৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 109

ধানের শীষের এজেন্ট না এলে কী করার: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নুরুল হুদা বলেছেন,ধানের শীষের এজেন্টরা কেন্দ্রে না আসলে কী করার? তাঁরা কেন্দ্রে কেন আসেননি বা কেন কোনো এজেন্ট নেই,সেটা প্রার্থীর নির্ধারিত এজেন্টরাই বলতে পারবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল কেন্দ্রে ভোট দিতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

বেলা পৌনে ১১টার দিকে কেন্দ্রটিতে ভোট দিতে আসেন কে এম নুরুল হুদা। সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান,কেন্দ্রে কেন ধানের শীষের কোনো এজেন্ট নেই?

জবাব দিতে গিয়ে সিইসি আরও বলেন,তাঁরা (ধানের শীষের এজেন্ট) কেন আসতে পারেননি,তা তিনি জানেন না। তবে পোলিং এজেন্টদের কেউ আসতে পারছেন না, বা তাঁদের আসতে বাধা দেওয়া হচ্ছে—এমন কোনো অভিযোগ তাঁদের কাছে করেননি। আইইএস স্কুল কেন্দ্রে ধানের শীষের এজেন্ট আছে কি না,এ বিষয়টি তিনি (সিইসি) খেয়াল করেননি। এ নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাকেও জিজ্ঞাসা করা হয়নি বলে জানান তিনি।

সারা দেশে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে কে এম নুরুল হুদা বলেন,এখন পর্যন্ত সারা দেশে নির্বাচনের পরিবেশ ভালো। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আইইএস স্কুল কেন্দ্রের নির্বাচনী পরিবেশও ভালো বলে তিনি জানান।

দেশের বিভিন্ন জায়গার ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সম্পর্কে নির্বাচন কমিশনারকে অবগত করে,এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, কেন্দ্রগুলোতে নিয়োজিত পুলিশ,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া আছে।

সারা দেশের সব কেন্দ্র ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা সম্ভব না জানিয়ে সিইসি বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোট গ্রহণ বন্ধ থাকবে। বিশৃঙ্খলা হওয়া কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিবেশ ভালো হলে আবার কেন্দ্রগুলোতে ভোট চালু করা হবে। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাই তাঁদের দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান তিনি।

কিছু কিছু ভোটকেন্দ্রে গোপন কক্ষ খোলা রেখে ভোটারদের ভোট দিতে বাধ্য করা হচ্ছে—এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এমনটা হওয়ার প্রশ্নই ওঠে না। কোনো ব্যক্তি বা কর্মকর্তা এমনটা করতে পারেন না

এবারের নির্বাচন আগের বারের নির্বাচনের কালিমা ঘোচাতে পারবে কি না—এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন,নির্বাচন শেষ হোক। এর আগে কিছু বলা যাবে না। তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ভালো।

ভোট না দিয়ে ফিরে গেলেন মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ভোট দিতে গিয়ে কেন্দ্র থেকে ফিরে এসেছেন। একই সময় ঢাকা-৯ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী তার স্ত্রী আফরোজা আব্বাসও ভোট দেননি।

রোববার (৩০ ডিসেম্বর) পৌনে ১২টার দিকে শাহজাহানপুর মির্জা আব্বাস সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়েও বের হয়ে আসেন তিনি।

বাইরে এসে সাংবাদিকদের বলেন, এখানে সাধারণ জনগণ ভোট দিতে পারছে না। ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম চলছে। এর প্রতিবাদে আমি আমার স্ত্রী ভোট দেইনি।

এসময় সঙ্গে ছিলেন, তার স্ত্রী মহিলা দলের সভাপতি ও ঢাকা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস। তারা দু’জনেই ভোট দেননি।

নির্বাচনকে হাতিয়ার বানিয়ে কেউ যাতে এদেশকে সংঘাত রক্তপাতে পরিণত করতে না পারে-ড.এনায়েতুল্লাহ আব্বাসী

