১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 3

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন তাবিথ আউয়াল

নিউজ প্রতিদিন ডটনেট: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে ফিফার একটি গুরুত্বপূর্ণ কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনোনীত হয়েছেন ফিফা ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে।

এই কমিটি ফুটবলের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে। প্রযুক্তি, নতুন উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ফুটবলকে আরও উন্নত করার কাজ করে এই কমিটি। তাবিথ আউয়ালের সঙ্গে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও স্কটল্যান্ডের সদস্যরাও রয়েছেন এই কমিটিতে।

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসল্যান্ডের থরভালদুর অরলিগসন। আর ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ থাকছেন সহ-সভাপতির দায়িত্বে।

এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণকেও ফিফার আরেকটি কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মনোনীত হয়েছেন ফিফা ইউথ গার্লস কম্পিটিশন কমিটিতে। এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশের মেয়েদের ফুটবল প্রতিযোগিতা আয়োজন ও যুব ফুটবলারদের উন্নয়ন নিয়ে কাজ করে।

কিরণ যোগ দিচ্ছেন ইয়েমেন, কঙ্গো, উত্তর কোরিয়া, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, আমেরিকান সামোয়া, গ্রেনাডা ও লাটভিয়ার প্রতিনিধিদের সঙ্গে।

যদিও মাহফুজা আক্তার কিরণ আগেও ফিফার কমিটির সদস্য ছিলেন, তাবিথ আউয়ালের জন্য এটি প্রথমবারের মতো ফিফার কোনো বৈশ্বিক কমিটিতে অন্তর্ভুক্তি।

বিএনপি নেতা শাহ্ আলমের উদ্যোগে কুতুবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার

নিউজ প্রতিদিন ডটনেট: কুতুবপুর ইউনিয়ন বাসীর জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলমের উদ্যোগে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহী মহল্লা মোহাম্মদীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে বিভিন্ন বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করবেন। বিশেষ করে হৃদরোগ, ডায়াবেটিস, শিশু, নারী ও চর্মরোগ সংক্রান্ত চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হবে।

এ প্রসঙ্গে আয়োজকরা জানান, আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম সবসময় মানব কল্যাণ মূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছেন। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ তার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

এলাকাবাসীর পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া এখনো অনেক কঠিন বিষয়, সেখানে মোহাম্মদ শাহ্ আলমের মতো নেতার এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা তার দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

 

শিক্ষানুরাগী, সমাজসেবক জামাল সরদারের আজ ৪৬ তম জন্মদিন

নিউজ প্রতিদিন ডটনেট: আলীটেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য জামাল সর্দারের ৪৬তম জন্মদিন আজ। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে সুপরিচিত।

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনায় সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন জামাল সর্দার। আলীটেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে থাকা সত্ত্বেও তিনি তার সকল কার্যক্রমে সমাজকল্যাণ ও শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আসছেন।

কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজে তিনি আজীবন দাতা সদস্য হিসেবে বহু শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

শিক্ষার মান উন্নয়ন এবং স্থানীয় সমাজসেবায় তার অবদান সমাদৃত। আজ তার জন্মদিন উপলক্ষে এলাকার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন তাকে শুভেচ্ছা জানিয়েছে।

বিএনপি জোট থেকে মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ নেবেননা মনির কাসেমী!

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ-৪ আসন ঘিরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যুদ্ধ চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহী রয়েছেন একাধিক হেভিওয়েট নেতা।

তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহআলম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তবে এসব প্রার্থীর পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। এ কারণে এবারও তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে যদি বিএনপি এবার তাকে জোট থেকে মনোনয়ন না দেয়, তবে কি তিনি নিজ দলের প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন? এই প্রশ্নের জবাবে যুগের চিন্তার সঙ্গে আলাপচারিতায় মুফতি মনির হোসেন কাসেমী স্পষ্ট করে বলেন, “বিএনপি যদি জোট থেকে আমাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি নির্বাচনে অংশ নেব না। তবে আমি আশাবাদী বিএনপি এবারও আমাকে মনোনয়ন দিবে।তবে মনোনয়ন না পেলে যে প্রার্থীকে যোগ্য মনে হবে, তাকে সমর্থন করব।”

