নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম শওকত আলীর মনোনয়ন পত্র বৈধ এবং আরেক চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনকে ঋণ খেলাপী দায়ে তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার।
(২১ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে মনোনয়ন বাছাই পর্বে তার মনোনয়ন বৈধ ঘোষনা করেন নির্বাচন রিটানিং অফিসার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া।
এর আগে মনোনয়ন বাছাই অনুষ্ঠানে প্রার্থীদের সামনে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা।
এর আগে গত ১৭ অক্টোবর আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) নিয়ে মনোনয়ন জমা দেন। উলেখ্য, আগামী ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


১৬ অক্টোবর (শনিবার) সকালে নির্বাচনের রিটানিং অফিসার নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভুঁঞার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেছেন মেম্বার পদপ্রার্থী মো. আমজাদ হোসেন বাদন। প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তা মাহবুব রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেয়া হয়।