নির্বাচন নিয়ে ২৮ ডিসেম্বর(শুক্রবার) জুম্মা পুর্বক বয়ানে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর,আল্লামা মুফতী ড.সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর বলেন- আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে কোন বিজাতী শক্তি যাতে আমাদের মধ্যে সংঘাত রক্তপাত তৈরী করে দেশকে অশান্ত করতে না পারে সেই দিকে দেশের বড়, ছোট সব দলকেই সতর্ক থাকতে হবে। কারণ সিরিয়া,আফগানিস্তান, লিবিয়া, ইরাকসহ পৃথিবীর মুসলিম ভাই ভাই দেশের মধ্যে মানবতার শত্রু যুক্তরাষ্ট্র ঝগড়া লাগিয়ে নিজ স্বার্থ হাসিল করে সেই দেশগুলো থেকে স্বর্ণ,তৈল প্রাকৃতিক খনিজ সম্পদ হাতিয়ে নিয়ে গেছে । আর সেই শকুনদের কালো দৃষ্টি কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশের প্রতিও রয়েছে। তা বেমালুম ভুলে গেলে চলবেনা কারণ এই দেশে প্রচুর পরিমাণ খনিজ সম্পদে বড়পূর। শুধু তাই নয় মার্কিনযুক্তরাষ্ট্র বাংলাদেশের একাংশ নিয়ে বিশেষ করে পার্বত্যচট্টগ্রাম, কক্সবাজার, সেন্টমার্টিন দ্বীপ ইত্যাদি নিয়ে একটি খ্রিষ্টান রাষ্ট্র বানাবার যে মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে তাও কিন্তু ভুলে গেলে হবেনা । আর তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য এই শকুনের দলগুলো ৩০ তারিখকে টার্ণিং পয়েন্ট হিসেবে ব্যাবহার করতে চাইবে তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে যাতে আমরা ভাই ভাই রক্তপাতে লিপ্ত না হইবসেই দিকে সতর্ক থাকতে হবে। আর স্বরণে রাখতে হবে যেই নেতা নেত্রির কথা শুনে প্রতিবেশি ভাইয়ের মাথায় লাঠি চালাচ্ছি সেই প্রতিবেশিই একদিন আমার বিপদে ঝাপিয়ে পড়বে। আর সেই স্বার্থবাদী ধান্ধাবাজ নেতাকর্মীরা হবে নিরুদ্ধেশ! তাই সামান্য পেটনীতির জন্য কোন ধরণের মারামারি হানাহানি নয়। বরং আচরণ হবে একজন মুসলমান আদর্শ নাগরিক এবং উত্তম চরিত্রবানদের মত।
আমরা মুসলমান আর ইসলাম আমাদেরকে সবচেয়ে বেশি পারস্পরিক সংঘাত দূরত্ব কমানোর ব্যাপারে আদেশ করে। শুধু তাই নয় ঐক্যবদ্ধভাবে থাকার প্রতি কঠোরভাবে আদেশ করে এবং একজন মুসলমান আরেক মুসলমান দ্বারা যেন নির্যাতিত না হয়, কেউ কারো সম্মান নষ্ট না করে সেই দিকে সর্বোচ্চ সতর্ক থাকার আদেশ প্রদান করে। আমাদেরকে স্বরণ রাখতে হবে মুসলমানদের মধ্যে কাফের মুশরেক ঝগড়া লাগিয়ে তারা ফায়দা হাসিল করে নেয়। বিগতকালে মুসলমানদের মধ্যে যে ঝগড়া হয়েছিল তার মূলে ষড়যন্ত্র করেছিল মুনাফেক কাফেররা।
যেমন সিফফিনের যুদ্ধ, আব্বাসী খিলাফত ধ্বংস কালে বাগদানের যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে ইন্ধন দিয়েছিল কাফের মুনাফেক শক্তিরা।
সুতরাং অপার সম্ভাবনাময় বাংলাদেশ। যেই জমীনে শুয়ে আছেন হযরত শাহ্‌ জালাল(রহঃ), হযরত শাহ্‌ পরান (রহঃ), হযরত শাহ্‌ কারামাত আলী জৈনপুরী(রহঃ), ৩৬০ আউলিয়াসহ অসংখ্য আল্লাহ ওলারা এই জমীনে শুয়ে আছেন। তাই এই জমিনকে কেউ যাতে ফিলিস্থিন,আফগানিস্থান, সিরিয়ারমত চূর্ণবিচূর্ণ করতে না পারে সেই দিকে সকলে সতর্ক থাকতে হবে।

পরিশেষে দেশ ও জাতীর কল্যাণে দোয়া পরিচালিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শেখ হাসিনা : ম্যাগাজিন টাইম

ঢাকা, ২৮ ডিসেম্বর- রোববারের নির্বাচনের মাধ্যমে রেকর্ড চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শেখ হাসিনা। দুই মেয়াদে তার সরকারের ব্যাপক উন্নয়নযজ্ঞের ফলে এবারের নির্বাচনেও ভোটাররা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকেই বেছে নেবেন। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন টাইম এক প্রতিবেদনে এমন আভাস দিয়েছে। তবে ওই প্রতিবেদনে ভঙ্গুর গণতন্ত্রের বিনিময়ে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সফলতা নিয়ে শেখ হাসিনার সমালোচকদের মধ্যে প্রশ্ন রয়েছে বলেও জানিয়েছে টাইম।

১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের ১১তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী রোববার। অক্সফোর্ড পড়ুয়া ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ৮২ বছর বয়সী কামাল হোসাইন নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বিরোধী শিবির ঐক্যফ্রন্টের মুখোমুখি হয়েছেন ৭১ বছরের শেখ হাসিনা।

তবে শেখ হাসিনার আরেক প্রতিদ্বন্দ্বী ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান খালেদা দুর্নীতির দায়ে ১৭ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। ঢাকার আদালত তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করেছেন।

কয়েক দশক ধরে পালাক্রমে ক্ষমতা এবং কারাগারের ভেতরে বাইরে রয়েছেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। ১৬ কোটি মুসলিম অধ্যুষিত নাগরিকের দেশে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। তবে ২০১৪ সালে দেশটির নির্বাচন বয়কট করে বিএনপি।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ওই বছরের নির্বাচনে মোট ভোট পড়েছে মাত্র ২২ শতাংশ। সংসদের ৩০০ আসনের অর্ধেকের বেশিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচনী সহিংসতায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

তবে এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১০ কোটিরও বেশি। বিশ্বের অন্যতম গণতান্ত্রিক এই দেশটিতে প্রতি ১০ জনের একজন তরুণ ভোটার। এদের মধ্যে অনেকেই রয়েছেন প্রথমবারের মতো এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের এক দশকের শাসনের পর খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতাকালীন প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী কামাল হোসাইন শেখ হাসিনার প্রাথমিক চ্যালেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছেন। বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থকে আকৃষ্ট করছে কামাল হোসাইনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক আলী রিয়াজ টাইম ম্যাগাজিনকে বলেন, উন্নয়ন বলতে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই বোঝায় না, এর একটি বৃহৎ অর্থ রয়েছে; যার মধ্যে মানবাধিকার, আইনের শাসন, জবাবদিহিতা এবং সুশাসনও রয়েছে। বর্তমানে বাংলাদেশে এসবের অনুপস্থিতি রয়েছে।

বিএনপির প্রার্থী কাশেমীকে দেখতে হাসপাতালে এসপি হারুন

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : একাদশ জাতীয় সংসদ নির্বাচেনর নারায়নগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমী অসুস্থতার সংবাদ পেয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে দেখতে যান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।  

এসময় এসপি প্রার্থীর শারিরীক অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। 

নারায়ণগঞ্জ পুলিশের জেলা বিশেষ শাখা মিডিয়া অফিসার (ডিআই-২) সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জ-৪ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মনির হোসাইন কাশেমী জানান, তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে ডাক্তার দেখাতে যান। কিন্তু কি ধরণের অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে গেছেন তা জানাননি কাশেমীয়। এরপরই তাকে দেখতে এসপি হাসপাতালে যান।

সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে একটি বাসা থেকে মুক্তা আক্তার (২৫) নামে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী কাউছার আহম্মেদ (৩০) পলাতক রয়েছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তার স্বামী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে।
শুক্রবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ ধনকুন্ডা এলাকার বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মুক্তা আক্তার কুমিল্লা জাহাপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে প্রোগ্রেস অ্যাপারেলস নামে পোশাক কারখানার শ্রমিক।
এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, এক মাস আগে স্বামী স্ত্রী দুইজনে বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস শুরু করে। ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্বাী কাউছার আহম্মেদ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি আরো জানান, স্বামীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ ৫টি আসনে নৌকা-২, ধানের শীষ-২ ও লাঙ্গল-১

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জে ভোট হবে ৫টি আসনে। বর্তমান অবস্থায় ভোট হলে এ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নৌকা মার্কার প্রার্থীদের ২টি আসন পাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। আর বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের আগাম পূর্বাভাস ২টি আসন এবং জাতীয় পার্টির লাঙল ১টি আসন। নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিজস্ব এক জরিপে এ চিত্র উঠে আসে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত কয়েকদিনে মূলত তারা দৈবচয়ন পদ্ধতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নিয়ে এই জরিপ করেন। নারায়ণগঞ্জ জেলা-উপজেলা শহর ও গ্রামাঞ্চলের নারী-পুরুষ ভোটার,নতুন ভোটার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেয়া হয়। এই জরিপে‘আন্তর্জাতিক মানদন্ড’ পুরোপুরি ফলো করা হয়নি;তবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নেয়ার সময় তাদের রাজনৈতিক পরিচিতি-বিশ্বাস,ধর্মীয় বিশ্বাস এবং আর্থিক মানদন্ডে বাছবিচার করা হয়নি। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের ভোটারের মতামতেই এই চিত্র উঠে আসে।

নারায়ণগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান এগিয়ে রয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনটিতে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী মোঃ আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সেলিম ওসমান এগিয়ে রয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান (ধানের শীষ) ও গোলাম দস্তগীর গাজী (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও কাজী মনিরুজ্জামান (ধানের শীষ) এগিয়ে আছে জরিপে উঠে আসে।

এই মতামত জরিপ করা হয়েছে মূলত:আসনভিত্তিক।

নৌকা উন্নয়নের প্রতীক, শামীম ওসমান উন্নয়নের রূপকার-শওকত চেয়ারম্যান।

নিউজ প্রতিদিন ডটনেটঃ নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক আর সাংসদ শামীম ওসমান হচ্ছেন উন্নয়নের রূপকার। নিউজ প্রতিদিন ডটনেটের সাথে একান্ত আলাপকালে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো.শওকত আলী এসব কথা বলেন।

শওকত চেয়ারম্যানের মতে, সাংসদ শামীম ওসমান যেমন একজন দক্ষ সংগঠন তেমনি একজন উন্নয়নের অগ্রনায়ক। প্রবীন এই নেতার মতে, শামীম ওসমানকে আবারো নির্বাচিত করা হলে ফতুল্লা-সিদ্দিরগঞ্জ তথা নারায়ণগঞ্জের অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন হবে।

শওকত চেয়ারম্যান বলেন, সাংসদ শামীম ওসমান দলীয় কর্মীদের জন্য পাহাড় সমতুল্য। কর্মীরা যে কোন কাজ নিয়ে গেলেই তিনি তা অনায়াসে করে থাকেন। শামীম ওসমান এ জন্যই নারায়ণগঞ্জবাসীর কাছে একজন জননন্দিত নেতা হিসেবে পরিচিত।

প্রবীন এই নেতা বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে এখনো শামীম ওসমানের সমতুল্য কোন নেতার জন্ম হয়নি। যিনি দেশে এবং বিদেশে থেকে দল ও দলের নেতাকর্মীকে সংগঠিত করতে পারেন এবং সমান ভাবে জনপ্রিয়তার ধরে রাখতে পারেন। যার প্রমান বিগত দিনগুলোতে তিনি দিয়েছেন। বিশেষ করে ৪ দলীয় জোট সরকার ও পরবর্তী ১/১১ সরকারের সময়ে বিদেশে থেকেও তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিকে সংগঠিত রেখেছিলেন। প্রবাসে মোবাইলে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের নেতাকর্মীদের সংগঠিক করার মতো একমাত্র সক্ষমতা সাংসদ শামীম ওসমানেরই রয়েছে বলে মনে করেন প্রবীন এই নেতা।

শওকতের দাবি,প্রবাসে ৫ বছর থেকে দেশে ফিরে নারায়ণগঞ্জের সর্বকালের সর্ববৃহত সমাবেশ করে শামীম ওসমান দেখিয়ে দিয়েছিলেন তিনি দেশে না থাকলেও তার জনপ্রিয়তা একবিন্দুও কমেনি। প্রবাসে থাকালীন সময়ে তার মোবাইলের বক্তব্য শোনতে লাখো নেতাকর্মী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে। তার বক্তব্য শুনে দলের অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়েছে।

শওকত চেয়ারম্যান মনে করেন, বিগত ৯৬-২০০১ সালের ন্যায় দশম জাতীয় সংসদের নির্বাচনে এমপি হয়ে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন,যা সারা বাংলাদেশের রেকর্ড সংখক উন্নয়ন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সাংসদ শামীম ওসমানের হাত ধরেই নারায়ণগঞ্জ আধুনিক নারায়ণগঞ্জে রূপ নেওয়ার পাশাপাশি বক্তাবলী উপশহরে পরিনত হবে। আসন্ন সংসদ নির্বাচনে আবারো শামীম ওসমানকে বিজয়ী করতে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শওকত আলী।

