১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 109

নয়া পল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,রাবার বুলেট ও আগুন।

রাজধানীর পল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ছে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।

নয়াপল্টন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। নেতাকর্মীদের অনেকে আহত হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, আজ বুধবার (১৪ নভেম্বর) তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলছিল। এ উপলক্ষে গত দুই দিনের মত আজও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই মিছিল নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দিয়ে, ব্যান্ড বাজিয়ে বিএনপির নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের সড়কে মিছিল করেছেন। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে সাত দফা এক দাবি, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের মুক্তি চাই, রাজপথ ছাড়ব না ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। অনেকে জনসমর্থনের প্রমাণ দিতে বিশাল বিশাল বহর নিয়ে হাজির হয়েছেন।

সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিনে সোমবার এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। মঙ্গলবার দ্বিতীয় দিনে আট বিভাগে মোট ১৯৯৬টি মনোনয়ন ফরম বিক্রি করে। দু’দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজর ২২২টি। প্রথমে ১২ থেকে ১৪ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি করার ঘোষণা দেয় বিএনপি। পুনঃতফসিলে ভোট পেছানোর পর দলের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার সময় দুই দিন বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়।

নারায়ণগঞ্জের আলীরটেকে বিশ্ব ডায়াবেটিস দিবসে বিভিন্ন কর্মসূচী পালন।

নিউজ প্রতিদিন ডটনেট:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল আলীরটেকে ডিগ্রিরচরে খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচিতে ফ্রি ডায়াবেটিস ও চক্ষু ক্যাম্পসহ বিশাল শোভা যাত্রা বের করা হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) সকাল হতে বিকেলে পর্যন্ত আলীরটেক ও বক্তাবলীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলীরটেক ডিগ্রিরচরের খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের আয়োজনে নানা কর্মসূচি পালন করেছে। সকাল ৮টা হতে দুপুর ১২ পর্যন্ত ডায়াবেটিস সেন্টারে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চক্ষু শিবির করা হয়। খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা: একেএম শফিউদ্দিন আহম্মেদ মিন্টুর সার্বিক তত্ত্বাবধায়নে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিকেলে শোভযাত্রা বের করা হয়।

বক্তাবলীর লক্ষীননগর তারু মার্কেটে শোভাযাত্রার উদ্বোধণ করা হয়।

শোভাযাত্রাটি লক্ষীনগর হতে শুরু করে রামনগর বাজার হয়ে বিসমিল্লাহ মার্কেট সড়ক প্রদক্ষিণ করে গঙ্গানগর হয়ে মুক্তারকান্দি সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রিরচর খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারে গিয়ে শেষ করে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা করেন।

শোভাযাত্রায় ডা: একেএম শফিউদ্দিন আহম্মেদ মিন্টুর নেতৃত্বে উপস্থিত ছিলেন ডা: শাহ নেওয়াজ, ডা: খুরশিদ আলম, নারায়ণগঞ্জ সদর থানার যুবলীগের সালেহ আহম্মেদ খোকন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাশেদুল হক রাসেল আহম্মদ আলী রানা, আলহাজ্ব গিয়াস উদ্দিন, আলোকিত বক্তাবলীর সভাপতি নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সদর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বারেক মোল্লা, একেএম রকিব উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সস্পাদক মাশফিকুর রহমান শিশির, সালাউদ্দিন সরকার, আলীরটেক ইউনিয়ন পরিষদ সদস্য সোমা আক্তার, সমাজ সেবক আবু সাঈদ রিংকু, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ, সমাজ সেবক রাসেল সরদার, বাতেন, আলোকিত বক্তাবলীর সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ববি, বাছির সরদার, ফারুক, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, মিজান সরদার, মো: মনির হোসেন, সাইদুর রহমান, রিয়াদ চিশতী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডা: একেএম শফিউদ্দিন আহম্মেদ মিন্টু তার বক্তব্যে বলেন, বক্তাবলী ও আলীরটেকের মানুষ অনেকটাই অবহেলিত। এ দুটি ইউনিয়নের মানুষকে চিকিৎসা সেবা দেয়ার লক্ষে ডিগ্রিরচরের খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টার চালু করা হয়েছে। এখানে গরীব দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবারমান নিশ্চিত করতে চেষ্টা করা হয়। আগামীতে চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি করা হবে।