মনির কাসেমীর এই ঘোষণায় স্পষ্ট যে তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে কোনো রাজনৈতিক অবস্থান নিতে চান না। এতে তার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ারের চেয়ে জোটের ঐক্য ও অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত মেলে।

একই সঙ্গে এ বক্তব্য বিএনপি প্রার্থীদের মধ্যকার প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। কারণ, এতে বোঝা যাচ্ছে মনির কাসেমী একদিকে বিএনপি জোটের প্রতি অনুগত, অন্যদিকে জোটের বাইরে গিয়ে ভোট ভাঙার কোনো পদক্ষেপ নেবেন না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এই সিদ্ধান্ত বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

কারণ অতীতে জোটের ভেতরে একাধিক প্রার্থী থাকায় বিভক্ত ভোটের কারণে বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার মনির কাসেমী সরে দাঁড়ালে বিএনপির মনোনীত প্রার্থীর জন্য মাঠ অনেকটাই সহজ হবে।

 

ইকবাল মেম্বারের পিতার মৃত্যুতে জনি সরদারের শোক প্রকাশ

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ মহানগর জিয়া পরিষদের সভাপতি ও আলীরটেক ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইকবাল মাহমুদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বক্তাবলী, আলীরটেক ইউনিয়নের ক্যাবল নেটওয়ার্কের পরিচালক মো. জহিরুল আলম জনি।

জানাগেছে, ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) ভোর ৫ টায় সাবেক মেম্বার ইকবাল মাহমুদের পিতা মুক্তারকান্দির তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজা মুক্তারকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

মো. জনি সরদার মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সকলের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং মহান আল্লাহ তালার কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

 

আগামী ফেব্রুয়ারি-এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন-সাংবাদিক ইলিয়াস

নিউজ প্রতিদিন ডটনেট : আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। পিআর পদ্ধতি নয়, আগের নিয়মেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর নেতা এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ইলিয়াস।

ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন বলেন, অনেকেই কিছুদিন ধরে একটা প্রশ্ন করছিলেন, নির্বাচন কী আসলেই হবে কিনা? বড় দুই দলের কাছে বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম।

বিএনপি এবং জামায়াতের শীর্ষস্থানীয় দুজনের সাথে কথা হলো, গতকাল এবং কিছুক্ষণ আগে আলাদাভাবে দুজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন।
তিনি আরো বলেন, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, তাদেরকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। এদিকে একজন নির্বাচন কমিশনারের সাথে কথা বলে জানা যায়, পিআর না আগের নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলনে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল।

এ প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, পিআর নিয়ে জামায়াত যে কঠোর অবস্থানে আছে সেটারও সন্তোষজনক পরিবেশ বিরাজ করবে আগামী কয়েক দিনের মধ্যে। অতএব সব মিলিয়ে একটি উৎসবমুখর নির্বাচনর দিকে এগিয়ে যাচ্ছে দেশ।

পিআর পদ্ধতি ইসলামী শরীয়া পরিপন্থী : ড. এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি আলোচনায় আসা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) বা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশজুড়ে। এবার এ বিষয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন বিশিষ্ট আলেম ও বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী। এক তীব্র ভাষণের মাধ্যমে তিনি বলেন, এই পদ্ধতি কেবল ইসলামবিরোধীই নয়, বরং এটি পশ্চিমা দর্শনের একটি বিকৃত ধারণা, যা ইসলামী শরীয়তের পুরোপুরি পরিপন্থী।

তার দেওয়া বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক ভাইরাল হয়েছে। তার সঙ্গে একাত্বতা প্রকাশ করছেন অনেক প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক এমনকি সাধারণ আমজনতাও। তিনি পিআর পদ্ধতিকে অন্ধকারের উপর অন্ধকার আখ্যা দিয়ে বলেন, গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না। তার মধ্যেও আবার ‘পিআর পদ্ধতি’ এটা তো অন্ধকারের উপর আরেক অন্ধকার।