নৌকা – ১২৬ ধানের শীষ – ১২৯

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। ভোট হবে ২৯৯ আসনে। বর্তমান অবস্থায় ভোট হলে এ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নৌকা মার্কার প্রার্থীদের ১২৬ আসন পাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। আর বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের আগাম পূর্বাভাস ১২৯ আসন। জাতীয় পার্টির লাঙল ৯টি এবং জেপি সাইকেল প্রতীক ১টি আসন পেতে পারে এমন পূর্বাভাস পাওয়া গেছে। অন্য ৩৫টি আসনের কয়েকটিতে ত্রিমুখী এবং অধিকাংশ আসনে হবে নৌকা-ধানের শীষের দ্বিমুখী লড়াই। দৈনিক ইনকিলাবের ব্যুরো, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিজস্ব এক জরিপে এ চিত্র উঠে আসে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত কয়েকদিনে মূলত তারা দৈবচয়ন পদ্ধতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নিয়ে এই জরিপ করেন। রাজধানী ঢাকা, বিভাগীয় শহর, জেলা-উপজেলা শহর ও গ্রামাঞ্চলের নারী-পুরুষ ভোটার, নতুন ভোটার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেয়া হয়। এই জরিপে ‘আন্তর্জাতিক মানদন্ড’ পুরোপুরি ফলো করা হয়নি; তবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নেয়ার সময় তাদের রাজনৈতিক পরিচিতি-বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস এবং আর্থিক মানদন্ডে বাছবিচার করা হয়নি। ৬৪ জেলার ভোটারের মতামতেই এই চিত্র উঠে আসে।
এই মতামত জরিপ করা হয়েছে মূলত: আসনভিত্তিক। রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ভোট হবে ৩২টিতে। এর মধ্যে ৭টি আসনে মহাজোটের নৌকা, ১০টিতে ঐক্যফ্রন্টের ধানের শীষ, ৪টিতে লাঙল প্রতীকের প্রার্থীর বিজয়ী হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। ধানের শীষ প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন স্থগিত হয়েছে। অন্য ১১টি আসনে কোথাও দ্বিমুখী, কোথাও ত্রিমুখী লড়াই হবে। রাজশাহী বিভাগের আসন সংখ্যা ৩৯টি। বর্তমান অবস্থায় ভোট হলে নির্বাচনে নৌকা ৮টি, ধানের শীষ ২৪টি, লাঙল ১টি আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। অন্য ৪টি আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই। খুলনা বিভাগে আসন সংখ্যা ৩৬টি। এই বিভাগে নৌকা ১৭টি এবং ধানের শীষ ১৯টিতে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগে আসন সংখ্যা ২১। নৌকার প্রার্থী ৮টি, ধানের শীষ ১০টি ও জাপা (সাইকেল) ১টি আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকী ২ আসনে নৌকা ও ধানের শীষের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। ময়মনসিংহ বিভাগে সংসদীয় আসন সংখ্যা ২৪। নৌকার প্রার্থী ১৩টি, ধানের শীষ প্রার্থী ৮টি ও লাঙল প্রার্থী ১টিতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। মতামতে এমন চিত্রে উঠে এসেছে। ঢাকা বিভাগে আসন সংখ্যা ৭০। বর্তমান পরিস্থিতি ভোট হলে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থীরা ৪০ আসন ও ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ২৪টি আসন পাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। এই বিভাগে মহাজোটের শরিক লাঙল প্রতীকের ৩ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৩টি আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই। সিলেট বিভাগে আসন সংখ্যা ১৯। নৌকা প্রার্থী ৪টি, ধানের শীষ ১২টি বিজয়ী হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। বাকী ৩টি আসনে নৌকা আর ধানের শীষ প্রার্থীদের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। পার্বত্য তিন জেলাসহ চট্টগ্রাম বিভাগে আসন সংখ্যা ৫৮। এর মধ্যে নৌকা ২৯ এবং ধানের শীষ ২২ আসনে বিজয়ের সম্ভাবনা রয়েছে। বাকী আসনগুলোয় হবে হাড্ডাহাড্ডি লড়াই।
রংপুর বিভাগ; আসন ৩২:
পঞ্চগড়ের দুটি আসনের একটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেন। অন্যটিতে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোঃ নওশাদ জমির বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ (ধানের শীষ) ও এড. নূরুল ইসলাম সুজন (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
ঠাকুরগাঁওয়ের তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন। ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। তিনি বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। ঠাকুরগাঁও-২ আসনে ৫০ ভাগ নিরপেক্ষ নির্বাচন হলে ঐক্যফ্রন্টের প্রার্থী আব্দুল হাকিম বিজয়ী হবেন। ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোটের একাধিক প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান জাহিদ বিজয়ী হবেন।
দিনাজপুরে ৬টি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন। একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
দিনাজপুর-১ জামায়াতের মাওলানা মোহাম্মদ হানিফ (ধানের শীষ) ও মনোরঞ্জনশীল গোপাল (নৌকা) এর জয়ের সম্ভাবনা সমান সমান রয়েছে। দিনাজপুর-২ আসনে নৌকার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা) বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, দিনাজপুর-৩ আসনেও নৌকার প্রার্থী ইকবালুর রহীম এগিয়ে আছেন। দিনাজপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়া বিজয়ী হতে পারেন। দিনাজপুর-৫ আসনেও ধানের শীষের প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক চৌধুরী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। দিনাজপুর-৬ আসনে বিজয়ী হতে পারেন নৌকার প্রার্থী শিবলী সাদিক।
নীলফামারীর ৪টি আসনের মধ্যে ২টিতে জাতীয় পার্টি, একটি করে আওয়ামী লীগ ও বিএনপির দখলে আসতে পারে। নীলফামারী-১ আসনে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম, নীলফামারী-২ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী রানা মোঃ সোহেল লাঙল প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। নীলফামারী-৪ আসনে লাঙলের প্রার্থী আহসান আদেলুর রহমান বিজয়ী হতে পারেন।
লালমনিরহাটে তিনটি আসনের দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি বিজয়ের সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট-১ আসনে মহাজোটের প্রার্থী মোতাহার হোসেন (নৌকা), লালমনিরহাট-২ আসনে মহাজোট প্রার্থী নুরুজ্জামান আহমেদ (নৌকা) এবং লালমনিরহাট-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আসাদুল হাবিব দুলু বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
রংপুরের ৬টি আসনের ২টিতে জাতীয় পার্টি, ২টিতে বিএনপি, ১টিতে আওয়ামী লীগ এগিয়ে আছে। অন্যটিতে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।