নারায়ণগঞ্জে গণপিটুনিত ছিনতাইকারী নিহত।

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আলামিন (১৭) নামে এক ছিনতাইকারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলামিন খানপুর ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মাসুদ মিয়ার ছেলে।
আজ বুধবার সকালে ছিনতাই করার সময় তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে তার মৃত্যু হলে কয়েকজন লোক লাশ খানপুর হাসপাতালে রেখে পালিয়ে যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছিনতাইয়ের অভিযোগে তাকে পিটিয়ে হত্যার কথা শুনেছি। লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর কদম রসুল কলেজের সামনে বখাটেদের আড্ডা

বন্দর প্রতিনিধিঃ
বন্দরের কদম রসুল কলেজ প্রধাণ ফটক সংলগ্ন চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। কলেজের ছাত্র না হয়েও ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত যুবকরা ভিতরে প্রবেশ ও আড্ডায় মেতে উঠে। এমনকি নারী শিক্ষার্থীদের দীর্ঘদিন যাবৎ নানাভাবে উত্যক্ত করে আসছে পরিচয় বিহিী কতিপয় অছাত্ররা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রী জানান,রিংকু,জুয়েল,কালা মানিক,আরমানসহ ১৫/২০ জনের একটি গ্রুপ আমাদের নানাভাবে হয়রানি করে থাকে। এমনকি কলেজ গেইটে দাড়িয়ে অশ্লীল ভাষায় টিচ করে বেড়ায়। আমরা প্রতিবাদ করার সাহস পাইনা। আমাদের কলেজ শিক্ষকদের একাধিকবার বলার পর তেমন কোন সমাধান মিলেনী। তারা মান সম্মানের ভয়ে কিছু বলার সাহস পায়না। কেননা,বখাটেদের অনেকেই প্রভাবশালী। দামী দামী মোটর বাইক ও কালো কালো চশমা পড়ে প্রতিদিন কলেজ সময়ে তারা বসে থাকে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধাণের সাথে আলাপকালে তিনি জানান, বিষয়টি আমাকে অনেকে জানিয়েছে। বন্দর থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। কোন ইফটিজার যত প্রভাবশালীই হোক কোন ছাড় নয়। এই ওয়ার্ডের ভবিষ্যত প্রজন্মের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান যে উদ্যোগ নিয়েছে তা কিছুতেই ভেস্তে দেয়া যাবেনা। যে কোন মূল্যে কলেজ চলাকালীণ সময়ে ইফটিজার ও বহিরাগতদের বিরোদ্ধে ব্যবস্থা নিব। প্রয়োজনে ওয়ার্ডবাসীদের সঙ্গে নিয়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

এ ব্যাপারে কদমরসুল কলেজের অধ্যক্ষ মেহেতাব উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান,এ বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে। আমি আমার শিক্ষকদের নির্দেশ প্রদান করেছি কোন বহিরাগত অছাত্রদের কলেজে অনুপ্রবেশের কোন সুযোগ নেই। আমি নিজে মাঝে মাঝে কলেজ গেটের সামনে খোজ-খবর নেই কোন বখাটে দ্বারা আমার শিক্ষার্থীরা কোন সমস্যার সন্মূখীণ হচ্ছে কিনা। সরকারী রাস্তায় তো লোকজন থাকবেই। সেক্ষেত্রে তো আমার কিছু বলার থাকেনা। আর কোন বহিরাগতরা যদি শিক্ষার্থীদের উত্যক্ত করার সংবাদ আমার দৃষ্টিতে পড়ে সেক্ষেত্রে সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

বন্দর ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর এমদাদুল হক জানান, ইভিটিজিং করবে এমন বখাটেদের বিরোদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে। তবে মাঝে মাঝে আমার অফিসাররা কলেজ গেইটের সামনে নজর রাখছে। ছাত্রীদের ইভটিজিংয়ের কোন সংবাদ পেলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।।

