সিরাজদিখান বালুরচর থেকে মাদকদ্রব্যসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। র্যাব-১১ সূত্রে জানা যায়, শনিবার (২৩ জুন) ২১.০৫ ঘটিকার সময় র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মোল্লাকান্দি বালুরচর বাজার হাজী স্কোয়ার শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় HFC চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আহসান হাবীব @ সানী (৩৮), পিতা-হাজী আঃ হেলাল উদ্দিন মুন্সী, ২। মোঃ দরবেশ আলী (৪৬), পিতা-মোঃ হযরত আলী, উভয় গ্রাম-মোল্লাকান্দি (বালুচর), থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে ২৯ (ঊনত্রিশ) ক্যান বিদেশী বিয়ার, ০২ (দুই) বোতল হুইস্কি এবং মাদক বিক্রির নগদ ৯,৯০০/- (নয় হাজার নয়শত) টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৩,৪০০/- (তেইশ হাজার চারশত) টাকা। উল্লেখ্য যে, ১নং আসামী মোঃ আহসান হাবীব @ সানী (৩৮) উক্ত চাইনিজ রেস্টুরেন্টের ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিয়ার ও হুইস্কির ব্যবসা পরিচালনা করে আসছিল। এ সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আহত শ্রমিকদের দেখে গেলেন সেলিম ওসমান
নিজস্ব প্রতিবেদকঃ শাকুরা গামেন্টর্সে বহিরাগত সন্ত্রাসীদের হামলা আহত শ্রমিকদের দেখতে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় ছুটে আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। এসময় তিনি আহত শ্রমিকদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।
এসময় সাংসদ সেলিম ওসমান আহত শ্রমিকদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন ্এবং হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত রোববার শাকুরা গামেন্টর্সে এক শ্রমিককে মারধরের ঘটনায় ফতুল্লায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ওই ঘটনার জের ধরে শ্রমিকরা সাংসদ সেলিম ওসমানের ফ্যাক্টরীসহ বেশ কিছু গামেন্টর্স ভাংচুর করে। ওই ঘটনার জের ধরে সোমবার শাকুরার মালিক পক্ষ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শ্রমিকদের গামেন্টর্সের ভেতরে মার ধরে করে।
শ্রমিক নেতা পলাশের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবারের মধ্যে শ্রমিকদের দাবি আদায় না হলে শনিবার থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ।
কাঠেরপুলের শাকুরা গামেন্টের্সে শ্রমিকদের উপর মালিক পক্ষের সন্ত্রাসী বাহিনী হামলার ঘটনার বিচারের দাবিজানিয়ে তিনি ফতুল্লা থানার সামনে শ্রমিকদের উদ্দেশ্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, দোষিদের বিরুেদ্ধ ব্যবস্থা নেয়া না হলে আমার ৭৪টি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিকেএমইএর সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে। ঐদিন থেকে আমি নিজেই মাঠে নামবো বিচারের দাবিতে।
এদিকে, সোমবার মালিক পক্ষের সন্ত্রাসীদের হামলায় শ্রমিকরা আহত হলে সংসদ সদস্য এবং বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান থানায় আহত শ্রমিকদের দেখতে এসে বলেন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি আগামী শুক্রবার পর্যন্ত ফ্যাক্টরী বন্ধ ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত রোববার শাকুরা গামেন্টর্সে এক শ্রমিককে মারধরের ঘটনায় ফতুল্লায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ওই ঘটনার জের ধরে শ্রমিকরা সাংসদ সেলিম ওসমানের ফ্যাক্টরীসহ বেশ কিছু গামেন্টর্স ভাংচুর করে। ওই ঘটনার জের ধরে সোমবার শাকুরার মালিক পক্ষ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শ্রমিকদের গামেন্টর্সের ভেতরে মার ধরে করে।
