১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 5

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শাহ আলমের শোক

নিউজ প্রতিদিন ডটনেট : মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলম।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় মো. শাহ আলম এই শোক বার্তা জানান।

এ সময় মো. শাহ আলম বলেন, ‘এটি অত্যন্ত কষ্টকর এবং হৃদয়বিদারক ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার নেই।
আমি স্তব্ধ, বাকরুদ্ধ গভীর শোকাহত।
যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন, তাদের পরিস্থিতি অত্যন্ত শোকাবহ।

আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার যেন এই অপ্রত্যাশিত শোক সহ্য করার শক্তি ও ধৈর্য পায়। আর যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’

তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনা শুধু আক্রান্ত পরিবারের জন্য নয়, দেশের সকল মানুষের জন্য একটি বড় শোক। আমি গভীরভাবে তাদের পাশে আছি এবং তাদের কষ্ট ভাগাভাগি করতে চাই।’

 

 

 

বক্তাবলী পরগণার মানবিক চিকিৎসক-ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টুর ছেলে তানভীরের জিপিএ-৫ অর্জন

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী পরগণার পরিচিত চিকিৎসক ও সমাজসেবক ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টুর পরিবারে বইছে আনন্দের জোয়ার। তার ছেলে তানভীর আহমেদ এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ আদর্শ স্কুল থেকে অংশ নিয়ে সকল বিষয়ে এ প্লাস (GPA 5.00) অর্জন করেছে।

তানভীরের ফলাফলে ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানসহ প্রতিটি বিষয়ে এসেছে সর্বোচ্চ গ্রেড (A+)। শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়েও সে পূর্ণ নম্বর পেয়েছে।

এ সাফল্যের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টু বলেন,“আল্লাহুম্মা বারিক লাহ। আলহামদুলিল্লাহ। তানভীর আহমেদ এবারের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে।”

বক্তাবলীর স্থানীয় মানুষ তাকে একজন দক্ষ চিকিৎসক এবং মানবিক সেবক ও সমাজকর্মী হিসেবে চিনেন। তার সন্তানের এমন অসাধারণ অর্জনে বক্তাবলীসহ তার পরিবারে আনন্দের হিল্লোল ভইছে।

তানভীরের এই সাফল্যে তার স্কুল নারায়ণগঞ্জ আদর্শ স্কুল এর শিক্ষকবৃন্দ, পরিবার ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে তানভীরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

নিখোঁজ ওবায়দুল্লাহ্কে সাইনবোর্ড থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

নিউজ প্রতিদিন ডটনেট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকা থেকে ৬ জুলাই (রবিবার) রাত ৯টায় অজ্ঞান অবস্থায় ওবায়েদুল্লাহ্কে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী জিয়াউর রহমান আরিফের ফেজবুক পোস্টের সূত্র ধরে ভুক্তভোগীর ছোট ভাই ইঞ্জিনিয়ার ফরহাদ হোসাইন (শামীম) তাঁকে সনাক্ত করেন।

উদ্ধার ওবায়েদুল্লাহকে প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁর পরিবারের পক্ষ থেকে প্রশাসন, আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

বক্তাবলীর মধ্যনগরের ওবায়েদুল্লাহ নি-খো-জ!

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ক্যাম্ব্রিয়ান স্কুলের বিপরীত পাশ থেকে গত বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তির ছেলে জানান, আমার বাবা ওই দিন সন্ধ্যায় ক্যাম্ব্রিয়ান স্কুলের উল্টো দিক থেকে বের হন। আশে পাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি মেইন রোডে আসেন, এরপর থেকেই তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। আজ ৩ দিন হয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগে রয়েছেন। তারা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করা হয়েছে, নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ বা তথ্য থাকলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে যোগাযোগ নম্বর: 01673222700

পরিবারের লোক জানান,নিউজে দেওয়া এটি বাবার কিছুদিন আগের ছবি। সবাইকে অনুরোধ, খবরটি শেয়ার করুন যাতে বেশি মানুষের কাছে পৌঁছায় এবং আমরা বাবাকে ফিরে পাই।”

বক্তাবলী খেয়া-ঘাটের ইজারা পেলেন শরীফ হোসেন মানিক

নিউজ প্রতিদিন ডটনেট: সদর উপজেলার বক্তাবলী রাজাপুর ঘাটের ইজারার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার মধ্যে এই ইজারার দরপত্র অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বক্তাবলী রাজাপুর খেয়া-ঘাটের দুটি দরপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে শরীফ হোসেন মানিক দাখিল করেছেন ২৯, ২৬০০০ (উনএিশ লাখ ছাব্বিশ হাজার) টাকা তার প্রতিদ্বন্দ্বি মাসুম ২৭,২৫৫০০ (সাতাশ লাখ পঁঁচিশ হাজার পাঁচশত) টাকা দরপত্র দাখিল করেছেন। দুটি দরদাতা বৈধ হিসেবে বিবেচিত হলেও সর্বোচ্চ দরদাতা হিসেবে শরীফ হোসেন মানিককে ঘাটের ইজারা দেওয়া হয়।