না:গঞ্জ সদর উপজেলার বৃত্তি প্রাপ্ত কিন্ডারগার্টেন গুলোকে ক্রেস্ট প্রদান।

নারায়নগ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয় সস্তাপুরের কে এ একাডেমি থেকে ২০১৭ সালের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনকারী বিদ্যালয় গুলোর মধ্যে বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে সোমবার বিকেলে ক্রেস্ট,সনদ ও প্রাইজমানি তুলে দেয়া হয়। ২০১৭ সালের বৃত্তি পরীক্ষায় ৩০ টি কিন্ডারগার্টেন অংশগ্রহন করে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ৮০০টাকা,১ম গ্রেড ৬০০ টাকা ও ২য় গ্রেড ৪০০টাকা করে প্রাইজমানি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল, মহাসচিব মোহাম্মদ বাহাউদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও কোষাধক্ষ্য কাউসার আহমেদ, শিক্ষা সচিব মো: শিপলু, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আব্দুল বাসেত, খন্দকার রাশেদা আক্তার, মো: ইমাম হোসেন, মাজহারুল ইসলাম সজিব, মো:ইকবাল হোসেন ও সকল প্রতিষ্ঠানের প্রধানগন।

বিএনপি নেতা এডভোকেট আল আমীন সিদ্দিকীর জামিন লাভ।

ফতুল্লা থানায় দায়েরকৃত মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট আল আমীন সিদ্দিকী। গতকাল রোববার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. মহিউদ্দিন শামীম এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

মামলায় আসামীগণের বিরুদ্ধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনা, পাওয়ার হাউজ, রেলপথ, টেলি যোগাযোগ স্থাপনা, যানবাহন, রাষ্ট্রায়াত্ব তেলের ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্বক ও নাশকতামুলক কর্মকান্ড পরিচালনা করার জন্য সমবেত হইয়া প্রস্তুতি গ্রহন করা এবং ককটেল বিস্ফোরণ ঘটাইয়া মামলায় বর্ণিত ঘটনাস্থল দিয়া রাস্তার উপর চলাচলরত যানবাহন ভাংচুর করে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ আনা হয়। উক্ত অভিযোগে ফতুল্লা থানার এসআই আবু হানিফ বাদী হয়ে গত ৫ নভেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে, যাহার নং- ১৫। এই মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ মহামনগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল ও মহানগর বিএনপি নেতা মো. হাসানসহ ৪৪ জনের নাম উল্লেখ্যপূর্বক ১২০/১৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

জামিন লাভের পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট আল আমীন সিদ্দিকী বলেন, “যেই রাষ্ট্র মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্রের নাগরিকদেরকে হয়রানী করে সেই রাষ্ট্র আদর্শ রাষ্ট্র নয়। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রকে একটি আদর্শহীন রাষ্ট্রে পরিণত করেছে ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকার। এই ফ্যাসীবাদী গোষ্ঠীর পতন অনিবার্য।

ফতুল্লায় ইউএনও হস্তক্ষেপে অতিরিক্ত টাকা ফেরত দিল আবদুল করিম কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল।

অবশেষে এস,এস,সির ফরম পুরন বাবদ নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিলেন ফতুল্লার সস্তাপুরে অবস্থিত আবদুল করিম কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানায়,সস্তাপুরের আবদুল করিম কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এস,এস,সি পরিক্ষার্থীদের কাছ থেকে ফরম বাবদ ৬ হাজার টাকা করে নেয়। কিন্তু অভিভাবকরা টাকা কমিয়ে রাখার অনুরোধ করলে তাদের সাথে খারাপ আচরন করে এবং টাকা কম রাখা যাবে না বলে জানিয়ে দেয়।অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ চিন্তা ৬ হাজার টাকা করে দিতে বাধ্য হয়। পরে বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বেগমের দৃষ্টিগোচর হলে স্কুলের প্রধান শিক্ষক মো: রানাকে অতিরিক্ত টাকা ফেরত দিতে বললে দুই দিনের সময় নেয় স্কুল কর্তৃপক্ষ। পরে রোববার ৩ হাজার টাকা করে ফেরত দেন।

ফতুল্লায় যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ আওয়ামীলীগের যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে কেক কাটলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি আগামী সংসদ নির্বাচনে এখন থেকে যুবলীগ নেতাদের মাঠে নামার আহবান করলেন।

