৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 199

ছেলে ধর্ষক, বাবাও?

হাবীবাহ্ নাসরীন: ছেলেবেলায় একটি বিজ্ঞাপন দেখতাম টিভির পর্দায়, কিসের বিজ্ঞাপন এখন আর মনে নেই। তবে মনে আছে বিজ্ঞাপনটিতে দেখানো হতো মা বাবার একমাত্র ছেলে। যে কি না ছেলেবেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডও খেলাধুলার কারণে অসংখ্য পুরস্কার পেয়েছে। সেইসব ছবি বাবা বাঁধাই করে রেখেছেন ফটো অ্যালবামে। কোনো এক আত্মীয় বেড়াতে এলে ছবির অ্যালবাম বের করে তাই দেখাচ্ছিলেন। ছবিগুলো সময় অনুসারে সাজানো।

এক পর্যায়ে দেখা যায় সেই গুণী ছেলেটিই বড় হয়ে কোনো এক মেয়ের মুখে এসিড ছুঁড়ে মেরেছে! পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে- এমন একটি ছবিও ছিল অ্যালবামে। আত্মীয় লোকটি বললেন, বাবা হয়ে আপনি ছেলেকে ধরিয়ে দিয়েছেন! বাবা তখন বললেন, অমানুষের জন্য আবার কিসের ভালোবাসা!

এমন সব দৃশ্য বুঝি বিজ্ঞাপনেই দেখা যায়। বাস্তবচিত্র এদেশে অনেকটাই ভিন্ন। খুনি, ধর্ষক, এসিড নিক্ষেপকারী সন্তানকে বাবা নিজে পুলিশের হাতে তুলে দিয়েছেন এমন ঘটনা খুবই দুর্লভ। আপন জুয়েলার্সের মালিকের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন দুইজন তরুণী। মামলাটি এখন পুলিশের তদন্তাধীন। আসামীরা পলাতক, পুলিশ তাদের খুঁজছে। এ অবস্থায় আপন জুয়েলার্সের মালিক বলছেন যা ঘটেছে, সমঝোতার ভিত্তিতেই ঘটেছে! বাবা হয়ে ছেলের অপকর্মের পক্ষে এমন নির্লজ্জ দালালিও কি সম্ভব! কোটি কোটি টাকার মালিক হয়েও তিনি ছেলেকে সুশিক্ষায় মানুষ করতে পারেন নি। সে বিষয় নিয়ে কোনো লজ্জা বা অনুতাপও নেই! অর্থবিত্ত কি মানুষকে এতটাই অমানুষ করে দেয়!

কদিন আগে একটি ছবি দেখলাম পাহাড়ি এক আদিবাসী বাবার। হতদরিদ্র বাবা, গায়ে তার শতছিন্ন পোশাক। বয়স আর দরিদ্রতার ভারে নুয়ে পড়েছেন। স্ত্রী নেই, একমাত্র সন্তানকে তিনি শাকপাতা, কচুঘেচু বেচে সেই টাকা দিয়ে পড়াশোনা করিয়েছেন। ছেলেটি তার পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছে। ওই দরিদ্র বাবা, ওই শতছিন্ন পোশাক পরা বাবা, ওই বয়স আর দরিদ্রতার ভারে নুয়ে পড়া বাবার ছবিটা যতবার দেখি শ্রদ্ধা আর ভালোবাসায় মাথা নুয়ে আসে। অথচ এত বিশাল ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হয়েও যে বাবা ছেলেকে মানুষ করতে পারেননি, ছেলের ধর্ষণের পক্ষে সাফাই গাইছেন, সেই বাবাকে আমরা কী করে শ্রদ্ধা জানাই!

সন্তানের অপকর্মকে প্রশ্রয় দেয়ার অন্ধ মানসিকতা সন্তানটিকে ধীরে ধীরে আরো বড় অপরাধী করে তোলে। পিতৃস্নেহ ভালো, তবে অন্ধ পিতৃস্নেহ না সন্তান, না বাবা কারো জন্যই কল্যাণকর নয়। বাবার টাকার পাহাড় আছে। আইনের ফাঁক-ফোঁকর গলে ধর্ষক ছেলেটিকে বাবা হয়তো বের করেও আনবেন। কিন্তু একজন বাবা হিসেবে তার সম্মানের জায়গাটি কোথায় থাকলো! ছেলেটি নিশ্চয়ই জেনে গেছে, শুধু ধর্ষণ কেন, এরপর খুনি হলেও বাবা তাকে সমর্থন দেবে, বাঁচাবে। ধর্ষকের পক্ষে সাফাই গাওয়া ব্যক্তিও কি অপরাধী নয়? একজন সফল ব্যবসায়ী একজন ব্যর্থ বাবা হয়ে বেঁচে থাকবেন শুধু তাই-ই নয়, তিনি পুত্রের অপরাধে সমর্থন জানিয়ে দেশের কীটপতঙ্গের সংখ্যা আরেকটি বাড়ালেন। অথচ চাইলেই তিনি ইতিহাসে উদাহরণ হয়ে থাকতে পারতেন!-সূত্র জাগো নিউজ