এর আগে ইজারার শর্ত ভঙ্গের কারণে রাজাপুর ইজারার দরপএ বাতিল করা হয়েছিল।

পরে গত ১৫ জুন পুনরায় ইজারার দরপত্র আহবান করে বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

৩০ জুন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্র দাতাদের উপস্থিতিতে দরপত্র সম্পূর্ণ হওয়ার সময় থাকলে ও নির্ধারিত সময়ে সমপরিমান দরপএের মূল্য না থাকায় ২ জুলাই ইজারা দরপত্র খোলার সময় নির্ধারণ করা হয়।
 

বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ প্রতিদিন ডটনেট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বক্তাবলী ইউনিয়ন শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি (রবিবার ) ২৮ জুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে।

২ বছরের মেয়াদী এই কমিটি ঘোষণা করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

নতুন ঘোষিত এই কমিটিতে নজরুল ইসলাম প্রধান সভাপতি এবং মো. নূর হোসেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মতিউর রহমান ফকির, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে রাসেল প্রধান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম আজাদ বেপারী, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া।

কমিটিতে সহ-সভাপতি–নুর মোহাম্মদ নুরু, সহ-সভাপতি–আলী হোসেন মাদবর, সহ-সভাপতি–এড. আজিজ আল মামুন, সহ-সভাপতি–মজিবর মাদবর, সহ-সভাপতি–গিয়াস উদ্দিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক–আল আমিন হৃদয়,যুগ্ম সাধারণ সম্পাদক–মো. দিদার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক–মো. আলমগীর হোসেন,সহ সাধারণ সম্পাদক-আফজাল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক–সালাউদ্দিন মাল, সহ সাধারণ সম্পাদক–নবী হোসেন।

কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিষয়ভিত্তিক সম্পাদক ও সদস্য পদে দক্ষ, তরুণ ও অভিজ্ঞ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে ধর্ম, আইন, যুব, ছাত্র, প্রশিক্ষণ ও শ্রমসহ নানা বিষয়ে আলাদা সম্পাদক রাখা হয়েছে যা রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও সু-সংগঠিত করবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

নেতৃত্বের মূল কাঠামোতে আইন, স্বাস্থ্য, ত্রাণ, প্রশিক্ষণ, ধর্ম, কৃষি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ আরও ২০টি উপ-পদে নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির উল্লেখযোগ্য সদস্য হিসেবে আছে
মিলন মেহেদী, সুমন আকবর, লোকমান হোসেন, হাসান আলী, আলাউদ্দিন বারী, ইব্রাহিম আজাদ ইবলাম, আবু খায়ের, আলামিন ইকবাল, আমির হোসেন বেপারী, সলিমুল্লাহ হৃদয়, জাকির সর্দার, মহসিন বেপারী,হাজি দেলোয়ার কয়াল, কামাল হোসেন মাল, মতিউর রহমান, সলিম প্রধান, ইফতেখার আহমেদ রাজু, চুন্নু ফকির,আনোয়ার হোসেন (৮), মিজানুর রহমান, ওসমান গণি, হাজি ইদ্রিস আলী, আ. আলী সরকার, আব্দুল করিম-(০১), আ. করিম (৩), মো. সৈয়দ হোসেন সাঈদ, মো. আলী হোসেন (৬), আবেদ আলী, শাহ আলী, উজ্জল হোসেন।

কমিটিতে আরো রয়েছে সহ সাংগঠনিক সম্পাদক রয়েছে মীর আলমগীর হোসেন, ইউসুফ, আসাদুল্লাহ শেখ আওলাদ ফকির।দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক এড. আতাউর রহমান রনি, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. দিদারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রাসেল আহমেদ, সহ প্রচার সম্পাদক মো. দিদার হোসেন প্রধান, যুব বিষয়ক সম্পাদক মো. মোচন প্রধান, ছাত্র বিষয়ক সম্পাদক তানভীর জুবায়ের, ক্রীড়া সম্পাদক রাহাত প্রদান, মো. মোখলেস-শ্রম বিষয়ক সম্পাদক, পিয়ার হোসেন পিন্টু -স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,দেওয়ান আহমেদ উল্লাহ- প্রবাসী কল্যাণ সম্পাদক, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন(৭), ধর্ম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সালেক, সমবায় সম্পাদক সিরাজ মিয়া।

কমিটিতে আরো আছে, আব্দুল লতিফ মুন্সী-স্থানীয় সরকার সম্পাদক, জাকির হোসেন মুন্সী-কৃষি বিষয়ক সম্পাদক, জামান বেপারী-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, শাহ দ্বীন ইসলাম-স্বাস্থ্য সম্পাদক,অহিদ মিয়া-কোষাধ্যক্ষ।

 

জিয়া সৎ ও নিষ্ঠাবান ছিলেন, আত্মীয় করণ করেননি-মাশুকুল ইসলাম রাজিব

নিউজ প্রতিদিন ডটনেট : জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন,গত ৫ আগষ্টের পর যদি আমরা কেউ শিক্ষা না নেই তবে আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ পরিনতি গ্রহন করতে হবে।