রংপুর-১ আসনে মহাজোট ও লাঙলের প্রার্থী মশিউর রহমান রাঙা, রংপুর-২ আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ লাঙল প্রতীকে, রংপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে
রংপুর-৫ আসনে জামায়াতের গোলাম রব্বানী (ধানের শীষ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (লাঙ্গল) ও এইচ এন আশিকুর রহমান (নৌকা) হাড্ডহাড্ডি লড়াই হবে। রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী নৌকা প্রতীকে বিজয়ী হতে পারেন।
কুড়িগ্রামের ৪টি আসনেই প্রধান দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। কুড়িগ্রাম-১ আসনে সাইফুর রহমান রানা (ধানের শীষ) – আসলাম হোসেন সওদাগর (নৌকা), কুড়িগ্রাম-২ আসনে গণফোরামের আমসাআ আমিন (ধানের শীষ) – জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ (নৌকা), কুড়িগ্রাম-৩ আসনে তাসভীর উল ইসলাম (ধানের শীষ) – এম এ মতিন (নৌকা) এবং কুড়িগ্রাম-৪ মো. আজিজুর রহমান (ধানের শীষ) – জাকির হোসেন (নৌকা)। এদের যে কেউ বিজয়ী হতে পারেন।
গাইবান্ধার ৪টি আসনের ১টিতে বিএনপি এগিয়ে থাকলেও ৩টিতেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা-১ আসনে ধানের শীষ প্রতীকে জামায়াতের মাজেদুর রহমান সরকার বিজয়ী হতে পারেন। গাইবান্ধা-২ আসনে আব্দুর রশিদ সরকার (ধানের শীষ) – মাহবুব আরা গিনি (নৌকা), গাইবান্ধা-৪ আসনে ফারুক কবির আহমেদ (ধানের শীষ) – মনোয়ার হোসেন চৌধুরী (নৌকা) এবং গাইবান্ধা-৫ আসনে ফারুক আলম সরকার (ধানের শীষ) – এড. ফজলে রাব্বী মিয়া (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টে প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী মৃত্যুবরণ করায় এই আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
রাজশাহী বিভাগ; আসন ৩৯:
জয়পুরহাটের ২টি আসনেই বিএনপি এগিয়ে আছে। জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থী ফয়সাল আলীম ও জয়পুরহাট-২ আসনে আবু ইউসুফ মো. খলিলুর রহমান বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বগুড়ার ৭টি আসনের মধ্যে ৬টিতেই ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বগুড়া-৩ আসনে মাছুদা মোমিন, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, বগুড়া-৫ আসনে- জিএম সিরাজ এবং বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হতে পারেন। বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের প্রার্থিতা বাতিল হওয়ায় এই আসনে জাতীয় পার্টির এড. আলতাফ আলী বিজয়ী হতে পারেন।
চাপাইনবাবগঞ্জের ৩টি আসনের ২টিতে বিএনপি এগিয়ে আছে, অপরটিতে হতে পারে ত্রিমুখী লড়াই। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ধানের শীষের প্রার্থী শাহজাহান মিয়া, চাপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম বিজয়ী হতে পারেন যদি জামায়াত সক্রিয় হয়। আর চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মোঃ হারুনুর রশীদ (ধানের শীষ), আব্দুল ওদুদ (নৌকা) ও জামায়াতের স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। যদিও এই আসনটিতে জামায়াতের প্রভাব বেশি রয়েছে।
নওগাঁয়ের ৬টি আসনের মধ্যে ১টি ছাড়া বাকি ৫টিতেই বিএনপি তথা ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে কেবল নওগাঁ-১ আসনটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় নৌকার প্রার্থী সাধন চন্দ্র মজুমদার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী মো. সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনে ধানের শীষের প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নওগাঁ-৪ আসনে ধানের শীষের আবু হায়াত মোহাম্মদ সামসুল আলম প্রামাণিক, নওগাঁ-৫ আসনেও ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনে আলমগীর কবির ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
রাজশাহীর ৬টি আসনের ৩টিতে বিএনপি, আওয়ামী লীগ ১টিতে বিজয়ী হতে পারেন। অপর দুটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজশাহী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২ আসনে ধানের শীষের মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে জামায়াত সক্রিয় হলে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিলন বিজয়ী হতে পারেন। রাজশাহী-৪ আসনে আবু হেনা (ধানের শীষ) ও এনামুল হক (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।
রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নাদিম মোস্তফার প্রার্থিতা আদালতের আদেশে বাতিল হয়েছে। নজরুল ইসলাম গত সোমবার প্রার্থিতা পেয়েছেন। আসনটি বিএনপির প্রভাব থাকলেও প্রার্থিতা নিয়ে এই নাটকিয়তার কারণে সংশয় রয়েছে। এখানে নৌকার প্রার্থী মনসুর রহমান। রাজশাহী-৬ আসনে নৌকার প্রার্থী শাহরিয়ার আলম বিজয়ী হতে পারেন।
নাটোরের ৪টি আসনের মধ্যে ২টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি এগিয়ে। একটিতে তীব্র প্রতিদ্ব›িদ্বতা হতে পারে। নাটোর-১ আসনটি বিএনপির প্রভাবাধীন হলেও শেষ মূহুর্তে প্রার্থিতা পেয়েছেন সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরীন। তাই এই আসনটিতে ধানের শীষের বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও বেশ বেগ পেতে হবে। এখানে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম বকুল। নাটোর-২ আসনে বিজয়ী হতে পারেন নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনে নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ পলক বিজয়ী হতে পারেন। অন্যদিকে নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আজিজ বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি, ২টিতে আওয়ামী লীগ বিজয়ী হতে পারে। ১টিতে হবে হাড্ডাহাড্ডি লড়াই। সিরাজগঞ্জ-১ আসনে বিজয়ী হতে পারেন স্বাস্থ্যমন্ত্রী ও নৌকার প্রার্থী মোঃ নাসিম, সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের আব্দুল মান্নান তালুকদার বিজয়ী হতে পারেন। তবে সিরাজগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খান ও আওয়ামী লীগের তানভীর ঈমামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার প্রার্থী হাসিবুর রহমান স্বপন বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
পাবনার ৫টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি এবং ২টিতে আওয়ামী লীগ এগিয়ে আছে। পাবনা-১ আসনে জামায়াত সক্রিয় হলে ঐক্যফ্রন্ট ও ধানের শীষের প্রার্থী গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, পাবনা-২ আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনে ধানের শীষের কেএম আনোয়ারুল ইসলাম বিজয়ী হতে পারেন। অন্যদিকে পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী শামসুর রহমান শরিফ ডিলু ও পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ; আসন : ৩৬