এস আই মিজানের মাসিক বেতন ৪২ হাজার বাড়ির মূল্য ৪ কোটি
বিশেষ প্রতিবেদন : পুলিশের চাকরি থেকে মাসিক আয় (বেতন) ৪২ হাজার ৬৬০ টাকা। সেই অনুযায়ী তিনি সরকারকে মাসিক করও পরিশোধ করেন। কিন্তু মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা এই পুলিশ উপপরিদর্শকের আলিশান বাড়ির সন্ধান পেয়ে অবাক হয়েছে। তাঁর রয়েছে একটি ব্র্যান্ড নিউ গাড়িও। সংস্থার প্রতিবেদনে এ পুলিশ কর্মকর্তার বাড়ির নির্মাণ ব্যয় হিসাব করা হয়েছে প্রায় চার কোটি টাকা।
সরকারের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাটির এই বাড়ি নির্মাণ ও তথ্য গোপনের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে সরকারি সংস্থাটির প্রতিবেদনে। প্রতিবেদনের সূত্র ধরে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার পশ্চিম তল্লার গ্রিন রোডের বাড়িটিতে গিয়ে নানা তথ্য পাওয়া যায়। এলাকার মানুষের কাছে এটি ডিবির বাড়ি হিসেবে পরিচিত। মালিকের নাম এসআই মিজানুর রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত বলে জানা যায়। তবে নিজেকে তিনি ডিবি পুলিশ পরিচয় দেন বলে বাড়িটি ডিবি পুলিশের বাড়ি বলেই সবাই জানে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার গ্রিন রোডের বিলাসবহুল বাড়িটির মালিক বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। সরকারের কাছে তাঁর দাখিলকৃত কাগজপত্রে তিনি ৪২ হাজার ৬৬০ টাকা বেতনপ্রাপ্ত হন। এর বাইরে অন্য কোনো আয়ের উৎস নেই বলে জানান। কিন্তু সরেজমিন তদন্তে তাঁর ভূসম্পত্তি ও বহুতল ভবনের মালিক হওয়া এবং ভবন থেকে প্রাপ্ত অর্থেরও সন্ধান পাওয়া যায়, যা আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পিডাব্লিউডির (গণপূর্ত অধিদপ্তর) রেট অনুযায়ী ভবনটির নির্মাণে বিনিয়োগ হয়েছে প্রায় চার কোটি টাকা। এ কর্মকর্তা টয়োটা ব্র্যান্ডের একটি নতুন মাইক্রোবাসও ব্যবহার করেন। সংস্থাটি পৃথকভাবে ইট, রড, সিমেন্ট, টাইলস, স্টিল, গেট, পাইপ, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরনের নির্মাণসামগ্রীর দরদাম উল্লেখ করে বাড়ির মোট ব্যয় নির্ণয় করেছে।
গতকাল শনিবার সকালে ওই এলাকায় গিয়ে আশপাশের লোকজনের কাছে জানতে চাইলে এক লহমায় সবাই ডিবির বাড়ি দেখিয়ে দেয়। বাড়ির নিচতলায় গিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে কথা বললে তারা জানায়, মিজানুর রহমান পরিবার নিয়ে তৃতীয় তলায় থাকেন। ওই সময় তিনি বাসায় ছিলেন না। তৃতীয় তলায় খোঁজ নিলে গৃহকর্মী জোসনা বেগম বলেন, মিজান স্যার ও ম্যাডাম বাইরে গেছেন।
বিশাল আকৃতির এ বাড়িতে প্রতি ফ্লোর চার ইউনিটের; মোট ফ্ল্যাট ২৪টি। প্রতিটি ফ্ল্যাটের ভাড়া গড়ে ১২ হাজার টাকা। সেই অনুযায়ী তিনি মাসে প্রায় দুই লাখ ৮৮ হাজার টাকা ভাড়া পান। নিচতলায় দেখা যায়, মায়া ফার্মেসি ও সামিয়া ফ্যাশন নামের দুটি বাণিজ্যিক স্থাপনাও রয়েছে। ভবনের পাশের একটি দোকানের চা বিক্রেতা লিটন মিয়া বলেন, ডিবি অফিসার মিজানুর রহমান তিন-চার বছর আগে ভবনটি বানিয়েছেন।
জানতে চাইলে এসআই মিজানুর রহমান বলেন, আমার বাড়ির সব তথ্য আয়কর রিটার্নে দেখানো আছে। কোনো কিছু গোপন করা হয়নি।’কথা শেষ না করেই তিনি ফোন কেটে দেন। সূত্র কালের কন্ঠ।