কেউ যদি দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ চালায় সে দায়িত্ব  দল নেবে না যিনি অপকর্ম করবেন তাকে বহন করতে হবে।

বক্তাবলিতে যারা অপকর্ম করছেন তাদের বলতে চাঁন এগুলো বাদ দেন ভবিষ্যতে করলে চরম খেসারত দিতে হবে।

তিনি আরো বলেন জিয়াউর রহমান সততা নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে গেছেন তিনি কখনো আত্মীয়করণ করেননি। আপনারা কেউ বলতে পারবেন জিয়াউর রহমানের ভাই বোন আত্মীয়-স্বজন কারা। পারবেন না।

জিয়াউর  রহমান আত্নীয় স্বজনদের কোন ধরনের অপকর্ম করার সুযোগ দেননি।

বক্তাবলী ইউনিয়ন বিএনপি ৫নং ওয়ার্ডের উদ্যোগে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন-তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শুক্রবার  (২৭ জুন ২০২৫) বিকাল ৪ টায় লক্ষ্মীনগর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. শহীদ উল্লাহ।

সাবেক ছাত্রনেতা ফয়েজ আহমেদ ইমরান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. কামাল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি খোরশেদ আলম, ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মোঃ কামাল প্রধান, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সলিমউল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক মীর আলমগীর হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাসেম ঢালী, সাধারণ সম্পাদক শাহ দীন ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ বাদশা মিয়া, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহসিন বেপারী, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি সফর আলী, বিএনপি নেতা এড নুরুল আমিন মাসুম, যুবদল নেতা আওলাদ হোসেন ফকির, মৎস্যজীবি দল নেতা মোশাররফ হোসেন, বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরী ইমন, বিএনপি নেতা মজিবুর রহমান মাদবর প্রমুখ।

৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ও নুরুল আমিন মাদবর, আলমগীর হোসেন মীর, মোকলেস খান উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

শোহাদায়ে কারবালা স্মর‌ণে দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের পা‌নি বিতরণ

নিউজ প্রতিদিন ডটনেট : আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের উ‌দ্যো‌গে ও মীম শরৎ গ্রুপ এর ব‌্যবস্থাপনায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে দশ দিন ব‌্যা‌পি কার্যক্রমের প্রথম দিন বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২৭ জুন ) সকালে নারায়ণগঞ্জ শহ‌রের উকিলপাড়াস্থ ফুল কু‌টিরের সাম‌নের সড়‌কে পথচা‌রি‌দের মা‌ঝে বিনামূল্যে বিশ্বদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের খা‌দেমগণ ও মীম শরৎ গ্রুপ এর কর্মকর্তার জানান, আহ‌লে বায়া‌তে রাসুল (সাঃ) ও বেহেস্তি যুবকদের সরদার ইমাম হুসাইন (আঃ), উনার প‌রিবার, প‌রিজনসহ ৭২ জন সঙ্গী করবালার ময়দানে পানির তৃষ্ণায় শহীদ হয়েছে। উনা‌দের এই মহান আত্মত‌্যাগ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপ এর চেয়ারম্যান এবং খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সাহেবের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে এ আয়োজন করা হ‌য়ে থা‌কে।

খানকা শরী‌ফের খা‌দেমগণ, নারায়ণগঞ্জবাসীসহ সকল ধর্মপ্রান মুসলমান‌দের নিকট খানকা শরী‌ফের প্রতিষ্ঠাতা প‌রিচাল‌কের জন‌্য দোয়া কামনা ক‌রেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবা‌দিক আবুল হো‌সেন, খানকা শরী‌ফের খা‌দেম লতিফ সিদ্দিক রতন, তপু সা‌রোয়ার, রকিবুল হাসান, বকুল সিকদার, কামাল হো‌সেন, এল‌ভিন ভূইয়া. সালাম হো‌সেন প্রমুখ।

বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শাহ দ্বীন ইসলাম

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন ও ফতুল্লাবাসীসহ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ দ্বীন ইসলাম।

৬জুন (শক্রবার) এক শুভেচ্ছা বার্তায় বক্তাবলী ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ দ্বীন ইসলাম বলেন, ঈদের খুশি আপনাদের, আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন-এই দোয়া করি।

পবিত্র ঈদুল আজহায় সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন ঈদের ন্যায় আনন্দময় হোক-এই শুভ কামনায় আবারও সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন-ঈদ মোবারক।

 

বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা আব্দুল আলী

নিউজ প্রতিদিন ডটনেট : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন ও ফতুল্লাবাসীসহ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আলী।

৬জুন (শক্রবার) এক শুভেচ্ছা বার্তায় বক্তাবলী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আলী বলেন, ঈদের খুশি আপনাদের, আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন-এই দোয়া করি।

পবিত্র ঈদুল আজহায় সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন ঈদের ন্যায় আনন্দময় হোক-এই শুভ কামনায় আবারও সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন-ঈদ মোবারক।