মেহেরপুরের দুটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হতে পারেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ অরুণ ও মেহেরপুর-২ আসনে জাভেদ মাসুদ মিল্টন।
কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হতে পারেন। এর মধ্যে- কুষ্টিয়া-১ আসনে নৌকার প্রার্থী সরওয়ার জাহান বাদশা ও কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ বিজয়ী হতে পারেন। অন্য দুটি আসনের মধ্যে কুষ্টিয়া-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আহসান হাবিব লিঙ্কন এবং কুষ্টিয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি বিজয়ী হতে পারেন।
চুয়াডাঙ্গার দুটি আসনের মধ্যে দুটিতেই বিএনপির প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী শরিফুজ্জামান শরিফ ও চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের মাহমুদ হাসান খান বাবু বিজয়ী হতে পারেন।
ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের বিজয়ের সম্ভাবনা থাকলেও বাকি দুটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে- ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনে নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী বিজয়ী হতে পারেন। অন্য দুটি আসনের মধ্যে ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের অধ্যাপক মতিয়ার রহমান খান-নৌকার প্রার্থী শফিকুল আজম খান এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের সাইফুল ইসলাম ফিরোজ-নৌকার প্রার্থী আনোয়ারুল আজিম আনারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
যশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি, ২টিতে আওয়ামী লীগ বিজয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যশোর-১ আসনে আওয়ামী লীগ ও নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন এগিয়ে আছেন এবং যশোর-২ আসনে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন বিজয়ী হতে পারেন। এছাড়া যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনে ধানের শীষের ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর-৫ আসনে ধানের শীষের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এবং যশোর-৬ আসনে ধানের শীষের প্রার্থী আবুল হাসান আজাদ বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
মাগুরার দুটি আসনের মধ্যে একটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান শেখর এবং মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরী বিজয়ী হতে পারেন।
নড়াইলের দুটি আসনের দুটিতেই আওয়ামী লীগ বিজয়ী হতে পারেন। এর মধ্যে নড়াইল-১ আসনে নৌকার প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বিজয়ী হতে পারেন।
বাগেরহাটের ৪টি আসনের সবকটিতেই আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে- বাগেরহাট-১ আসনে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার ও বাগেরহাট-৪ আসনে ডা. মোজাম্মেল হোসেন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হতে পারেন।
খুলনার ৬টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও ২টিতে বিএনপি বিজয়ী হতে পারে। এর মধ্যে- খুলনা-১ আসনে নৌকার প্রার্থী পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ান, খুলনা-৫ আসনে নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনা-৬ আসনে আক্তারুজ্জামান বাবু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হতে পারেন। অন্যদিকে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৪ আসনে ধানের শীষের আজিজুল বারী হেলাল বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাতক্ষীরার ৪টি আসনের মধ্যে সবকটিতেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনে জামায়াতের মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল ইসলাম এবং সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের গাজী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ; আসন: ২১
বরগুনার দুটি আসনেই মহাজোটের প্রার্থী এগিয়ে রয়েছেন। এর মধ্যে বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেব নাথ শম্ভু ও বরগুনা-২ আসনে শওকত হাচানুর রহমান রিমন নৌকা প্রতীকে বিজয়ী হতে পারেন।
পটুয়াখালীর ৪টি আসনের মধ্যে ৩টিতে মহাজোট প্রার্থীরা এগিয়ে আছেন। একটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পটুয়াখালী-১ নৌকার প্রার্থী শাহজাহান মিয়া, পটুয়াখালী-৩ আসনে এস এম শাহজাদা (নৌকা) ও পটুয়াখালী-৪ আসনে মহিব্বুর রহমান মহিব নৌকা প্রতীক নিয়ে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে পটুয়াখালী-২ আসনে সালমা আলম (ধানের শীষ) ও আ স ম ফিরোজ (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
ভোলার ৪টি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। এর মধ্যে ভোলা-১ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ভোলা-৪ আসনে নাজিম উদ্দিন আলম ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হতে পারেন।
বরিশালের ৬টি আসনের মধ্যে ৫টিতে এগিয়ে আছে ধানের শীষের প্রার্থীরা। আর অন্য একটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টু, বরিশাল-৩ আসনে অ্যাড. জয়নুল আবেদীন, বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। অন্যদিকে বরিশাল-৪ আসনে নাগরিক ঐক্যের জেএম নুরুর রহমান জাহাঙ্গীর (ধানের শীষ) ও পঙ্গজ দেব নাথ (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
ঝালকাঠির দুটি আসনের মধ্যে একটিতে আওয়ামী লীগ ও অন্যটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এর মধ্যে ঝালকাঠি-১ আসনে মোহাম্মদ শাহজাহান ওমর (ধানের শীষ) ও বজলুল হক হারুন (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আর ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আমির হোসেন আমু বিজয়ী হতে পারেন।
পিরোজপুরের তিনটি আসনেই মহাজোট তথা নৌকার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে- পিরোজপুর-১ আসনে নৌকার প্রার্থী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি- জেপির আনোয়ার হোসেন মঞ্জু (বাইসাইকেল) এবং পিরোজপুর-৩ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজির বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ; আসন: ২৪
জামালপুরের ৫টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হতে পারেন। অন্য একটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে- জামালপুর-১ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, জামালপুর-৩ আসনে মির্জা আজম, জামালপুর-৪ আসনে ডা. মুরাদ উজ জামান নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। জামালপুর-২ আসনটিতে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু। আর জামালপুর-৫ আসনে অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন (ধানের শীষ) ও ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