ফতুল্লায় পোষাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একাধীক রপ্তানীমুখী পোষাক কারখানার প্রায় কয়েক হাজার শ্রমিক বিভিন্ন দাবী দাওয়াতে সড়কে নেমে এসেছে। রোববার সকাল ৮টা থেকে শিবুমার্কেট এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়। এরপর সাড়ে ১১টায় ফতুল্লা মডেল থানার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এরপর ১২ টা থেকে ওসি মঞ্জুর কাদের শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এতে শ্রমিকরা তাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেনা বলে জানিয়ে দেন।
শ্রমিকরা জানান, সাকুরা, রেডিক্যাল, ওসমান, ইরান, আবির ফ্যাশনসহ ৬/৭ টি কারখানার কয়েক হাজার শ্রমিক এ বিক্ষোভে অংশ নিয়েছে। শ্রমিকদের অভিযোগ, সাকুরা গার্মেন্টের মালিক বেতন ভাতা না দিয়ে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরন করেন এবং সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেয়। কথায় কথায় শ্রমিক ছাটাই করেন। একই সমস্যা অন্যান্য কারখানা গুলোতেও।
ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ১২টা ২০ মিনিটে শ্রমিকদের সড়ক থেকে ফতুল্লা ডিআইটি মাঠে নেয়া হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক করা হচ্ছে।
হৃদয়ভাঙ্গা আহাজারি আর কান্না দিয়ে প্রিয় শিক্ষকের বদলী ঠেকালো শিক্ষার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক :: প্রিয় শিক্ষকের বদলি ঠেকাতে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে তার ছাত্র-ছাত্রীরা। আর এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা হাজার হাজার বার শেয়ার হয়। শিক্ষার্থীদের এমন ভালোবাসা দেখে ওই শিক্ষকও আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি ঘটে ভারতের তামিল নাড়ুর ভেলিয়াগ্রামের একটি সরকারি বিদ্যালয়ে। এ খবর দিয়েছে এনডিটিভি।জানা গেছে, ওই শিক্ষকের নাম জি ভগবান। তিনি তামিল নাড়ুর ভেলিয়াগ্রামের একটি সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ইংরেজি পড়ান। শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা এবং পড়ানোর স্টাইল তাকে সবচেয়ে প্রিয় শিক্ষক হিসেবে পরিণত করেছিল।সম্প্রতি সরকার তাকে প্রমোশন দিয়ে আরেক বিদ্যালয়ে বদলির নির্দেশ জারি করে। কিন্তু তার শিক্ষার্থীরা এটা মানতে রাজি ছিল না। একারণে ওই শিক্ষক স্কুলে বিদায় নিতে গেলেই তার উপর হামলে পড়ে আটকানোর চেষ্টা করে শিক্ষার্থীরা। রীতিমতো জঙ্গি স্টাইলে টেনে হিঁচড়ে তাকে স্কুলে রেখে দেয়ার চেষ্টা করে। এসময় কেউ একজন গোটা দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে। সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়।
ফতুল্লায় ব্রাজিল বাড়ীতে এসে মুগ্ধ রাষ্ট্রদূত
ফতুল্লার লালপুরের ব্রাজিল বাড়ীতে এসে মুগ্ধ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিরা জুনিয়র। শুক্রবার (২২ জুন) দুপুরে ব্রাজিল বাড়ীর মালিক জয়নাল আবেদীন টুটুলের আমন্ত্রণে ‘ব্রাজিল হাউজ’ পরিদর্শনে আসেন রাষ্ট্রদূত।
তার সফরসঙ্গী হন ব্রাজিলিয়ান নেটওর্য়াক গ্লে¬াব টেলিভিশনের তিন সাংবাদিকসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ব্রাজিল বাড়ীর সামনে ভীড় জমান হাজারো সমর্থক।
ব্রাজিল বাড়ীতে এসে রাষ্ট্রদূত তার প্রতিক্রিয়ায় বলেন, আমি এখানে এসে আনন্দিত ও অভিভূত। সত্যিই জায়গাটিকে এক টুকরো ব্রাজিল মনে হচ্ছে। বাংলাদেশের মানুষ এতটা আন্তরিক বলে বুঝানো যাবে না। সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সবাইকেই ধন্যবাদ।
