১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 96

ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে-তথ্যমন্ত্রী

নিউজ প্রতিদিন ডেস্কঃ ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার নবম ওয়েজবোর্ডের সুপারিশ পরীক্ষা করে চূড়ান্ত করতে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অনেক ভূঁইফোড় অনলাইন মিডিয়ার জন্য সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আপনাদের কী ব্যবস্থা থাকবে- এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুরুতেই বলেন, ‘(ভূঁইফোড় অনলাইন) চিহ্নিত করছি।’

এরপর তথ্যমন্ত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলেছি, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে। যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। এটা আজকের পৃথিবীর বাস্তবতা। কিন্তু কিছু ভূঁইফোড় অনলাইন আছে যারা সত্য সংবাদের চেয়ে প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলো চিহ্নিত করা হবে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলে যেগুলো ভূঁইফোড় সেগুলো অটোমেটিক্যালি ফেজ আউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে এবং সহসা আমরা এটা করব।

অনেক সময় নামসর্বস্ব পত্রিকার নামে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করতে দেখা যায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘আজকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো আমরা রিভাইস করব।’

বক্তাবলীতে ৩’শ অসহায় পরিবার পেল শীতবস্ত্র

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলীতে ৩’শ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২৫ জানুয়ারি) সকালে বক্তাবলীর রাজাপুর প্রাইমেরী স্কুল মাঠে জয়েন্ট প্রজেক্ট রোটারী ক্লাবের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। রোটারী ক্লাব অফ ফতুল্লা, উত্তরা লেক ভিউ ও মিরপুর সেন্ট্রালের যৌথ সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে এ প্রজেক্ট উদ্বোধন করেন রোটারী ক্লাব নারায়ণগঞ্জ ফতুল্লা বতর্মান সভাপতি মোঃ মোতালেব এ্যামেলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান এম.পি.এইচ.এফ কবির হোসেন পারভেজ।

প্রজেক্ট চেয়ার রোটারিয়ান নুরুজ্জামান জিকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রোটারিয়ান সালে মাহমুদ উজ্জল,রোটারিয়ান মোঃ আলমীর হোসেন সাবেক ভিপি না’গঞ্জ কলেজ,রোটারিয়ান ইন্দ্রজিৎ সাহা দিগন্ত, রোটারীয়ান আব্দুস সাত্তার চৌধুরী,রোটারিয়ান এ.এফ.এস ইমতিয়াজ, রোটারিয়ান খন্দকার সাইফুল ইসলাম রুবেল, রোটারিয়ান কোলীন দেওয়ান, রোটারিয়ান ইঞ্জিনিয়ার বাবুল,রোটারিয়ান শাহাদাৎ হোসেন,রোটারিয়ান কামরুজ্জামান,রোটারিয়ান রাসেল, মাসুদ পারভেজ, রোটারিয়ান রেহেনা ও সালাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফতুল্লার সস্তাপুরে ক্যামব্রিজ স্কুলের এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
২৬ই জানুয়ারী ২০১৯ইং তারিখ রোজ শনিবার দুপুর ১টায় শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র দিয়ে বিদায় দেওয়া হয়।

এসময় শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দ কেক কেটে বিদায় সংবর্ধনা উদযাপন করেন।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোতালেব হোসেন এমিলি।
প্রধান অতিথি বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো করার বিষয়ে কিছু উপদেশ দান করেন এবং তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোহাম্মদ বাহাউদ্দিন (অধ্যক্ষ, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল)।
অধ্যক্ষ, মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, বিগত ৫ বছরের এস.এস.সি পরীক্ষার পরিসংখ্যানে আমাদের স্কুলের পাসের হার শতভাগ। তিনি আশা করেন এভারও এর স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করবে।

এছাড়াও বিদায়ী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, কাউছার আহাম্মেদ ( নারায়ণগঞ্জ সদর উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ) এবং বদিউজ্জামান ( সাংবাদিক ও সম্পাদক)।

বিদায়ী শিক্ষার্থীদের সিনিয়র শিক্ষকগন, রাজ্জাক, জিহাদ, সাদ্দাম, আইরিন, ইমন ও শওকত স্যার পরিক্ষার্থীদের ভালো করার কিছু উপদেশ দেন এবং শিক্ষার্থীদের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ২০১৯ সালের এস.এস. সি পপরীক্ষার্থীর সংখ্যা মোট ২১ জন। তার মধ্যে ৭ জন মেয়ে এবং ১৪ জন ছেলে।

