাহাব উদ্দিন সাবাহ, সাংবাদিক রাসেল আহমেদ, এম এ সুমন, ফতুল্লা বাজার কমিটির সাধারন সম্পাদক কাজী দেলোয়ার হোসেন,সানশাইন স্কুলের অধ্যক্ষ ফারজানা আহমেদ ঝুমা, শিক্ষক মিনারা সুলতানা প্রমুখ। মানববন্ধন শেষে একটি র‌্যালী ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

একই নামে দুই আইডির প্রতিকার চেয়ে স্বপন চৌধুরীর জিডি

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা চৌধুরী বাড়ীর মোহাম্মদ স্বপন চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক আইডি কে কাহারা তার ছবি ও নাম ব্যবহার করে নতুন আইডি (ক্লোল কপি) করেছে।

২০ ফেব্রুয়ারী বুধবার তিনি ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন। তিনি বলেন কে বা কারা হঠাৎ আমার নাম ও ছবি ব্যবহার করে নতুন একটি ফেইজবুক আইডি খুলেছে।

তিনি আরো বলেন তার কোন প্রতিপক্ষ তাকে সামাজিক মানসিক ও আর্থিকভাবে ক্ষতি করার জন্য অসৎ উদ্দেশো এই আই ডি টি খুলেছে বলে তিনি ধারনা করেছেন তাই এর প্রতিকার চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন যার জিডি নং ১০৮২।