সন্ধ্যায় ব্রাজিলের রাষ্ট্রদূতসহ হাজারো মানুষ একসঙ্গে বড়পর্দায় প্রিয় দলের খেলা দেখবেন এমন প্রত্যাশায় সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রাজিল বাড়িতে ছুটে আসেন ব্রাজিরের সমর্থকরা। দুপুর সাড়ে ১২ টায় এসে পৌঁছান রাষ্ট্রদূত। সঙ্গে সফর সঙ্গীরা।
ব্রাজিল বাড়ীতে প্রবেশের সড়কে জমে থাকা পানির কারেন গাড়ী ছেড়ে রিক্সায় উঠেন প্রতিনিধি দল। পথিমধ্যে হাজারো সমর্থকদের বাংলা ভাষায় সালাম ও অভিবাদন জানান রাষ্ট্রদূত। ব্রাজিল বাড়ীতে পৌঁছলে প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান টুটুল।
নিজের বাড়িতে এমন আয়োজনের পর টুটুল তার প্রতিক্রিয়ায় বলেন, আমি অত্যন্ত আনন্দিত আজকে ব্রাজিলের প্রতিনিধি দল আমার এখানে এসেছেন। আমি এখানে কয়েক হাজার মানুষের খেলা দেখার ব্যবস্থা করেছি, দুপুরের খাবারের ব্যবস্থাও ছিলো। আমরা এখানে ২০ পাউন্ড ওজনের ব্রাজিলের একটি কেক কেটেছি।
ব্রাজিল সমর্থকদের নিয়ে গেটটুগেদার ছাড়াও বিকেলে প্রতিনিধি দলকে সংবর্ধনা দেবার পর সন্ধ্যায় ব্রাজিল সমর্থকদের নিয়ে বড় পর্দায় খেলা দেখেছি সবাই। সকাল থেকেই হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
এদিকে নারায়ণগঞ্জে এমন হলুদের মেলাকে ঘিরে যেন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সে নিয়ে সতর্ক অবস্থানে নারায়ণগঞ্জ’র প্রশাসন। উৎসবের সার্বিক নিরাপত্তায় মোতায়েন করা হয় র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শরফুদ্দিন জানান, আয়োজনকে ঘিরে র্যাব ও পুলিশের সম্মিলিত বিশেষ নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা হবেনা আশা করি।
উল্লেখ্য, নিজের বাড়িকে ব্রাজিলের পতাকার রঙে সাজানে ছাড়াও ব্রাজিলের ফুটবল পাগল সমর্থকের নানান কান্ড দেখে ব্রাজিল হাইকমিশন টুটুলকে রাশিয়ায় ব্রাজিলের খেলা দেখার সুযোগ করে দেন। গত ১৩ জুন রাশিয়ায় যান টুটুল।
রাশিয়ার মাঠে নিজ দেশের পতাকাসহ ব্রাজিলের প্রথম ম্যাচটি উপভোগ করেন। ১৯ জুন দেশে ফিরে আসেন তিনি । তারপরই ২২ জুন ব্রাজিলের প্রতিনিধি দল আসলেন আলোচিত সেই ব্রাজিল বাড়ি দেখতে।
বক্তাবলীর আকবর নগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকার আকবর নগরে হাজ্বী সামেদ আলী ও হাজ্বী রহিম বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ জুন) দুপুর ২ টায় আকবর নগর এলাকায়।
ফতুল্লা মডেল থানার অফিসার (তদন্ত) মোঃ শাহজালাল,অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম মোস্তফার নেতৃত্বে বিপুল সংখ্যাক পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হাজ্বী সামেদ আলীর জানান,হাজ্বী রহিম বাহিনীর সন্ত্রাসীরা চাদার দাবী ও পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও মারধর করে ৩ জনকে গুরুতর জখম করে নগদ ৩ লাখ টাকা,৫/৬ ভরি স্বর্ন নিয়ে গেছে।হাজ্বী রহিমের ভাতিজা নবী হোসেনের দাবী এটা মিথ্যা ও বানোয়াট এবং সাজানো ঘটনা।
সরেজমিন গিয়ে দেখা যায়, আকবর নগরে থমথমে ভাব বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘঠনা ঘটতে পারে।
সামেদ আলী আরো জানান,রহিম হাজ্বীর সন্ত্রাসী বাহিনীর সদস্য ফুলু মাদবরের পুত্র কবির ও নবী হোসেনের নেতৃত্বে লেহাজ আলীর পুত্র আবজাল,সাদেক আলীর পুত্র রহমান,জিয়া ও মোখলেছ,জয়নালের পুত্র মান্না,কাদিরের পুত্র নুরুজ্জামান, বহর আলীর পুত্র কাদির,নুর আমিনের পুত্র জিহাদ,লালুর পুত্র টারজাহান, জব্বারের পুত্র হান্নান সহ অজ্ঞাত নামা ৪০/৪৫ জন দেশীয় অস্ত্রসহ জালালের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালিয়ে নগদ ৩ লাখ টাকা ও ৫/৬ ভরি স্বর্ন লুটকরে নিয়ে যায় এবং বাধা দিলে আম্বিয়া বেগম (৭০)কে গুরুতর জখম করে। মাকে বাচাঁতে তার দুই মেয়ে মাসুদা ও রাশেদা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এছাড়াও সন্ত্রাসীরা সামেদ আলীর ইটভাটা হৃদয় ব্রীকসের অফিস ভাংচুর করে।