আজকের শিক্ষার্থী আগামী সমৃদ্ধশালী দেশ গড়ার কারীগর-নাজির হোসেন

বক্তাবলীর পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বাৎসরিক মিলাদ মাহফিল ২৬ জানুয়ারী (শনিবার) সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেনের সভাপতিত্বে প্রধান শিক্ষক আমজাদ হোসেনের তত্ত্ববধায়নে ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূর্বচর গড়কুল পঞ্চায়েত কমিটির সভাপতি মো.গাজীউর রহমান,বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মান্নান গাজী,আলোকিত বক্তাবলীর সাধারণ সম্পাদক ও নিউজ প্রতিদিন ডটনেটের সম্পাদক মো.আবুল কালাম।

সভাপতির বক্তব্যে মো.নাজির হোসেন বলেন,আজকের শিক্ষার্থী আগামী সমৃদ্ধশালী দেশ গড়ার কারীগর। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উন্নত দেশ হিসেবে পরিচিতি করবে।

এসময় উপস্থিত ছিলেন,মো.মোস্তফা আশ্রাফ,জয়নাল আবেদীন,মো.আহম্মদ উল্লাহ,মো.মোক্তার হোসেন,
মো.ইমতিয়াজ আহমেদ মো.দেলোয়ার হোসেন,রফিকুল ইসলাম টিটু ও এমদাদুল হক মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

না’গঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেলের পরিচিত সভা

শেখ মোঃ সেলিমঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ২০১৯ – ২০২০ সালের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত এড. সরকার হুমায়ূন কবীর ও এড. আবুল কালাম আজাদ জাকির পরিষদের প্যানেল এর পরিচিত সভায় সাধারণ সম্পাদক এড.মোঃ আবুল কালাম বলেন , আগামী ২৪ তারিখ আমাদের বিজয় হলে আমরা আমাদের নেত্রী ফিরিয়ে আনতে পারবো। সকলে কেন্দ্র উপস্থিত থেকে ভোট দিবেন, কেউ আমাদের রুখতে পারবেনা আমাদের জয় হবেই ইনশাআল্লাহ ।

মঙ্গলবার ২২ জানুয়ারি দুপুর ১টায় হিমালয় চাইনিজ এন্ড রেস্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেল পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেলের সকল পদপ্রার্থী ছিলেন তাদের পরিচয় করিয়ে দিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট সভাপতি পদপ্রার্থী এড. সরকার হুমায়ুন কবীর বলেন, আমি কৃতজ্ঞতা জানাই আমায় সভাপতি পদপ্রার্থী করার জন্যে। তিনি বলেন, আমাদের বিপক্ষে প্রার্থীরা বিভিন্ন রকম অপপ্রচার করছে তার তীব্র নিন্দা প্রকাশ করেন।

আমি নির্বাচন করতে আসছি আমার মা আমার নেত্রী বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি করার লক্ষে । আমি কোনো কিছু ভয় পাইনা, আমার বিরুদ্ধে কথা বললে জীব ছিরে ফেলবো বলে সমালোচনা করেন । আমাদের এক প্রার্থীকে ভয় দেখিয়েছেন আল্লাহ বিচার করবো, আমি দলের স্বার্থে সত্যের পক্ষে নির্বাচন করতে আসছি, আমার নেত্রীর মুক্তির জন্যে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেন, তাঁরা প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রই ক্ষমতায় আসছেন। ১৯৭৮ সনে জিয়াউর রহমান নারায়ণগঞ্জ আসছেন, একটি শহর কমিটি করেদেন এবং কিছু অনুদানের ব্যবস্থা করেন তা দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট এর পুরাতন সেই ভূবন ও টিনসীট তৈরি করেছিলেন বলে চিত্র তুলে ধরেন।

তিনি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট এর প্রার্থী উদ্দেশ্য বলেন, দলের অনুমতি ছাড়া আপনি বসে গেলেন এই দুঃস্বপ্ন সময়ে কথা আপনি একদিন বুঝতে পারবেন দুঃখ প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্য এড. সাখাওয়াত বলেন, এই সরকার ভোটে নির্বাচিত সরকার নয়, আজ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ধূলার আবদ্ধ হয়েছে এবং বস্তিতে পরিনত করেছেন।

তিনি কোর্ট উন্নয়নের বিষয়ে বলেন, আমাদের সরকার এর সময়ই নারায়ণগঞ্জ বার এর উন্নয়ন করেছেন। প্রার্থীদের লক্ষ করে বলেন, আজ এটা নির্বাচন নয়, এটা যুদ্ধ আর এই যুদ্ধের ময়দানে ২৪ তারিখে সবাই সজাগ থাকবেন ভোট দিবেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট কে জয়যুক্ত করার আহবান করেন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট সমর্থিত আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