রোববার (১১ নভেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটিতে অ্যাডভেঞ্জার ল্যান্ড পার্কে এনায়েতনগর ইউনিয়ন যুবলীগের আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শামীম ওসমান কেক কাটেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি রাশেদুল হক, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরিয়তউল্লাহ বাবু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান শিশির, থানা যুবলীগ নেতা বাচ্চু মিয়া, একে ইমন, ইদ্রিস আলী শেখ, সোহেল মাদবর, হিমেল, রাশেদুল ইসলাম সুমন, এনায়েতনগর যুবলীগ নেতা খলিলুর রহমান টিটু, জুয়েল রানা, জুম্মন, নুরুন নবী, আরিফ হোসেন, দিপু, ছাত্রলীগ নেতা রাকিব হাসান মুন্না, সাখাওয়াত হোসেন, শিশির খান, সাফায়েত হোসেন সৌরভ, যুবলীগ নেতা আসাদ বাপ্পী, ইসহাক শেখ, সৈনিক লীগ নেতা অলি আহম্মেদ টিটু, সুমন আহম্মেদ, শাহ আলম প্রমুখ।

এসময় শামীম ওসমান বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন সাধারন নির্বাচন নয়, এবার কঠিন নির্বাচন হবে, কিছুতেই সহজ ভাবে নেয়া যাবে না। এখন থেকে নির্বাচন নিয়ে মাঠে নেমে কাজ করতে হবে। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারনা চালাতে হবে এবং নৌকার পক্ষে ভোট চাইতে হবে।

শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন ইমরান।

স্টাফ রিপোটার:
নারায়নগঞ্জ কিন্ডার গার্টেন ইউনিটি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় অনুষ্ঠানের বিশেষ অতিথি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান এর কাছে সম্মাননা স্মারক গ্রহন করছেন মুসলিমনগর এস্যুরেন্স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইমরান। এছাড়াও এ স্কুলের তিন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে অনুষ্ঠানের আয়োজকরা। বৃত্তি প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

রোববার (১১ নভেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটিস্থ অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে নারায়ণগঞ্জ কিন্ডার গার্টেন ইউনিটি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কিন্ডার গার্টেন ইউনিটির উপদেষ্টা মোমেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এম পি শামীম ওসমান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারন সম্পাদক শওকত আলী, সহসভাপতি আসাদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল।

প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে তারঁ পক্ষেই কাজ করবো – মেয়র আইভী

নিজস্ব প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী বলেছেন, সামনে নির্বাচন আপনারা যে যেখানেই বসেন আলাপ করেন নৌকায় ভোট চাইবেন আর এই যুবলীগের আসল ইতিহাস আপনাদের জানতে হবে, কিভাবে কখন এই যুবলীগ প্রতিষ্ঠিত হলো আপনারা ইতিহাস জানুন ।সামনে নির্বাচন আমাদের প্রধানমন্ত্রী যাকে নির্ধারণ করে দিবেন আমরা তাঁর পক্ষে কাজ করবো। আগামী নির্বাচন আমরা নৌকায় ভোট দিবো, সবাইকে একসাথে কাজ করার জন্যে এগিয়ে আসতে অনুরোধ রাখেন।

১১ নভেম্বর রবিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ নারায়ণগঞ্জ মহা নগর ২নং রেল গেইট আওয়ামীলীগ কার্যালয় মহা নগর যুবলীগ ৪৬ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব আহবান রাখেন।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী যাকে নির্ধারণ করে দিবেন আমরা তাঁর পক্ষে কাজ করবো। আগামী নির্বাচন আমরা নৌকায় ভোট দিবো, সবাইকে একসাথে কাজ করার আহবান করেন। তবে নাসিক মেয়র ড.সেলিনা হায়ত আইভী এমনি বক্তব্য প্রশংসনীয় হলেও জনমতের প্রশ্ন উঠে তিনি নৌকায় প্রতিক নিয়ে যারা মনোনীত হবেন তাঁদের সাথে রাজপথে স্লোগানে স্লোগানে, মিছিলে মিছিলে গণসংযোগ এবং একসাথে এক ব্যানারে কাজ করতে কি দেখা যাবে?অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আহাম্মদ আলী রেজা উজ্জল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নারায়ণগঞ্জ মহানগর। জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব কাদির, জেলা মহিলা সম্পাদিকা মরিয়ম প্রমুখ।