সামেদ আলীর এ অভিযোগে অস্বীকার করেছেন,রহিম হাজ্বীর ভাই হাজ্বী মোঃ ফুলচান মাদবর। তিনি সাংবাদিকদের জানান,সামেদ আলীর বাড়িতে কোন হামলা করা হয়নি। কেননা জালালের দুলা ভাই একালউদ্দিন ঐ বাড়িতে তখন ছিল তাকে জিঙ্গাসা করেন। তাহলে জানতে পারবেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহজালাল জানান,উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি। আগামী শনিবার থানায় আসার জন্য বলেছি।
বাবলার বিরুদ্ধে পিপি খোকনের মামলা
দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক আবু আল মোরছালীন বাবলার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন।
বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে বিজ্ঞ চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালতে পিপি ওয়াজেদ আলী খোকন মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ (১) ধারায় এ মামলা ( সি আর মামলা নং ১৩২/২০১৮) দায়ের করেন।
তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এর অধীনে আনীত অভিযোগের কোন অপরাধ আমলে নেয়ার কোন এখতিয়ার উক্ত আদালতের নেই জানিয়ে দরখাস্তের বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিয়েছে ম্যাজিষ্ট্রেট আহমেদ হুমায়ূন কবির।
অভিযোগে পিপি খোকন উল্লেখ করেন, ২৮ মে দৈনিক যুগের চিন্তায় ‘অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের জালে পিপি খোকন’ শিরোনামের সংবাদে তাঁর নামে নারায়ণগঞ্জ ও ঢাকায় আরো অত্যাধুনিক ফ্ল্যাট আছে, ওয়াজেদ আলী খোকন তার ব্যবহৃত গাড়িতে একেক দিন একেক নম্বর প্লট ব্যবহার করেন, পিপি খোকন ও তার পরিবারের সদস্যদের নামে পোষ্ট অফিস, আই.এফ.আই.সি ব্যাংক, ব্রাক ব্যাংক , যমুনা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র কেনা ও ফিক্সড ডিপোজিটের কথা রয়েছে। এরকম সংবাদ পিপি খোকনের জন্য মানহানিকর ও হেয় প্রতিপন্ন করার সামিল। তাই যাবতীয় অবস্থা বিবেচনা করে আসামীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের নালিশ দায়ের করেন পিপি খোকন।
অভিযোগে বাদী পিপি খোকনের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, মোহসিন মিয়া, আব্দুর রহিম ও জিয়াসমিন এবং স্বাক্ষী হিসেবে অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, কামরুল হাসান, অঞ্জন দাস খোরশেদ আলম আঁখির নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে যুগের চিন্তায় দুদকের জালে পিপি খোকন শিরোনামে ওই সাংবাদটি প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়েছে, অনিয়ম ও দুর্নীতিরমাধ্যমে বিপুল অর্থ সম্পদের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এসএম ওয়াজেদ আলী খোকনকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে। আগামী ২৯ মে সকালসাড়ে ১১টায় তাকে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দুদকের সহকারি পরিচালক মো.মাসুদুর রহমান স্বাক্ষরিত চিঠিটি রোববার বিকালে বিশেষ বাহক মারফত পিপি ওয়াজেদ আলী খোকনের কাছে পৌঁছে দেয়া হয়েছে। চিঠিটি গতকালেই জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এতদ্বারা জানানো যাচ্ছে যে, নি¤œলিখিত অভিযোগ বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মাসুদুর রহমানকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