নির্বাচন করবেন না শামীম ওসমান

শেখ মোঃ সেলিমঃ জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিবেন না বলে আগাম ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে উক্ত সভায় তিনি বলেছেন, আমি আগামীবার নির্বাচন করবো না। আমি এটা ডিক্লেয়ার দিয়ে দিলাম। আমার আগামীতে নির্বাচন করার কোন টার্গেটও নেই। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সংসদ সদস্যরা আমাদের কাজ করবো। আমাদের দেশ বাংলাদেশ হলে নারায়ণগঞ্জ আমাদের মাতৃভূমি। এই নারায়ণগঞ্জেই আমাদের জন্ম। আমাদের নারায়ণগঞ্জে সেনাবাহিনীর প্রায় ২৭ একর জায়গা আছে। আমি চেষ্টা করছি যে, এই ২৭ একর জায়গায় ওয়ার্ল্ড ক্লাস স্কুল এন্ড কলেজ এবং একটি ইউনিভার্সিটি তৈরি হতে পারে।

সভায় উপস্থিত ছিলেন জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক প্রার্থী মোহসিন মিয়া প্রমুখ।

জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে লালঁখার তিন ভাই

আপন ভাইদের খুন করে জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে দুই বোন জিয়াসমিন ও ডালিয়ার নামে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ভাই মামুন।

অভিযোগে জানাযায়, পূর্ব শেহাচর লালঁখা এলাকার আব্দুল জলিল বিগত ২০১০ইং সালে তার দুই কন্যা এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে এবং সম্মতিতে তিনপুত্র মোঃ মামুন (২৭), মহিউদ্দিন (৩০) ও মোঃ মাসুমের (৩৫) নামে তার নিজস্ব জমি লিখে দেয়। এর পর থেকে তারা স্বাভাবিক ভাবে জীবন যাপন করে আসছে। কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু কুচক্রি মহলের ইন্ধনে তিন ভাইকে হত্যা করে জমি দখলে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি দুইবোন বেশ কিছু স্থানীয় মান্তানের সহায়তায় তিন ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর চেষ্টা করে। এ ঘটনায় তিন ভাইয়ের পক্ষে মামুন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকার নিদের্শ প্রদান করেন।

অভিযোগকারী মামুনের দাবি, আমার মা এতোদিন আমাদের সাথে থেকেছেন এবং তার সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। কিন্তু বর্তমানেও আমরা তিন ভাই মিলে আমার মাকে ভরপোষনের দায়িত্ব নিতে চাইলে তিনি তার দুই কন্যার কথায় আমাদের কাছে থাকতে রাজি নয়। উল্টো তিনি প্রতিমাসে আমাদের কাছ থেকে টাকা দাবি করেন এবং তার মেয়েদের সাথে থাকার ইচ্ছা পোষন করেন।

অভিযোগকারী মামুনের পিতার দাবি, আমি আমার স্ত্রী,দুই মেয়ের সম্মতিতে এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে  আমার ৩ পুত্রের নামে জমি লিখি দেই। কিন্তু বর্তমানে আমার মেয়েরা কুচক্রি মহলের ইন্ধনে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমি আমার ছেলেদের নামেই বাড়ি লিখে দেই, আমার স্ত্রীর নামে লিখে দেইনি।

কোরআন ও হা‌দিসের আলোকে জীবন গড়তে হবে- নাজির হোসেন

বিশ্ব শা‌ন্তি কামনায় দোয়া ও মোনাজা‌তের মাধ্য‌মে ২০ই জানুয়ারী (র‌বিবার)নারায়নগঞ্জ সদর উপ‌জেলার বক্তাবলী ইউনিয়‌নের চর গড়কূল এলাকাবাসীর উদ্দ্যে‌গে পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যাল‌য়ের মা‌ঠে ওয়াজ ও দোয়ার মাহ‌ফি‌ল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

দোয়া ও ওয়াজ মা‌ফি‌লে আলো‌কিত বক্তাবলী সংগঠ‌নের সভাপ‌তি ও পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয় প‌রিচালনা পর্ষ‌দের সভাপ‌তি মোঃ না‌জির হো‌সেন প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত হ‌য়ে‌ মুস‌ল্লি‌দের উদ্দ্যে‌শে ব‌লেন প্র‌ত্যেক মু‌মিন বান্দা‌কে কোরআন ও হা‌দি‌সের আলো‌কে জীবন গড়‌তে হ‌বে।