শেরপুরের ৩টি আসনের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপি বিজয়ী হতে পারে। এর মধ্যে শেরপুর-১ আসনে নৌকার প্রার্থী আতিকুর রহমান আতিক, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হতে পারেন। শেরপুর-৩ আসনটিতে বিজয়ী হতে পারেন ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল।
ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে আওয়ামী লীগ তথা মহাজোট ৬টিতে, বিএনপি ৪টি এবং একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এর মধ্যে- ময়মনসিংহ-১ আসনে নৌকার প্রার্থী জুয়েল আরেং, ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৫ আসনে কেএম খালিদ, ময়মনসিংহ-৮ আসনে ফকরুল ইমাম, ময়মনসিংহ-১০ আসনে ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ আসনে কাজিমউদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হতে পারেন। অন্যদিকে ময়মনসিংহ-২ আসনে ধানের শীষের প্রার্থী শাহ শহীদ সারোয়ার, ময়মনসিংহ-৬ আসনে শামসুদ্দিন আহমদ, ময়মনসিংহ-৭ আসনে মাহাবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৯ আসনে খুররম খান চৌধুরী ধানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন। আর ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আকন্দ (ধানের শীষ) ও রওশন এরশাদ (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
নেত্রকোণার ৫টি আসনের মধ্যে ২টিতে আওয়ামী লীগ-২টিতে বিএনপি বিজয়ী হতে পারে। আর একটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
নেত্রকোণা-১ আসনে কোন্দল মেটাতে পারলে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বিজয়ী হতে পারেন। এছাড়া নেত্রকোণা-৪ আসনে তাহমিনা জামান ধানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন। অন্যদিকে নেত্রকোণা-২ আসনে নৌকার প্রার্থী আশরাফ আলী খান খসরু এবং নেত্রকোণা-৫ আসনে ওয়ারেসাত হোসেন বেলাল নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নেত্রকোণা-৩ আসনে রফিকুল ইসলাম হেলালী (ধানের শীষ) ও অসিম কুমার উকিল (নৌকা) এর মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্বতা হতে পারে।
ঢাকা বিভাগ: ৭০
কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৪টি, বিএনপি ১টি এবং জাতীয় পার্টি ১টিতে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনে রেজওয়ান আহম্মাদ তৌফিক), কিশোরগঞ্জ-৫ আসনে আফজাল হোসেন বিজয়ী হতে পারেন। অন্যদিকে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম এগিয়ে রয়েছেন।
টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে বিএনপি ৫টিতে এবং আওয়ামী লীগ ৩টি আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৪ আসনে হাসান ইমাম খান, টাঙ্গাইল-৭ আসনে একাব্বর হোসেন বিজয়ী হতে পারেন। অন্যদিকে টাঙ্গাইল-২ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৩ আসনে মোঃ লুৎফুর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ আসনে মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ আসনে গৌতম চক্রবর্তী, ও টাঙ্গাইল-৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের কুড়ি সিদ্দিকী ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন।
ঢাকার ২০টি আসনের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ, ৯টিতে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকী ২টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৭ আসনে নৌকার প্রার্থী হাজী সেলিম, ঢাকা-১০ আসনে শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১১ আসনে একেএম রহমতউল্লাহ, ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে ইলিয়াছ উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৮ আসনে সাহারা খাতুন, ঢাকা-২০ আসনে বেনজির আহমদ নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিনে ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী ইরফান ইবনে আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ আসনে সালাহউদ্দিন আহমেদ, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবী, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস, ঢাকা-১৩ আসনে আব্দুস সালাম, ঢাকা-১৭ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ও ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান সালাহউদ্দিন বিজয়ী হতে পারেন।
ঢাকা-১ আসনে সালমান এফ রহমান (নৌকা), জাতীয় পার্টির সালমা ইসলাম (স্বতন্ত্র) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। একই রকম সম্ভাবনা রয়েছে ঢাকা-১৪ আসনে সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু (ধানের শীষ) ও আসলামুল হক (নৌকা) এর মধ্যে।
মানিকগঞ্জের ৩টি আসনের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী এ এম নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক এগিয়ে আছেন। মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী মাইনুল ইসলাম খান এগিয়ে আছেন।
মুন্সিগঞ্জের ৩টি আসনের মধ্যে বিএনপি ২টিতে এবং ১টিতে আওয়ামী লীগ বিজয়ী হতে পারে। এর মধ্যে- মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ও মুন্সিগঞ্জ-৩ আসনে আব্দুল হাই এগিয়ে রয়েছেন। অন্যদিকে মুন্সিগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি বিজয়ী হতে পারেন। গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপি এগিয়ে রয়েছে। এর মধ্যে- গাজীপুর-১ আসনে নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজ ও গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি এগিয়ে রয়েছেন। অন্যদিকে গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান এগিয়ে রয়েছেন।
নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ এবং ২টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। নরসিংদী-১ আসনে নৌকার প্রার্থী মোঃ নজরুল ইসলাম হিরু, নরসিংদী-২ আসনে আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী-৫ আসনে রাজিউদ্দিন রাজু এগিয়ে রয়েছেন। অন্যদিকে নরসিংদী-৩ আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুর-ই-ইলাহী ও নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল এগিয়ে রয়েছেন।
নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ২টিতে নৌকা, ১টি করে ধানের শীষ ও লাঙল বিজয়ী হতে পারে। আর অন্যটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান এগিয়ে রয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনটিতে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্তী মোঃ আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সেলিম ওসমান এগিয়ে রয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান (ধানের শীষ) ও গোলাম দস্তগীর গাজী (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