তিনি এসএম ওয়াজেদ আলী খোকন, পাবলিক প্রসিকিউটর, নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের তদন্ত করবেন। তদন্তের প্রয়োজনে দুদকে পিপি ওয়াজেদ আলী খোকনকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলো।
এর আগে গত ২৩ এপ্রিল ওয়াজেদ আলী খোকনের দুর্নীতি তদন্তে উপপরিচালক মোহাম্মেদ মোরশেদ আলম দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমানকে অনুসন্ধানী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়ে চিঠি ইস্যু করেন। ওই চিঠিতে পিপি খোকনের বিরুদ্ধে একপাতা অভিযোগ ও ৩৯ পাতার দুর্নীতির কাগজপত্র হস্তান্তর করার বিষয়টি উল্লেখ করা হয়।
প্রাথমিক তদন্তে দুদক জানতে পেরেছে পিপি খোকন প্রতিবছর যে আয়কর সম্পদ বিবরণী জমা দেন, সেখানে তার নাে বেনামে থাকা অনেক সম্পদের তথ্য গোপন করা হয়েছে। ওয়াজেদ আলী খোকন ৩৫ আল্লামা ইকবাল রোড, পুরাতন ৪২ আল্লামা ইকবাল রোড, থানা ও জেলা নারায়ণগঞ্জ মৌজা খাঁনপুর ‘ম’ খন্ড দাগ নং- সিএস ৪৩০, এসএ ৬০৪, আরএস ৮২৩, রেজিষ্ট্রি দলিল নং ৬২২২,তারিখ ৯ নভেম্বর ২০১৬ বাড়িটি ক্রয় করেন। যারা মূল্য তিন কোটি টাকা।
সম্পদ বিবরণীতে এ তথ্য গোপন করা হয়েছে। ৩২ নং আল্লামা ইকবাল রোডের ছাত্তারটা ওয়ারের চতুর্থ তলার পশ্চিম দিকে ১৫শ’ স্কয়ার ফিটের দুই কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ক্রয় করেছেন। এছাড়াও তার নামে বেনামে নারায়ণগঞ্জ ও ঢাকায় আরো অত্যাধুনিক ফ্ল্যাট আছে। পিপি খোকন সিআরভি ব্রান্ডের নতুন একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ঘ ১৫-৭১৫৬ এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো গ ২৫-৬৪৮৫ ক্রয় করেছেন। গাড়ি দুটির মূল্য এক কোটি টাকা।
ওয়াজেদ আলী খোকন তার ব্যবহৃত গাড়িটিতে একেক দিন একেক নম্বর প্লেট ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। পোস্ট অফিস, আইএফআইসিব্যাংক, ব্রাক ব্যাংক, যমুনা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে পিপি খোকন ও তার পরিবারের সদস্যদের নামে সঞ্চয়পত্র কেনা ও ফিক্সড ডিপোজিট রয়েছে।
এছাড়া গত তিন বছরে পিপি সাহেব নিজ পৈত্রিক বাড়ি ৩৫ আল্লামা ইকবাল রোডে ৫ শতাংশ জমির উপর নির্মিত দোতলা বাড়ির উপর ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলায় মোট ৮টি ফ্ল্যাট নির্মাণ করেছেন। যার আনুমানিক ব্যয় ৩ কোটি টাকা। উপরোক্ত সম্পদগুলো তার ২০১৭-১৮ সালের আয়কর নথিতে প্রদর্শন করা হয়নি।
বিকালে টেলিফোনে দুদকের তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান যুগের চিন্তাকে জানান, পিপি ওয়াজেদ আলী খোকনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এজন্য জিজ্ঞাবাদের জন্য ২৯ মে সকালে তাকে দুদক কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হবে।
তিনি আরো কি কি সম্পদ অর্জন করেছেন সে ব্যাপারে ও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সত্যতা পাওয়া গেলে দুদকের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি। রোববার একজন কনস্টেবলের মাধ্যমে দুদকের চিঠিটি ওয়াজেদ আলী খোকনের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
এদিকে সাংবাদিকদেও কাছে দুদকের তলব নোটিশের প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন ওয়াজেদ আলী খোকন। তিনি বলেছেন, তার সম্পদের প্রয়োজনীয় কাগজপত্র তিনি দুদকে দাখিল করবেন।