নেক সুরতে ভন্ড আলেমদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে,এমপি,মন্ত্রি হবার সখ জেগেছে-ড. এনায়েতুল্লাহ আব্বাসী

আজকে মনে পড়ে সেই ঐতিহাসিক ১৩ সালের ৫ই মে ঘঠনার কথা, যেদিন তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের হাজার হাজার কর্মী নিয়ে আমি শাপলা চত্ত্ব্ররে উপস্থিত হয়েছিলাম, সেদিন অসংখ্য অগণিত মানুষের রক্ত ঝরেছে আল্লাহর দ্বীনের পক্ষে। সকল প্রকার কাফের,মুশরেক, রাম, বাম, নাস্তিকদের বিপক্ষে এদেশের সরল প্রাণ মাদ্রাসার ছাত্ররা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক পিতা সন্তান হারা হয়েছেন, অনেক পিতা সন্তানের লাশকে বহন করে দাফন করেছে ।

আমাদের মধ্যে যারা নেক সুরতে ভন্ড আলেম রয়েছেন তারা সেই রক্তের কথা কেমন করে ভুলে গেলেন ? যারা শহীদদের সাথে গাদ্দারি করেছেন এবং সেই রক্তের কথা ভুলে গেলেন, তাদেরকে জানাই ধিক্কার। একটি বার শহীদদের শ্রদ্ধা করে,আজকের ৫ই মে কে শহীদ দিবস হিসাবে তারা পালন করতে পারতেন ?

সেই নূন্যতম শ্রদ্ধাবোধ যাদের নাই, এদেশের মুসলমানের নেতৃত্ব দেবার অধীকার তাদের নাই, তারা লোভী, ক্ষমতার লোভ তাদের ঢুকেছে, এমপি হবার সখ জেগেছে,,মন্ত্রি হবার সখ জেগেছে,,কিন্তু শহীদদের রক্তের সাথে যারা গাদ্দারী করেছে, সে যেই হোক, পৃথিবীতে সে বেচে গেলেও কাল কিয়ামতে ইমাম হোসাইনের কাঠগড়াতে সে আসামী হিসেবে তাকে উঠতে হবে। এবং তার জবাব তাকে দিতেই হবে দিতেই হবে..???

নারায়ণগঞ্জ পাঠানটুলী আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের আলোচনায় শাইখুল হাদীস,আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর এই সব কথা বলেন।

রমজানের আগেই সাংগঠনিক কমিটি ঘোষণার নির্দেশ খালেদা জিয়ার

বিএনপির সাংগঠনিক ইউনিটের সব কমিটি আগামী রমজানের আগেই গঠনের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্দোলনের জন্য প্রস্তুত করতে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি তিনি দায়িত্বপ্রাপ্ত নেতাদের তিনি লিখিত ও মৌখিকভাবে জানিয়েও দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এদিকে চেয়ারপারসনের নির্দেশনা পেয়ে কাজ শুরু করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে এরই মধ্যে ঘোষিত বেশ কয়েকটি কমিটিতে বিদ্রোহ দেখা দিয়েছে। অন্যদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হয়তো সব কমিটি হবে না। কেননা এখনো ২৫  থেকে ৩০টি কমিটি বাকি রয়েছে। আর বাকিগুলোতে আংশিক কমিটি ঘোষণা করা হলেও সেখানে চলছে বিদ্রোহ, পদত্যাগসহ নানা সমস্যা।

কক্সবাজারের ইনানী বিচে সমুদ্রজলে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমুদ্রতীরে যাবেন আর বালুকাবেলায় হাঁটবেন না, তাতো হয় না। আজ কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী বিচে সমুদ্রজলে হাঁটলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালি পায়ে হেঁটে বেড়ালেন বালুকাবেলায়।