রাজবাড়ীর ২টি আসনের দুটিতেই আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে- রাজবাড়ী-১ আসনে নৌকার প্রার্থী কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিম এগিয়ে রয়েছেন।
ফরিদপুরের ৪টি আসনের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ও ২টিতে বিএনপি এগিয়ে রয়েছেন। এর মধ্যে- ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী মঞ্জুর হোসেন ও ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্যাহ এগিয়ে রয়েছেন। অন্য আসনগুলোর মধ্যে ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ রিংকু ও ফরিদপুর-৩ আসনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ এগিয়ে রয়েছেন।
গোপালগঞ্জের ৩টি আসনের সবকটিতেই আওয়ামী লীগ বিজয়ী হতে পারেন। এর মধ্যে- গোপালগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী কর্ণেল (অব.) ফারুক খান, গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম ও গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা বিজয়ী হতে পারেন।
মাদারীপুরের ৩টি আসনের মধ্যে সবকটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন। এর মধ্যে- মাদারীপুর-১ আসনে নৌকার প্রার্থী নূর ই আলম চৌধুরী, মাদারিপুর-২ আসনে শাজাহান খান ও মাদারিপুর-৩ আসনে আবদুস সোবহান গোলাপ বিজয়ী হতে পারেন।
শরিয়তপুরের ৩টি আসনের সবকটিতেই আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে- শরিয়তপুর-১ আসনে নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু, শরিয়তপুর-২ আসনে এনামুল হক শামীম ও শরিয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক এগিয়ে রয়েছেন।
সিলেট বিভাগ: ১৯
সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি এবং ২টিতে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে- সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী নজির হোসেন, সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ আসনে ফজলুল হক আসপিয়া ধানের শীষের প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। আর অন্য দুই আসনের মধ্যে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী এম এ মান্নান এবং সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীক নিয়ে বিজয়ের সম্ভবনা রয়েছেন।
সিলেটে ৬টি আসনের সবকটিতেই বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তাদের বিজয়ের সম্ভাবনা থাকলেও নৌকার প্রার্থীরা ৩টি আসনে বিজয় ছিনিয়ে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে সিলেট-১, ৪ ও ৬ এই তিনটিতে যেকোন মূল্যে বিজয়ী হতে চায় আওয়ামী লীগ। তবে মর্যাদার্পূণ সিলেট-১ আসনে এখন পর্যন্ত ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মোক্তাদির চৌধুরী এগিয়ে আছেন। সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান বিজয়ী হতে পারেন। তিনি এই আসনে উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। বিএনপির প্রার্থী তাহসিনা রুশদী লুনার মনোনয়ন বাতিল হওয়ায় জাতীয় ঐক্যফ্রন্ট তাকেই সমর্থন দিয়েছে।
সিলেট-৩ আসনে ৫০ ভাগ স্বাভাবিক পরিস্থিতি থাকলে ধানের শীষের প্রার্থী শফিউদ্দিন আহমদ চৌধুরীর নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা রয়েছে। সিলেট-৪ আসনে ৫০ ভাগ স্বাভাবিক ভোট হলেও ধানের শীষের প্রার্থী দিলদার হোসেন সেলিমের বিজয়ের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। সিলেট-৫ আসনে জামায়াত আন্তরিক হলে ধানের শীষের প্রার্থী মাওলানা উবাইদুল্লাহ ফারুক বিজয়ী হতে পারেন। সিলেট-৬ আসনে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে ভোট দেয়ার সুযোগ পেলে ধানের শীষের প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরীর বিজয় অসম্ভব নয়।
মৌলভীবাজারের ৪টি আসনের ২টিতে বিএনপি এগিয়ে থাকলেও বাকী ২টিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মৌলভীবাজার-১ আসনে নাসিরউদ্দিন মিঠু (ধানের শীষ) ও শাহাবুদ্দিন আহমেদ (নৌকা) এবং মৌলভীবাজার- ৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ) ও আব্দুস শহীদ (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অন্যদিকে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও মৌলভীবাজার-৩ আসনে ধানের শীষের নাসের রহমান বিজয়ী হতে পারেন।
হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ২টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপির প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অপর ১টিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়া (ধানের শীষ) ও শাহ নেওয়াজ মিল্লাত গাজী (নৌকা) এর মধ্যে সমানে সমানে লড়াই হবে। হবিগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী আব্দুল মজিদ খান এবং হবিগঞ্জ-৪ আসনে মাহাবুব আলী নৌকা প্রতীকে বিজয়ী হতে পারেন। অন্যদিকে হবিগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী জি কে গউছ বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
চট্টগ্রাম বিভাগ: ৫৮
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩টিতে, বিএনপি ১টিতে এগিয়ে রয়েছে। অন্য দুইটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকার প্রার্থী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আনিসুল হক ও ব্রাহ্মণ। (সূত্র:ইনকিলাব)

সিদ্দিরগঞ্জে শামীম ওসমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ করে না:গঞ্জ জেলা(বোট)এর নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ-৪আসনের সিদ্ধিরগঞ্জে শামীম ওসমা‌নের প‌ক্ষে নৌকা মার্কার নির্বাচনী গণসংযোগ করে নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ অনলাইন আওয়ামীলীগ টীম(BOAT)।

২৬ ডিসেম্বর(বুধবার)দুপুর ১২টায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ অনলাইন আওয়ামী টীম(BOAT) নারায়ণগঞ্জ জেলা সভাপতি রাশেদুল হক রাসেল,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম সুমন,রোমান্স ইমন,সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ববি,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান,দফতর সম্পাদক মোঃ খলিলুর রহমান টিটু,সদস্য আক্তার হোসেন ও নোমান আহম্মেদ প্রমূখ।গণসংযোগ শেষে জননেতা এ কে এম শামীম ওসমানের সাথে দুপুর দেড়টায় তার জামতলা বাসভবনে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ অনলাইন আওয়ামী টীম(BOAT) নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।