সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘর) এর সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে যাদুঘরের ডাক বাংলোর ভেতরের একটি কক্ষ থেকে রবীন্দ্র গোপ ও এক নারীকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নারী ও রবীন্দ্র গোপ ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন, তবে তাকে ও ওই নারীসহ আটক করে সোনারাগাঁ থানায় নিয়ে আসে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় জনতা রবীন্দ্র গোপ ও এক নারীকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, রবীন্দ্র গোপের বিরুদ্ধে এর আগেও এসব কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি দায়িত্ব পালনকালে তার অফিসের পেছনেই একটা বেডরুম তৈরি করেন। সেখানে তিনি নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করতেন বলেও অভিযোগ রয়েছে।