কক্সবাজারের বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমিতে মঞ্চ করে হয় এই অনুষ্ঠানটি। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠান শেষ হলে শেখ হাসিনা সোজা সৈকতে নেমে যান। সেখানে কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি, নামেন পানিতেও। বে ওয়াচ রিসোর্টেই মধ্যাহ্ন ভোজ সারবেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতার কথা জানান।

ইনানীর সঙ্গে জড়িয়ে আছেন বঙ্গবন্ধুর স্মৃতিও। ১৯৫৮ সালে সামরিক শাসনামলে অরণ্যঘেরা ইনানীর চেনছড়ি গ্রামে বেশ কিছু দিন ছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার কথাও বলেন শেখ হাসিনা। সকালে বিমানের বোয়িং উড়োজাহাজ মেঘদূত-এ কক্সবাজার নামার পর ইনানী সৈকতে যান প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে সেখানে সুপরিসর বিমান চলাচল শুরু হল।

‘নিউজ প্রতিদিন ডট নেট’ সত্য প্রচারে আপোষহীন থাকবে-এএসপি শরফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক‍ : অতিরিক্তি পুলিশ সুপার ‘ক’ অঞ্চল শরফুদ্দিন বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে অনলাইন নিউজ পোর্টাল “নিউজ প্রতিদিন ডট নেট” শুরু থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই অনলাইন পত্রিকাটি সব সময় সত্য প্রচার ও প্রকাশের ক্ষেত্রে আপোষহীন থাকবে। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী ও মাদকের ব্যপারে তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করতে এবং পুলিশের ভাল কাজগুলো তুলে ধরার আহবান জানান।
সোমবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে “নিউজ প্রতিদিন ডট নেট”র ১ম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী বলেন, “নিউজ প্রতিদিন ডট নেট” সব সময় সমাজের ভাল কাজগুলো ধরার মাধ্যমে গণমাধ্যমে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি এই অনলাইন পত্রিকাটির সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, এএসপি ফারহানা, রাসেল,তোফাজ্জল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, সদস্য আমিনুল ইসলাম মিশু, অনলাাইন নিউজ পোর্টাল সময়ের নারায়ণগঞ্জ ডট কম’র সম্পাদক মাহবুবুবর রহমান খোকা, জিএ রাজু, সাংবাদিক ফরিদ আহমেদ বাধন, সেলিম মাদবর, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, “নিউজ প্রতিদিন ডট নেট’র সম্পাদক আবুল কালাম আজাদ ও নির্বাহী সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

‘নিউজ প্রতিদিন ডট নেট’ সত্য প্রচারে আপোষহীন থাকবে-এএসপি শরফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
অতিরিক্তি পুলিশ সুপার ‘ক’ অঞ্চল শরফুদ্দিন বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে অনলাইন নিউজ পোর্টাল “নিউজ প্রতিদিন ডট নেট” শুরু থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই অনলাইন পত্রিকাটি সব সময় সত্য প্রচার ও প্রকাশের ক্ষেত্রে আপোষহীন থাকবে। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী ও মাদকের ব্যপারে তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করতে এবং পুলিশের ভাল কাজগুলো তুলে ধরার আহবান জানান।
সোমবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে “নিউজ প্রতিদিন ডট নেট”র ১ম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী বলেন, “নিউজ প্রতিদিন ডট নেট” সব সময় সমাজের ভাল কাজগুলো ধরার মাধ্যমে গণমাধ্যমে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি এই অনলাইন পত্রিকাটির সাফল্য কামনা করেন।np-finalঅনুষ্ঠানে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, এএসপি ফারহানা, রাসেল,তোফাজ্জল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, সদস্য আমিনুল ইসলাম মিশু, অনলাাইন নিউজ পোর্টাল সময়ের নারায়ণগঞ্জ ডট কম’র সম্পাদক মাহবুবুবর রহমান খোকা, জিএ রাজু, সাংবাদিক ফরিদ আহমেদ বাধন, সেলিম মাদবর, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, “নিউজ প্রতিদিন ডট নেট’র সম্পাদক আবুল কালাম আজাদ ও নির্বাহী সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

পবিত্র শবে বরাত ১১ মে

পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১১ মে রাতে শবে বরাত পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে গণনা শুরু হবে শাবান। এ হিসেবে ১৪ শাবান দিবাগত রাত অর্থাৎ ১১ মে পালিত হবে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী।

বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। উপস্থিত ছিলেন ধর্ম সচিব আবদুল জলিল, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

মুসলমানরা বিশ্বাস করেন, শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটান মুসলমানরা। শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকে।

শবে বরাত উপলক্ষে আগামী ১২ মে শুক্রবার সরকারি ছুটি।

দেশে সরকার বলে কিছু নেই: মির্জা আলমগীর

দেশে সরকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের একটি বৃহত্তর অঞ্চল যখন বন্যাকবলিত তখন হাওরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের বাইরে থাকা প্রমাণ করে যে দেশে সরকার বলে কিছু নেই।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর আরো আগেই যাওয়া উচিত ছিল।

তিনি বলেন, সরকার কীভাবে দেশ চালাচ্ছে, তা-ই প্রমাণ করে। এখানে যে কোনো সুশাসন নেই, তা বোঝা যায়। কারণ, দেশে এত বড় একটা দুর্যোগ এসে উপস্থিত হয়েছে, সে সময়ে এই দপ্তরের কর্মকর্তারা যদি বিদেশে যান, তাহলে বুঝতে হবে যে সরকার নেই, দায়বদ্ধতাও নেই।

এদিকে বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, হাওর এলাকায় সাহায্য করতে এগিয়ে আসা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে ত্রাণ তৎপরতা চালাতে দিতে বাধা দিচ্ছে সরকার। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।

রিজভী অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আগামীকাল শুক্রবার সুনামগঞ্জে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর সফরের অজুহাত তুলে স্থানীয় প্রশাসন বিএনপির ত্রাণ প্রতিনিধিদলের সফর ‘বানচাল’ করে দেয়।

বিএনপির এই নেতা আরো অভিযোগ করেন, অধিকাংশ উপদ্রুত এলাকায় বিপন্ন মানুষগুলোর কাছে সরকারের সহায়তা পৌঁছায়নি। নেত্রকোনায় হাওর এলাকায় সরকারের এক মন্ত্রী গুটিকয়েক দুর্গত মানুষকে ত্রাণ দিয়ে ঢাকায় চলে এসেছেন। দুর্গত মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে।

রিজভী দাবি করেন, যাদের সমর্থনে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, তারা যাতে বিরূপ না হয়, সে জন্য পানিতে ইউরেনিয়াম বর্জ্যের কারণে বিষক্রিয়ার বিষয় নিয়েও ক্ষমতাসীনরা জনগণের সামনে স্পষ্ট কিছুই তুলে ধরছে না। ক্ষমতাসীনদের মহা বিজ্ঞানীরা কেন হাওর অঞ্চলের ব্যাপক মড়কের কারণ ব্যাখ্যা করছেন না তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।

ময়লা খাবার খেয়ে যেভাবে ২৫ দিন কেটেছে অপহৃত সুমাইয়ার

এলাকার সবার কাছে আদুরে মেয়ে সুমাইয়া। ‘অপহরণের শিকার’ হয়ে ২৫ দিন মা-বাবা ছেড়ে কেটেছে তার জীবন। ময়লা খাবারে দিন কাটানোর পাশাপাশি ছিল মারধর আর অত্যাচার। মেয়েকে ফিরে পেয়ে এসব কথাগুলো বললেন ‘অপহৃত’ শিশু সুমাইয়া আক্তারের বাবা।

২৫ দিন পর মেয়েকে ফিরে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে জাকির হোসেন বলেন, সুমাইয়া ঘুমাচ্ছে। মেয়েটা আমার কয়দিন ঘুমাতে পারিনি। ওরা খুব ভয় দেখিয়ে তাকে বলেছে, তার বাবা মা মারা গেছে, এখন থেকে ওদের সঙ্গেই থাকতে হবে। ফুটফুটে মেয়েটাকে এতোদিন ময়লা খাবার খেতে দিয়েছে, রোদে রোদে ঘুরিয়েছে।

তিনি বলেন, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে সবকিছু সে তার মায়ের কাছে সব বলেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন সেই মোতাবেক পদক্ষেপ নেবে।

জাকির হোসেন বলেন, আমরা যে বাসায় থাকি সে বাসায় আগে থাকতেন অপহরণকারী অথৈ আক্তার বৃষ্টি। আমার মেয়েকে যেদিন ধরে নিয়ে যায় সেদিন বোরকা পড়ে এসেছিলো। আমার মেয়েকে ধরে নিয়ে যাওয়ার পর একবারও ফোনও দেয়নি আর কোনো মুক্তিপণও চায়নি।