প্রধান আলোচক হি‌সে‌বে হযরত মাওলানা সামছুল হক কোরআন ও হা‌দি‌সের আলো‌কে বক্তব্য প্রদান ক‌রেন।
পূর্বচর গড়কূল বা‌গে রহমত জা‌মে মস‌জি‌দের মোতাওয়াল্লী মোঃ গাজীউর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে ‌বি‌শেষ আলোচক হি‌সে‌বে বক্তব্য রা‌খেন হযরত মাওলানা সা‌য়েম রশীদ আল-আযহারী,হযরত মাওলানা মুফ‌তি আব্দুল কাইয়ুম,হযরত মাওলানা শাহীন আহ‌মেদ মাহমু‌দি,
আলহাজ্ব ডাঃ এম.এ কা‌দির মাস্টা‌রের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে ও হযরত মাওলানা জ‌হিরুল ইসলাম ডা‌লিমের প‌রিচালনায় বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পূর্বচর গড়কূল সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ের সা‌বেক প্রধান শিক্ষক আলহাজ্ব ডাঃশাহীন আহা‌ম্মেদ।

এসম‌য়ে আরও উপ‌স্থিত ছি‌লেন পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যাল‌য়ের প‌রিচালনা পর্ষ‌দের সমদ্য আব্দুল কুদ্দুস, কানাই নগর যুব ও সমাজ কল্যাণ প‌রিষ‌দের সভাপ‌তি মোঃ মাহাবুব হাসান রতন,আলো‌কিত বক্তাবলী’র সাংগঠ‌নিক সম্পাদক বাদল হো‌সেন ব‌বি,ইম‌তিয়াজ আহ‌ম্মেদ,রা‌শেদুল ইসলাম সুমন,আমির হামজা,মোক্তার হো‌সেন,আমির হো‌সেন,আক্তার হো‌সেন ও মোহর আলী প্রমুখ।

ওয়াজ ও দোয়া মাহ‌ফি‌লে বি‌শেষ আর্কষণ হি‌সে‌বে ছিল পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যাল‌য়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হো‌সে‌নের প‌রিচালনায় ইসলামী সঙ্গীতানুষ্ঠান ও কোরআন প্র‌তি‌যো‌গিতা।

জনগণের ভোটের মর্যাদা আমি রক্ষা করব

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে আস্থা এবং বিশ্বাস নিয়ে জনগণ আমাকে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে; জনগণের সে মর্যাদা আমি রক্ষা করব। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও ভোটের মর্যাদা রক্ষা করব। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিকেলে আওয়ামী লীগের বিজয় সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি কী পেলাম না পেলাম তার চেয়ে আমি কী দিতে পারলাম সেটাই বড় কথা। দেশের জনগণ আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে ভোট দিয়েছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলব।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এ বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশের মানুষ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে। ওয়াদা করছি, দুর্নীতি, জঙ্গি, মাদক ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ জাতিকে উপহার দেব। আমি সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চাই। আমার গ্রাম হবে আমার শহর। গ্রামে শহরের সব সুযোগ সুবিধা থাকবে। তৃণমূল পর্যায়ে মানুষের উন্নত জীবন গড়াই হবে প্রধান লক্ষ্য।’

এ সময় কবি সুকান্তের ভাষায়-এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী মোহাস্মদ নাসিম, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাউসার ও যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অভিনন্দনপত্র তুলে দেন তিনি।

দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিজয় সমাবেশের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মমতাজ বেগম, ফাহমিদা নবী, সালমা ও জলের গান ব্যান্ড। সমাবেশ শুরুর আগে সকাল থেকেই মাইকে দেশাত্মবোধক, পল্লীগীতি, ভাওয়াইয়া গান বাজানো হয়। মাঝে মধ্যে কবিতাও আবৃতি করা হয়।

ঢাকায় শামীম ওসমানের পক্ষে ছাত্রলীগের বিশাল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসব সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। শনিবার দুপুরে চাষাড়া চত্বরে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত হন। পরে যথাযথ সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন ছাত্রলীগের নেতৃবৃন্দরা। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের ছয় হাজার নেতাকর্মীর স্লোগানে ঢাকার রাজপথে শামীম ওসমানের পক্ষে ছাত্রলীগের মিছিল ছিল জেলার অন্যান্য মিছিলের চেয়ে সবচেয়ে বড়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মহানগর ছাত্রলীগ নেতা নাছিম মাহমুদ তপন, আহাম্মেদ কাউছার, বাপ্পি, নারায়ণগঞ্জ আইন কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এমএম হাসান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইকবাল, মহানগর ছাত্রলীগ নেতা মেহেদী, ঝিতু, মুক্তি, আনারুল, রহমান, হাবিব, লিয়ন, মিশুক, নির্জন, অপু, শুভ চন্দ্র দে, রাসেল, ফাহিম, তোফা, অনিক, মানিক, মো: অয়ন, রবিন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েল, ফয়সাল, শাহরিয়া রেজা হিমেল, আহাম্মেদ হাসিব, মামুনুর রশীদ, শামীম, শাহিন, মোরাদসহ নেতৃবৃন্দরা।