তিনি প্রশ্ন তোলেন, যেখানে সংস্কার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী, সেখানে কীভাবে পশ্চিমাদের তৈরি বিকৃত একটি রাজনৈতিক ধারণা ইসলামী মূল্যবোধের জায়গা নিতে পারে? ড. আব্বাসী বলেন, ইসলাম নেতার গুণাবলি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে নেতা হতে হবে ধার্মিক, আমানতদার, দুর্নীতিমুক্ত, নামাজি ও সুন্নতের অনুসারী। কিন্তু আপনি যদি পিআর পদ্ধতিতে’ যান, তাহলে আপনি জানেন না কে আপনার নেতা হবে। হতে পারে একজন শিরকবাদী, মুনাফিক, বেনামাজ বা ফাসিক ব্যক্তি। এটা অনেকটা জুয়া খেলার মতো।

তিনি আরও বলেন, এই পদ্ধতিতে কেউ হয়তো ভেবেছে তার নেতা হবে একজন নুরুল ইসলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল নেতা হয়ে গেলেন কোনো ‘চ্যাটার্জি’ কিংবা ‘ব্যানার্জি’ মুসলিম সমাজের বিশ্বাস-চেতনার সম্পূর্ণ বিপরীত।

তিনি পশ্চিমা সভ্যতাকে ভিত্তিহীন ও ধ্বংসপ্রাপ্ত হিসেবে আখ্যা দেন এবং বলেন, পশ্চিমা আদর্শ দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, গ্রিক দার্শনিকদের বিকৃত মতবাদ, এবং যুক্তিবাদীদের ভিত্তিহীন দর্শনের উপর। এগুলো তিনটি মিথ্যা স্তম্ভ।

ড. আব্বাসী বলেন, মুসলিম সমাজ আজ ভুল পথে পরিচালিত হচ্ছে। নেতাদের নির্বাচন থেকে শুরু করে সংস্কৃতি, শিক্ষা, জীবনধারা সব কিছুতেই পশ্চিমাদের অনুসরণ করা হচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা ইসলামী শরীয়তের বাইরে গিয়ে পশ্চিমা মডেল গ্রহণ করতে চায়, তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে।

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্যে স্পষ্টভাবে পিআর পদ্ধতির বিরুদ্ধে ধর্মীয় আপত্তি তুলে ধরা হয়েছে। তিনি এই পদ্ধতির মাধ্যমে মুসলিমদের চিন্তা-চেতনা, নেতৃত্ব ব্যবস্থা এবং সমাজ কাঠামোতে ধর্মহীন ও ইসলাম-বিরোধী প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন। (সূত্র: ইনকিলাব)

 

চাঁ’দাবাজি ও শ্লী’লতাহানির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলামকে দল থেকে ব’হিষ্কার করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আমিনুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃ’ঙ্খলাভ’ঙ্গের অভিযোগে শফিকুল ইসলামকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে ব’হিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁ’দাবাজি ও না’রীর শ্লী’লতাহানির অভিযোগ উঠেছে। এ কারণেই তাকে ব’হিষ্কার করার সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল।

আলীরটেকের বায়োজিত ফজরের নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফিরেনি

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের এক কিশোর ফজরের নামাজে গিয়ে আর বাসায় ফেরেনি বলে পরিবার জানিয়েছে। নিখোঁজ কিশোরের নাম মো. বায়েজিদ। তিনি মো. আল আমীনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর (রবিবার) ফজরের নামাজ আদায় করতে বের হয় বায়েজিদ। কিন্তু নামাজ শেষে তিনি আর বাসায় ফেরেননি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

ছেলেটিকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। ফলে পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি বায়োজিদকে দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, তবে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

(যোগাযোগ: 01336639212)

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট :, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রশিদ দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মো. আব্দুর রশিদ বলেন, “বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আব্দুর রশিদ বলেন, ১৯৭৮ সালের এই দিনে দেশের এক চরম ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বার্তায় মো. আব্দুর রশিদ আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও দেশের মানুষের অধিকার আদায়ে ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও হাজ্বী মোঃ আব্দুর রশিদ তার বার্তায় উল্লেখ করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অন্যান্য গণসংযোগমূলক কার্যক্রম।

এই বার্তায় তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মো. আব্দুর রশিদ আশা প্রকাশ করেন যে, বিএনপির নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার সুরক্ষিত হবে।