তাহলে কেন সুমাইয়াকে অপহরণ করেছে জানতে চাইলে তার বাবা বলেন, আমি বার বার অপহরণকারী বৃষ্টির কাছে জিজ্ঞেস করেছি। সে শুধু একটা কথাই বলে, সুমাইয়াকে ভালো লাগতো তাই আমাদের কাছে রেখেছি।

গত ২ এপ্রিল বিকালে কামরাঙ্গিরচরের বড়গ্রামে বাসার সামনে থেকে জাকির হোসেন ও মুনিয়া বেগমের একমাত্র সন্তান সুমাইয়া নিখোঁজ হয়।

মেয়ের খোঁজে সাধারণ ডায়েরি করার পর থানায় অপহরণ মামলা করেন সুমাইয়ার বাবা।

পুলিশ জানিয়েছে, রাস্তার সিসি ক্যামেরায় দেখা গেছে, একজন নারী সুমাইয়াকে হাত ধরে নিয়ে যাচ্ছিলো।

এরপর পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোরে কদমতলীর একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করে।

এসময় অভিযুক্ত অথৈ আক্তার বৃষ্টি ও তার বাবা সিরাজ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

অপারেশন ঈগল হান্টে ৪ জঙ্গি নিহত, এক নারী ও শিশু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে চার জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অপারেশন শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, এ যাতবকালে যত অপারেশন হয়েছে এটি ছিল সবচেয়ে চমৎকার এবং সুষ্ঠু অপারেশন। যেখান থেকে আমরা একটি নিষ্পাপ শিশু এবং মহিলাকে সুস্থ অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, আমাদের অপারেশন এখন পর্যন্ত শেষ হয়নি। শুধু মাত্র সোয়াটের অপারশেন শেষ হলো। এখন আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। এর পরবর্তী পর্যায়ে আমাদের সিআইডি’র ক্রাইম সিনও কাজ করবে।

খোরশেদ আলম বলেন, আপনারা সর্বশেষ খবর আরো জানতে পারবেন, এ যাবত আমরা যা পেয়েছি তাতে জঙ্গি আবু সহ তারা আরো তিনজন সহযোগীদের মৃত্যুদেহ ভেতরে পাওয়া যায়। এবং আমারা প্রাথমিক ভাবে ধারনা করছি যে, তারা নিজেরাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়।

এদিকে ওই আস্তানা থেকে বের করা নারী ও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এর আগে সকাল থেকে মাইকে কয়েক দফা বলার পরও আত্মসমর্পণ না করায় বেলা সোয়া ৪টার দিকে ভেতরে থাকা দুই শিশুকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়। তাছাড়া সকালে শেষবারের মতো তাদের আত্মসমর্পণ করতে বলার ঘণ্টাখানেকের মধ্যে একটি বোমা ‘নিষ্ক্রিয়’ করা হয় সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানায়।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ওই বাড়িটি পুলিশ ঘেরাও করার পর সন্ধ্যায় অভিযান চালায় সোয়াট। কিন্তু দুই ঘণ্টা পরই স্থগিত করে।

রাতের বিরতির পর সকাল ৯টার দিকে ফের অভিযান শুরুর পর সোয়া ১২টায় আত্মসমর্পণের শেষ আহ্বান জানানো হয়। এর আগে অভিযান শুরুর সময় থেকে এক-আধ ঘণ্টা পরপর শোনা যাচ্ছে মুহুর্মুহু গুলির শব্দ। ১০টা ৬ মিনিটে একবার বিকট বিস্ফোরণ ঘটে।

অপারেশন ঈগল হান্ট’ নামে পরিচালিত এই অভিযান শুরুর আগেই সকাল ৮টার দিক থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস। নিরাপত্তার কথা বলে পুলিশ ওই বাড়ির আশপাশের প্রায় পাঁচ শ গজের ভেতর কাউকে যেতে দিচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চককীর্তি এলাকার জঙ্গি আস্তানায় স্থগিত হওয়া ‘অপারেশন ঈগল হান্ট’ সকাল ৯টায় অভিযান শুরু হয়। অভিযানে সোয়াট, পুলিশের কাউন্টার টেরোরিজমের একটি দলসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।