পরবর্তীতে ২৯ মে মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পিপি ওয়াজেদ আলী খোকনকে সকাল থেকে প্রায় ঘন্টাব্যাপি জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারি পরিচালক মাসুদুর রহমান।
জিজ্ঞাসাবাদে পিপি খোকনের কাছে কিছু বিষয় স্পষ্ট জানতে চায় পিপি খোকন। তার সম্পদ বিবরণীতে যেসব বিষয় অনুপুস্থিত ছিলো সেগুলোর বিষয়েও তার কাছে জানতে চায় দুদক। পিপি খোকন তার অর্জিত সব সম্পদ বৈধ দাবি করে দাবির স্বপক্ষে কিছু প্রমাণপত্র উপস্থাপন করেন।
দুদকের সহকারি পরিচালক মো.মাসুদুর রহমান জানান, সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একঘন্টা তাকে (পিপি খোকন) জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে যেসব অভিযোগ পেয়েছি এবং তার বক্তব্য যাচাই বাঁছাই করে দেখা হবে।
এরপরেই মূলত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। তার বক্তব্যে গড়মিল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিরল প্রজাতির ২টি চিতা বাঘসহ গ্রেফতার-২
ফতুল্লা সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় ভূঁইগড় এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির দুইটি চিতা বাঘ (লেপার্ড) উদ্ধার করেছে র্যাব-১১ সদস্যরা। এ ঘটনায় জড়িত অভিযোগে র্যাব বন্য প্রাণী সংরক্ষণ আইনে আন্তর্জাতিক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাব সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগড় রঘুনাথপুর এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রঘুনাথপুর এলাকার বাসিন্দা সৌদি আরব প্রবাসী তকদির হোসেনের ছেলে শওকত ইমরান মিঠু ও একই এলাকার খলিল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম।
বিকেলে র্যাব-১১ এর ভারপ্রাপ্ত ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) মেজর আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শওকত ইমরান মিঠুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি কক্ষের তালা ভেঙ্গে খাঁচার ভেতরে রাখা অবস্থায় বাঘ দুইটি উদ্ধার করা হয়। পরে পাচারের সাথে জড়িত অভিযোগে শওকত ইমরান মিঠু ও তার সহযোগী একই এলাকার আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত চিতা বাঘ দুইটি আদালতের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে। বাঘ দুইটির আন্তর্জাতিক বাজাওে কমপক্ষে কোটি টাকা মূল্য হবে বলে র্যাব ধারণা করছে
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানিয়েছে, গত পাঁচ ছয়দিন আগে তারা এই চিতা বাঘ দুইটি আফ্রিকা থেকে কার্গো বিমানে করে নিজেদের এই বাড়িতে এনে লুকিয়ে রেখেছিল। সুবিধামতো সময়ে তারা এগুলো পাশ্ববর্তী কোন দেশে পাচারের পরিকল্পনা ছিল। তারা দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক পাচারকারী চক্রের বাংলাদেশের এজেন্ট হিসেবে কাজ করে আসছে এবং এই বাড়িকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতো।
বিভিন্ন সময়ে বিরল প্রজাতির মূল্যবান প্রাণী এই বাড়িতে এনে লুকিয়ে রাখতো এবং সুবিধামতো সময়ে বিদেশে পাচার করতো। সম্প্রতি তারা বিরল প্রজাতির দুইটি সাদা রঙের সিংহ বিদেশে পাচার করেছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও র্যাব জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক (এএসপি) আলেপ উদ্দিন ও সহকারি পরিচালক (এএসপি) নাজমুল আলম রানা।